MMR mamun

MMR mamun একটা জীবন একটা পছন্দ একটা মুহূর্ত মহাবিশ্বের মতো একটা মন কে ধ্বংস করে দিতে পারে ���

আসল কাহিনী হলো এটা 😬🤭😎
07/03/2024

আসল কাহিনী হলো এটা 😬🤭😎

🚶ছেলেটার বয়স ছিল ১৯ বছর🥰        🚶সে একটা রিলেশন করতো,,                   ২ বছর হলো🤫🫶       💒বাড়ির পরিস্থিতি বোঝার পর 🥰...
19/02/2024

🚶ছেলেটার বয়স ছিল ১৯ বছর🥰
🚶সে একটা রিলেশন করতো,,
২ বছর হলো🤫🫶
💒বাড়ির পরিস্থিতি বোঝার পর 🥰
💃মেয়েটা তাকে বলেছিল ,,🤩
👪আমাদের পরিবারের কেউ তোমাকে
মেনে নিবে না,,🙅
🤌হঠাৎ করে এমন কথা শোনার পর🤏
🚶 ছেলেটা অবাক হয়ে😲
😉তার মুখের দিকে তাকিয়ে ছিল ❣️
🤗অনেক কথা হবার পর মেয়েটা তাকে
মেসেঞ্জারে ও ব্লক দিয়েছে,,😟
🚶ছেলেটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে☹️
🙅নিজেকে সামলাতে না পেরে,,🥹
😭আত্মহত্যা করলো🥲
🤱মা কবরের পাশে বসে 🧘
😩কাঁদতেছে আর বলতেছে,,🤷
🧍বাবারে ২ বছরের ভালোবাসা❤️
💔না পাওয়ার জন্য তুই জীবন ত্যাগ করলি।🛌
🤱আমার ১৯ বছরের ভালোবাসা
কি কম ছিল।❤️🙅

🤷সত্যিই চার দিনের দুনিয়ায়,,🌍
🫴দুই দিনের মায়া কাটিয়ে ওঠা খুব কঠিন।☹️😩
👪যারা আমাদের কে মন থেকে ভালবাসে,,❤️
👪তাদের কথা আমরা চিন্তাও করি না,,🙅
💃আর যে ভালোবাসার অভিনয় করে,,💔😟
💃তাকে না পাওয়ার কষ্টে আমরা
জীবন পর্যন্ত উৎসর্গ করি।🧍😩

ছোট গল্প:
লেখক মোঃ মামুনুর রশিদ { মামুন}

এরকম আরো গল্প পেতে
পেজটি ফলো দিয়ে রাখুন ❣️🥰

01/02/2024

একটু গান গাওয়ার চেষ্টা করলাম

Celebraty same brother and meLove you same brother
22/12/2023

Celebraty same brother and me

Love you same brother

19/12/2023

গল্পটা পড়ো সবাই

আমি চেয়েছিলাম তুমি হও হুমায়ূন আহমেদের কোনো এক উপন্যাসের সহজ সরল নায়িকার মতো প্রাণবন্ত। কোন কোন ঘুম না আসা রাত্তিরে তুমি ওপাশ থেকে ফোন করে গান ধরো, যদি মন কাঁদে তুমি ফিরে এসো, ফিরে এসো এক বর্ষায়।

ফাইভস্টার রেস্তোরার দামি ম্যানুর কফির স্বাদ না খুঁজে মাঝেমধ্যে ওই শ্যাঁতশ্যাঁতে হোটেলের সিঙ্গারর গাল ভাঙার আবদার করো। খাওয়া শেষে খুব শক্ত করে হাত চেপে ধরে রিকশায় চড়ে শহর দেখতে দেখতে হয়ে ওঠো চমৎকার প্রেমিকা।

বৃষ্টি হলে শাড়ি চুড়ি পরে চোখে গাঢ় করে কাজল দিয়ে সাজুগুজু করো। চিঠিতে লিখে রাখো বৃষ্টি নামার আনন্দের সংবাদ, চিঠির খামে ভরে রাখো কয়েকফোঁটা বৃষ্টি।

জন্মদিন এলে ওসব চিঠি কুরিয়ার করে পাঠাও সঙ্গে পাঠাও গুনে গুনে বেশ কয়েকটি কদমফুল।

অথচ, অথচ তুমি নিজেকে জড়ালে ওয়েস্টার্ন পোশাকে। আমার প্রাণবন্ত স্নিগ্ধ প্রেমিকা না হয়ে বুকের অন্দরের গোপন ফিতা দেখিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠলে নষ্টালজিক এক নারী। নাপিত থেকে মুচি তোমার বুকের সাইজ মেপে তোমাকে প্রশংসায় ভাসায়, ডুবায়, চুবায়।

আমি খুঁজি প্রেম, তুমি যৌনতা। আমি চাই একটু তোমার কাঁধে মাথা রাখতে, তুমি চাও কামনার আগুনে জ্বলেপুড়ে আঙ্গার হতে। আমার এই সব চাওয়াকে তুমি খেইত্যা বলে উপাধি দাও। তুমি মেনে নাও পৃথিবীর যাবতীয় অশ্লীলতা, অথচ আমাকে বলো লম্পট।

আমি বোধহয় সেইসব খেইত্যা মানুষদের দলে ভিঁড়েছি যাদের এখনও কবিতা পড়লে হৃদয় শূন্য হয়ে আসে, জোছনা দেখলে হতে চায় গৃহত্যাগী, বৃষ্টি দেখলে বিড়াল ছানার মতো প্রিয়তমার বুকে ঢুকে বসে থাকতে চায় চুপচাপ।

আমি বোধহয় সেই-সব খেইত্যা প্রেমিকদের দলের মানুষ যারা শুধু প্রেমিকার প্রেমটুকুই চিনেছে, প্রেমিকার শরীর ছোঁয়ার প্রয়োজন মনে করেনি।

তুমি হয়তো জানো না, শরীর যদি আমায় টানতো তবে আমি পৃথিবীর এক'শো তিরানব্বইটি দেশের নারীর নগ্ন শরীরের দিকে ছুটতাম, তোমাকে কেন্দ্র করে ঘুরতাম না।

লেখা: মোঃ মামুনুর রশিদ মামুন

Address

Gaibandha
Rangpur
5720

Website

Alerts

Be the first to know and let us send you an email when MMR mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MMR mamun:

Videos

Share