INFO DASH

INFO DASH আসুন অনৈতিক কর্মকান্ড থেকে নিজেকে বিরত রাখি!
মানবতার সেবায় নিজেকে বিকিয়ে দিয়ে প্রকৃত আনন্দ উপভোগ করি...

Join "Info Dash" on a journey of education , exploration and enlightenment as we delve into both realistic and fascinating subjects, share intriguing stories, and uncover the wonders and resolve the unknown of the world around us.

রেকর্ড এবং এচিভমেন্টঃ----------------------------------রেকর্ড কাকে বলি আমরা? যখন এমন কিছু করি যা আগে কেউ করে নি, তাঁকেই ...
01/05/2024

রেকর্ড এবং এচিভমেন্টঃ
----------------------------------
রেকর্ড কাকে বলি আমরা?
যখন এমন কিছু করি যা আগে কেউ করে নি, তাঁকেই
রেকর্ড বলা হয়। কিন্তু রেকর্ড মানেই কি শ্রেষ্ঠত্ব?
মেসি এক পঞ্জিকা বর্ষে ৯১ গোল করেছে, এটা রেকর্ড।
আবার কুষ্টিয়ার এক লোক ৯১ মিটার লম্বা আর্জেনটিনার পতাকা বানিয়েছে, এটাও রেকর্ড।
দুটো রেকর্ড কি এক?

রেকর্ড যদি কোন এচিভমেন্ট না দেয়, তাহলে সে রেকর্ডের মূল্য কি?
লক্ষ কিংবা কোটি লোক এক সাথে জাতীয় সংগীত গাইল, এটা কি এচিভমেন্ট?
সিংগাপুর বর্তমান পৃথিবীতে প্রথম ধনী পাঁচ দেশের একটি।
এর মানে কি?
এর মানে ওরা স্বচ্ছল।
এর মানে ওদেরকে কুমড়া দিয়ে পিয়াজু বানাতে হয় না।
এর মানে ওরা কাঁঠাল খায় এবং বীফ বার্গার খায়, কিন্তু কাঁঠালের বিফ বার্গার খায় না।
ওদের দেশে ৬০০ টাকা গরুর মাংস বিক্রি করলে লাইন পরে না, এবং ওদের দেশে টিসিবির ট্রাক নেই।

কিন্তু সিংগাপুর দেশটির কোন খনি নেই, চাষ যোগ্য জমিও নেই। তারপরেও ওরা ধনী দেশের তালিকায় ১-৫ এর মধ্যে থাকে।
কিন্তু ওরা কিন্তু আমাদের থেকে পিছিয়ে।
কেন?
কারন ওদের কোটি লোক এক সাথে জাতীয় সংগীত গায় নি।
কেন?
কারন ওদের এত জনসংখ্যা নেই।
চীন ইচ্ছা করলে ১০ কোটি লোক দিয়ে জাতীয় সংগীত এক সাথে গাওয়াতে পারে।
তাহলে করে না কেন?
কারন চীনে এত ছাগল নেই যাঁদের বুঝানো সম্ভব যে জাতীয় সংগীত এক সাথে গেয়ে রেকর্ড করা একটা এচিভমেন্ট।

আজকেই বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের কিউএস এর একটি রেংকিং বের হয়েছে।
এতে ভারতের ৪৯ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
বিশ্বের সবচেয়ে ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের ১৪ টি বিশ্ব বিদ্যালয় স্থান পেয়েছে আর উন্নয়নের রোল মডেল বাংলাদেশের ৩ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

আবার আজকেই আমরা আরেকটি রেকর্ড করলাম। মিঠামইনে নববর্ষ উপলক্ষ্যে ১৪ কিমি দীর্ঘ আলপনা তৈরী করেছি। এর উদ্বোধনে থাকবেন আইসিটি মন্ত্রী। কারন এটি একটি এচিভমেন্ট। একই মন্ত্রী ইভ্যালির উদ্বোধনীতে বলেছিলেন যে ইভ্যালি হবে আমাজন।

যা হোক, এখন একটা কথা ভাবুন। কোনটা বেশী সম্মান জনক?
১০০০ বিশ্ববিদ্যালয়ে তিনটির স্থান পাওয়া?
নাকি ১৪ কিমি আলপনা?

আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া হলো সর্বোচ্চ দুরত্ব, এবং তা ৯০০ কিমি। চীন, অস্ট্রেলিয়া এমনকি ভারতে কয়েক হাজার কিলোমিটার লম্বা হাইওয়ে রয়েছে।
ওরা ইচ্ছা করলেই তা এক রাতে পেইন্ট করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করতে পারে।
তবে করে না কেন?
কারন ওদের দেশে গাধা জনগনের সংখ্যা কম। ওদের সরকার পয়সা খরচ করে তাদের বুঝাতে পারবে না যে এটা এচিভমেন্ট। যেমন ওরা কখনোই তিন হাজার কোটি টাকা মহাশূন্যে উড়িয়ে দিবেনা শুধু রেকর্ড স্যাটেলাইট পাঠানোর জন্য।

আমদের উন্নয়ন কোটি কোটি বিদেশী কামলা আর দেশী গারমেন্টস কামলাদের জন্য। এসব কামলাদের বাইরে আমাদের কিছু নেই। এসব কামলাদের টাকা খরচ করেই আমরা ১৪ কিলোমিটারের গিনেজ রেকর্ড করি, কোটি কন্ঠে জাতীয় সংগীত গাই। কিন্তু ১৮ কোটি জনসংখ্যার রোল মডেল দেশের মাত্র তিনটা বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পারে।

রেকর্ড আর এচিভমেন্টের পার্থক্য বুঝতে না পারলে আমরা শুধুই মধ্যপ্রাচ্যে গিয়ে ঝাড়ু দিতে পারব আর দেশে দর্জির কাজ করতে পারব। কখনোই সুন্দর পিচাই সৃষ্টি করতে পারব না।



#হাও‌রেরআল্পনাক্ষতিকর

20/07/2023

"We realise the value of what we had only when we lose it"
বিদ‌্যূৎ-
কি নির্মম-‌নির্লজ্জ...
আহ!!! মাস পূরণ হয়‌নি এখ‌নো, ত‌রে নিয়া কথা বলা বন্ধ ক‌র‌ছি। অথচ, তুই তোরে ভুল‌তেই দিস না, বারব‌ার অ‌ভিমান ক‌রে চ‌লে যাস আর ম‌নে ক‌রি‌য়ে দিস- "তরে আমার কতটা দরকার"
Please, Ghaar Aazaaa, Azaaare!!!

08/07/2023

#বাংলাদেশের_যত_প্রথম_নারী

# # বাংলাদেশের প্রথম নারী স্পিকার - শিরিন শারমিন চৌধুরী
# # বাংলাদেশের প্রথম নারী প্রধান মন্ত্রী - বেগম খালেদা জিয়া
# # বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রী - ডাঃ দিপু মনি
# # বাংলাদেশের প্রথম নারী সংসদ সদস্য - ব্যারিস্টার রাজিয়া ফয়েজ
# # বাংলাদেশের প্রথম নারী মেয়র - সেলিনা হায়াত আইভি
# # বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার ( ছত্রী সেনা) - ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস
# # বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক - সালমা খাতুন
# # বাংলাদেশের প্রথম নারী সামরিক পাইলট (যৌথ ) - ফ্লাইট ল্যাপটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইং অফিসার তামান্না-ই- লিপু
# # বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর - নাজনিন সুলতানা
# # বাংলাদেশের প্রথম নারী উপাচার্য - অধ্যাপক ডঃ ফারজানা ইসলাম
# # বাংলাদেশের প্রথম নারী ক্রিকেট ধারা ভাষ্যকার - সারিয়া তানজিম সুমনা
# # বাংলাদেশের প্রথম ফেসবুক ভেরিফাইড নারী - পড়শি
# # বাংলাদেশের প্রথম নারী ভাস্কর - অধ্যাপক নভেরা আহমেদ
# # বাংলাদেশ বেসরকারি টিভি চ্যানেলের প্রথম নির্বাহী প্রযোজক - নায়লা
# # বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারী - নিশাত মজুমদার ।
# # সমুদ্রে জাহাজ চালনায় প্রথম - ক্যাডেট বিউটি আক্তার
# # সংগীত পরিচালক - ফেরদৌসি রহমান ।
# # প্রথম উপজাতী নারী সৈনিক - সুমি মানকিন ।
# # প্রথম পাইলট - ক্যাপটেন ইয়াসমিন রহমান ।
# # গারো মহিলা এডভোকেট - বালমি চিসিম তোড়া ।
# # বিশ্বকাপে খেলা বাংলাদেশের প্রথম মহিলা দাবাড়ু - শামিমা আখতার লিজা ৷
# # দাবায় আন্তর্জাতিক মাস্টার - রাণী হামিদ ।
# # ঢাকা ভার্সি‌টির প্রথম ছাত্রী / প্রথম মহিলা সাংবাদিক - লীলা নাগ ।

21/03/2023

The Holy Prophet said:

1) 4 things make our body sick:
a) Talking too much
b) Sleeping too much
c) Eating too much
d) Interacting too much with other people

2) 4 things destroy the body:
a) The anxiety
b) Gloom (sadness / sorrow)
c) Hunger
d) Sleep late at night

3) 4 things remove light and joy from the face:
a) The lie
b) Being disrespectful, impudent (knowingly insisting on a bad thing)
c) Argue without adequate knowledge or information
d) Excessive immorality (doing a wrong thing without fear)

4) 4 things increase facial light and joy:
a) Piety
b) Loyalty
c) Generosity (being good)
d) Be helpful to others without them asking.

5) 4 things stop rizq (wersek)
a) Sleep in the morning (fajr at sunrise)
b) Do not pray or be irregular in prayers
c) Laziness / Idleness
d) Cheating / dishonesty

6) 4 things bring and / or increase the rizq:
a) Watch in prayer
b) Excessively doing istighfar
c) Do sadaqa regularly
d) Zikr

The Holy Prophet said: "do nothing during the adhan (call to prayer) even read the Quran, the person who speaks during the adhan will be unable to pronounce the kalima shahada on his deathbed."

The Holy Prophet also said to pass on even one verse to others because this verse will intercede on the day of judgment.

Allahumma-inni-ala-Zikr-ika-wa Shuk-rika wa husni Ibaadatik

Send a message to learn more

11/02/2023

মুস‌লিমরা বিশ্বাস ক‌রে, সাহায‌্য একমাত্র আল্লাহর কাছ থে‌কেই আসে, মানুষ কেবল অ‌সিলা মাত্র!
আমরা এ ও বিশ্বাস ক‌রি, দা‌ম্ভিকতা মানুষ‌কে ধ্বংস ক‌রে। আর এটাও আমরা জে‌নে‌ছি যে, পৃ‌থিবীর সর্বপ্রথম পাঁপ ছি‌লো হিংসা। যা আমা‌দের অন্তর-আত্মা‌কে দূ‌ষিত ক‌রে, আমা‌দের মনুষ‌্যত্ব কে ধ্বংস ক‌রে। আমরা শি‌খে‌ছি- যখন কেউ বিপদগ্রস্ত কিংবা জুলু‌মের শিকার, তখন তার ধর্ম বি‌বেচনায় না নি‌য়ে তার সাহা‌য্যে নি‌জের হাত বা‌ড়ি‌য়ে দেয়ার মাধ‌্যমেই আমি আমার সৃ‌ষ্টিকর্তার অনুগ্রহ লাভ ও উত্তম বি‌নিময় পাওয়ার ‌যোগ্যতা অর্জন কর‌তে পারি!
একজন প্রকৃত ঈমানদার ব‌্যক্তি ইহকালীন কো‌নো সুখ লা‌ভের আশায় অ‌ন্যের অ‌নিষ্ট করার চিন্তা কর‌তে পা‌রেন না, কারণ আমরা পরকালীন জীব‌নে বিশ্বাসী, আমরা সেই অদৃশ‌্য স্বত্তায় বিশ্বাসী যি‌নি আমা‌দের সৃ‌ষ্টি ক‌রে‌ছেন এবং তার ঈবাদাত করার মাধ‌্যমে পরকা‌লে উত্তম প্রতিদা‌নের প্রতিশ্রু‌তি আমা‌দের দি‌য়ে‌ছেন। আর মহান সৃ‌ষ্টিকর্তার সকল সৃ‌ষ্টির প্রতি মমতা পোষণ করাটাও ঈবাদা‌তের ই অংশ!


এইভা‌বে বছ‌রের পর বছর ধ‌রে ফি‌*লি‌*স্তি‌*নে জ* ঙ্গী* বা* দ দম‌নের না‌মে নিয়মিত ভাবে নিরীহ নারী, শিশু সহ হাজা‌রো সাধারণ ...
27/01/2023

এইভা‌বে বছ‌রের পর বছর ধ‌রে ফি‌*লি‌*স্তি‌*নে জ* ঙ্গী* বা* দ দম‌নের না‌মে নিয়মিত ভাবে নিরীহ নারী, শিশু সহ হাজা‌রো সাধারণ মুস‌লিম‌দের খু*ন ক‌রে চ‌লে‌ছে দখলদার ই*জ*রা‌*য়ে*লী স*ন্ত্রা*সী গোষ্ঠী। অথচ, এদের এইসব কর্মকান্ড‌কে বিশ্ব-‌মোড়ল রা কেউ স*ন্ত্রা*সী কর্মকান্ড‌ বো‌লে আখ্যা দেয়না, কেউ তা‌দের জ* ঙ্গী ব‌লেনা।
এরা নি‌জেরাই মূলত এই জ* ঙ্গী* বা* দের পৃষ্ঠপোষক, যা‌দের একমাত্র উদ্দেশ‌্য ইসলা‌মকে ধ্বংস করা!!!
আল্লাহ সকল নির্যা‌তিত মুস‌লিম‌দের সহায় হোন, আমিন!

10/01/2023

#বাংলা‌দে‌শের_সং‌বিধান_প্রণয়‌ন

১৯৭২ সা‌লের ৮ জানুয়ারী বঙ্গবন্ধু পা‌কিস্থা‌নের জেল থে‌কে মু‌ক্তি পান। ১০ জানুয়ারী তি‌নি স্ব‌দেশ প্রত্যাবর্তন ক‌রেন
এবং পরের দিন ই অর্থাৎ ১১ জানুয়ারী, ১৯৭২ অস্থায়ী সং‌বিধান আদেশ জা‌রি ক‌রেন!

১২ জানুয়ারী, ১৯৭২ বাংলা‌দে‌শের রাষ্ট্রপ‌তি প‌দে নিযুক্ত হন বিচারপ‌তি আবু সাঈদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর পদ অলংকৃত ক‌রেন শেখ মু‌জিব।

সেবছর ২৩ মার্চ সং‌বিধান প্রণয়‌নের জন্য রাষ্ট্রপ‌তি আবু সাঈদ চৌধুরী গণপ‌রিষদ আদেশ-জা‌রি/আহ্বান ক‌রেন যা বাংলা‌দে‌শের সং‌বিধান প্রণয়‌নের প্রথম পদ‌ক্ষেপ হি‌সে‌বে বি‌বে‌চিত হয়।

১০ এপ্রিল, ১৯৭২ সা‌লে গণপ‌রিষদের প্রথম অ‌ধিবেশ‌নে অংশগ্রহ‌ণের জন্য আহ্বান করা হয় ১৯৭০ সা‌লে অনু‌ষ্ঠিত পা‌কিস্থা‌নের সাধারণ নির্বাচ‌নে জাতীয় ও প্রা‌দে‌শিক পর্যা‌য়ে জয়-লাভকারী আওয়ামী লীগ নেতৃবৃন্দ‌ ও একমাত্র বি‌রোধী দলীয় নেতা সুর‌ন্জিৎ সেনগুপ্ত সহ মোট ৪০৩ জন সদস্য‌কে।

৪০৩ জন সদস্য‌কে নিয়ে শুরু হওয়া গণপ‌রিষদের সেই প্রথম অ‌ধি‌বেশ‌নে সভাপ‌তিত্ব ক‌রে‌ছি‌লেন মাওঃ আব্দুর র‌শিদ তর্কবা‌গিস ও স্পিকার ছি‌লেন শাহ্ আব্দুল হা‌মিদ।
(‌নোটঃ জাতীয় সংস‌দের প্রথম স্পিকার ছি‌লেন মোহাম্মদ উল্লাহ্)

এ অ‌ধি‌বেশ‌নে সং‌বিধান প্রণয়‌নের জন্য তৎকালীন বাংলা‌দে‌শের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ড. কামাল হো‌সেন ক‌ে প্রধান ক‌রে ৩৪ সদস্য বি‌শিষ্ট এক‌টি ক‌মি‌টি গঠন করা হয়, যেখা‌নে একমাত্র নারী সদস্য ছি‌লেন বেগম রাজিয়া বানু।

প্রায় ৭১ টি বৈঠ‌কে ভারত ও ইংল্যা‌ন্ডের সং‌বিধান পর্যা‌লোচনা ক‌রে বাংলা‌দে‌শের জন্য ৯৩ পৃষ্ঠার (য‌ে‌টি পরবর্তী‌তে গণপ‌রিষ‌দের ৩০৯ জন সদ‌স্যের স্বাক্ষর সহ ম‌োট ১০৮ পৃষ্ঠার হয়) এক‌টি খসড়া প্রস্তুত ক‌রেন ড. কাম‌াল হো‌সেন (যা‌কে বাংলা‌দে‌শের সং‌বিধা‌নের রূপকার বলা হয়)।
এই সং‌বিধান‌টির হস্ত‌লেখক ছি‌লেন শিল্পী আব্দুর রউফ, অঙ্গসজ্জা ক‌রেন শিল্পাচার্য জয়নুল আবেদীন।

১২ অ‌ক্টোবর, ১৯৭২ ড. কামাল হো‌সেন গণপ‌রিষদে সেই খসড়া সং‌বিধান উপস্থাপন ক‌রেন, যা ০৪ ন‌ভেম্বর (সং‌বিধান দিবস) গৃহীত হয় এবং ১৬ ডি‌সেম্বর ১৯৭২ থে‌কে কার্যকর করা হয়।

Motivate yourself, Kill Expectations!
28/12/2022

Motivate yourself, Kill Expectations!

23/12/2022

আপ‌নি যত বে‌শি বুঝ‌বেন/জান‌বেন, আপ্নার ব‌্যর্থ হবার সম্ভাবনা তত বে‌শি!!!

Address

Street 01, Home 38
Rangpur
5441

Telephone

+8801909341004

Website

Alerts

Be the first to know and let us send you an email when INFO DASH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to INFO DASH:

Videos

Share