আনছার ভাই

আনছার ভাই Politician
(2)

03/07/2024

জীবনে যতই ভালো কাজ করনা কেন
এক দিন সবাই ভুলে যাবে, ছোট একটা মন্দ কাজ কর, রেকর্ড হয়ে যাবে।

23/06/2024
23/06/2024

তিল তিল করে সাজানো
জীবনটাকে নষ্ট করতে
একজন বেঈমানেই যথেষ্ট।

22/06/2024

কিছু হয়নি ঠিক
এভাবে ঝড় বয়ে যায়,
দিয়েশলাই আগুনে-পুড়লে বারুদের গন্ধ রয়ে যায়।

10/06/2024

কন্যা সন্তান সবার হয় না,
যার হয় সেই সব থেকে ভাগ্যবান!

04/06/2024

আনন্দে থাকা মানুষটি একসময় কারো জন্য কষ্টে কেঁদে ফেলে।

02/06/2024

সব ভালোবাসার শুরুটা
সুখের হলেও
কিছু ভালোবাসার শেষটা অনেক কষ্টের হয়।

01/06/2024

নিজের সুখ বিসর্জন দিয়ে
অন্যকে সুখী করার নামই বুঝি ভালোবাসা।

30/05/2024

যারা সত্যিকারের
ভালোবাসতে চায়,
তাদের ভাগ্যে কখই
ভালোবাসা জোটে না।

28/05/2024

চোখের পাতা
সবার জন্য ভেঁজে না
যার জন্য ভেঁজে
সে ফিরিও তাকায় না।

24/05/2024

বেইমানেরা ঠিকই ভালো থাকে,
ভালো থাকে না শুধু
বিশ্বাসী মানুষ গুলো।

22/05/2024

আমার নতুন পেজে
আপডেট নিউজ
সকলের সহযোগিতায়
3.30K ফলোয়ার, ফলো করলে নিশ্চিত ফলো পাবেন ইনশাআল্লাহ!

21/05/2024

শূন্যতা একদিন
পূর্ণতা পাবে শুধু
সময়ের অপেক্ষা।

14/05/2024

আমার ব্যার্থতা একটাই
মানুষকে যাহা বুঝাইতে চাই
মানুষ তাহার উল্টো টা বুঝে।

13/05/2024

জীবনে এমন কাউকে ভালোবেসো
যে তোমাকে ভালোবাসতে না পারলে
তোমাকে সম্মান করবে।

12/05/2024
12/05/2024

টাকার ঋণ হয়তো একসময় পরিশোধ করা যায়,
কিন্তু দুঃসময়ে যারা পাশ্বে থাকে তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না।

11/05/2024

মাঝে মাঝে কিছু কথা হেসে উড়ে দেই,
কারণ সবাইকে তো আর থাপ্পড় মারা যায় না।

বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে বাঘ মনে করে তাই এখন আর আগের মতো কাউকে পাত্তা দেই না।
10/05/2024

বেশি পাত্তা দিলে বিড়ালও
নিজেকে বাঘ মনে করে
তাই এখন আর আগের মতো
কাউকে পাত্তা দেই না।

09/05/2024

যে বয়সে আনন্দ ও ফুর্তি নিয়ে বেঁচে থাকার কথা!!
সেই বয়সে ডিপ্রেশন ও টেনশন নিয়ে বেঁচে আছি,
কি আর করব পরিস্থিতিটাই এমন!

08/05/2024

সমাজ যেখানে নিরব ভূমিকা
পালন করা উচিত
সেখানে কথা বলে ,
আর যেখানে জোরালো ভাবে
কথা বলা প্রয়োজন
সেখানে নিরাবতা পালন করে।

হাসতে পারা ও নীরব থাকা অন্যতম দুটি গুণ।হাসি দিয়ে যেমন যেকোনো সমস্যার মুখোমুখি হওয়া যায়, তেমনি নীরবতা দিয়েও অনেক সমস্য...
07/05/2024

হাসতে পারা ও নীরব থাকা
অন্যতম দুটি গুণ।
হাসি দিয়ে যেমন যেকোনো
সমস্যার মুখোমুখি হওয়া যায়,
তেমনি নীরবতা দিয়েও
অনেক সমস্যাকে এড়ানো যায়।

06/05/2024

জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে
যার উত্তর কখনও মেলে না,
কিছু কিছু ভুল থাকে যা কখনও
শোধরানো যায়না,
আর কিছু কিছু কষ্টো থাকে
যা কাউকে বলা যায়না।

05/05/2024

আমার নতুন পেজে
আপডেট নিউজ
সকলের সহযোগিতায়
2.6K ফলোয়ার ফলো করলে নিশ্চিত ফলো পাবেন ইনশাআল্লাহ।

05/05/2024

জীবনে সুখ খোঁজতে গেয়ে,
শেষে জীবনটায় শেষ হয়ে যায়।

04/05/2024

বর্তমান সমাজে চলতে গেলে
ধাঁর এবং ভার দুটার প্রয়োজন,
যেমন,
ব্লেট খুব ধাঁরালো কিন্ত
গাছ কাটা যায় না,
কুড়াল অনেক শক্তিশালী
কিন্তু চুল কাটা যায় না।

03/05/2024

এক চোখ কখনো আরেক চোখ কে দেখেনা,
তবু এক চোখের কিছু হলে
আরেক চোখ অশ্রু না ঝরিয়ে পারেনা।

কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়ো না।
02/05/2024

কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও,
কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে
বোকা হয়ো না।

22/04/2024

জ্যাম কারে কয়

যারা তোমার ক্ষতি চায় তাদেরকে আঘাত করবেন না, তাদের সামনে একটু হাসি মুখে চলাফেরা করবেন,তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার...
18/04/2024

যারা তোমার ক্ষতি চায়
তাদেরকে আঘাত করবেন না,
তাদের সামনে একটু
হাসি মুখে চলাফেরা করবেন,
তুমি আঘাত করলে যা কষ্ট পেত
ওরা তার থেকে বেশি কষ্ট পাবে।

Address

31 No Ward
Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when আনছার ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like