Toxic nahh?

Toxic nahh? Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Toxic nahh?, Video Creator, Gaibandha, Rangpur.

আচ্ছা, আপনি কি জানেন–
চাঁদের আলোয় চাঁদ দেখতে কেমন দেখায়?
বহুদিনের ইচ্ছে; চাঁদের আলোতে চাঁদ দেখব।
আপনার মাধ্যমে এই ইচ্ছেটা পূরণ করতে চাই।
আপনি কি আমার ইচ্ছে পূরণে সহায়ক হবেন?

24/12/2024

He didn't break me. I broke me, because I believed in something that wasn't real."❤️‍🩹

19/12/2024

এই যে প্রতিদিন তোমার থেকে দূরে সরে যাচ্ছি, একলা হয়ে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি, ফুরিয়ে যাচ্ছি, আমাদের দূরত্ব তৈরি হচ্ছে আলোকবর্ষ থেকেও বহুদূর।

একদিন হয়তো আমার ছাঁয়াটাও থাকবে না তোমার, আশেপাশে।
তুমি জানতেও পারবে না কোনোদিন, আমি শুধু ভালোবাসার কাঙাল হতে চেয়েছি।
তোমাকে মুখ ফুটে বলতেও পারবো না কখনো, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া!🖤

18/12/2024

আমরা 'ভুল মানুষ' কে 'প্রায়োরিটি' দিতে ভালোবাসি। আমরা নিজেরাও বুঝি যে যাকে সবটা দিয়ে কেয়ার করতেছি,তার কাছে আমাদের 'দাম' নাই অতো,তবুও প্রায়োরিটি দিতে কেনো জানি ভাল্লাগে!
'ভালো লাগা' জিনিস টা অদ্ভুত! যাকে একবার ভালো লেগে যায়, তার 'ইগনোর' করাটাও ভাল্লাগে! সে রাগ করলেও ভাল্লাগে! এ এক 'অদ্ভুত' ভালো লাগা!
কারো এই 'অদ্ভুত' ভালো লাগায় আটকে গেলে আপনি শ্যাষ! সে পাত্তা না দিলেও আপনার বারবার মনে হবে 'এই মানুষ টার কাছাকাছি থাকি একটু,সে পাত্তা না দিক,তবুও তার কাছে থাকার চেষ্টা করি!'
ভালো লাগা জিনিস টা প্রচুর সুন্দর আবার ভালো লাগার ব্যাপার টা বাজে! প্রচুর বাজে!

16/12/2024

স্নেহের ছোটভাই উত্তেজিত স্বরে বলল, ভারতকে ছাড়া দেশ স্বাধীন হইতো না, বাংলাদেশের বিজয়কে তারা তাদের বিজয় দিবস হিসাবে দাবি করতেই পারে, এটা নিয়া সমালোচনার কিছু নাই।

ছোটভাইয়ের সাথে দ্বিমত না করে বললাম, তুই কথাটা ভুল বলিস নাই, ধর তোর বউয়ের সিজার করা হলো মন্নান মামার ক্লিনিকে, মন্নান মামা তো দাবি করতেই পারে বাচ্চার বাপ তিনি, বাচ্চাটা তার, যেহেতু তার ক্লিনিক..

কথা শেষ করতে না দিয়েই ছোটভাই রেগে গটগটিয়ে চলে গেলো। বিজয় দিবস উপলক্ষে আজ পালংশাকের ঝোলে ভিজিয়ে টোস্ট বিস্কুট খাবার কথা ছিলো, খাওয়া হলো না।

© Abu Sayeed Ahmed

16/12/2024

অনেকেই আজকে ভালোবাসার মানুষের সাথে ঘুরতে বের হবেন, সাংবাদিক রাও আজকে এদের কেই টার্গেট করবে! প্রথমেই বলবে ১৬ ডিসেম্বর কি? আপনি কিন্তু 'স্বাধীনতা দিবস/শোক দিবস' বইলেন না!
আজকে 'বিজয় দিবস' এটা মুখস্ত করে বের হইয়েন! ভুল কিছু বললেই বাসায় এসে দেখবেন আপনার ভিডিও ফেসবুকে ঘুরতেছে! :3

15/12/2024

একজন নারী পুরুষ তখনই ভাগ্যবান যখন তার শখের মানুষ শুধুমাত্র তার প্রতি আসক্ত!❤️

Dear Ripon 🐸
15/12/2024

Dear Ripon 🐸

14/12/2024

মানুষ হিসেবে আমি প্রচন্ড অভিমানি!
সেই অভিমানের খেসারত দিতে হয়েছে পদে পদে, একটা সময় খেয়াল করলাম পরিচিত গন্ডি হতে আমি অনেক দূরে সরে চলে এসেছি, কাছের মানুষগুলোকে আর চিনতে পারছি না, সবাইকে আবছা লাগে!

এই পৃথিবীতে কেউই অভিমানের দাম দিবে না, এটাই চরম সত্য,
তবুও আমি অভিমান করে বসে রয়েছি, কেউ আমার অভিমানটুকু ভাঙ্গাও!

কেউ ভাঙ্গায়নি!💔

06/12/2024

আপনার প্রেম কেনো হচ্ছেনা জানেন?
কেউ একজন আপনাকে বিয়ে করার জন্য বসে আছে! তার দোয়া কিংবা বদদোয়া তেই আপনার প্রেম হচ্ছেনা! সে ই আপনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে আছে! সিংগেল লাইফ নিয়ে আফসোস কইরেন না ❤️

06/12/2024

টাকা দিয়েই আসলে সুখ কেনা যায়। এখন শাড়ি কিনে দিলে আম্মু খুশি হবে। আব্বুকে একটা পাঞ্জাবি কিনে দিলে মুচকি হাসি দিয়ে বলবে “আমার ছেলেটা বড় হয়ে গেছে।"
ছোটভাইকে একটা জার্সি গিফট দিলে সে জড়িয়ে ধরে বলবে, "তুমি পৃথিবীর সেরা ভাইয়া।"
প্রেমিকার হাতে ফুল গুঁজে দিলে সে খুশি হয়ে জড়িয়ে ধরবে।

এই যে আব্বু-আম্মুর আনন্দ, ছোটভাইয়ের খুশি, প্রেমিকার অভিমান ভেঙে জড়িয়ে ধরা, এগুলো কি সুখ নয়? টাকা না থাকলে এই সুখ পেতাম কিভাবে? অর্থই আনন্দের মূল!

©salman

05/12/2024

ব্রেকিং নিউজ
ইতিহাস গড়লো বিটকয়েন—মূল্য প্রথমবারের মতো ১০০,০০০ ডলার অতিক্রম করেছে। ২০১০ সালে প্রতি বিটকয়েনের মূল্য ছিল ০.০৫ ডলার।

05/12/2024

বছরের শুরুতে 12th Fail দেখে বিসিএস ক্যাডার হওয়ার মোটিভেশন পাইসি।বছরের শেষে Lucky Bhaskar দেখে দুনিয়া কাঁপানো ট্রেডার হওয়ার মোটিভেশন পাচ্ছি।

এদিকে পড়তেসি ইঞ্জিনিয়ারিং আর Aim in Life এ লিখসিলাম " I want to be a very good doctor.And then I will return to my village to serve poor villagers "

05/12/2024

😔💔

আমি আমার সব loyality নিয়ে একটা ফুলের বাগান করবো, শুধু মাত্র একটা প্রজাপরতির জন্য! 🦋🌸🖤
04/12/2024

আমি আমার সব loyality নিয়ে একটা ফুলের বাগান করবো, শুধু মাত্র একটা প্রজাপরতির জন্য! 🦋🌸🖤

03/12/2024

I want relationship like Tom and Jerry, always fight but never break.❤️‍🩹

02/12/2024

যে কোন দেশের হাইকমিশনার মানে সেটা আন্তর্জাতিক নিরেপক্ষ এলাকা, সেখানে আক্রমণ মানে আন্তর্জাতিক পরিমন্ডলে আক্রমণ করার সামিল।

Address

Gaibandha
Rangpur
5700

Telephone

+8801908122706

Website

Alerts

Be the first to know and let us send you an email when Toxic nahh? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category