Uttarerayna

Uttarerayna online news portal in Bangladesh, real history published to uttarerayna.com

সদ্য সংবাদ....রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসানকে বদলি করে বিভাগীয় পরিচালক স্বাস্থ্য  রংপুরে পদায়ন ...
30/01/2023

সদ্য সংবাদ....
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসানকে বদলি করে বিভাগীয় পরিচালক স্বাস্থ্য রংপুরে পদায়ন করার ৭দিনের মাথায় আবারো বদলি করে বিভাগীয় পরিচালক স্বাস্থ্য সিলেট বিভাগে বদলি করা হয়েছে।

দৈনিক গণকন্ঠ ২৯ জানুয়ারী ২০২৩ইং
28/01/2023

দৈনিক গণকন্ঠ ২৯ জানুয়ারী ২০২৩ইং

28/01/2023

সরাসরি🔺
বড়ই চাষে সাবলম্বি তরুণ উদ্যোক্তা এরশাদুল ইসলাম, সরকারি সহযোগিতা পেলে গড়তে চান শত মানুষের কর্মসংস্থান।

27/01/2023
রংপুরের তারাগঞ্জে চুরির সময় নৈশপ্রহরীর হাতে আটক ১নিজস্ব প্রতিনিধিঃ ২৭ জানুয়ারী ২০২৩ ইং চুরি করে পালানোর সময় মালামালসহ ...
27/01/2023

রংপুরের তারাগঞ্জে চুরির সময় নৈশপ্রহরীর হাতে আটক ১

নিজস্ব প্রতিনিধিঃ ২৭ জানুয়ারী ২০২৩ ইং
চুরি করে পালানোর সময় মালামালসহ চোর দলের ১ সদস্যকে আটক করেছে তারাগঞ্জ বাজারের নৈশপ্রহরীরা।

রংপুরের তারাগঞ্জ হাটে বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় অগ্রণী ব্যাংক মোড়ের 'মেসার্স মা ট্রেডার্স' নামক কীটনাশক দোকানে চোরদের একটি দল টিন কেটে চুরির উদ্দ্যেশ্যে প্রবেশ করে। এ সময় তারা ১৭১৯০০ টাকার বিভিন্ন প্রকার দামী কীটনাশক সামগ্রী চুরি করে বস্তা ভর্তি করে । পুলিশ ও নৈশপ্রহরী সূত্রে জানা যায়, মা ট্রেডার্স দোকানের পেছনে নৈশ প্রহরী খগেন শীল টহল দেয়ার সময় বুঝতে পারে চোরের একটি দল প্রবেশ করে চুরি করছে । এ সময় তারাগঞ্জ হাটের ডিউটিরত পুলিশ টিম সদস্য এএসআই শাহান শাহ , সঙ্গীও ফোর্স ও নৈশ প্রহরীরা একত্রিত হয়ে চোরদের আটক করার চেষ্টা করে। এ সময় সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে মোঃ সাগর (৩৯) কে গ্রেফতার করে পুলিশ। চোর চক্রটির অন্যান্য সদস্য ঢেলাপিরের আশ্রয়ণ প্রকল্পের বসবাসকারী মিন্টু (৩৫) ও আবুল কালাম (৪০) প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সটকে পরে ।

মা ট্রেডার্স দোকানের মালিক নূর আমিন বলেন, আমার দোকানের সিনজেনটা কোম্পানির দামী কীটনাশক ওষুধ চুরি করে চোরেরা। আমার সন্দেহ দীর্ঘদিন থেকে এরা আমার দোকানে চোখ রেখেছিল । গতকাল রাতে টিন কেটে ঢুকেছিল ওই চোরেরা। আল্লাহর রহমতে , আমি বড় বাছা বেচেঁ গেছি। এ ব্যাপারে চুরির দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে তারাগঞ্জ থানায় এজাহার দিয়েছি।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা তারাগঞ্জে চুরির ঘটনা শূন্যের কোটায় নিয়ে আসতে বদ্ধ পরিকর। আমরা নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছি । এছাড়াও বিভিন্ন টহল টিম প্রত্যেকদিন বিভিন্ন পয়েন্টে ডিউটি করছে। তারাগঞ্জবাসীকে আশ্বস্ত করে ওসি বলেন , আপনাদের সকলের সহযোগিতায় তারাগঞ্জ শান্তির শহরে পরিণত হবে তারাগঞ্জ।

27/01/2023

সরাসরি🔺
রংপুর মহানগরীর সাতমাথা জামে মসজিদ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন,,,,

26/01/2023

রাত পোহালে সাতমাথা মসজিদের ভোট, রাত এখন সোয়া দুইটা, এতো রাতে প্রার্থীদের দৌড়ঝাঁপ বাড়তি আনন্দ জুগিয়েছে রংপুর মহানগরীর সাতমাথায়।

রংপুরের বদরগঞ্জ উপজেলার নাগেরহাট  বন্দর এলাকায় যমুনাশ্বরী সেতুর উপর থেকে নিচে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এই নারী। ...
26/01/2023

রংপুরের বদরগঞ্জ উপজেলার নাগেরহাট বন্দর এলাকায় যমুনাশ্বরী সেতুর উপর থেকে নিচে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এই নারী। রাত আনুমানিক সাড়ে আট টার দিকে। পথচারীরা ওই নারীকে সেতুর নিচে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বদরগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটকে ঘটনাটি অবহিত করলে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি দল গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে বদরগঞ্জ হাসপাতালে নিয়ে যান। এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি, এবং কি কারনে তিনি সেতু থেকে নিচে লাফিয়ে পড়েন বা আত্মহত্যার চেষ্টা করেছিলেন সে সম্পর্কে স্থানীয় লোকজন কিছুই বলতে পারছে না। ঘটনাটি এলাকাবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রংপুর সিটি কর্পোরেশন'র  ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মালেক নিয়াজ আরজুর নাশকতার মামলায় শুনানি শেষে, জামিন নামঞ্জুর করে জেল হাজতে...
26/01/2023

রংপুর সিটি কর্পোরেশন'র ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মালেক নিয়াজ আরজুর নাশকতার মামলায় শুনানি শেষে, জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। বিস্তারিত আসছে,,,

26/01/2023

রংপুরের আদী নগরী মাহিগঞ্জ
আমরা কি খাচ্ছি আমরা কি জানি? ৬২০ থেকে ৬৫০ টাকা প্রতি কেজি গড়ুর মাংস কিনে খাচ্ছে সাধারণ মানুষ। তবুও কেন এতো লুকোচুরি?রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানাধীন অসুস্থ গড়ুর মাংস বিক্রেতাদের দৌড়াত্ব কোন ভাবেই থামছে না। মুল হোতাদের আইনের আওতায় আনার দাবি স্থানীয় ভোক্তাদের। এই মাংস বিক্রেতারা অনেক সময় অসুস্থ মরা প্রাণীর মাংস আমাদের মাঝে সরবরাহ করে থাকেন। তাই সবাইকে সচেতন হবার আহবান

স্থানীয়দের অভিযোগ, গড়ুটির বাচ্ছা হয়েছে একদিন আগে।আরও অনেকেই বলেছেন অনেক কথা।
মাহিগঞ্জ মেট্রোপলিটন থানাধীন সর্দারটারীর শামীম কসাই প্রায় সময় রাতের আধারে গড়ু জবাই করে থাকেন। এই সিন্ডিকেটে আরও কয়েকজন সক্রিয় সদস্য রয়েছে। আজকের এই মাংস বিক্রি হবার কথা আছে, রংপুর মহানগরীর মাহিগঞ্জ আমতলায়। এই মাংসের বেশীরভাগ যাবে মাহিগঞ্জ সাতমাথার কয়েকটি রেস্তোরাঁয়! ভাগ্য চক্রে হয়তো আপনার আমার পেটেও যেতে পারে।

কাউনিয়া থানা পুলিশ এই ব্যক্তিকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে ভর্তি করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সস এ । বর্তমানে সে ব...
24/01/2023

কাউনিয়া থানা পুলিশ এই ব্যক্তিকে বস্তাবন্দি অবস্থায়
উদ্ধার করে ভর্তি করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সস এ । বর্তমানে সে ব্যক্তি সঙ্গাহীন অবস্থায় আছে। কেউ চিনে থাকলে কাউনিয়া হাসপাতাল অথবা কাউনিয়া থানা পুলিশের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
সুত্রঃ সাংবাদিক সাইদুল ইসলাম কাউনিয়া।

ক্যান্সারের কাছে হার মানলেন নাতাশাসংবাদ উপস্থাপক চিকিৎসক এন কে নাতাশা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...
20/01/2023

ক্যান্সারের কাছে হার মানলেন নাতাশা

সংবাদ উপস্থাপক চিকিৎসক এন কে নাতাশা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সহযোগী অধ্যাপক ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুর তথ্য জানিয়েছেন আইইডিসিআরের উপদেষ্টা চিকিৎসক মুশতাক হোসেন। তিনি জানান, আইইডিসিআর প্রকাশিত ন্যাশনাল জার্নাল অব পাবলিক হেলথের ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন।বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আরটিভির প্রতিষ্ঠাকালে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন নাতাশা। সবশেষ তিনি মাছরাঙা টেলিভিশনে সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

চিকিৎসক মুশতাক হোসেন বলেন, ২০১৯ সালের মাঝামাঝিতে নাতাশার স্তন ক্যানসার ধরা পড়ে। এরপর দেশে ও দেশের বাইরে চিকিৎসা নেন তিনি। ২০২০ সালের মার্চে তার স্তন ক্যানসারের সার্জারি করা হয়। গত বছরের সেপ্টেম্বরে সুস্থ হয়ে উঠে আবার সংবাদ উপস্থাপনা শুরু করেন। কিন্তু গত ডিসেম্বর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। গতকাল রাতে হার্ট অ্যাটাক করলে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

রংপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারগতকাল ১৮.০১.২০২৩ ইং তারিখ সন্ধ্যা ৭...
19/01/2023

রংপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

গতকাল ১৮.০১.২০২৩ ইং তারিখ সন্ধ্যা ৭.৪৫ মিনিটে রংপুর জেলার কাউনিয়া থানাধীন ২ নং হারাগাছ ইউনিয়নের নাজিরদহ মৌজার নাজিরদহ পাটোয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর হইতে মোটরসাইকেল চুরির সময় ১. মোঃ জয়নাল আবেদিন (২৫), পিতা - মোঃ আবু বক্কর সিদ্দিক, সাং - বৈরী হরিন মারী, থানা- পলাশ বাড়ী, গাইবান্ধা ও ২. মোঃ সাদিকুল ইসলাম (২৫) পিতা- মোঃ মতিউর রহমান, সাং স্বরনজামী খলাইঘাট, থানা-সদর, জেলা লালমনিরহাটদ্বয়কে স্থানীয় জনতা হাতেনাতে আটক করে। পরে সংবাদ পেয়ে কাউনিয়া থানা পুলিশ আটক চোরদের জিম্মায় নিয়ে থানায় নিয়ে আসে। আটক চোরদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অত্র এলাকায় ইতিপূর্বে সংঘটিত চুরির বিষয়ে তারা তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) জনাব মোঃ আশরাফুল আলম পলাশের নির্দেশনায় কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোন্তাছির বিল্লাহর পরিকল্পনায় কাউনিয়া থানা পুলিশের একটি চৌকশ দল গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা ও গোবিন্দগঞ্জ থানা এবং রংপুর জেলার পীরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় টানা অভিযান চালিয়ে মোটর সাইকেল চোরাকারবারির সাথে জড়িত অপর ৪ আসামি ১. মোঃ গোলাম রব্বানী টিটন (২৮), পিতা মোঃ বাবু মিয়া, সাং ভগবান পুর, থানা- পলাশ বাড়ী, গাইবান্ধা, ২. মোঃ মানিক মিয়া (২৬), পিতা মোঃ ভোলা মিয়া, সাং দরবস্ত, থানা- গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, ৩. মোঃ মমিন মিয়া (৩৮), পিতা মোঃ আঃ রহমান, সাং চাপাবাড়ি, থানা পীরগঞ্জ, রংপুর, ৪. মোঃ আঃ রউফ (৪২), পিতা মৃত আলহাজ্ব আব্দুল বাকী, সাং বুজরুক ট্যাংড়া, থানা পলাশবাড়ী, গাইবান্ধা গংদের আরো ০৪ টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে ইতিমধ্যে কাউনিয়া থানায় একটি মামলা রুজু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মোঃ আশরাফুল আলম পলাশ জানান, গতকাল কাউনিয়া থানা এলাকায় আটক ২ চোরকে নিবিড় জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ইতিমধ্যে তাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে আরও ৪ জন সহ মোট ৬ জন আন্তঃজেলা মোটরসাইকেল চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে মোট ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আরও কিছু তথ্য যাচাই বাছাই চলছে এবং অভিযান চলছে। এছাড়া উদ্ধারকৃত মোটরসাইকেল মালিকদের সন্ধান পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উদ্ধার কৃত মোটর সাইকেলের বর্ণনাঃ
১. একটি লাল রংয়ের হোন্ডা ট্রিগার ১৫০ সিসি মোটরসাইকেল। যাহার রেজিঃ নং কুড়িগ্রাম ল ১১-১৪৪৬, যাহার চেসিস নং-PSOKC1990FH501460 ইঞ্জিন নং-KC19E85003123.

২. একটি লাল রংয়ের এপাসি আরটিআর ১৫০ সিসি রেজিঃ বিহীন মোটরসাইকেল। যাহার চেসিস নং-MDC24H2A48290 ইঞ্জিন নং-C1A7240111.

৩. একটি লাল রংয়ের ইয়ামা ফেজার ১৫০ সিসি মোটরসাইকেল। যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো ল ২৩-১৮১০, যাহার চেসিস নং-ME121COYA2025965 ইঞ্জিন নং-21C602589A TEMPERING

৪. একটি লাল কালো রংয়ের ডিসকভার ১২৫ সিসি রেজিঃ বিহীন মোটরসাইকেল। যাহার চেসিস নং-PSUB44BY3MTM22755 ইঞ্জিন নং-JZXWMK17905

৫. একটি কালো রংয়ের হোন্ডা লিভো ১১০ সিসি রেজিঃ বিহীন মোটরসাইকেল। যাহার চেসিস নং-PSJC7190KH514738 ইঞ্জিন নং-JC71E-G-1007003.

রংপুরের শীর্ষ সন্ত্রাসী মুরগী মিলন গ্রেফতার নিজস্ব প্রতিনিধিঃ রংপুর রংপুর সিটি কর্পোরেশন এলাকার ১৮ নং ওয়ার্ডের কেরাণীপাড়...
19/01/2023

রংপুরের শীর্ষ সন্ত্রাসী মুরগী মিলন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ রংপুর
রংপুর সিটি কর্পোরেশন এলাকার ১৮ নং ওয়ার্ডের কেরাণীপাড়া এলাকার বাসিন্দা শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ ডজন মামলার আসামী মিলন ওরফে মুরগী মিলন ও তার সহযোগী সুমন ওরফে বানিয়া সুমন কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় গত ১৪ জানুয়ারী সন্ধ্যা আনুমানিক সারে সাতটার দিকে রংপুর মহানগরীর কাঁচারী বাজারস্থ মৌবন বেকারির গলিতে জাতীয় দৈনিক গণকন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকার ষ্টাফ রিপোর্টার,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গভঃ রেজিঃ ৯৮৭৩৬/১২ সাংবাদিক সংগঠন "বাংলাদেশ প্রেস ক্লাব" রংপুর জেলা শাখার সহ-সভাপতি আতিকুর রহমান আতিক সংবাদ সংগ্রহকালে মিলন ওরফে মুরগী মিলন এর নেতৃত্বে বানিয়া সুমন, ইমরান সহ আরো ৯-১০ জন সন্ত্রাসী দেশিও অস্ত্র সহ সিনিয়র সাংবাদিক আতিকের উপর চড়াও হয় এবং ভুক্তভোগী ঐ সাংবাদিকের হাতে থাকা সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত মোবাইল ফোন এবং তার কম্পিউটার কেনার জন্য সাথে থাকা ২৫,০০০/- টাকা কেড়ে নেয় ওই সন্ত্রাসীরা। পরিচয়পত্র ও পরনের কাপড় ছিড়ে ফেলে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে । ভুক্তভোগী সাংবাদিক প্রতিবাদ করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকী দেয় রংপুরের চিহ্নিত সন্ত্রাসীরা সাথে তার নাবালক সন্তান মোঃ তৌফিকুর রহমান কে লাথি মেরে উক্ত স্থান ত্যাগ করতে বাধ্য করে। চলে যাওয়ার সময় সন্ত্রাসী মুরগী মিলন, বানিয়া সুমন, ইমরানসহ অজ্ঞাত সন্ত্রাসীরা ভুক্তভোগী সাংবাদিক-কে প্রাণে মেরে ফেলর হুমকী প্রদান করতে করতে বীর দর্পে মোটর সাইলেক যোগে উক্ত স্থান ত্যাগ করে।

পরবর্তীতে সাংবাদিক আতিকুর রহমান আতিক সাংবাদিক নেতাদের সাথে নিয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় দুই জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত ৯/১০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। যাহার মামলা নং- জিআর ৩৩/২৩। বিগত কয়েক দিন যাবৎ এজাহার নামীয় সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টার একপর্যায়ে ১৮ জানুয়ারি রাত আনুমানিক ৮.০০ সময় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানাধীন কেরাণীপাড়া চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর আলীম। জানান অভিযুক্ত মিলন ওরফে মুরগী মিলন কে ধরতে বেশ বেগ পেতে হয়েছে। সে অতন্ত ধ্রুত প্রকৃতির সন্ত্রাসী, সে বিভিন্ন সময় তার স্থান পরিবর্তন করেছে তাই তাকে ধরতে বেশ বেগ পেতে হয়েছে। এখন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তের সার্থে এর বেশি কিছু বলতে পারছি না।

উল্লেখিত বিষয়ে জানতে চাইলে মামলার স্বাক্ষী এবং নির্যাতিত ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা সন্তান আসিফ জানান, গত ১৪ জানুয়ারি শনিবার ২০২৩ ইং সকাল আনুমানিক এগারোটার দিকে, আমার এখানে সিভি বানাতে আসেন রংপুর জেলা যুবলীগ নেতা ডিজেল আহমেদ , লক্ষ্মীন চন্দ্র দাস ও কান পঁচা রাজু। আমার দোকানে আসেন এবং সিভি তৈরী করার জন্য বলেন।আমি ব্যস্ততার কারণে সিভি বানাতে পারবোনা বলে জানালে, ক্ষেপে যান ডিজেল, লক্ষ্মীন ও রাজু। কথাবার্তার একপর্যায়ে তারা আমাকে মারধর শুরু করেন এবং মুরগী মিলন, বানিয়া সুমন, ইমরানসহ আরও নয় দশজনকে ডেকে আনেন যুবলীগের ওই নেতারা। ওরা এসে জনসম্মুখে লোহার রড দিয়ে আমাকে বেধড়ক পেটান। আমার স্ত্রী আমাকে বাঁচাতে আসলে ওরা আমার স্ত্রীকেও মারে। একপর্যায়ে আমি সেন্সলেজ হয়ে গেলে আমাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন আমার স্ত্রী। তখন ওরা আমাকে হাসপাতালে যাওয়ার পথেও বাধা দেয়। অনেক অনুনয়-বিনয় করে আমাকে হাসপাতালে নেন আমার স্ত্রী। প্রাথমিক চিকিৎসা নিয়ে আমরা স্বামী স্ত্রী মিলে ওই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে যুবলীগ নেতা ডিজেলের (টেক্সটাইল মোড়স্থ) অফিসে গিয়ে ক্ষমা চেয়ে বাসায় যাই। আমরা বাড়িতে ফেরার কিছুক্ষণ পরেই ডিজেলের অফিসে থাকা পলটু নামের এক যুবক কস্তুরি হোটেলে খাওয়ার বিল বাবদ ১০ হাজার টাকা দাবি করেন। উপস্থিত তিন হাজার টাকা পলটুর হাতে দিয়ে কাকুতি মিনতি করে তাকে বিদায় করে আমি দোকানে এসে বসি। দোকানে বসার কিছুক্ষণ পরেই তখন রাত আনুমানিক আটটা থেকে সারে আটটা বাজে, পুনরায় মুরগী মিলন, বানিয়া সুমন, ইমরান, পলটুসহ অজ্ঞাত ৯/১০ জন এসে চাঁদা দাবি করেন। আমি তাদের অনুরোধ করে বলি এই মুহুর্তে টাকা নেই পরে দিবো।তারা আমার কোন কথায় শুনবেনা অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে বলে ওদের অনেক ক্ষতি হয়ে গেছে। ক্ষতিপূরণ না দিলে আমাকে শেষ করে দিবে বলে পুনরায় চড়থাপ্পড় মারতে থাকে।

নাম পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয় সচেতন মহল জানান, মুরগী মিলন এলাকার শীর্ষ সন্ত্রাসী তার অত্যাচারে সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পর্যন্ত পায়না। প্রতিদিন কোন না কোন বাড়ীতে অথবা প্রতিষ্ঠানে সে চাঁদা দাবী করে। এলাকার টার্গেটকৃত ব্যক্তিকে বিভিন্ন ভাবে ভয় ভীতি ও হুমকি ধামকি দিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয়। স্থানীয়রা আরও জানান সন্ত্রাসী মুরগী মিলন তিনটি হত্যা মামলার আসামী এবং তার নামে অগনিত মামলা আছে।

এ বিষয়ে বাংলাদেশ তাতী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাইদুল ইসলাম আলমগীর এই ন্যক্কারজনক ঘটনায় জরিত দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবী করেন। তিনি আরো বলেন সন্ত্রাসীদের কোন দল নেই।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ বলেন, এজাহার নামীয় ১ এবং ২নং আসামীকে গ্রেফতার হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে সন্ত্রাসীদের কোন ছাড় দেওয়া হবে না। এবিষয়ে "বাংলাদেশ প্রেস ক্লাব" রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, সাজ্জাদ আলী বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে আমাদের জেলা কমিটির সহ-সভাপতি সাংবাদিক আতিক। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে অজ্ঞাত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে, অন্যথায় বাংলাদেশ প্রেস ক্লাব দেশের সকল গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করবে। তিনি আরও বলেন, একজন চিহ্নিত সন্ত্রাসী-কে গ্রেফতার করায় রংপুর জেলা ও মহানগর যুবলীগ নেতাদের দৌড়ঝাঁপ মোটেও শোভনীয় নয়। রংপুরের সাংবাদিক সমাজ বিশ্বাস করে সন্ত্রাসীদের পরিচয় কেবলই সন্ত্রাসী।

মৃত বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়েডেস্ক রিপোর্টঃ ১৮ জানুয়ারী ২০২৩ ইং হেলিকপ্টারে করে কুড়িগ্রাম থেকে নেত্রকোনায়...
18/01/2023

মৃত বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে

ডেস্ক রিপোর্টঃ ১৮ জানুয়ারী ২০২৩ ইং
হেলিকপ্টারে করে কুড়িগ্রাম থেকে নেত্রকোনায় নববধূকে নিয়ে গেলেন হরিজন সম্প্রদায়ের বর শ্রী অপু বাসফোর। মৃত বাবা দিলিপ বাসফোরের ইচ্ছা পূরণে হেলিকপ্টার চড়ে বিয়ে করেছেন ছেলে।বুধবার দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়ামে অবতরণ করা হেলিকপ্টার ও বর-কনেকে দেখতে ভিড় জমায় শত-শত মানুষ।কুড়িগ্রাম পৌরসভার পাওয়ার হাউজ পাড়ার সুইপার কলোনীর শ্রী ভুট্ট হরিজন ও শ্রীমতি চামেলী হরিজনের মেয়ে শ্রীমতি শনিতা রানীর বিয়ে হয়। এই দরিদ্র পরিবারের বিয়ে সাদামাটাভাবেই হওয়ার কথা। কিন্তু নেত্রকোনার বর প্রয়াত দিলিপ বাসফোরের ছেলে অপু বাসফোর কনেকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়ার খবরে কৌতুহল ছড়িয়ে পড়ে শহরজুড়ে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চলে আনুষ্ঠিানিকতা। এরপর বুধবার দুপুর ১টার দিকে ঢাকা থেকে আসা একটি হেলিকপ্টার অবতরণ করে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে। হেলিকপ্টারে বিয়ে তাও আবার হরিজন সম্প্রদায়ের। এমন আয়োজনে উৎফুল্ল বিয়ের বর ও কনের স্বজনরাও।বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টার ভাড়া করে বিয়ে করার অনুভুতির কথা জানান বর অপু বাসফোর। অন্যদিকে কনে সাজিয়ে হেলিকপ্টারে নিয়ে যাওয়ায় খুশি কনের বাবাও।
হেলিকপ্টার ও বিয়ে দেখতে আসা উৎসুক জনতাকে সামাল দেয়া ও হেলিকপ্টারের নিরাপত্তায় দায়িত্ব পালন করে স্থানীয় প্রশাসন।
হরিজন সম্প্রদায়ের বিয়ে হলেও জেলায় এটিই প্রথম হেলিকপ্টারে করে বিয়ের বর-কনে যাওয়ার ঘটনা। যার ফলে জেলাজুড়ে চলছে আলোচনা।

স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসেনা বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসেনা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই (মা).....গত চার দ...
16/01/2023

স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসেনা বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসেনা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই (মা).....

গত চার দিন ধরে রংপুর নগরীর বিভিন্ন স্থানে মৃত্যু সন্তান কোলে নিয়ে ঘুরছেন এক মানুষিক রোগী (মা) তার বিশ্বাস সন্তান বেঁচে আছে।

সকালে নগরীর জাহাজকোম্পানী মোড় ও বিকেলে রাজা রামমোহন মার্কেটের সামনে পাতলা কম্বল গায়ে জড়ানো এ নারীকে দেখে অনেকেই জানতে চায় কোলের সন্তান সম্পর্কে। আশেপাশে কিছু মানুষনভিড় করে বসে,এরই মধ্যে ছুটে এসেছেন স্থানীয় কাউন্সিলর, থানা পুলিশ।

মৃত্যু সন্তান কোলে নিয়ে ঘুরছেন ঠান্ডায় বাইরে অবস্থানের কারণ জানতে চাইতেই কান্নায় ভেঙে পড়েন সেই মানুষিক রোগী (মা) তার বিশ্বাস সন্তান বেঁচে আছে।

মৃত্যু সন্তানকে ভালোবেসে কবর দিতে চাইছেন না তিনি, তার বিশ্বাস সন্তান বেঁচে আছে।

16/01/2023

এই বৃদ্ধাকে ১৫ জানুয়ারী ২০২৩ইং রাতে রংপুর মহানগরীর সাতমাথা মোড়ে দেখলাম। মানসিক প্রতিবন্ধী এই বৃদ্ধাকে কেউ চিনে থাকলে তার পরিবারের নিকট তথ্যদিন। সাতমাথা এলাকায় খোঁজ নিলেই এনাকে পাওয়া যাবে।

14/01/2023

রমেক হাসপাতালে আয়া কর্তৃক রোগীকে নির্যাতন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার নামে চলছে মানুষ নির্যাতন! দেখার কেউ নেই ⁉️

ঘটনা ১৩ জানুয়ারী ২০২৩ইং সকাল আনুমানিক দশটা, রোগীর নাম বাবলী, তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থতলা ১৬নং মহিলা সার্জারী ওয়ার্ড সংলগ্ন বার্ণ ইউনিটে ভর্তি আছেন।

14/01/2023

খাবার ফেলে দেবার আগে একটু ভাবুন, ক্ষুধার্ত মানুষগুলোর কথা ভুলে যাবেননা।
ভিডিও লোকেশনঃ ধাপ পুলিশ ফাঁড়ির সামনে।

রংপুরে ডিভাইন কেয়ারের শীতবস্ত্র বিতরণরংপুরে সেচ্ছাসেবী  সংস্থা ডিভাইন কেয়ার ফাউন্ডেশন ও অলাভজনক  ডিভাইন কনজুমার্স কো-অপা...
13/01/2023

রংপুরে ডিভাইন কেয়ারের শীতবস্ত্র বিতরণ

রংপুরে সেচ্ছাসেবী সংস্থা ডিভাইন কেয়ার ফাউন্ডেশন ও অলাভজনক ডিভাইন কনজুমার্স কো-অপারেটিভ সোসাইটির উদ্যেগে প্রতিবন্ধী, বিধবা ও হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার ( ১৩ জানুয়ারি) বিকেলে নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সিগারেট কোম্পানি মোড়, রামগোবিন্দ এলাকায় সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সংস্থাটির সদস্যরা।

কয়েকদিন যাবৎ রংপুরে তাপমাত্রা কম হওয়ায় তীব্র শীতে কাঁপছে এ অঞ্চলের সাধারণ মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের দরিদ্রর পরিবারগুলো। ডিভাইন কেয়ার ফাউন্ডেশন এসব দরিদ্রের শীতনিবারনে রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় কম্বল বিতরণের উদ্যেগ নিয়েছে। প্রথম পর্যায়ে ৭৪৪ টি কম্বল বিতরণ করছে তারা।

ডিভাইন কেয়ার ফাউন্ডেশনের সিইও কনিকা রাণী সরকারের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিভাইন কো-অপারেটিভ কনজুমার্সের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ কনক দেবনাথ ও এডভাইসর রতন চন্দ্র প্রধান প্রমুখ।

সার্বিক বিষয়ে অবদান রাখায় শ্রেষ্ট পুরস্কার পেলেন বদরগঞ্জ থানার ইন্সপেক্টর শফিকআইনশৃঙ্খলা রক্ষা ও গ্রেফতারী পরোয়ানা তামিল...
13/01/2023

সার্বিক বিষয়ে অবদান রাখায় শ্রেষ্ট পুরস্কার পেলেন বদরগঞ্জ থানার ইন্সপেক্টর শফিক

আইনশৃঙ্খলা রক্ষা ও গ্রেফতারী পরোয়ানা তামিলসহ সার্বিক বিষয়ে অনবত অবদান রাখায় বদরগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত শফিকুল ইসলাম শফিককে জেলার শ্রেষ্ট ইন্সপেক্টরের পুরস্কারে ভূষিত করেছে রংপুর জেলা পুলিশ । গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় শেষে তার হাতে পুরস্কার ও সম্মননা ক্রেষ্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী পিপিএম। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত (পুলিশ সুপারে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ সুপার মধু সৃদন দত্ত,,এডিশনাল এসপি সুলতানা রাজিয়া, আবু রায়হান, সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম ও আট থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন ইউনিটের প্রধানগণ। দেশের উন্নয়নের লক্ষ্যে সকলের মৌলিক অধিকার রক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলার যাতে বিঘ্ন না ঘটে এবং প্রকৃত অপরাধীদের সনাক্ত করতে সর্বদা সজাগ থাকার জন্য সকল পুলিশ সদস্যকে আহবান জানানো হয়।

রংপুরে সাংবাদিক সমাজের মানববন্ধনঃ দূর্ণীতিবাজ ইউপি চেয়ারম্যান কতৃক সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ প্রকাশে...
12/01/2023

রংপুরে সাংবাদিক সমাজের মানববন্ধনঃ

দূর্ণীতিবাজ ইউপি চেয়ারম্যান কতৃক সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে

সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে রংপুরের সাংবাদিক নেতৃবৃন্দ। একই সঙ্গে রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেনের বিরুদ্ধে অর্থ আত্নসাতের অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দুদকসহ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। সাংবাদিক সমাজ রংপুরের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দশটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবুর সভাপতিত্বে ও ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু, দৈনিক পরিবেশের প্রকাশক ও সম্পাদক একেএম ফজলুল হক, এটিএন বাংলার রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও দৈনিক সংবাদের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল, দৈনিক দাবানলের নির্বাহী সম্পাদক সুশান্ত ভৌমিক, রংপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ন কবীর মানিক, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহমেদ, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি রহমত উল্লাহ অপু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশেন রংপুরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন-টিসিএ রংপুরের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইভান চৌধুরী, ঢাকা পোস্টের লালমনিরহাট প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপন, নীলফামারী জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, বেরোবি প্রতিবেদক শিপন তালুকদার আনন্দ টিভির রংপুর প্রতিনিধি মাহফুজ আলম প্রিন্স প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, যার বিরুদ্ধে সরকারি অর্থ আত্নসাতের অভিযোগ উঠেছে, সেই ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেন মামলা করে প্রমাণ করেছে গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা আজ বাধার মুখে। আমরা মনে করেছি
অর্থ আত্মসাতের সংবাদ প্রকাশের পর দুদক, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ প্রশাসন চেয়ারম্যান বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিবে, কিন্তু আজ উল্টো সাংবাদিকের বিরুদ্ধেই মামলা করেছে ওই চেয়ারম্যান। এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার পায়তারা, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, চেয়ারম্যান মসজিদের অর্থ আত্মসাৎ করবে, আবার সংবাদ প্রকাশিত হলে সাংবাদিকের নামে মামলাও করবে এটা মানা যায় না। ওই চেয়ারম্যানের খুঁটির জোর কোথায় তা বের করতে হবে। সরকারের টিআর, কাবিখা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ করে, আর মোসাব্বিরের মতো দুর্নীতিবাজ জনপ্রতিনিধিরা তা পকেটে ভরে। এধরণের দুর্নীতিবাজ চেয়ারম্যানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

এসময় আগামী সাতদিনের মধ্যে হয়রানিমূলক এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। অন্যথায় গাইবান্ধা ও রংপুরের সকল সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাওয়ের মতো বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন রংপুরের সাংবাদিক মহল।

এর আগে হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে রংপুরে মানববন্ধন চলাকালে বেলা সাড়ে এগারোটার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে রংপুর বিভাগীয় কমিশনার বরাবর স্বারকলিপি প্রদান করেন গাইবান্ধার সাংবাদিক সমাজ। আগামী রোববার সকাল ১১টা থেকে প্রেসক্লাব গাইবান্ধা কার্যালয়ের সামনে আধাবেলা সাংবাদিকদের প্রতীকী গণঅনশনসহ কলম-ক্যামেরা বিরতির কর্মসূচিও রয়েছে।

প্রসঙ্গত, ২০২১-২০২২ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) সাধারণ এর দ্বিতীয় পর্যায়ের উপজেলা ভিত্তিক উন্নয়ন প্রকল্পের আওতায় গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের রোস্তমের মোড়ে অবস্থিত নূরে রহমত জামে মসজিদের নামে বরাদ্দ হওয়া টিআর প্রকল্পের ৫৫ হাজার টাকার মধ্যে মসজিদ কমিটির হাতে মাত্র ১৪ হাজার টাকা দিয়ে বাকি ৪১ হাজার টাকা প্রকল্প সভাপতি মহিলা সদস্যর স্বামী মাহবুর রহমান, ছয় ইউপি মেম্বর ও চেয়ারম্যান মোসাব্বির হোসেন ভাগবাটোয়ারা করে নেন বলে অভিযোগ উঠে। এছাড়া ইউনিয়নের অপর একটি প্রকল্প জগৎরায় গোপালপুরের জাবালে রহমত জামে মসজিদের নামে বরাদ্দ দেয়া হয় ৫৭ হাজার টাকা। ইউপি চেয়ারম্যান মোসাব্বির ওই মসজিদ কমিটির সভাপতি আবুল হোসেনকে প্রকল্প সভাপতি বানিয়ে, মসজিদে ২৫ হাজার টাকা দিয়ে বাকি ৩২ হাজার টাকা একাই আত্মসাৎ করেন।

ভুক্তভোগীদের এসব অভিযোগের প্রেক্ষিতে গত ১৬ নভেম্বর ‌‘ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দেশসেরা মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট ডটকম’। মসজিদ সংস্কারের সরকারি অর্থ চেয়ারম্যান মোসাব্বির হোসেন আত্মসাত করার বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ পেলে এলাকায় বেশ চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়।

এদিকে সরকারি অর্থ আত্মসাতের এই ঘটনাটি ধামাচাপা দিতে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের নামে হয়রানিমূলক, মিথ্যা মামলা করেন ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেন।

কেন্দ্রীয় কমিটির সদস্য এ‍্যাড. ডালিয়াকে কাউন্সিলরের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন হীমেল কুমার মিত্রঃ স্টাফ রিপোর্টার বাংলাদেশ আও...
11/01/2023

কেন্দ্রীয় কমিটির সদস্য এ‍্যাড. ডালিয়াকে কাউন্সিলরের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

হীমেল কুমার মিত্রঃ স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পর পর দুইবার সদস্য নির্বাচিত হওয়ায় এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে ফুলেল শুভেচছা জানান রংপুর মহানগরীর ৩০ নং ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নব-নির্বাচিত কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম তোতা।

আজ (১১ জানুয়ারি) বুধবার রাতে ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে শুভেচ্ছা জানান, অত্র ওয়ার্ডের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু।

এ সময় উপস্থিত ছিলেন ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নূর আলম, সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম মিলন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল আমিন, সহ দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, আইন বিষয়ক সম্পাদক নাজমূল আক্তার স্বপন, আওয়ামী লীগ নেতা নওয়াব আলী নবাব, হাবিবুর রহমান হাবিব, তোফাজ্জল হোসেন, আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর মহানগরীর ৩নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ও সাতমাথা কঞ্জুমার্স কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। সাধারণ সম্পাদক মোঃ শহিদুজ্জামান লাভলু। রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোতাকাব্বর হোসেন বাপন। ৩০নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন খোকন, স্বেচ্ছাসেবক লীগ ওয়ার্ড শাখার সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ সভাপতি সুমন প্রধান, স্বয়ন সহ অনেকেই।

জরিমানার ক্ষতি পুষিয়ে নিতে দ্বীগুন ভেজাল দিয়ে তৈরি হচ্ছে গুড়অনলাইন ডেস্কঃ ০৭ জানুয়ারী ২০২২ইং রাজশাহী ভোক্তা অধিকার সংরক্...
07/01/2023

জরিমানার ক্ষতি পুষিয়ে নিতে দ্বীগুন ভেজাল দিয়ে তৈরি হচ্ছে গুড়

অনলাইন ডেস্কঃ ০৭ জানুয়ারী ২০২২ইং
রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান চালিয়ে জরিমানা আদায়ের পর আবারও শুরু হয়েছে ভেজাল গুড় তৈরি। বরং জরিমানার এ ক্ষতি পুষিয়ে নিতে তারা ভেজালের পরিমান আরও বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলার উপজেলার চারঘাট গিয়ে দেখা গেছে নোংরা পরিবেশে ভেজাল গুড় তৈরির এ চিত্র। এলাকাবাসী জানান, কয়েকদিন আগে র‌্যাব-৫ ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি ও বিক্রির দায়ে এলাকায় ভেজাল গুড় জব্দ,ধ্বংস ও তৈরী কারিদের জরিমানা করেন। এছাড়া ভেজাল গুড়, গুড় তৈরির কাজে ব্যবহৃত চিনির সিরা, ক্ষতিকর রং, হাইড্রোজেন জব্দ করে ধ্বংস করে। শনিবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, কোন রকম পরিস্কার পরিচ্ছ ন্নতা ছাড়ায় আগের জায়গাতেই আগের মতই গুড় তৈরি করছেন তারা।

জমি থেকে কেটে এনে বাড়ির পাশেই জমা করে রাখা হয়েছে মণকে মণ আখ। সেগুলো পরিস্কার না করেই ময়লা খোসাসহ বিদ্যুৎচালিত মাড়াইকলে সেগুলো মাড়াই করা হচ্ছে। আখ থেকে বের হয়ে সে রসগুলো আগের মতই সিমেন্টের তৈরি একটি নোংরা পাত্রে জমা হচ্ছে। সেখান থেকে রসগুলো উঠিয়ে খোলা বড় কড়াইয়ে জ¦াল দেয়া হচ্ছে। বড় চুলার পাশেই রাখা হয়েছে ক্ষতিকর সোডার পাত্র। রসের উপর ময়লা আবর্জনার স্তুপ। এ বিষয়ে মানিক শেখ বলেন, আখ মাড়াই করেই তিনি গুড় তৈরি করছেন। চলতি মৌসুমে জরিমানা দিয়েছেন স্বীকার করে তিনি বলেন, কেউ তাদেরকে গুড় তৈরি বন্ধ করতে বলেননি। তাই তারা এ কাজ চালিয়ে যাচ্ছে ন। জরিমানার টাকা তুলতে হলে এখন একটু বেশি করে গুড় তৈরি করতে হবে বলেও জানান তিনি। মানিক শেখের মত এলকার আঃ রহিম ও রতন হাওলাদার বলেন, বছরের পর বছর ধরে তারা এ ব্যবসা করে আসছেন। অনেকেই এসে সেলামী নিয়ে চলে যান।

কিন্তু র‌্যাব আসলে জরিমানা দিতে হয়। তাও বছরে একবার। গতবছরও দিয়েছেন, কিন্তু তারা চলে গেলে আর কোন সমস্যা হয়না। ২০ হাজার টাকা জরিমানা দেয়া কামাল হোসেন মাড়াই বন্ধ রাখলেও তার যন্ত্রপাতি, মাড়াই মেশিন, মণকে মণ আখ ঘটনাস্থলেই পড়ে আছে। পরিস্থিতি সামলে আবার শুরু করবেন-এমনটিই জানালেন তিনি। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক জানান, অভিযানের সময় তাদেরকে গুড় তৈরি বন্ধ করতে বলা হয়নি ঠিকই, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। তিনি আরো বলেন, ক্ষেত থেকে আখ তুলে এনে হাসুয়া দিয়ে তার খোসা ছড়িয়ে নিতে বলা হয়েছে। এছাড়া মাড়াই মেশিন থেকে যেখানে আখের রস পড়ে সেখানে সিমেন্টের বদলে প্লাস্টিকের পরিস্কার পাত্র রাখতে বলা হয়েছে। এছাড়া গুড়ে ক্ষতিকর রঙ, চিনি, সোডা প্রভৃতি মেশাতে নিষেধ করা হয়েছে। এসব শর্ত না মানলে আবার অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

06/01/2023

খোদা দ্রোহীদের সংস্পর্শে কেউ কোনদিন কল্যাণকামীদের অন্তর্ভুক্ত হতে পেরেছে, এমন নজির পৃথিবী জুড়ে নেই।

সাংবাদিক সৈয়দ রায়হান বিপ্লবের মায়ের দাফন সম্পন্ন আনোয়ার হোসেন পীরগঞ্জ রংপুরবাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সদস্...
06/01/2023

সাংবাদিক সৈয়দ রায়হান বিপ্লবের মায়ের দাফন সম্পন্ন

আনোয়ার হোসেন পীরগঞ্জ রংপুর
বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব সৈয়দ রায়হান বিপ্লবের মা ইন্তেকাল করায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান ও রংপুর বিভাগীয় সভাপতি /সম্পাদক সহ বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার সভাপতি /সম্পাদক, বাংলসদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন সহ সকল নেতৃবৃন্দ, জাগোবাহে নিউজ ২৪ সম্পাদক আখতারুজ্জামান রানা, সাপ্তাহিক বজ্রকথার সম্পাদ কবি সুলতান আহম্মেদ সোনা, দৈনিক ভোরের দর্পন পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহ্ রেজাউল করিম, দৈনিক যুগের আলো পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি করিম সরকার,দৈনিক আজকালের খবর পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি বেলায়েত হোসেন সরকার, বিশিষ্ট ব্যাবসায়ী জাহিদুল ইসলাম রুবেল, পীরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম ময়না মাষ্টার সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন ও শোকার্ত পরিবারের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সিনিয়র সাংবাদিক মানিক সরকার মানিকের মৃত্যুতে বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগ, জেলা ও মহানগর শাখার শোক। জ্যেষ্ঠ সাংবাদি...
03/01/2023

সিনিয়র সাংবাদিক মানিক সরকার
মানিকের মৃত্যুতে বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগ, জেলা ও মহানগর শাখার শোক।

জ্যেষ্ঠ সাংবাদিক মানিক সরকার মানিকের মৃত্যুতে শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগ, জেলা ও মহানগর শাখা।

সোমবার (০৩ জানুয়ারী) ক্লাবের কার্যনির্বাহী কমিটি, সকল সাধারণ সদস্যদের পক্ষে ক্লাবের বিভাগীয় শাখার সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাঈদ ও জেলা শাখার সভাপতি এনামুল হক স্বাধীন শোক বার্তায় বলেছেন, সাংবাদিক মানিক সরকার ছিলেন রংপুরের একজন আলোকিত সাংবাদিক। তিনি সাংবাদিবতার পাশাপাশি একজন দক্ষ সংগঠক, ছড়াকার এবং বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যূতে রংপুরের গণমাধ্যম জগৎ একজন দুরদৃষ্টি সম্পন্ন সাংবাদিক এবং সৃজনশীল মানুষকে হারালো। যে ক্ষতি কখনই পূরণ হওয়ার নয়।

শোক বার্তায় নেতৃবৃন্দ সাংবাদিক মানিকের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সাংবাদিক মানিক সোমবার (৩ জানুয়ারী ২৩) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমণ করেন।

লালমনিরহাটে পূর্ব শত্রুতার জেরে হিন্দু পরিবারের উপর সন্ত্রাসী হামলা, আহত-২রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাটে ...
03/01/2023

লালমনিরহাটে পূর্ব শত্রুতার জেরে হিন্দু পরিবারের উপর সন্ত্রাসী হামলা, আহত-২

রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে পূর্ব শত্রুতার জেরে গজেন চন্দ্রের বাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। সে সময় ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর ও সশস্ত্র হামলাসহ মা ও ছেলেকে পিটিয়েছে তারা।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকাল চারটায় লালমনিরহাট জেলা সদরের উত্তর সাপটানা এলাকার গজেন চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত লক্ষ্মী রানীর স্বামি ও লক্ষ্মণ চন্দ্রের বাবা গজেন চন্দ্র লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা সদরের উত্তর সাপটানা এলাকার গজেন চন্দ্রের সাথে একই এলাকার নয়ন মোহন্ত গং এর পূর্ব শত্রুতা চলে আসছিলো। মাঝে মধ্যেই নয়ন'রা গজেন-কে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে আসছিল। ঘটনার ৩-৪ দিন আগেও গজেন-কে নয়নরা মারধর করেছিল। বিষয়টি নিয়ে গজেন এলাকার মহৎ ব্যাক্তিদের কাছে বিচার দাবি করলে নয়ন মোহন্ত গং আরো ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা, লোহার রড, ও দেশীয় অস্ত্র নিয়ে গজেনের বাড়ি হামলা চালায়। সে'সময় সন্ত্রাসীরা গজেনের বাড়ির দর্জা, জানালা ও বেড়াটাটি ভাঙচুর শুরু করলে গজেনের বউ লক্ষ্মী ও ছেলে লক্ষ্মণ এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের বেধড়ক মারপিট করে, এতে গজেনের বউ লক্ষ্মী রানীর মাথা ফেটে যায় এবং ছেলে লক্ষ্মণ কোমরে গুরুতর আঘাত পেয়ে মাটিতে শুয়ে পরলে বিবাদীরা গজেনের ঘরের বিছানায় রাখা পঞ্চাশ হাজার টাকা নিয়ে নেয়। উক্ত ঘটনায় এলাকায় শোরগোলে প্রতিবেশীরা এগিয়ে আসলে বিবাদীরা পালিয়ে যায়।

প্রতিবেশি গীতা রানী বলেন, আমরা এমন সন্ত্রাসী হামলা কখনো দেখি নাই। নয়নরা লাঠিসোটা, লোহার রড, ও দেশীয় অস্ত্র নিয়ে গজেনের বাড়িতে আক্রমণ করে, তখন গজেনের স্ত্রী এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার মাথায় আঘাত করলে মাথা ফেটে য়ায় এবং ছোট ছেলে এগিয়ে আসলে তাকেও মেরে মাটিতে ফেলে সমিতি থেকে তোলা ঘরে রাখা পঞ্চাশ হাজার নিয়ে নেয়। আমরা এমন ঘটনার সুষ্ঠ বিচার চাই।

আহত লক্ষ্মী রানীর স্বামী গজেন চন্দ্র বলেন, আমরা গরীব বলে কি সুষ্ঠ বিচার পাবো না? বিবাদীরা আমার স্ত্রীর মাথা ফেটে দিয়েছে। মাথায় ৬টি সেলাই পরেছে, সে এখনো হাসপাতালে। সে'সময় আমার প্রতিবেশী ৯৯৯- এ ফোন দেয়ার পর পুলিশ এসে দু-তিনটি লাঠি ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে নিয়ে যায়। আমি আইনের কাছে এমন ঘটনার সুষ্ঠ বিচার চাই।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।

03/01/2023

মর্নেয়া ইউঃ আওয়ামীলীগের সভাপতি মনতাসুর আলী ভুট্টু আজ দুপুরে তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

31/12/2022

সরাসরি 🔺
একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট- ২০২২ কুঠির পাড়া, কোলকোন্দ গঙ্গাচড়া রংপুর, বক্তব্য রাখছেন প্রধান অতিথি,,,

31/12/2022

সরাসরি 🔺
একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট- ২০২২ কুঠির পাড়া, কোলকোন্দ গঙ্গাচড়া রংপুর।

Address

2/1 Rangpur
Rangpur
5402

Alerts

Be the first to know and let us send you an email when Uttarerayna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uttarerayna:

Videos

Share