Bindumati Jahnava Devi Dasi

Bindumati Jahnava Devi Dasi হরে কৃষ্ণ
এখানে সকল প্রকার হিন্দু ধর্

13/12/2022

স্পেশাল ময়দার চাপ ধোকা রেসিপি | ময়দার কাশ্মীরি কাঠি ধোকা রেসিপি |

11/12/2022

সুস্বাদু পালং পনির রেসিপি | Spinach cheese recipe |

09/12/2022

কলার খোসা ভাজি রেসিপি | Banana Peel Fried Recipe |

07/12/2022

সুস্বাদু পালং শাক রেসিপি | নিরামিষ পালং শাক রেসিপি |

07/12/2022

শীতে আপনার ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে ? রুক্ষ হচ্ছে দিন দিন ? ত্বকের লাবণ্যতা বাড়াতে ট্রাই করুন।

06/12/2022

নিরামিষ মটর শুটির কচুরি এবং সহজ আলুর দম।

04/12/2022

শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ কখনোই থেমে যাবেন না!

04/12/2022

পরম আরাধ্য গুরুমহারাজ কী জয়।
এমন দৃশ্য কখনো নাও দেখতে পারেন।।

এক দাদু ছিল। পাহাড়ের উপর থাকত তার নাতির সাথে, নাতি দেখত দাদু প্রতিদিন গীতা পড়ে, এটা দেখে নাতিও গীতা পড়তে লাগল। কিন্তু খু...
03/12/2022

এক দাদু ছিল। পাহাড়ের উপর থাকত তার নাতির সাথে, নাতি দেখত দাদু প্রতিদিন গীতা পড়ে, এটা দেখে নাতিও গীতা পড়তে লাগল। কিন্তু খুব কঠিন শ্লোক পড়তে সমস্যা হচ্ছে, আগা মাথা কিছু বুঝছে না। তখন দাদুকে বলল দাদু আমি গীতা পড়ে কিছুই বুঝতে পারছি না, আমি নিরুৎসাহিত হয়ে গেছি। তখন দাদু বলল নাতি এর আগে তুমি এক কাজ কর তুমি এই বস্তাটা নাও আর নিচের নদী থেকে জল নিয়ে আস।

নাতি তখন বস্তা নিয়ে নদীতে গেল আর বস্তার ভিতরে করে জল আনতে লাগল। নাতি জল আনতে আনতে বস্তা দিয়ে সব জল পরে যাচ্ছে। এভাবে দাদু আবার চেষ্টা করতে বলল নাতিকে। কিন্তু সফল হল না। এভাবে তিনবার করার পর, নাতি দাদুকে বুঝাতে লাগল বস্তা দিয়ে জল আনা সম্ভব না। তখন দাদু নাতিকে বলল আমি জানি বস্তা দিয়ে জল আনা সম্ভব না, কিন্তু দেখ তোমাকে যখন বস্তাটা দিলাম তখন বস্তাটা অনেক নোংরা ছিল, কিন্তু এখন দেখ, বস্তাটা কত চকচক করছে।

শিক্ষা - ঠিক তেমনি গীতা না পড়তে পারলেও গীতা পড়ার চেষ্টা করলেও হৃদয়ের সমস্ত মল নষ্ট হয়ে যাবে। গীতা পড়ার মাধ্যমে আমাদের হৃদয় শুদ্ধ হয়।

মলিনে মোচনম্ পুংসাং জলস্নানং দিনে দিনে।
সকৃদ-গীতামৃতস্নানং সংসার মলনাশনম্।।
"প্রতিদিন জল স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে। কিন্তু কেউ যদি ভগবদগীতার গঙ্গাজলে একটিবারও স্নান করে, তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় "। ---- গীতা মাহাত্ম্য - ৩

"বুঝ না বুঝ পড় গীতা
রোচক না রোচক খাও তীতা"

প্রতিদিন গীতা পড়ুন আর সুখী হোন।

আজ ৩ ডিসেম্বর রোজ শনিবার ২০২২ শুভ  #গীতা_জয়ন্তীর সকলকে শুভেচ্ছা।  পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা ...
02/12/2022

আজ ৩ ডিসেম্বর রোজ শনিবার ২০২২ শুভ #গীতা_জয়ন্তীর সকলকে শুভেচ্ছা।

পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা বীর অর্জুনকে ৫১৫৬ বছর আগে অগ্রহায়ণ মাসের শুক্লা একাদশী (মোক্ষদা একাদশী) তিথিতে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন । তাই এই মহিমামণ্ডিত তিথিকে গীতা জয়ন্তী তিথি বলা হয়।

গীতা সম্পর্কিত কিছু জ্ঞানঃ–

১। গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সারতিসার।
২। মহাভারতের ভীষ্মপর্বের (২৫ থেকে ৪২) এই ১৮ টি অধ্যায় হল ভগবদগীতা বা গীতোপনিষদ ।
৩। গীতায় রয়েছে ৭০০ শ্লোক। তার মধ্যে ধৃতরাষ্ট্র বলেন ১টি শ্লোক, সঞ্জয় বলেন ৪০টি শ্লোক, অর্জুন বলেন ৮৫টি শ্লোক, ভগবান শ্রীকৃষ্ণ বলেন ৫৭৪টি শ্লোক । আর পুরো গীতায় ৯৫৮০ টি সংস্কৃত শব্দ আছে ।
৪। গীতার ১৮টি অধ্যায়ের মধ্যে প্রথম ৬টি অধ্যায়কে বলে কর্মষটক, মাঝখানের ৬টি অধ্যায়কে বলে ভক্তিষটক, আর বাকি ৬টি অধ্যায়কে বলে জ্ঞানষটক ।
৫। গীতা পড়লে ৫টি জিনিষ সর্ম্পকে জানা যায় – ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম ।

৬। যদিও গীতার জ্ঞান ৫০০০ বছর আগে বলেছিল কিন্তু ভগবান চতুর্থ অধ্যায় বলেছেন এই জ্ঞান তিনি এর আগেও বলেছেন, মহাভারতের শান্তিপর্বে (৩৪৮/৫২-৫২) গীতার ইতিহাস উল্লেখ আছে । তার মানে গীতা প্রথমে বলা হয় ১২,০৪,০০,০০০ বছর আগে, মানব সমাজে এই জ্ঞান প্রায় ২০,০০,০০০ বছর ধরে বর্তমান, কিন্তু কালের বিবর্তনে তা হারিয়ে গেলে পুনরায় আবার তা অর্জুনকে দেন ।
৭। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মাত্র ৪০ মিনিটে এই গীতার জ্ঞান দেন ।
৮। গীতার মাহাত্ম্য অনেকে করে গেছেন, তার মধ্যে শ্রীশঙ্করাচার্য, স্কন্দপুরাণ থেকে শ্রীল ব্যাসদেব, শ্রীবৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্ম্য আর পদ্মপুরাণে দেবাদিদেব শিব কর্তৃক ১৮টি অধ্যায়ের মাহাত্ম্য বর্ণিত আছে ।
৯। গীতাতে অর্জুনের ২২ টি নাম আর কৃষ্ণের ৪৩টি নামের উল্লেখ করা হয়েছে ।
১০। গীতাতে ‘মাম্’ এবং ‘মামেব’ কথাটি বেশি আছে, ‘যোগ’ শব্দটি আছে ৭৮ বার, ‘যোগী’ আছে ২৮ বার আর ‘যুক্ত’ আছে ৪৯ বার ।

১১। গীতার ২য় অধ্যায়কে বলা হয় গীতার সারাংশ ।
১২। ভগবান যখন বিশ্বরূপ দেখান তখন কাল থেমে যায়।
১৩। গীতায় অর্জুন ১৬টি প্রশ্ন করেন আর কৃষ্ণ তা ৫৭৪টি শ্লোকের মাধ্যমে উত্তর দেন ।
১৪। পুরো গীতার সারমর্ম মাত্র ৪টি শ্লোকে বর্ণনা করা হয়েছে, ১০ম অধ্যায়ের ৮ থেকে ১১ নং শ্লোক-এ।
১৫। গীতায় ৩টি গুণ, ৩টি দুঃখ আর ৪টি আমাদের প্রধান সমস্যার কথা বলেছে ।

১৬। গীতায় সাধুর ২৬টি গুণের কথা বলা হয়েছে আর ৬টি আসুরিক প্রবৃত্তির কথা বলা হয়েছে ।
১৭। নরকের ৩টি দ্বারের কথা বলা হয়েছে (কাম, ক্রোধ ও লোভ)
১৮। গীতা অনুযায়ী, ব্রাহ্মণের ৯টি গুণ, ক্ষত্রিয়ের ৭টি গুণ, বৈশ্যের ৩টি গুণ আর শুদ্রের ১টি গুণ ।
১৯। গীতায় ৩টি কর্মের প্রেরণা আর ৩টি কর্মের আশ্রয়ের কথা বলা আছে ।
২০। গুণ অনুসারে ৩ প্রকারের ত্যাগের কথা বলা হয়েছে ।

২১। ৩ প্রকারের আহার, যজ্ঞ, তপস্যা, শ্রদ্ধা, পূজা ও দানের কথা বলা হয়েছে ।
২২। ২ টি স্বভাবের এবং ৫ টি চেতনার জীবের কথা বলা হয়েছে ।
২৩। ৩ প্রকার জীবের কথা বলা হয়েছে ।
২৪। ৩ প্রকার ক্লেশ বা দুঃখ এবং মানুষের ৬ টি প্রধান শত্রুর কথা বলা হয়েছে।
২৫। জড় দেহের ৬ টি পরিবর্তনের উল্লেখ রয়েছে।

২৬। ব্রহ্ম উপলব্ধির ৫টি স্তরের কথা বলা হয়েছে ।
২৭। ভগবানের প্রিয় ভক্তদের ৩৬ টি গুণের কথা বলা হয়েছে ।
২৮। গীতায় ২৫ জন সৃষ্টের কথা বলা হয়েছে যারা স্থাবর, জঙ্গম ও সমস্ত প্রজাদের সৃষ্টি করেছেন । (কৃষ্ণ → ব্রহ্মা → চতুষ্কুমার, সপ্তমহর্ষি, চতুর্দশ মনু)।
২৯। ৩ প্রকারের জ্ঞান, কর্ম ও কর্তার উল্লেখ রয়েছে।
৩০। ৪ প্রকার সুকৃতিবান ব্যক্তির কথা বলা হয়েছে । আর ৪ প্রকার দুষ্কৃতিবানের কথা বলা হয়েছে ।

৩১। জড়া প্রকৃতির ৮টি উপাদানের কথা বলা হয়েছে ।
৩২। শ্রীমদ্ভগবদগীতায় বর্ণিত শান্তির সূত্রটি হলঃ “ভগবান শ্রীকৃষ্ণ – সমস্ত যজ্ঞ ও তপস্যার ভোক্তা, সমস্ত লোকের মহেশ্বর এবং সমস্ত জীবের হিতাকাঙ্ক্ষী বন্ধু।”

।। গীতা দানের মহিমা ।।

গীতাদানপ্রভাবেন সপ্তকল্পমিতাৎ সমাঃ।
বিষ্ণুলোকমবাপ্যান্তে বিষ্ণুণা সহ মোদতে ॥

অনুবাদ: গীতাদান প্রভাবে সপ্ত কল্পকাল (৩০২৪ কোটি বছর)
যাবৎ বিষ্ণুলোকে স্থান লাভ করে জীব পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করেন। (বৈষ্ণবীয়-তন্ত্রসার-৬৯)

য ইদং পরমং গুহ্যং মদ্ভক্তেষ¦ভিধাস্যতি।
ভক্তিং ময়ি পরাং কৃত্বা মামেবৈষ্যত্যসংশয়ঃ ॥

অনুবাদ: যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতাবাক্যউপদেশ করেন,তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। (গীতা ১৮/৬৮)

ন চ তস্মান্মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয়কৃত্তমঃ।
ভবিতা ন চ মে তস্মাদন্যঃ প্রিয়তরো ভুবি ॥

অনুবাদ: এই পৃথিবীতে মানুষদের মধ্যে তাঁর থেকে আমার অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তাঁর থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। (গীতা-১৮/৬৯)

সর্ব্বেষামেব দানানাং ব্রহ্মদানং বিশিষ্যতে।
বার্য্যন্নগোমহীবাস্তিল কাঞ্চনসর্পিষাম্ ॥

অনুবাদ: যত ধরণের দান এ পৃথিবীতে আছে জলদান, অন্নদান, ধেনুদান, ভূমিদান, বস্ত্রদান, তিলদান, স্বর্ণদান এই সকল দানের মধ্যে বৈদিক শিক্ষাদান সর্বশ্রেষ্ঠ দান। (মনুসংহিতা-৪/২৩৩)

তাই এই মহিমান্বিত তিথি উপলক্ষে বেশি সংখ্যায় গীতা প্রচার এবং দান করুন।

🥀হরে কৃষ্ণ 🥀
গীতা দানের জন্য যোগাযোগ করুন নিকটস্থ ইসকন মন্দির।

29/11/2022

নিরামিষ পাকোড়া বানানো শিখুন মাত্র ৫ মিনিটে সবচেয়ে কম খরচে।

একজন সন্ন্যাসী যেদিক দিয়ে যায় তাঁর চতুর দিকে চার ক্রস পর্যন্ত তীর্থস্থানে পরিনত হয়।
28/11/2022

একজন সন্ন্যাসী যেদিক দিয়ে যায় তাঁর চতুর দিকে চার ক্রস পর্যন্ত তীর্থস্থানে পরিনত হয়।

26/11/2022

ন চ তস্মান্মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয়কৃত্তমঃ।
ভবিতা ন চ মে তস্মাদন্যঃ প্রিয়তরো ভুবি ॥
-------------------------------অনুবাদঃ ----------------------------
এই পৃথিবীতে মানুষদের মধ্যে তাঁর থেকে আমার অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তাঁর থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। (গীতা-১৮/৬৯)

একটি ছোট গীতা=৫০০/-,বড় গীতা=৭০০/- "গীতা দানে অসমর্থন হলে পোস্টটি শেয়ার করে সহযোগিতা করুন"।
25/11/2022

একটি ছোট গীতা=৫০০/-,বড় গীতা=৭০০/- "গীতা দানে অসমর্থন হলে পোস্টটি শেয়ার করে সহযোগিতা করুন"।

ইসকনের ভক্ত রড্রিগো প্যালেসিও যিনি সারাবিশ্বে একজন ফুটবলের তারকা হিসাবে পরিচিত।
23/11/2022

ইসকনের ভক্ত রড্রিগো প্যালেসিও যিনি সারাবিশ্বে একজন ফুটবলের তারকা হিসাবে পরিচিত।

এই স্কুলে ছাত্র - ছাত্রী ভর্তি এবং শিক্ষক নিয়োগ দেওয়া হবে ।অভিজ্ঞ ব্যক্তিদের পোষ্টারের দ্বিতীয় নাম্বারে যোগাযোগ করার জন্...
22/11/2022

এই স্কুলে ছাত্র - ছাত্রী ভর্তি এবং শিক্ষক নিয়োগ দেওয়া হবে ।
অভিজ্ঞ ব্যক্তিদের পোষ্টারের দ্বিতীয় নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হলো ।

21/11/2022

ভক্তের ভক্তির কারণ যদি বিগ্রহ গণের কান্নার কারণ হয় তাহলে এর চেয়ে আর কি দুঃখ হতে পারে।

21/11/2022

ভক্তির অনুশীলন কিভাবে করতে হয়।

19/11/2022

প্রভুপাদ কোন বদমাশের কাছ থেকে জ্ঞান গ্রহণ করে নাই । প্রভুপাদ কৃষ্ণের কাছ থেকে জ্ঞান গ্রহণ করেছেন ।

--------------------শ্রীল প্রভুপাদের উদ্ধৃতি------------------এমনভাবে আচরণ করবে, ওরা দেখবে যে আমরা আদর্শ চরিত্রের। শ্রীল...
18/11/2022

--------------------শ্রীল প্রভুপাদের উদ্ধৃতি------------------

এমনভাবে আচরণ করবে, ওরা দেখবে যে আমরা আদর্শ চরিত্রের। শ্রীল প্রভুপাদের সুপরিচিত উক্তি, বৈষ্ণব কিভাবে চিনব?' জিজ্ঞাসা করলে শ্রীল প্রভুপাদ উত্তর দিতেন,-- তিনি একজন পূর্ণাঙ্গ ভদ্রলোক' ।

আপনে আচরে কেহ না করেন প্রচার ।
প্রচার করেন কেহ না করেন আচার।।
আচার প্রচার নামের করহ দুই কার্য ।
তুমি সর্বগুরু তুমি জগতের আর্য ॥
(চৈঃচঃআঃ৪-১০২-১০৩)

আজকের প্রচার এলাকা চব্বিশ হাজারী মহানগর রংপুর।
প্রচারেঃ শ্রীশ্রী গৌর নিতাই নামহট্ট সংঘ খটখটিয়া মহানগর রংপুর।

অষ্টপ্রহর কমিটির দায়িত্ব প্রাপ্ত সদস্যদের শ্রীশ্রী গৌর নিতাই নামহট্ট সংঘ খটখটিয়া মহানগর রংপুর এর পক্ষে থেকে "চৈতন্য সন্দ...
18/11/2022

অষ্টপ্রহর কমিটির দায়িত্ব প্রাপ্ত সদস্যদের শ্রীশ্রী গৌর নিতাই নামহট্ট সংঘ খটখটিয়া মহানগর রংপুর এর পক্ষে থেকে "চৈতন্য সন্দেশ ও সনাতন ধর্ম বিশ্বায়নে শ্রীল প্রভুপাদের অবদান" গ্রন্থ উপহার দেওয়া হলো - চব্বিশ হাজারী মহানগর রংপুর।

যখন কোন টাকাই ছিল না তখন শ্রীশ্রী গৌর নিতাই নামহট্ট সংঘ খটখটিয়া মহানগর রংপুর এর পক্ষে থেকে পত্রিকাটি ফ্রি পেলাম।
18/11/2022

যখন কোন টাকাই ছিল না তখন শ্রীশ্রী গৌর নিতাই নামহট্ট সংঘ খটখটিয়া মহানগর রংপুর এর পক্ষে থেকে পত্রিকাটি ফ্রি পেলাম।

ফ্রিতে প্রভুপাদের গ্রন্থ পেয়ে আমি অনেক খুশি। প্রচারেঃ শ্রীশ্রী গৌর নিতাই নামহট্ট সংঘ খটখটিয়া মহানগর রংপুর।
18/11/2022

ফ্রিতে প্রভুপাদের গ্রন্থ পেয়ে আমি অনেক খুশি।
প্রচারেঃ শ্রীশ্রী গৌর নিতাই নামহট্ট সংঘ খটখটিয়া মহানগর রংপুর।

শ্রীশ্রী গীতা জয়ন্তী ২০২২আপনিও শ্রীমদ্ভগবদ্গীতা দানে অংশ গ্রহণ করুন এবং দিকভ্রান্ত অজ্ঞান মনুষ্য জাতিকে গীতাজ্ঞান লাভের ...
18/11/2022

শ্রীশ্রী গীতা জয়ন্তী ২০২২
আপনিও শ্রীমদ্ভগবদ্গীতা দানে অংশ গ্রহণ করুন এবং দিকভ্রান্ত অজ্ঞান মনুষ্য জাতিকে গীতাজ্ঞান লাভের সুযোগ করে দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন।

18/11/2022

যেজন গৌরাঙ্গ ভজে সেহয় আমার প্রাণ রে!!!!!!!!!

18/11/2022

" ময়দার ধোকা রেসিপি - জয় শ্রীল প্রভুপাদ "

17/11/2022

লুডুসের মসলা বাদে লুডুস তৈরি করে ভগবানকে কিভাবে দিবেন।

17/11/2022

~কল্পনা করো না"""
কষ্ট পাবে"""
~স্বপ্ন দেখো না""""
দুঃখ পাবে"""
~কাউকে ভালোবেসোনা"""
ধোঁকা খাবে..
.. বরং...
কৃষ্ণ নাম জপ করো,,,
বৈকুন্ঠ ধাম পাবে..
__হরে কৃষ্ণ__

14/11/2022

আমাদের এক মাতাজী প্রশ্ন করেছিল প্রিরিয়ড চলাকালীন মাতাজীদের কি করণীয় - প্রিরিয়ড চলাকালীন মাতাজীরা নির্দ্বিধায় ভগবৎ সেবায় অংশ নিতে পারবে।
জপ, গীতা পাঠ, পুষ্প তোলা, মন্দির মার্জন, ভোগ রন্ধ করতে পারবে। শুধু ভগবান কে ভোগ নিবেদন করতে পারবে না, অন্য কেউ তার রান্না করা ভোগ নিবেদন করতে পারবে। কিন্তু যদি বাড়িতে অন্য সদস্য না থাকে তাহলে সে নিজেই শর্ট টাইমে ভোগ নিবেদন এবং অর্চন শেষ করতে হবে। ভগবানের সেবায় কোনো বিধিনিষেধ নেই তবে যদি আপনার মনে হয় পিরিয়ড চলাকালীন ভগবানের সেবা করতে আপনার কষ্ট হবে বা সেবা করার সময় কোনো সমস্যা হতে পারে, তবে আপনি নিজে থেকে সেই সময় টা বিরতি নিতে পারেন। এটা আপনার বেপার, আপনার সিদ্ধান্ত।শাস্ত্রে মাতাজীদের পিরিয়ড চলাকালীন ধর্মীয় কাজে অংশ গ্রহণ করতে নিষেধ করা হয়নি বরং তাদের ছাড় দিয়েছে। মেয়েদের পিরিয়ড চলাকালীন সময়ে অনেক মানসিক ও শারীরিক যন্ত্রণা /অশান্তির মধ্য দিয়ে যেতে হয়, এ জন্য এই সময় মায়েদের ধর্মীয় কাজসহ অন্যান্য কাজ থেকে সাময়িক বিরতি নেয়ার কথা বলা হয়েছে, নিষেধ নয়। কিন্তু বর্তমান সময় এই ভালো দিক-কে কলুষিত করা হচ্ছে যে পিরিয়ড চলাকালীন মেয়েদের ধর্মীয় কাজ করতে নেই। কিন্তু এটা করা উচিত নয়। ভগবানের নিত্য সেবা কখনো কোনো কারনে বন্ধ করা অপরাধ।
হরে কৃষ্ণ

14/11/2022

আধ্যাত্মিক জ্ঞান এমন কিছু নয় যা আকস্মাৎ প্রকাশিত হয়। ভক্তসঙ্গের ফলে, ভগবদ্গীতা ও অন্যান্য গ্রন্থ অনুধাবনে আমাদের প্রচেষ্টার ফলে এবং “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে” কীর্তনের মাধ্যমে তা প্রকাশিত হয়।
শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ- শ্রীমদ্ভগবদগীতা ১৫/১০, ১৪ নভেম্বর ১৯৯৩ খ্রিস্টাব্দ,স্টকহোম।

13/11/2022

আমেরিকার সাদা প্রাসাদে ভগবদগীতা ছুঁয়ে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত শেফালী রাজদান দুগ্গল।

অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে কৃষ্ণকে পাওয়ার আনন্দটাই আলাদা।
13/11/2022

অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে কৃষ্ণকে পাওয়ার আনন্দটাই আলাদা।

"লোক দেখানো ভক্তি করলে কেবল  লোকেই দেখবে ভগবান নয়"।
13/11/2022

"লোক দেখানো ভক্তি করলে কেবল লোকেই দেখবে ভগবান নয়"।

12/11/2022

Address

Rangpur
Rangpur

Telephone

01725671327

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bindumati Jahnava Devi Dasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bindumati Jahnava Devi Dasi:

Videos

Share

Category



You may also like