Tarajul Islam

Tarajul Islam সাংবাদিক তারাজুল ইসলাম

--একদিন হযরত মুহাম্মদ (সাঃ) হযরত আলী (রাঃ) কে বলেছিল "ঘুমাতে যাওয়ার আগে ৫টি কাজ প্রতিরাতে করবে"১..৪ হাজার দিনার সদকা করব...
04/06/2024

--একদিন হযরত মুহাম্মদ (সাঃ) হযরত আলী (রাঃ) কে বলেছিল "ঘুমাতে যাওয়ার আগে ৫টি কাজ প্রতিরাতে করবে"
১..৪ হাজার দিনার সদকা করবে।
২..একটি কুরআন খতম করবে।
৩..জান্নাতের মূল্য পরিশোধ করবে।
৪..দুজন ব্যক্তি যদি দুজনের উপর রাগ করে থাকে তাইলে সেই রাগ ভাঙ্গিয়ে তাদেরকে খুশি করে তুলবে।
৫..একবার হজ্জ করবে, তারপর ঘুমাতে যাবে।
---হযরত আলী (রাঃ) তখন বললেন "হে রাসূলুল্লাহ! এটা তো মনে হচ্ছে অসম্ভব,আমি এই পাঁচটি কাজ কিভাবে করতে পারবো?

--তখন হযরত মুহাম্মদ (সাঃ) বললেন:

১.. "সূরা ফাতিহা ৪বার পড়লেই চার হাজার দিনার সদকা করার সমপরিমাণ সাওয়াব পাবে"

২.. "সূরা ইখলাস ৩বার পড়লে একটি কুরআন খতমের সাওয়াব পাবে"

৩.. "তিনবার যেকোনো একটি দরুদ শরীফ পড়বে, তাহলে জান্নাতের মুল্য পরিশোধ করার সমপরিমাণ সাওয়াব পাওয়া যাবে। যেমন সবচেয়ে ছোট দরুদ শরীফ হচ্ছে "সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম"

৪.."যেকোনো ইস্তাগফার বা আস্তাগফিরুল্লাহ ১০বার পাঠ করলে দুজন অখুশি মানুষকে খুশি করার সমপরিমাণ সাওয়াব পাবে"

৫.."সর্বশেষ কালেমা শাহাদত চারবার পাঠ করলে একটি হজ্জ সমপরিমাণ সাওয়াব পাওয়া যাবে"

সুবাহানাল্লাহ 🌺🌿 আমরা যদি সারাদিন এর ব্যস্ততা সরিয়ে আল্লাহ্ তায়ালা কে দুই ঘণ্টা সময় দেই মন থেকে আমাদের আল্লাহ্ বেশি কিছু চাই না আমাদের থেকে ,,,
আমাদের আল্লাহর একটাই চাওয়া তোমরা তোমাদের কিছু টা সময় আমাকে দাও আমি তোমাদের আমার সব টা দিয়ে দিবো হে আমার বান্দারা।।

আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে বোঝার জন্য উত্তম তৌফিক দান করুন আমীন 🤲🥀🌺

আপনি যদি মনে করে থাকেন লেখাটা সেয়ার কারলে কোন মুসলমান ভাইয়ের উপকার হতে পারে তাহলে সেয়ার করুন, আল্লাহ্ র ইচ্ছায় আপনারও উপকৃত হতে পারেন!

12/07/2023

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের অফিস অভিযানে মঙ্গলবার ৪৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার ও গোবিন্দগঞ্জ মাদক ব্যবসায়ী উপজেলার শালমারা ইউনিয়নের ঘুগা গাড়ামারার ফটিক গ্রেপ্তার।

18/06/2023

হজরত উম্মে সালমা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা যদি জিলহজ মাসের চাঁদ দেখতে পাও আর তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করে, তবে সে যেন স্বীয় চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।

’ (মুসলিম, হাদিস : ১৯৭৭)
যারা কোরবানি করতে সক্ষম নয় তারাও এই আমল পালন করতে পারে। অর্থাৎ নিজের চুল, নখ, গোঁফ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবে। কেননা কোনো অসচ্ছল লোক যদি এ দিনগুলোতে চুল, নখ, গোঁফ ইত্যাদি না কেটে ঈদের দিন কাটে, তবে তাদের পূর্ণ কোরবানির সওয়াব দেওয়া হবে। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, আমি কোরবানির দিন সম্পর্কে আদিষ্ট হয়েছি (অর্থাৎ এই দিনে কোরবানি করার আদেশ করা হয়েছে।) আল্লাহ তাআলা তা এ উম্মতের জন্য ঈদ হিসেবে নির্ধারণ করেছেন।

06/06/2023

ঢাকা দিনাজপুর রোডমার্চ গোবিন্দগঞ্জে কাটামোড়ে বক্তব্য রাখেন,গনসংহতি আনন্দলোন সমন্নয়ক জোনায়েদ সাকি ।

06/06/2023

ঢাকা দিনাজপুর রোডমার্চ গোবিন্দগঞ্জে কাটামোড়ে জোনায়েদ সাকি সহ নেতৃবৃন্দ।

06/06/2023

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পাটির রোডমার্চ গোবিন্দগঞ্জ কাটামোড়ে

গোবিন্দগঞ্জে এস এস সি পরিক্ষার্থীদের  টাকার বিনিময়ে প্রশ্নর উত্তর  বিতরণ করছে একটি চক্র!!!!!!!!গাইবান্ধার গোবিন্দগঞ্জে হ...
01/06/2023

গোবিন্দগঞ্জে এস এস সি পরিক্ষার্থীদের টাকার বিনিময়ে প্রশ্নর উত্তর বিতরণ করছে একটি চক্র!!!!!!!!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হোয়াই এ্যাপসের মাধ্যমে কিছু প্রতারক চক্র ছাত্র ছাত্রীদের টাকার বিনিময়ে প্রশ্নর উত্তর প্রেরণ করে আসছে। নাম গোপন রাখা হবে এই শর্তে এক ছাত্র বলেন, পরিক্ষা শুরুর কিছু আগে থেকে হোয়াইট এ্যাপসে একটি গ্রুপ খোলে সেখানে এ্যাড হওয়ার জন্য আমাকে একজন মেসেজ দেয় আর বলে এখানে এ্যাড হলে কিছু টাকা দিলে তারা প্রতিদিন প্রশ্নর উত্তর দিবে। এরপর অনেকেই এই গ্রুপে এ্যাড হয়ে টাকার মাধ্যমে উত্তর পত্র পেয়ে যায় সবাই।

আরো বলে এখানে গার্লস ও হাইস্কুলে কিছু অসাধু শিক্ষক এসব জানে!
এখন বিষয় হলো পরিক্ষা কেন্দ্রে যে সমস্ত শিক্ষক দায়িত্ব পালন করে তারা কি দেখে না ছাত্ররা কিভাবে মোবাইল বের করে লেখে? উত্তর হলো চোরে চোরে মাস্তাতো ভাই।
উল্লেখ্য যে,এই গ্রুপের এ্যাডমিন হচ্ছে সিয়াম,লিখন,রিদয়,সহ অনেকেই। তবে গোবিন্দগঞ্জ কিছু কোচিং শিক্ষক এর সাথে জড়িত তাদের কিছু তথ্য প্রমাণ দিলাম

এই চক্রটি দীর্ঘদিন যাবৎ এসব কাজ করে আসছে বলে সচেতন মহল মনে করেন।
তবে এর দায় ভার কে নিবে!!!!!!!! প্রশ্ন রইলো

01/06/2023

প্রচন্ডরকম ভেবসা গরমে তৃষনার্ত একটি কাক পানি পান করার দৃশ্য

29/05/2023

গোবিন্দগঞ্জে গতকাল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ডাকাতির ঘটনায় প্রেসব্রিফিং করছেন পুলিশ সুপার কামাল হোসেন।

01/05/2023

গোবিন্দগঞ্জে কাটা ফাঁসিতলা (সিন্টাঝুরি)গ্রামে ১ টি শিয়াল সাওতাল কর্তৃক ভক্ষনের জন্য শিকার।

বঙ্গবন্ধুর কন্যা কৃষকরত্ন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় প...
26/04/2023

বঙ্গবন্ধুর কন্যা কৃষকরত্ন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রতিবছরের ন্যায় এবারও বোরো মৌসুমে গোবিন্দগঞ্জ উপজেলার অসহায় কৃষকদের সহযোগিতা করার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধানের নেতৃত্বে ধান কাটা-মাড়াই করে ঘরে তুলে দিতে কাজ করে চলেছেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

24/04/2023

এই মাত্রগোবিন্দগঞ্জে বকচর নতুন আলুর স্টোরে র সামনে মোটরসাইকেল ও বাইক মুখোমুখি সংঘর্ষ দুইজন গুরুতর আহত,,,,,,

"সংগোপনে দান করলেই তুমি মহান দাতা,নইলে স্রেফ বিজ্ঞাপনদাতা!"
22/04/2023

"সংগোপনে দান করলেই তুমি
মহান দাতা,
নইলে স্রেফ বিজ্ঞাপনদাতা!"

গোবিন্দগঞ্জে জেলা পুলিশের আয়োজনে রিফ্রেশ ক্যাম্প উদ্ধোধন আসন্ন ঈদ - উল ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিগ্নে ঘরে ফে...
19/04/2023

গোবিন্দগঞ্জে জেলা পুলিশের আয়োজনে রিফ্রেশ ক্যাম্প উদ্ধোধন

আসন্ন ঈদ - উল ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিগ্নে ঘরে ফেরা এবং সড়ক-মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে আজ সকাল ১১ টায়গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের বাঁশা হাটি নামক স্থানে দূরপাল্লার চালক-হেলপার দের জন্য রিফ্রেশ ক্যাম্প এর শুভ উদ্ভধোন করেন জেলা পুলিশ সুপার কামাল হোসেন এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মাসুদ পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন,সি সার্কেল উদায় কুমার সাহা,গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন,গাইবান্ধা জেলা ডিবি অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান সরকার, গোবিগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম,টি আই নূর,সার্জেন্ট অপূর্ব, গাইবান্ধা জেলা মটর শ্রমিক ইউনিয়নের রাজঃ রেজিঃ নং ৪১৫ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এসময় দূর পাল্লার যানবাহনের চালক,হেলপার এবং যাত্রীদের মাঝে সচেতন মূলক লিফলেট বিতরণ ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।প্রখর এই রোদ্রময় ভেবসা আবহাওয়ায় চালক,হেলপার এবং যাত্রীরা এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে নিজেদের সতেজ করতে রিফ্রেশ ক্যাম্পে থেমে হাত মুখ ধুয়ে পুনরায় গন্তব্যমূখী হয়।

গোবিন্দগঞ্জে র‌্যাব-১৩"র অভিযানে গাঁজা-ইয়াবাসহ দম্পতি গ্রেফতারগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৮ কেজি গাঁজা ও ৮৫০ পিস ইয়া...
18/04/2023

গোবিন্দগঞ্জে র‌্যাব-১৩"র অভিযানে গাঁজা-ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৮ কেজি গাঁজা ও ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব। একই সঙ্গে এক দম্পতিসহ ৩ মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বকচর (পিতাম্বরদি বাজার) গ্রামের জুলহাস মিয়া (৪২) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস লিমা (জান্নাত) (২৪) এবং কুমিল্লা জেলার চান্দিনা ধানাধীন কাশিমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে তোফাজ্জল হোসেন (২০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৮ এপ্রিল) র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযাত্রিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুরান বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের বাস তল্লাশি করে ১৮ কেজি গাঁজা ও ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করাসহ ওই ৩ কারবারিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদক লেনদনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদক ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতার ব্যক্তিদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

16/04/2023

আস্-সালামু'আলাইকুম।
আল্লাহ রাব্বুল আলামীন কোরআন মজিদ-এ বলেন সূরা আস্-সাজদাহ, সূরা নং ৩২ : আয়াত নং ৭, ৮ ও ৯)....

" أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم"

# ٱلَّذِىٓ أَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَهُۥۖ وَبَدَأَ خَلْقَ ٱلْإِنسَٰنِ مِن طِينٍ
# ثُمَّ جَعَلَ نَسْلَهُۥ مِن سُلَٰلَةٍ مِّن مَّآءٍ مَّهِينٍ
# ثُمَّ سَوَّىٰهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِۦۖ وَجَعَلَ لَكُمُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَٰرَ وَٱلْأَفْـِٔدَةَۚ قَلِيلًا مَّا تَشْكُرُونَ

বাংলা তরজমা - ফজলুর রহমান।

৭ # (আল্লাহ) যিঁনি প্রত্যেকটি জিনিস সুন্দর করে সৃষ্টি করেছেন এবং মাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেছেন [প্রথম মানুষ আদমকে (আঃ) সৃষ্টি করেছেন]।
৮ # অতঃপর তার বংশধর সৃষ্টি করেছেন এক তুচ্ছ পানির নির্যাস (বীর্য) থেকে।
৯ # (মাটি দ্বারা বানানোর) পরে তিঁনি তাকে সুষম দেহবিশিষ্ট করেছেন এবং তার মধ্যে তাঁর (সৃষ্ট) রূহ (জীবন এবং আত্মার মূল উপাদান) ফুঁকে দিয়েছেন। তিঁনি তোমাদেরকে কান, চোখ ও অন্তরও (বুদ্ধিবৃত্তি) দিয়েছেন। (এ সবের জন্য) তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ কর।

Assalamu Alaikum.
Allah Rabbul Alameen Says in the Qur'an (Surah As-Sajdah, Surah No.32 : Ayat No.7, 8 & 9)......

English translation - Sahih International

7 # The one Who (Allah) perfected everything which He created and began the creation of man from clay (Adam AS, the first man).
8 # Then He made his posterity out of the extract of a liquid disdained (s***m).
9 # Then He proportioned him and breathed into him from His [created] soul [i.e., the elements of life and soul, which He created for the human body] and made for you hearing and vision and hearts [i.e., intellect]; little are you grateful.

15/04/2023
12/04/2023
ইফতারের পূ্র্ব মহুর্ত আজ গোবিন্দগঞ্জের শহিদ মিনারের সামন হতে এই মোটরসাইকেলটি চুরি হয়েছে। এই হেলমেট পড়া লোকটিকে চিনতে পাড়...
10/04/2023

ইফতারের পূ্র্ব মহুর্ত আজ গোবিন্দগঞ্জের শহিদ মিনারের সামন হতে এই মোটরসাইকেলটি চুরি হয়েছে। এই হেলমেট পড়া লোকটিকে চিনতে পাড়লে গোবিন্দগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য আহব্বান করা হলো।

গাইবান্ধায় ফেসবুক লাইভে এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করে ট্রেনের নিচে ঝাঁপ দি...
09/04/2023

গাইবান্ধায় ফেসবুক লাইভে এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করেছে শাকিল খান (২৪)নামে এক যুবক।

বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ট্রেনের নিচে ঝাঁপ আত্নহত্যা করেন তিনি।

শনিবার ৮ এপ্রিল রাতে গাইবান্ধা বোনারপাড়া রেললাইনের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত শাকিল খান (২৪) গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামের বাচ্চু খানের ছেলে।

ঘটনার দিন বিকালে শাকিল খান নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে দাম্পত্য কলহ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হুমকি-ধমকির অভিযোগ করেন।

ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার এক ঘণ্টা আগে ফেসবুক লাইভে ১৮ সেকেন্ড দাম্পত্য কলহ নিয়ে তিনি কথা বলেন।

ভিডিওতে দেখা যায়, শুরুতে সালাম জানিয়ে শাকিল খান তার গ্রামের নাম ও বাবা-মায়ের পরিচয় জানান।

এরপর কান্নাকাটি করে এক মাস আগে বিয়ে করার কথা জানান। বিয়ের পর থেকে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজন হুমকি-ধমকি দিয়ে আসছিল বলেন তিনি উল্লেখ করেন । এরপর লাইভ বন্ধ হয়ে যায়।

শাকিলের বাবার অভিযোগ, দাম্পত্য কলহ নিয়ে শাকিলের স্ত্রী তার বাবার বাড়িতে আছে। স্থানীয়দের দিয়ে বিষয়টি মীমাংসা করে দুজনের সংসার করার চেষ্টা করা হলেও স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি রাজি হয়নি।

উল্টো তারা শাকিলকে জেলের ভাত খাওয়ানোসহ বিভিন্ন হুমকি-ধমকি দেয়। এতে আত্মহত্যার পথ বেছে নেয় শাকিল। তার আত্মহত্যার জন্য স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি দায়ী।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার আগে স্টেডিয়াম এলাকায় রেললাইনে ঘোরাঘুরি করেন শাকিল। সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

রেলওয়ে পুলিশের গাইবান্ধা ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান বলেন, ওই যুবকের মরদেহ উদ্ধারের পর ফাঁড়িতে রাখা হয়।

রাত ৮টার দিকে স্বজনরা মরদেহ শনাক্ত করেন।

রবিবার সকালে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। #

07/04/2023

*প্রতিদিন কুরআন পড়তে পারা বিরাট নিয়ামত এবং সৌভাগ্যের বিষয়। আজকের লেখাটি কুরআন অধ্যায়নে সবাইকে অত্যন্ত অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ।* 🔰💗🔰💗🔰💗
(১) কুরআনওয়ালারা আল্লাহর বিশেষ লোক!
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মানুষের মধ্য হতে আল্লাহর কিছু বিশেষ লোক রয়েছে।’’ তাঁকে বলা হলো, ‘আল্লাহর সেই বিশেষ লোকগুলো কারা?’ উত্তরে তিনি বলেন, কুরআনওয়ালারাই (কুরআন বুঝে পাঠকারী ও সে অনুযায়ী আমলকারী) হলো আল্লাহর বিশেষ লোক।” [ইমাম আহমাদ, আল-মুসনাদ: ১২২৭৯; সহিহুল জামে’: ২১৬৫; হাদিসটি সহিহ]
(২) কুরআনের ছাত্র-শিক্ষক হওয়া:
রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি, যে কুরআন শিখে এবং অন্যকে তা শিক্ষা দেয়।” [ইমাম বুখারি, আস-সহিহ: ৫০২৭]
(৩) কুরআন সুপারিশকারী হবে।
আবু উমামা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, “তোমরা কুরআন তিলাওয়াত করো, কারণ কুরআন কিয়ামতের দিন তার সাথীর (তিলাওয়াতকারীর) জন্য সুপারিশ করবে।” [ইমাম মুসলিম, আস-সহিহ: ১৭৫৯]
(৪) কুরআন মুমিনদের অন্তর দৃঢ় করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, ‘‘বলুন, এটিকে (কুরআনকে) পবিত্র আত্মা (জিবরিল) আপনার পালনকর্তার পক্ষ থেকে নিশ্চিত সত্যসহ অবতীর্ণ করেছেন, যাতে তিনি মুমিনদেরকে দৃঢ়-অবিচল রাখেন আর এটি মুসলমানদের জন্য হিদায়াত (সঠিক পথ-নির্দেশ) ও সুসংবাদ।’’ [সুরা নাহল, আয়াত: ১০২]
(৫) কুরআন শিফা (আরোগ্য) এবং রহমত।
আল্লাহ তা‘আলা কুরআন মাজিদে বলেন, ‘‘আমি কুরআন অবতীর্ণ করেছি, যা মুমিনদের জন্য শিফা (আরোগ্য) এবং রহমত, কিন্তু এটি কেবল জালিমদের ক্ষতিই বৃদ্ধি করে।’’ [সুরা ইসরা, আয়াত: ৮২]
(৬) কুরআনি মজলিসের মহান মর্যাদা:
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং পরস্পর তা নিয়ে আলোচনা করে, তখন তাদের উপর শান্তি বর্ষিত হয়, (আল্লাহর) রহমত তাদের ঢেকে নেয়, ফেরেশতাগণ তাদের ঘিরে রাখে এবং আল্লাহ তাঁর নিকটবর্তী ফেরেশতাদের কাছে তাদের প্রশংসা করেন।’’ [ইমাম আবু দাউদ, আস-সুনান: ১৪৫৫; হাদিসটি সহিহ]
(৭) প্রতিটি হরফ পাঠ করলেই ১০ নেকি!
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করবে, তার জন্য রয়েছে একটি নেকি। প্রতিটি নেকি দশটি নেকির সমান। আমি বলি না যে, ‘আলিফ-লাম-মিম’ একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ।” [ইমাম তিরমিযি, আস-সুনান: ২৯১০; হাদিসটি সহিহ]
(৮) কুরআন পড়তে কষ্ট হলে ডাবল নেকি!
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল কুরআনে অভিজ্ঞ ব্যক্তি সম্মানিত পুণ্যবান ফেরেশতাদের সাথে থাকবে। যে ব্যক্তি তিলাওয়াত করতে গিয়ে আটকে যায় এবং এটি (তিলাওয়াত করা) তার উপর কষ্টকর হয়ে পড়ে, তার জন্য দু’টি প্রতিদান রয়েছে (প্রথমটি তিলাওয়াতের, দ্বিতীয়টি কষ্টের)।” [ইমাম মুসলিম, আস-সহিহ: ১৭৪৭]
(৯) কুরআন পাঠককে জান্নাতে নিয়ে যাবে।
নবিজি বলেন, ‘‘(কুরআন) সত্যায়নকারী প্রতিবাদী। যে ব্যক্তি তাকে সামনে রাখবে, সেই ব্যক্তিকে সে পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে।’’ [ইমাম ইবনু হিব্বান, আস-সহিহ: ১২৪; সহিহুত তারগিব: ১৪২৩; হাদিসটি সহিহ]
(১০) কুরআনওয়ালাকে ঈর্ষা করা যায়:
নবি সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘দুই ব্যক্তি ব্যতীত আর কাউকে ঈর্ষা করা যায় না। (এক সেই ব্যক্তি) যাকে আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন এবং সে তা দিনে ও রাতে তিলাওয়াত করে। আর তা শুনে তার প্রতিবেশী বলে, ‘হায়! আমাকে যদি এমন (কুরআনি ইলম) দেওয়া হতো, যেভাবে অমুককে দেওয়া হয়েছে, তাহলে আমিও তার মত আমল করতাম!’ (আরেক ব্যক্তি হলো সে) যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং সে সম্পদ সত্যপথে খরচ করে। তাই, (প্রতিবেশী) ব্যক্তি বলে, ‘হায়! আমাকে যদি অমুক ব্যক্তির মতো (সম্পদ) দেওয়া হতো, তাহলে সে যা করছে, আমিও তাই করতাম’।’’ [ইমাম বুখারি, আস-সহিহ: ৫০২৬]
(১১) কুরআন পড়া বিরাট লাভের কাজ:
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘কেউ কি চাও যে, যখন বাড়ি ফিরবে, তখন বাড়িতে গিয়ে ৩ টি বড় বড় মোটাতাজা গর্ভবতী উটনী দেখতে পাবে?’’ আমরা বললাম, ‘হ্যাঁ।’ তিনি বললেন, ‘‘তোমরা কেউ নামাজে ৩ টি আয়াত পড়লে, তা তার জন্য ৩ টি মোটাতাজা গর্ভবতী উটনীর চেয়ে উত্তম।’’ [ইমাম মুসলিম, আস-সহিহ: ১৭৫৭]
(১২) কুরআনওয়ালাকে সম্মানিত করা হবে।
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কুরআন কিয়ামতের দিন হাজির হয়ে বলবে, হে আমার রব! একে (কুরআনওয়ালাকে) পোশাক পরিয়ে দিন। তারপর তাকে সম্মানের মুকুট পরানো হবে। সে আবার বলবে, হে আমার রব! তাকে আরো বাড়িয়ে দিন। সুতরাং তাকে মর্যাদার পোশাক পরানো হবে। সে আবার বলবে, হে আমার রব! তার প্রতি সন্তুষ্ট হোন। তখন তিনি তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। তারপর তাকে বলা হবে, ‘‘তুমি এক এক করে আয়াত পাঠ করতে থাকো এবং উপরে ওঠতে থাকো।’’ এভাবে প্রতি আয়াতের বিনিময়ে তার একটি করে সাওয়াব (মর্যাদা) বাড়ানো হবে।’’ [ইমাম তিরমিযি, আস-সুনান: ২৯১৫; হাদিসটি হাসান]
(১৩) কুরআনে বিজ্ঞ ব্যক্তিরা অগ্রগামী:
জাবির ইবনু আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে শাহাদাতবরণ করা শহিদগণের ২ জন জন করে একই কাপড়ে (কবরে) একত্র করতেন। এরপর জিজ্ঞাসা করতেন, তাঁদের উভয়ের মধ্যে কে কুরআন সম্পর্কে অধিক জানতো? দুইজনের মধ্যে একজনের দিকে ইঙ্গিত করা হলে, তাঁকে কবরে আগে রাখতেন। তখন তিনি বলেন, ‘‘আমি কিয়ামতের দিন এদের ব্যাপারে সাক্ষী হবো।’’ [ইমাম বুখারি, আস-সহিহ: ১৩৪৩]

পৃথিবীতে মোট২২৮ টি দেশ নিয়ে পৃথিবী। পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়। ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোট...
06/04/2023

পৃথিবীতে মোট
২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।

ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্ব নবী( সাঃ) বলেছেন,তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়,বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর। ৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো। Amin

06/04/2023

*আপনাকে অবশ্যই যাকাত ব্যবস্থাপনার সাথে সংশ্লিস্ট থাকতে হবে।*

আপনি জানেন কি যাকাত একটি ফরজ ইবাদত যা আপনি পালন করতে বাধ্য ।

সুতরাং প্রত্যেককে যাকাত ব্যবস্থাপনার সাথে সংশ্লিস্ট থাকতে হবে। প্রশ্ন হলো আপনি কিভাবে এই ইবাদতটি পালন করবেন।

আমরা আপনাকে একটি সাধারন ধারনা দিচ্ছি;

১। বিত্তবান গন যাকাত দিবেন

২। অভাবী গন যাকাত নিবেন

৩। প্রত্যকে যাকাত ব্যবথায় অংশগ্রহন করবেন। এইজন্যনিন্মোক্ত পধ্বতি অনুস্নরণ করা যেতে পারে,

ক; যাকাত সংগ্রহ করে বন্টন করা

খ; যাকাত বন্টনে সহায়তা করা

গ; প্রকৃত অভাবী খুজে বের করা

ঘ; যাকা্ত প্রদানে উৎসাহ দেয়া

ঙ; যাকাতের মাসলা-মাসায়েল সম্পর্কে অন্যকে জানানো

চ; যাকাতে সঠিক ব্যবহারের জন্য দাতা এবং গ্রহিতা উভয়ের দিকে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা

ছ; আপনার নিজস্ব বিবেচনায় অন্য কোন পধ্বতি ব্যবহার করা।

যাকাত একটি সারা বছর পালন যোগ্য ইবাদত, সিয়ামের সাথে এর কোন সম্পর্ক নাই। তাই সচেতন ভাবে বা অসচেতন ভাবে আমরা যারা রমাদান মাসের সাথে যাকাত কে সম্পর্কিত করে একমাসের ইবাদত বানিয়ে ফেলেছি, তাদের জন্য বলছি, সম্পদ আল্লাহর বিশেষ আমানত। এবং যাকাত অভাবী হতে গৃহীত ঋণ যা আল্লাহ সুবহানাহু তা'ইয়ালা হতে স্বীকৃত। সুতরাং যেভাবে যাকাত প্রদান করতে বলা হয়েছে সেভাবেই যাকাত আদায় করতে হবে অন্যথায় আমানতের খেয়ানত করার জন্য জাবাব দিহি করতে হবে , আপনি কি প্রস্তুত ???

04/04/2023

আস্-সালামু'আলাইকুম।
আল্লাহ রাব্বুল আলামীন কোরআন মজিদ-এ বলেন (সূরা আল্-আনকাবুত, সূরা নং ২৯ : আয়াত নং ৮ ও ৯)...

" أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم"

# وَوَصَّيْنَا ٱلْإِنسَٰنَ بِوَٰلِدَيْهِ حُسْنًاۖ وَإِن جَٰهَدَاكَ لِتُشْرِكَ بِى مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌ فَلَا تُطِعْهُمَآۚ إِلَىَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
# وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَنُدْخِلَنَّهُمْ فِى ٱلصَّٰلِحِينَ

বাংলা তরজমা - আল্ কোরআন বাংলা মর্মবাণী।

৮ # আমি (আল্লাহ) মানুষকে তার বাবা-মার সাথে সম্মানজনক আচরণ ও খেদমত করার নির্দেশ দিয়েছি। কিন্তু তারা (বাবা-মা) যদি আমার (আল্লাহর) সাথে উপাস্য হিসেবে কোনো কিছুকে শরীক করার জন্যে চাপ দেয়, যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই (কারণ তুমি জানো যে আল্লাহর কোনো শরীক নেই), তবে তা কখনো মানবে না। । মনে রেখো, আমার (আল্লাহর) কাছেই তোমাদের ফিরে আসতে হবে। তখন দুনিয়ায় যা-কিছু করেছ, তার ভালো-মন্দ তোমাদের পুরোপুরি বুঝিয়ে দেয়া হবে।
৯ # যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আমি (আল্লাহ) অবশ্যই তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করব।

Assalamu Alaikum.
Allah Rabbul Alameen Says in the Qur'an (Surah Al-'Ankabut, Surah No.29 : Ayat No.8 & 9).....

English translation - Sahih International

8 # And We have enjoined upon man goodness to his parents. But, if they endeavor to make you associate with Me that of which you have no knowledge [i.e. no knowledge of it's divinity. There can be about something which is non-existant or untrue], then do not obey them. To Me is your return, and I will inform you about what you used to do.
9 # And those who believe and do righteous deeds - We will surely admit them among the righteous [into Paradise].

03/04/2023

*মাহে রমাদানের শিক্ষাটা ধরে রাখত পারবো তো?* 💠🌙💠🌙💠🌙
✅ রোযা ভেঙে যাবে এই ভয়ে এক ফোঁটা পানি খেতে ভয় পায়,কিন্তু অন্যের প্রতি জুলুম অত্যাচার ও তাঁর অধিকার হরণ করার মাধ্যমে আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে,এতে সে মোটেও ভয় পায় না!
✅ বছরের বারোটি মাস ইয়াকুব (আ) এর বারো জন পুত্রের মতো৷ তাদের মধ্যে ইউসুফ (আ) যেমন তাঁর পিতার নিকট সর্বাধিক প্রিয় ছিলেন,ঠিক তেমনি রমাদান মাসও আল্লাহ্ তায়ালার নিকট সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ্ তায়ালা যেভাবে এক ভাই ইউসুফ (আ) এর দোয়া কান্নাকাটিতে বাকি এগারো জন ভাই কে ক্ষমা করেছিলেন,ঠিক সেভাবে রমাদান মাসে আমারাও যদি তাওবা ইস্তেগফার ও দোয়া কান্নাকাটি করি,তাহলে মহান আল্লাহ্ তায়ালা আমাদেরকেও বাকি এগারো মাসের পাপগুলো ক্ষমা করে দিবেন৷ (সুবহানাল্লাহ্)
✅ রোযা ঢাল স্বরূপ অর্থাৎ এটি এমন একটি ঢাল,যা বান্দাকে গুনাহ্ থেকে বাচিয়ে নেক আমলে অভ্যস্ত করে তুলে। আর এভাবেই রোযা আযাব থেকে রক্ষার ওসিলা হয়ে যায়। রোযা মূলত রোযাদার ব্যক্তিকে দুনিয়ায় গুনাহ্ থেকে বাঁচিয়ে রাখার ঢাল স্বরূপ। আর এজন্য রোযা যদি দুনিয়ায় মানুষের গুনাহের ঢাল হয়,তাহলে আখিরাতেও তাঁর জন্য জাহান্নামের ঢাল হবে। আর রোযা যদি দুনিয়ায় তার জন্য গুনাহের ঢাল হতে না পারে,তাহলে আখিরাতেও তাঁর জন্য জাহান্নামের আগুনের ঢাল হতে পারবে না।
✅ রোযা অবস্থায় ওযুর সময় কুলি করতে গিয়ে থুতুর সাথে বিন্দুমাত্র পানিও পেটে প্রবেশ করলো কি না,সেটা নিয়ে আমরা চিন্তিত থাকি,ভয়ে থাকি। এটাই তো তাকওয়া,এটাই তো ঈমানদারের সাবধানতা। কিন্তু প্রশ্ন হলো জীবনের প্রতিটি খেত্রে কথায়,কাজে,উপার্জনে,আচরণে,সমাজ ও জাতীয় জীবনেও তো আমাদের এমন সাবধানতা অবলম্বন করার কথা। কিন্তু আমরা কি তা করি!? রমাদান আমাদেরকে যে ত্যাগের শিক্ষা দেয়,তা যদি সামগ্রিক জীবনে প্রতিফলিত করতে পারি তাহলেই সিয়াম সাধনা সার্থক হবে। তা কি আমরা করছি? রমাদান শেষ হয়ে গেলেও আমরা যেনো এই শিক্ষাটা ধরে রাখতে পারি,জীবনের সর্বক্ষেত্রে যেনো এই শিক্ষার প্রতিফলন ঘটাতে পারি সেটাই হোক মাহে রমজানের প্রত্যয়। ইনশাআল্লাহ্।

আগামী দিনের অপেক্ষায় গোবিন্দগঞ্জবাসী
03/04/2023

আগামী দিনের অপেক্ষায় গোবিন্দগঞ্জবাসী

গোবিন্দগঞ্জ রিপোটার্স ফোরামের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত সোমবার বিকাল ৪ টায় নিজেস্ব অফিসে শাহ আলম সরকার সাজুর সভাপতিত্বে ...
03/04/2023

গোবিন্দগঞ্জ রিপোটার্স ফোরামের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত সোমবার বিকাল ৪ টায় নিজেস্ব অফিসে শাহ আলম সরকার সাজুর সভাপতিত্বে মোঃ তারাজুল ইসলাম এর সঞ্চালনায় অন্যন্য সিনিয়র সাংবাদিক বৃন্দু বক্তব্য রাখেন।

01/04/2023

গোবিন্দগঞ্জে বাগদা সাঁওতাল পল্লীতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোনেন,,,,,,

Address

Rangpur
5700

Telephone

+8801713709670

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tarajul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tarajul Islam:

Share



You may also like