Morshed Official

Morshed Official Assalamu Alaikum
This page is created for sharing many type of videos.

128√e980i💙
(5)

মুগ্ধতা  ঘুম থেকে উঠে দেখি ঘড়ির কাঁটা তার আপন গতিতে এগারোটার ঘর পাড়ি দিয়েছে। স্বাভাবিকভাবে বৃষ্টির ফোঁটা যখন টিনের চা...
07/12/2023

মুগ্ধতা

ঘুম থেকে উঠে দেখি ঘড়ির কাঁটা তার আপন গতিতে এগারোটার ঘর পাড়ি দিয়েছে। স্বাভাবিকভাবে বৃষ্টির ফোঁটা যখন টিনের চালে পরে তখন তা কানের মধ্যে সুমধুর কম্পন সৃষ্টির মাধ্যমে ঘুম টাকে যেন আরো গভীর করে দেয় । সেখানে তো মধ্যরাত থেকেই বৃষ্টি হচ্ছে !

বৃষ্টি থেমে গেলে অনেক কষ্টে বিছানা ত্যাগ করে ফ্রেশ হয়ে নিলাম । বন্ধু সাগরের ভাইয়ের আজ বিয়ে । আমার যাওয়ার কথা ছিল সেই কাক ডাকা ভোরে । কিন্তু এই যে! পৃথিবীর সব অলসতা যেন ভোরের বিছানার চাদরের মধ্যেই বদ্ধ । তার উপর বৃষ্টি !

সাগর আমার বেস্ট ফ্রেন্ড। তার ভাইয়ের বিয়ে আর আমি থাকবো না সে কি কখনো হয় ? তাড়াহুড়া করে রেডি হয়ে বাস স্ট্যান্ডে গেলাম। ওর বাসা প্রায় ১৫ কিলোমিটার দূরে । বাস স্ট্যান্ডে পৌঁছে দেখলাম মিনিট পাঁচেক আগে বাসটি ছেড়ে দিয়েছে । পরের বাসটি আরো আধা ঘন্টা পরে । বই পড়ার অভ্যাস ছিল আমার । কিন্তু বৃষ্টি ভেজা দিনে হাতে বই ছিল না তাই ভেবেই রেখেছিলাম সময়টা নিতান্তই বিরক্তিকর হবে ।

হঠাৎ স্ট্যান্ডের পূর্ব দিকে চোখ পরে । নীল শাড়ি পড়ে এক মেয়ে আমার দিকে এগিয়ে আসতেছে ।
" পরের বাসটি কখন বলতে পারেন ? "
"হ্যাঁ কি বললেন? " ততক্ষণ কোন স্বপ্নে বিভোর ছিলাম বলতে পারছিনা ।

"বললাম পরের বাসটি কখন "
তার দিকে লাজুক চোখে তাকিয়ে বললাম "আধাঘন্টা পরে "
আমার মেয়ের মানুষের সাথে সরাসরি কথা বলার তেমন অভ্যাস নেই। তাদের চোখের দিকে তাকাতেই যেন ভয় লাগে । তবুও কেন জানি তার দিকে হাবলার মত চেয়ে থাকি ।
" আপনার নাম কি? " হাসি ভরা মায়াবী মুখে তাকিয়ে আমায় জিজ্ঞেস করে মেয়েটি ।
আমার নাম সঞ্জয়। আপনার ?
"মুগ্ধতা "

সে তার নামের চেয়েও মুগ্ধ ছিল। তার মায়াবী চেহারায় তাকিয়ে কয়েক আলোকবর্ষ যেন কেটে দেওয়া যায় ।
মেয়েটি তার ব্যাগ থেকে একটা বাটি বের করে আমায় বললো,"খাবেন? আমার নিজের হাতের রান্না করা। "
অপরিচিত কারো কাছ থেকে খাওয়া ঠিক নয় তাই বললাম,"না, আপনি খান "

"আমায় দেখে কি আপনার কিডনাপার বলে মনে হয়?" অনেকটা হেসে কথাটা বললো মেয়েটি।
তার সেই সুমিষ্ট হাসি দেখে না বলার মত পুরুষ হয়তো হবে না। আর হ্যাঁ, পায়েস আমার প্রিয় খাবার ।

"আপনি এভাবে মুখ গোমড়া করে বসে আছেন কেন? হাসতে পারেন না ? "

মেয়েটির এমন মিশুক স্বভাব দেখে অনেকটা মুচকি হেসে ফেললাম।
এভাবে অনেকক্ষণ চলে গেল। কখন যে বাস এসে স্ট্যান্ডে দাঁড়ালো বুঝে উঠতে পারলাম না।
বাসে উঠলাম। মেয়েটি আমার পাশের সিটে জানালার পাশে। মেয়েটি তার মাথা বাইরে বের করে দিয়ে বৃষ্টি পরবর্তী আকাশ উপভোগ করতে থাকলো । আর আপন মনে গুনগুন করে গান করতে শুরু করলো । বাতাসে তার মেঘ কালো মলিন কেশ যেন কাশফুলের উপর বয়ে যাওয়া বাতাসে স্রোতের মতো দোলা দেয় ।

হঠাৎ আবার বৃষ্টি শুরু হলো। মেয়েটি তার হাত বের করে দিয়ে কোমল হাতে বৃষ্টির ছোঁয়া মাখতে থাকে ।
আর বলতে থাকে....
"জানেন, বৃষ্টি আমার ভারী প্রিয় । বুক ভরা কষ্ট নিয়ে কান্না করার পর যেমন বুকের উপরে ওঠানো পাথরের বোঝা খানিকটা নেমে যায় সেভাবে আকাশের বুকে কালো মেঘের বোঝা বৃষ্টির মাধ্যমে নেমে যায়। তারপর কতই না সুন্দর দেখায় আকাশকে! "

তার কথাতেও যেন আলাদা রকম মায়া মাখানো। অনেকটা কবি-সাহিত্যিকের মতো।
পরের স্ট্যান্ডে মেয়েটি নেমে গেল। যাওয়ার সময় তার হাসি মাখানো মুখে এতটাই বিভোর ছিলাম যে তার বাকি পরিচয়টুকুও নেওয়া হলো না ।

দেখা হবে, আবারও আমাদের দেখা হবে । আবার কোন এক বৃষ্টি ভেজা সকালে, বৃষ্টির ঝন ঝন আওয়াজ কানে মেখে ছাতা নিয়ে হাজির হবো তোমার তরে । গোধূলি বিকেলে রক্তিম সূর্য সামনে রেখে দেখা হবে আমাদের। শরতের বাতাসে দোল খাওয়া কাশফুলের মধ্যে খুঁজে পাবো তোমাকে কিংবা শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে, কুয়াশা কেটে সূর্য ওঠার মতো করে দেখা হবে আমাদের । নদী বা সাগরের তীরে অন্তিম সূর্য দেখে আবারও তোমার হাসি মুখে চেয়ে থাকবো ।
তোমার মুগ্ধতায় মুগ্ধ হতে আবারো আমাদের দেখা হবে ....।

লেখকঃ মোর্শেদ

সমুদ্রে গিয়ে বিশাল জলরাশি দেখা দরকার, গর্জন শোনা দরকার!পাহাড়ে গিয়ে পাহাড়ের চূড়ায় বসে থাকা দরকার ,  মেঘের আনাগোনা দ...
05/12/2023

সমুদ্রে গিয়ে বিশাল জলরাশি দেখা দরকার, গর্জন শোনা দরকার!
পাহাড়ে গিয়ে পাহাড়ের চূড়ায় বসে থাকা দরকার , মেঘের আনাগোনা দেখা দরকার !
জীবনে আনন্দ দরকার।
আনন্দই সব!!

বিদ্যা -মোর্শেদবিদ্যা কি তবে মাইনের আহরণ না-কি সাহিত্য চর্চায় পদার্পণ, খুজে পাও কি কভু সে বিদ্যা যা পার্থক্য মেলাবে সত্য...
22/11/2023

বিদ্যা
-মোর্শেদ

বিদ্যা কি তবে মাইনের আহরণ
না-কি সাহিত্য চর্চায় পদার্পণ,
খুজে পাও কি কভু সে বিদ্যা
যা পার্থক্য মেলাবে সত্য মিথ্যা!

তবে কি বিদ্যা শুধু অপর চর্চা!
না-কি অর্থের পাহাড়ের ধ্বজা।
সেটি কি শুধু বইয়ের পাতায় বদ্ধ!
না-কি দূর গগনে উন্মুক্ত ।

কি লাভ? শিখে সেই বিদ্যা
করে না বিকাশ শিরঃস্থিত মজ্জা।
কবে ঘুচিবে তবে বিদ্যার কালো প্রহর?
মানব হৃদে পরবে মনুষ্যত্বের সিলমোহর ।।

15/11/2023

Ufffs Shamiii 🤞🤞🤞

10/11/2023

কোলবালিশ এর ঠান্ডা লাগবে তাই ঐটারেও কাঁথার ভি'তরে রাখি, আর আমি নাকি কেয়ারিং নাহ!🙂

- এই শীতে... একটা হুডি গিফট পাওয়ার জন্য হলেও প্রেম করতে  হবে 🥱
05/11/2023

- এই শীতে...
একটা হুডি গিফট পাওয়ার জন্য হলেও প্রেম করতে হবে 🥱

-তেমন কিছু না........সুখে থাকতে একটু ভুতে কিলাই ছিল 🤐...
03/11/2023

-তেমন কিছু না........
সুখে থাকতে একটু ভুতে কিলাই ছিল 🤐...

01/11/2023

" DON’T FEEL YOU SAD if ANYONE IGNORE YOU.
PEOPLE ALWAYS IGNORE EXPENSIVE THINGS & GO FOR THE CHEAP ONE"

01/11/2023

-মেধা থাকলেই মেধাবী হয়না। মেধাবী সেই, যে পর্যাপ্ত মেধা না থেকেও সর্বদা পরিশ্রম করে নিজেকে মেধাবী বানানোর জন্য । 💖

30/10/2023

যে দেশে ৬ মারলে টিনের চালে পড়লে আউট!
পুকুরে বল পড়লে নিজেই ভিজে হয়ে বল আনা লাগে ! সে দেশে বিগ হিটার কেমনে জন্মাবে?🙂

30/10/2023

এক সময় শীত আসবে আসবে এমন সময়টা সবচেয়ে বেশি আনন্দের ছিলো, ডিসেম্বর মাসের জন্য অপেক্ষা, শীতকাল, ডিসেম্বর মাসে পরীক্ষা শেষে লং টাইম বন্ধ ঘুরাঘুরি, নতুন বছরের আমেজ, নতুন ক্লাসে উঠার আনন্দ, নতুন বই পাওয়া, সব মিলিয়ে সুখের জীবন ছিলো!❤️

টাইগারদের খেলা দেখে বনের টাইগার নিহ*ত 🙂
29/10/2023

টাইগারদের খেলা দেখে বনের টাইগার নিহ*ত 🙂

08/10/2023

-A beautiful mirror turn into a dangerous weapon...
-when it's broken.

04/10/2023

বন্ধু যখন খেতে বসেও মেয়ে দেখে 😐

Mention Your " লুচ্চা ফ্রেন্ড "

01/10/2023

-যখন কেউ পড়াশোনার উদ্দেশ্যে নিজ বাসা ত্যাগ করে,
- তখন তার জীবনে নিজ বাসা বলতে কিছু থাকে না।। 🥀

29/09/2023

ডিয়ার Shakib Al Hasan 🖤

শিক্ষা সফরের একফাঁকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরের প্রায় ৫০ কিলোমিটার উত্তরে ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশীর প্রান্তরে ঘুরে আসবেন প্লিজ। ১৭৫৭ সালে মীরজাফর সেখানেই বাংলার স্বাধীনতা ডুবিয়েছিল....
প্রচুর শুভেচ্ছা রইলো ❤️

©️

15/09/2023

নারীর অভাবে থাকা বয়েজ স্কুল/কলেজের ছাত্র ।।।

Follow Morshed Official

Tiger💪
13/09/2023

Tiger💪

06/09/2023

আমরা আর জিতবো না, কে জিতবে জানাচ্ছি.........

06/09/2023

গুলিস্তানের মোড়ে বইসা বন্ধু বেচে পান, কেসেট বাজাইয়া শুনে মমতাজের গান 🙈

Follow Morshed Official

05/09/2023

১ম ম্যাচে ৮৯
২য় ম্যাচে ১০৪
তারপর ইনজুরি আহ্ ভাগ্য! 😔

সুস্থ হয়ে ফিরে আসুন দোয়া ও শুভ কামনা রইল🌺

Follow Morshed Official

05/09/2023

ছোটবেলার কয়েকটি ভুল ধারণা 😐

Follow Morshed Official

04/09/2023

Nagin🐍

Follow Morshed Official

01/09/2023

খুব ইচ্ছে করে শৈশবের সে দিনগুলোতে ফিরে যেতে। 🥺

Follow Morshed Official

11/08/2023

অনলাইন ক্লাসে পরীর দেখা 😍😍😍

- লাখো বাঙালির  স্বপ্নের ট্রফি  💝এডিটের মাধ্যমে হলেও স্বপ্নটার কাছে যাওয়ার ক্ষুদ্র চেষ্টা   💝
11/08/2023

- লাখো বাঙালির স্বপ্নের ট্রফি 💝

এডিটের মাধ্যমে হলেও স্বপ্নটার কাছে যাওয়ার ক্ষুদ্র চেষ্টা 💝




09/08/2023

-HSC Candidate Right Now😥

➡️পেইজ এর প্রথম ইউটিউব চ্যানেল।  আশা করি ইউটিউব প্লাটফর্মেও আপনাদের পাশে পাবো। চ্যানেলটি Subscribe করে পাশে থাকবেন।
07/08/2023

➡️পেইজ এর প্রথম ইউটিউব চ্যানেল।
আশা করি ইউটিউব প্লাটফর্মেও আপনাদের পাশে পাবো।
চ্যানেলটি Subscribe করে পাশে থাকবেন।

ভবিষ্যতের ডাক্তারদের অনুপ্রেরণা দেওয়ার জন্য তৈরি করা ভিডিও । Subscribe This Channel & Stay with me.Video Segment : JoykoliBackground Song : " Majhe Majhe ...

28/07/2023

পরীক্ষার রেজাল্ট যেমনই হোক কেউ কোনো বাজে সিদ্ধান্ত নিও না। কিছু দিন পর আর কেউ জিজ্ঞেস করবে না তোমার এসএসসির রেজাল্ট কি বা কোন কলেজে পড়। আজকে যেই জিনিস টা নিয়ে তুমি মন খারাপ করবে কিছুদিন পর সেইকথা মনে পড়ে তোমার ঠিকই হাসি পাবে।

রেজাল্ট যেমনই হোক মাথা ঠান্ডা করে ভালো সিদ্ধান্ত নিবে যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করা যায়..! ❤️

26/07/2023

জীবনে A+ পাওয়ায় কি সব? A+ না পেয়েও অনেক শিক্ষার্থী সফলতার উচ্চ শিখরে আহরণ করেছে 🌹🌹

শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত ফল পাওয়া না, ফলতে চাওয়া 🌹

সবার জন্য শুভকামনা 🌹🥰



_________________

Music : Carol of bels

25/07/2023

কি? মনে পরে শৈশবের কথা ? 🥺

21/07/2023

- সৌন্দর্যে ভরপুর ঢাকা বিশ্ববিদ্যালয় 🥰

Dream To Be A Dhabian🌹





__________________________
Video Footage : Shoaib

19/07/2023

- Wait For End......... 😆




18/07/2023

ইনশাআল্লাহ একদিন🥰
পরিশ্রমী কখনো বিফল হয় না। 💝 বুয়েট🥰

DREAM TO BUETian 💖






________________

Background Song : "Sorry Dipannita"

Address

Dimla, Nilphamari
Rangpur
5350

Telephone

+8801782501776

Website

Alerts

Be the first to know and let us send you an email when Morshed Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Morshed Official:

Videos

Share