রংপুর-৬,পীরগঞ্জ

রংপুর-৬,পীরগঞ্জ পীরগঞ্জের উন্নয়নের স্বার্থে সকলে মোরা একসাথে।

07/12/2024
১৫ বছর থেকে না হয় শেখ হাসিনা এ দেশের জনগণকে জ্বালিয়েছে। কিন্তু প্রায় ১০০ বছর আগে মৃত্যুবরণ করা বেগম রোকেয়া তার কি দো...
24/11/2024

১৫ বছর থেকে না হয় শেখ হাসিনা এ দেশের জনগণকে জ্বালিয়েছে।
কিন্তু প্রায় ১০০ বছর আগে মৃত্যুবরণ করা বেগম রোকেয়া তার কি দোষ? তিনি কি অপরাধ করেছিল?

19/11/2024

আলহামদুলিল্লাহ এই পণ্যটি ম্যাট গ্রুপের, আর ম্যাট গ্রুপের চেয়ারম্যান আমাদের পীরগঞ্জের সন্তান।

রংপুর-৬, (পীরগঞ্জ) এর এমপি'রাজাতীয় সংসদের ২৪ রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্যবৃন্দ। ১ম সংসদ সদস্য থেকে দ্ব...
31/10/2024

রংপুর-৬, (পীরগঞ্জ) এর এমপি'রা

জাতীয় সংসদের ২৪ রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্যবৃন্দ। ১ম সংসদ সদস্য থেকে দ্বাদশ সংসদ সদস্যদের নাম, দলীয় পরিচয় এবং নির্বাচনের সময়কাল দেয়া হলো। সংগৃহীত

বিদেশি ভাইয়েরা এবার আরামসে রেমিটেন্স পাঠান, আর নিশ্চিন্তে থাকেন। দেশে চলতেছে ডাকাতি,জবাই করে হত্যা, ধর্ষন,দিনে দুপুরে ছি...
21/10/2024

বিদেশি ভাইয়েরা এবার আরামসে রেমিটেন্স পাঠান, আর নিশ্চিন্তে থাকেন।
দেশে চলতেছে ডাকাতি,জবাই করে হত্যা, ধর্ষন,দিনে দুপুরে ছিনতাই, মায়ের কোলথেকে শিশু চুরির মতো ঘটনা।
আবার যদি কোন মিডিয়া তা প্রচার করে তাহলে সেই মিডিয়ার অফিস ভাংচুর দিনেদুপুরে লুটপাট সব শেষে অগ্নিসংযোগ।

16/10/2024

পীরগঞ্জ উপজেলার খেদমতপুর নামক স্থানে, কচু বিক্রি করতে গিয়ে কৃষকরা হয়রানি শিকার হচ্ছে। কৃষকদের কাছ থেকে ব্যবসায়ীরা কচুর দাম ঠিক করে নিয়ে গিয়ে ঠিককরা মূল্যের চেয়ে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কম দিচ্ছে। যেটা কৃষকরা বলছে তাদের সাথে জুলুম হচ্ছে। দেখার কেউ নেই।

কাকের মুখে রটলো খবর বনের রাজা বাঘ মরেছে।জন্তুরা সব একে একে মরা বাঘটা এলো দেখে।কেউ করলো আহা উহু।কেউ ভাবলো বাঁচা গেলো।কদিন...
05/10/2024

কাকের মুখে রটলো খবর
বনের রাজা বাঘ মরেছে।
জন্তুরা সব একে একে
মরা বাঘটা এলো দেখে।
কেউ করলো আহা উহু।
কেউ ভাবলো বাঁচা গেলো।

কদিন পর বললো সবাই,
বাঘ মরেছে এখন তবে
বনের একটা রাজা তো চাই,
কে তাহলে রাজা হবে!

শেয়াল শুনে চুপি চুপি,
মাথায় দিয়ে গাধার টুপি
লাফিয়ে উঠে সিংহাসনে,
ডাকলো হুয়া হুক্কা রবে,
বললো- সেই রাজা হবে!

ভালুক বললো, এই বেয়াদব।
ওখান থেকে নাম এখুনি,
রাজা হবো এই কথাটি
ফের যদি তোর মুখে শুনি
একটি চড়ে অক্কা পাবি।
হুক্কা-হুয়া ভুলে যাবি!
বাঘ নেই তো আমি আছি,
বাঘের পরেই আমার দাবি!

নেকড়ে বলে, ভালোই আছো,
করবে তুমি ভালুক নাচও
সিংহাসনে বসে আবার
ভাবছো বুঝি রাজাও হবে
আমি হলাম বাঘের পিসে,
আমার দাবি কমটা কিসে
আমায় রাজা করতে হবে!

হায়েনা বললো, হাসাস না আর,
পিসি কোথায় ঠিক নেই তার
এলেন উনি পিসে মশাই,
আমরা কোথায় যাইরে তবে,
আমায় রাজা করতে হবে।

বাঁদর বললো, ওরে হায়না
জুড়ে দিলি তুইও বায়না
জানিস তো কেউ তোকে চায় না,
ভাগাড় দিয়ে লেংচে চলিস
রাজা হবো তুইও বলিস!
আমি বানর অর্ধেক নর, বনবাসী,বুদ্ধিজীবী,
আমায় রাজা করতে হবে সব্বাইকে বলে দিবি!’

শুয়োর বললো - বাঁদরামি রাখ ,
গাছে আছিস গাছেতেই থাক।
পেটটা যখন দেব চিরে -
সব বুদ্ধি বেরিয়ে যাবে।
আমায় বেশি ঘাটাস নিরে -
আমি যখন গোঁ ধরেছি ,
আমায় রাজা করতে হবে।

সবাই চেঁচায় - ঘেও ঘেও , খেঁকখেঁক
বন তোলপাড় হট্টগোলে।
বাদুড় তখন উঠলো বলে -
ঘুরে ঘুরে দেখছি সবই,
সবাই ভাবছিস রাজা হবি ?

হুহু ! শেয়াল ঠেয়াল দেখছিস কেও ?
শুনতে পাচ্ছিস ? ডাকছে যে ফেও
আরেকজন যে এসে গেছে।
আইস্যা জোয়ান, ইয়া থাবা,
কেও বললো - ওরে বাবা,
কেও বললো পালা পালা,
কেও বলে আন ফুলের মালা।
এসে গেছেন রাজামশাই ,
সিংহাসনে এনে বসাই।
আমাদের তো রাজা সাজা ,
বাঘ ই হচ্ছেন আসল রাজা।

অরুণ সরকারের কবিতা “আসল রাজা”

19/09/2024

ঢাকা বিশ্ববিদ্যালয় কি বন্ধ করে দেওয়া উচিত? আপনার কি মনে হয়?

18/09/2024

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর
এর ভিসি নির্বাচিত হলেন পীরগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ডক্টর মো: শওকত আলী।
অভিনন্দন ও শুভকামনা রইল।

Address

Rangpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when রংপুর-৬,পীরগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রংপুর-৬,পীরগঞ্জ:

Videos

Share