মিছে মায়া彡

মিছে মায়া彡 ❝আবেগ,অনুভূতি,ভালবাসা সবার মনে ঠাঁই পায়না❞
(3)

আমারও একটা অপূর্ণতার গল্প আছে।
আমারও একটা না পাওয়ার বেদনা আছে।
আমারও আছে ভাঙ্গা স্বপ্ন আর বিচ্ছেদের গল্প।
কিন্তু সেসব বলার মতো সময় বা মানুষ কোনোটাই আমি পাইনি।

আমি আসলে নতুন করে আর মিথ্যা স্বপ্ন দেখিনি।
খুঁজতে যাইনি নতুন কাউকে।
অথবা তাকাইনি সময়ের দিকে।
অধিক এক্সপেকটেশনে মানুষ পঙ্গুর মতোই হয়ে যায়।
আমি দ্বিতীয়বার আর সেই পঙ্গু হতে চাইনি।

আমি ভেসেছি সময়ের স্রোতে।
নিজেকে ব্যস্ত করে তুলেছি।
সবরকম এক্

সপেকটেশন বাদ দিয়েই নিজেকে সান্ত্বনা দিয়েছি।
বুঝিয়েছি একটাই কথা -
চিরদিন কেউ থাকে না। আমৃত্যু এই যাত্রা একান্তই আমার আর কারোর না। তাই আমার সঙ্গী শুধুই আমি'''

I have reached 1.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
27/12/2024

I have reached 1.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

24/10/2024

আসসালামু আলাইকুম। আমার বিয়ে করেছি বেশ কয়েকদিন যাবৎ।বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছে।মেয়ের কোনো ব্যাড রেকর্ড নেই,কোনো ছেলে ফ্রেন্ড নেই, বাজে অভাস নেই।আছে শুধু কেয়ারিং আর ভালোবাসা।সে শ্যামলা সুন্দর আর অনেক চিকন।এগুলা ছাড়া আর কোনো কমতি নাই।এক কথায় বলতে গেলে আমাকে খুব ভালোবাসে, আমার জন্য পা*গ*ল।

কিন্তু আমি তাকে পুরোপুরি ভালোবাসতে পারছিনা। আমার বার বার মনে হয় যে আমি আরো সুন্দর কাউকে ডিজার্ভ করি।যখন দেখি যে আমার চেয়ে কম সুন্দর ছেলেদের আমার চেয়েও সুন্দর বউ আছে তখন এই জিনিসটা আমার খারাপ লাগে।

মনে হয় যে আমার যেই যোগ্যতা আমি এর চাইতেও আরো অনেক সুন্দরী মেয়ে বিয়ে করতে পারতাম।বিয়ে করার পর এখন আফসোস লাগে খুব। এই নিয়ে ডিপ্রেশনে থাকি এবং মন খারাপ হয়ে যায়। মেজাজ খিটখিটে লাগে , আমি নিজেও বুঝতে পারছি যে এটা খুব বাজে মনমানসিকতা কিন্তু কোনো ভাবেই এটা থেকে বের হতে পারছিনা।।

দয়া করে কেউ বলবেন এরকম নোংরা চিন্তাভাবনা থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখবো ?
(নাম প্রকাশে অনিচ্ছুক)

04/10/2024

আমাদের চার বোন আমাকে ছাড়া বাকি তিনজন মাশাল্লাহ খুব সুন্দর তাদের গায়ের কালার চমৎকার ফর্সা।।
এক কথায় তাদের সুন্দরী বলা যায়..
আমি তিন নাম্বার..
ছোটবেলা থেকেই আমি কালো আমার তিন বোনের চেহারার সাথে আমার চেহারার কোন মিল নেই, আমরা সবাই একসাথে ঘুরতে গেলে মানুষ মনে করতে হয়তোবা আমি তাদের কাজিন অথবা কাজের মেয়ে..
আমার মা আমাকে সব সময় কালি কালি বলতো বাকি বোনরাও একই নামে আমাকে সব সময় ডাকতো..
কিন্তু আমি আমার বাবার কাছে সব থেকে সুন্দরী একটা মেয়ে..
আমার এই কা*লো রূপ নিয়ে সব সময় আমি আমি হীনমন্যতায় থাকতাম...

আমার জীবনে প্রেম আসবে কেউ আমাকে পছন্দ করবে এটা কখনো ভাবিনি তাই আমার সবকিছু বাদ দিয়ে পড়াশোনার দিকে মনোনিবেশ করি...
আমার বড় দুই বোনের বিয়ে হয়েছে তারা প্রেম করে বিয়ে করেছে একজনের তালাক হয়ে গেছে আরেকজন তার স্বামী নিয়ে দেশের বাইরে আছে।।

আমার দুই নাম্বার বোন সে দেখতে সবার থেকে সুন্দরী তার স্বামীর অবস্থান ও ভালো ছিল সে সরকারি একটা উচ্চপদস্থ কর্মকর্তা...
কিন্তু তাদের সংসার সুন্দর হয়নি মাত্র ৬ বছর সংসার করেছে তারপর দুজন আলাদা হয়ে গেছে..
আমার বোন সেও ভালো জব করে সে আর কখনো বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে..

আমি অনার্স সেকেন্ড ইয়ারে উঠার পর অনেকগুলো বিয়ের ঘর এসেছে আমার বাবা চেষ্টা করে এনেছে মানুষকে দেখিয়েছে আমাকে।। কিন্তু কেউ আমাকে পছন্দ করেনি..
আমি বাধ্য হয়ে বাবাকে বলেছি আমার বিয়ের চিন্তা বাদ দাও আমার ছোট বোনকে বিয়ে দিয়ে দাও..

আমাকে রেখে আমার ছোট বোনের বিয়ে হয় ছোট বোনের স্বামী ও দেশের বাইরে থাকে প্রবাসী ৬ মাস আগে আমার ছোট বোন তার স্বামীর কাছে চলে গেছে..
আমি অনার্স শেষ করে একটা সরকারি ব্যাংকে জব শুরু করি যখন...

ওখানেই আমার একজনের সাথে পরিচয় হয়। এবং তার সাথে কথা বলা শুরু হয়..
এক সময় জানতে পারি আমি যার সাথে কথা বলছি সে মানুষটা বিবাহিত ছিল তার স্ত্রী মারা গেছে তারপর থেকে সে অনেকটাই ছন্নছাড়া...
তার কোন বাচ্চাকাচ্চা নেই..
তার কথা শুনে তার প্রতি আমার আগ্রহ বাড়ে কিন্তু আমার আগ্রহ প্রকাশ করতে আমি ভয় পাই সব সময়।।

তার সাথে ফ্রি হওয়ার সুযোগ সে আমাকে করে দেই..
আমরা দুইজন নিয়ম করে কথা বলা শুরু করি সে যতটা আমার কেয়ার করে আমি ঠিক ততটা তার কেয়ার করা শুরু করি...
তখন মনে হয়েছিল সত্যি আমি প্রেমে পড়ে গেছি।।।
আমার এই প্রেম কখনো সফল হবে তা ভাবি নি..
সাত মাস কথা বলার পর সে আমাকে তার জীবনসঙ্গী হিসেবে পেতে চায়।। আমি তাকে আমার বাবার সাথে কথা বলতে বলি....
সে বাবার সাথে কথা বলে এত ভালো প্রস্তাব পাওয়ার পর বাবা মনে হয় আকাশ হাতে পেয়ে যায়..
পারিবারিকভাবে আমাদের দুজনের বিয়ে সম্পন্ন হয়..

বিয়ের পর থেকে তার আমার প্রতি আগ্রহ এবং কেয়ারিং বিষয়টা আরো অনেক বেশি বেড়ে যায়....
ভালোবাসার যে অপ্রাপ্তি ছিল আমার মনের মাঝে সেই অপ্রাপ্তি পুরোপুরি সে প্রাপ্তিতে পরিণত করে দিয়েছে..

আমার মত একটা মেয়েকে কেউ এতটা ভালবাসবে তা কখনো আমি কল্পনা করিনি আমি কল্পনা করিনি কখনো আমার সুন্দর একটা সংসার হবে সেখানে আমার স্বামী আমার সবথেকে ভালো বন্ধু হবে আমার সুখ দুঃখের সাথী হবে...
জীবনের সকল কঠিন মুহূর্তে আমাকে সে জড়িয়ে রাখবে এসব চিন্তা কখনো আমার মাথায় আসেনি আশাও করিনি..

কিন্তু সৃষ্টিকর্তার অপার মহিমায় আমার স্বামী আমার জীবনের সমস্ত স্বপ্ন তার ভালোবাসা দিয়ে পূরণ করে চলেছে।।।।
দেখতে দেখতে আমাদের সংসারের বয়স আজ পাঁচ বছরে পড়েছে...
দুই বছরের একটা টুকটুকে সুন্দর মেয়ে হয়েছে আমার কেউ দেখে বলবে না এটা আমার মেয়ে....
আমার সুন্দরী সুন্দরী বোনদের বাচ্চাদের থেকে আমার বাচ্চা মাশাল্লাহ সুন্দর বেশি...
তাদের সংসারের প্রায় প্রায় অশান্তির খবর ছড়াছড়ি করে আমাদের পরিবারে।
কিন্তু আমার বিয়ের পর থেকে কোন অশান্তির খবর আমার বাবা-মা আজ পর্যন্ত পায়নি আশা করি আর কখনো পাবে না....

ভালোবাসা সত্যিই সুন্দর..
চেহারা নিয়ে হীনমন্যতায় চলে যাওয়া বোকামি...
সত্যিকারের ভালোবাসা কখনো বাহ্যিক সৌন্দর্য দিয়ে হয় না মনের সৌন্দরতা গুরুত্বপূর্ণ...
কাল আর সাদা দিয়ে কখনো সম্পর্কের গভীরতা বিচার করা যায় না কালো সাদা দিয়ে সুখ শান্তি আসেনা সংসারে.....

ইনবক্সে থেকে নেওয়া💖
আবেগী ভালোবাসা

25/08/2024

আবেগে মৌমাছির চাকে ঢিল মেরেছে,,
বিবেক ফিরে এসেছে দৌড়াচ্ছে।।
আনসার বাহিনী নিজের বিপদ নিজে ডেকে আনলো🙂

22/08/2024

এই জাতিকে কেমনে দমাবেন!!
পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।
স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে
ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।
ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।
নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।
মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।
মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।
এ জাতিকে দমানো সোজা না। তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না। আরো একটা ষড়যন্ত্র ব্যর্থ করতে চলেছি।

21/08/2024

দূর্লভ ভিডিও-১৯৭৪
৭৪ এর দূর্ভিক্ষ বাংলাদেশের স্মরণকালের ইতিহাসের সবচেয়ে বড় দূর্ভিক্ষ। সদ্য স্বাধীন হওয়া দেশে যখন বিলিয়ন ডলারের সাহায্য আসছিল তখন দূর্নীতি, স্বজনপ্রীতি, অপশাসন ইত্যাদির এক অভিশপ্ত যুগ চলছিল বাংলাদেশে। প্রায় সাড়ে চার লাখ মানুষের মৃত্যু ঘটেছিল শুধু ৭৪ এ।
বিখ্যাত সেই লাইনটা মনে পড়ে, ভাত দে হারাম"জাদা নইলে মানচিত্র খাবো।
আগস্টের আসল ইতিহাস জানুন।
#মিছে_মায়া

20/08/2024

পাতি মাস্তানদের একটু সাইজ করলো বাংলাদেশ সেনাবাহিনী 🙂🙂

আমরা বাঙালীরা এমনই,সুদিন ফিরলে দূর্দিনের কথা ভুলে যাই। বুজলাম মেয়েটি খারাপ, কিন্তু এই খারাপ মেয়েটিই তো খারাপ সময়ে সবার স...
19/08/2024

আমরা বাঙালীরা এমনই,সুদিন ফিরলে দূর্দিনের কথা ভুলে যাই। বুজলাম মেয়েটি খারাপ, কিন্তু এই খারাপ মেয়েটিই তো খারাপ সময়ে সবার সামনের সারিতে ছিলো। অন্যায়ের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিলো। আপনারা যারা তাকে নিয়ে ট্রল করছেন, কয়জন ছিলেন সেখানে??ভয়ে তো পোস্টও করতেন না।
বুজলাম সে ভুল করেছে,সে জন্য সে লাইভে এসে ক্ষমাও চেয়েছে। পরিস্থিতি বা ঘটনাপ্রবাহে উত্তেজিত হয়ে সে এই ধরনের ব্যবহার করেছে হয়তো। সে জন্য সে ক্লিয়ারলি ক্ষমা চেয়েছে, যেটা প্রশংসনীয়।
মানুষের জীবনে নানা সমস্যা, প্রতিকুলতা, হতাশা থাকে। অনেকেই অনেক ভুল করে ফেলে। এর মানে তো এটা নয় যে সে আজীবন খারাপই থাকবে। সে একটা ভুল করেছে,আমাদের উচিত তার ভুলটি ধরিয়ে দেওয়া। সেটি না করে অনেকেই তাকে ব্যক্তিগত আক্রমণ করছেন। তার বাজে ছবি ভাইরাল করছেন। ব্যাপারটা খুবই দুঃখজনক। তার ভালোকাজ গুলোর কথা মনে করে তার ভুলটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাটাই উচিত ছিল।
#মিছে_মায়া

19/08/2024

আলহামদুলিল্লাহ,পাকিস্তান 🇵🇰
বিজয়ের দারপ্রান্তে!!
সবাই দোয়া করতে থাকুন।🤲

15/08/2024

Stop the genocide 💔
This little girl is in shock!! Doesn’t know what’s going on 🥲

#মিছে_মায়া

Milton Samadder  কে থামিয়ে আপনি শুরু করেন।এক খলিল কমদামে গরুর মাংস বিক্রি শুরু করলো। কিছু অসাধু ব্যবসায়ী তাঁর পিছে লেগে ...
15/08/2024

Milton Samadder কে থামিয়ে আপনি শুরু করেন।

এক খলিল কমদামে গরুর মাংস বিক্রি শুরু করলো। কিছু অসাধু ব্যবসায়ী তাঁর পিছে লেগে গেলো এবং মোবাইল ফোনে তাঁকে মেরে ফেলার হুমকী দিলো। ফলাফল খলিল গরুর মাংস বিক্রি বন্ধ করে দিলো।

এক মিল্টন সমাদ্দার রাস্তায় পঁচা-গলা, পাগল-অসহায়, দুস্ত মানুষদেরকে তাঁর মিরপুর আশ্রমে লালন-পালন শুরু করলো। তাঁর মানবিক কাজ দেখে মানুষ তাঁকে ২০-৫০ টাকা দিয়ে সাহায্য করলো। আস্তে আস্তে সে আশ্রমটা বড় হতে লাগলো। তাঁর এ মহৎ কাজ দেখে সরকারও তাঁকে পুরষ্কৃত করলো।

তাঁর এ আশ্রমের বয়স ১০ বছর পূর্ণ হলো। কিছু পরশ্রীকাতর মানুষ দেখলো মিল্টন ৫-৬ কোটি টাকা দিয়ে সাভারে আশ্রম তৈরি করছে, প্রতি মাসে মানুষ আশ্রমে লক্ষ টাকা দান করছে। সুতরাং তাকে টেনে নিচে নামাতে হবে। যতক্ষণ না মিল্টনকেও রাস্তায় নামানো যায়,তাদের এ প্রচেষ্টা চলবে।

যে সমাজে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বাবার আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে,ছেলে-মেয়ে কানাডা-আমেরিকা থাকে অন্যদিকে বাবা-মা দিনের পর দিন পরে থাকে আশ্রমে, প্রতিবন্ধী সন্তান হলে বাবা-মা সে সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়, সদ্য ভূমিষ্ঠ শিশু ডাস্টবিবের পাশে পড়ে থাকে,সে সমাজে মিল্টনরা "ভয়ঙ্কর প্রতারকের" তকমা পাবে,স্বাভাবিক।

আচ্ছা, আপনি এ সমাজের জন্য কী করেছেন? ক'জন মানুষকে রাস্তা থেকে তুলে এনেছেন? ডাস্টবিনের পাশে শুয়ে থাকা ক'জন মানুষকে একটা রুটি কিনে দিয়েছেন? মসজিদ/মাদ্রাসায় ২-৪ টাকা দান,ফেতরা-যাকাত দিয়ে নিজেকে বড় দানবীর ভাবছেন, আর মনে করছেন সমাজের প্রতি আপনার দায়িত্ব শেষ।

ভাই,থামেন। সমালোচনা সবাই করতে পারে, এটা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। একটা কিছু শুরু করে দেখেন, ক'জন আপনার পাশে থাকে, ক'দিন ঈমানদারের সহিত কাজ করতে পারেন। বাদ দেন,একটা কাজ করেন; মিল্টনকে থামিয়ে দিয়ে আপনি এ কাজটা শুরু করেন।
-পাশে আছি।
©কালেক্টেড।
Follow: মিছে মায়া彡

15/08/2024

স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিল পুলিশ আন্দোলন কারীদের উপর বর্ডার গার্ড এর অস্ত্র ব্যবহার করছে। তার দৃষ্টান্ত এখানে দেখুন। এমন অনেক ফুটেজ আমার কাছে আছে। এবং নতুন আইটেমের বিস্ফোরক দ্রব্যও ব্যবহার করা হয়েছে তার ছবি কমেন্ট বক্সে দেখুন। ৫ আগষ্ট, চানখারপোল মোড় থেকে ভিডিও টা ধারণ করা হয়েছে।

Join: Rangpur Division Short Story , মিছে মায়া彡

14/08/2024

দেখ মা❗
আমরা আবার বাংলা স্বাধীন করেছি রক্ত দিয়ে💥💥⚡🥀

14/08/2024

মনে পড়ে সেই বিশ্বজিৎকে হিন্দু ভাইয়েরা?⛔
আমি শিবির না আমি হিন্দু!⛔
তারপরও তাকে কুপি য়ে মে"রে"ছিলো আপনাদের প্রিয় আপার সন্তানেরা।

হাউন আংকেল ঘটনা দাঁড়িয়ে দেখছিলেন তখন❗🧣 বাঁচাতে আসেনি।🧤
আপনারা সেদিন বিচার দাবি করেছিলেন?⁉️
ন্যায় বিচার কি কার্যকর হয়েছে❓❓

#মিছে_মায়া

আসন্ন ১৫ই আগস্ট উপলক্ষে ছাত্রলীগ ভাইদের জন্য রামেনে ৫০% ছাড়। যাস্ট প্রমান করতে হবে যে আপনি ১০০% সাচ্চা ছাত্রলীগ। ডেলিভার...
14/08/2024

আসন্ন ১৫ই আগস্ট উপলক্ষে ছাত্রলীগ ভাইদের জন্য রামেনে ৫০% ছাড়। যাস্ট প্রমান করতে হবে যে আপনি ১০০% সাচ্চা ছাত্রলীগ। ডেলিভারি চার্জ ফ্রী।

(সেনাবাহিনীর মাধ্যমে ডেলিভারি দেয়া হবে) 🥴

#মিছে_মায়া

11/08/2024

যাকে রাখতে চেয়েছি সে থাকতে চায় নি,
যারা থাকতে চেয়েছিল, তাদের কাউকেই রাখিনি।
অবশেষে কোথাও কেউ নেই 😅💔

10/08/2024

Alone💔

#মিছে_মায়া

09/08/2024

Mother❤️

#মিছে_মায়া

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when মিছে মায়া彡 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মিছে মায়া彡:

Videos

Share

Category