SMM REZA

SMM REZA HI,I am Rejaul Karim. A professional Digital Marketer with 6 years experience. I have a lot of exper

01/06/2024

🙂

খারাপ সময় মানুষের জীবনে আসা দরকার , খুব দরকার , ভীষণ দরকার । জীবনের একটা স্তরে অর্থনৈতিক মন্দা যাওয়াটাও ভীষণ প্রয়োজন । আ...
24/03/2024

খারাপ সময় মানুষের জীবনে আসা দরকার , খুব দরকার , ভীষণ দরকার । জীবনের একটা স্তরে অর্থনৈতিক মন্দা যাওয়াটাও ভীষণ প্রয়োজন । আপনার রঙীণ জীবন কিছুক্ষণের জন্য একেবারেই সাদাকালো হয়ে যাক , যেতে দিন ওকে। এই সময়টাতে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন , অনুভব করতে পারবেন - জীবন মুদ্রার ঐ পিঠ । জীবনের যাত্রাপালায় মানুষের নিরেট অভিনয় ।

‘আপন’ বলে কোনো শব্দের অস্তিত্ব পৃথিবীতে নেই । ‘আপন’ একটা ফটকা , বাটপারী শব্দ । সবাই আপনার বর্তমানকে পূজো করছে । যতো কাছের মানুষই হোক না কেনো । আপনি অর্থনীতির রেসে পিছিয়ে গেলেন , কেও আপনার জন্য অপেক্ষা করবেনা । নো বডি ! যতো জিগ্রী মানুষই হোক না কেনো । সবাই সিকিউরিটি চায় , আপনি নিজে কি পেলেন সেটা মূখ্য নয় ...... আপনার থেকে মানুষ কি আদায় করতে পারলো সেটাই মূখ্য ।

কারো জন্য অনেক কিছু করে কখনো প্রতিদান আশা করবেন না । যতো আপনই হোক , আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিবেন । ফি সাবিলিল্লাহ বলে !

খারাপ সময় কে ভালোবাসুন , শ্রদ্ধা করুন , সময়ের ওফোড় গুলো হজম করতে শিখুন । খারাপ সময় থাকবেনা । সময় পরিবর্তনশীল । তবে - খারাপ সময় আপনার চোখে আঙ্গুল দিয়ে মানুষ নামক মুনাফিক প্রাণীগুলোকে চিনিয়ে দিয়ে যাবে , যারা ভালোবেসেছিলো শুধু আপনার বর্ণিল জীবনকে , সাদাকালো জীবনকে নয় ।
-ডা.আসিফ সৈকত

30/10/2023

📣নতুনরা অনেকেই ফ্রি তে " ডিজিটাল মারকেটিং" শিখতে চান, তাদের জন্য শেয়ার করবো কিছু রিকোমান্ডেড ইউটিউব চ্যানেল। আচ্ছা তার আগে একটা কথা বলে নিই, ডিজিটাল মারকেটিং কিন্ত অনেক বড়ো একটা স্যাক্টর। এবং মারকেটিং করার জন্য এর বিভিন্ন মাধ্যম রয়েছে। জেনে নেই, এর টপ ৫ টি বুমিং ক্যাটাগরি এবং এর আমার দেওয়া কিছু রিকোমান্ডেড চ্যানেল :

▶️ SMM (Social Media Marketing)
▶️ SEO (Search Engine Optimization)
▶️ SEM (Search Engine Marketing)
▶️ Copywriting
▶️ Paid Advertising

💥SMM শিখার জন্য নিচের চ্যানাল :

✔️ WsCube Tech
✔️ Wes Mcdowell
✔️ Social Media Examinner
✔️ LYFE Marketing
✔️ Hubspot Marketing

💥SEO শিখার জন্য নিচের চ্যানাল :

✔️ Umar Tazkeer
✔️ WsCube Tech
✔️ Ahrefs

💥SEM শিখার জন্য নিচের চ্যানাল :

✔️Umar Tazkeer
✔️WsCube Tech
✔️Surfside PPC

💥CopyWriting শিখার জন্য নিচের চ্যানাল :

✔️Alex Cattoni(Recommended)
✔️Tyson 4D
✔️WsCube Tech

💥Paid Advertising শিখার জন্য নিচের চ্যানাল :

✔️ Umar Tazkeer(Recommended)
✔️ Senator We run Ads
✔️ Ben Heath
✔️ WsCube Tech

এগুলো ফলো করলে প্রায় ৮০% 💥শিখা হয়ে যাবে ইনসেয়াল্লাহ। বাকি ১০% নিজেকে রিছার্চ করে করে শিখতে হবে। আর রিছার্চ এর উপরে কোন ভালো মেডিসিন নেই।

📌নোট: উপরের কন্টেন্ট টি বিগেনার জন্য বানানো। এক্সপার্ট রাও ফলো করতে পারেন। এমন অনেক কিছু আছে জেগুলো হইতো আজানা থাকতে পারে। তাই শিখে নিতে পারেন। ধন্যবাদ

21/03/2023

আমি যে ভাবে Instagram এ কাজ করি!
১. প্রথম একটি নিশ বাছাই করি ।
২. আমার Instagram টা আমি ভালো করে আগে সাজায়।
৩. আমার নিশ এর ১৫ থেকে ২০ টা Marketer এর
Instagram Id Follow করে রাখি। Marketer Id থেকে Photo এবং Video Repost করার জন্য।
৪. আমি Instagram থেকে photo এবং Video নেয়ার সময় ৩ টা জিনিস দেখি। পোষ্ট এ লাইক, কমেন্ট, আর কত ঘন্টা আগে সে পোষ্ট করছে সেটা।
জদি দেখি খুব কম সময় পোষ্ট এ অনেক লাইক হয়েছে তাহলে সেটা আমি Repost করি।
আমার নিশ এর ভাইরাল পোষ্ট গুলা খুজে বের করি।
Instagram আর Pinterest থেকে।
৫. আমি যে ভাবে Follow / Unfollow করি!
আমি ঘন্টায় ১৫ টা করে Follow/Unfollow করি
যেমন : আজ বুধবার ঘন্টায় ১৫ টা করে follow করে গেছি। তার পরের দিন বৃহসপতিবার ১৫ টা করে Unfollow করবো। এভাবে নিওমিতো করতে থাকি।
৬. আমি নিওমিতো প্রতি দিন পোষ্ট করি।
রাতে ৩ টা এবং সকালে ৩ টা।
প্রতিদিন ৩০ থেকে ৪০ টা করে follow বাড়তে থাকে এভাবে।
৭. আমি সব সময় post original creator কে
Credit দি।
৮. ১৭৫ হাজার একটি photo তে লাইক আসে সেটা
আমার একটা Instagram id তে সেটা ছিলো ওই নিশের ভাইরাল পোষ্ট
৯. Hashtag 20 টা করে ব্যবহার করি
২ টা সেট বানায় নি। ছোট বড় মিলিয়ে
আইডি ছোট থাকা অবস্থায়
50k থেকে ১ মিলিয়ন পযন্ত যে Hashtag গুলা আছে সেগুলা ব্যবহার করি।
আইডি যখন বড় হয় বড় বড় hashtag গুলা ব্যবহার করি।
এই ভাবেই কাজ করতে থাকি নিওমিতো
৬ মাস পর আইডি তে 12k থেকে 15k এমন follower চলে আসে। এভাবে ১২ টা আইডি Grow করছি নিজের।
ভুল হলে ক্ষমার দৃষ্টি তে দেখবেন।
এখানে সব কিছু আমার নিজের আইডিয়া থেকে বলেছি। আর আমি এভাবেই কাজ করি।

Address

House No 233, Thikadar Para/Rangpur
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when SMM REZA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SMM REZA:

Share