Gaming Liyas

Gaming Liyas জানিনা গন্তবো কতদূর
MY CRASH SADIA🥰❤️
(13)

28/12/2023

জলে জন্ম ঘরে বাস,
জলেতে পড়লে সর্বনাশ

27/12/2023

কী এমন জিনিস যা শব্দ হলেই ভেঙে যায়?

02/12/2023

আমি নৌকায় ভোট দিচ্ছি 🇧🇩🛶
আপনি দিচ্ছেন ত??

আজকের সেরা ছবি🥰🥰❤️
30/11/2023

আজকের সেরা ছবি🥰🥰❤️

30/11/2023

সবার দোয়া ও ভালোবাসাই আজকে আমার 8K ডান ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য🥰🥰

❤️🥰গ্রামের দৃশ্য কত সুন্দর ❤️🥰
29/11/2023

❤️🥰গ্রামের দৃশ্য কত সুন্দর ❤️🥰

নৌকার মাঝি সাকিব আল হাসান 💥
28/11/2023

নৌকার মাঝি সাকিব আল হাসান 💥

অভিনন্দন ❤️ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা ভাই।
28/11/2023

অভিনন্দন ❤️
ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা ভাই।

26/11/2023

ঝগড়া করার পর যখন দুজনেই একসাথে হেসে ফেলে, সেই মুহূর্তের মতো সুন্দর আর কোনো মুহূর্ত হয় না।

16/11/2023

যেই মন তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না সেই মন তোমাকে কি করে কবর হতে জান্নাতে নিবে বল।

15/11/2023

“তাকেই বেশি মনে পরে যে সারাদিন একবার ও আমার খোঁজ নেয় না !!”

09/11/2023

“তুমি যদি কোনো লোককে জানতে চাও, তা হলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো।” – লেলিন

” একদিন আমার অনেক টাকা হবে, আর সেদিন আমি অনাথ পথ শিশুদের সাহায্য করবো !! ইনশাআল্লাহ ! “
07/11/2023

” একদিন আমার অনেক টাকা হবে, আর সেদিন আমি অনাথ পথ শিশুদের সাহায্য করবো !! ইনশাআল্লাহ ! “

07/11/2023

সবাইতো মনে হই তামিম ভাইকে ভুলে গেছেন😔😔তামিম ভাই একটা কথাই বলে ছিলেন তোমরা আমাই ভুইলেন না😔😔🫡🫡

02/11/2023

ইনকাম করতে চাইলে নক দেউ🥰🥰

❤️❤️নামটা কত সুন্দর আল্লাহ তায়ালা 🥰🥰🥰❤️❤️🥰🥰🥰
27/10/2023

❤️❤️নামটা কত সুন্দর আল্লাহ তায়ালা 🥰🥰🥰❤️❤️🥰🥰🥰

20/10/2023

” জীবনের শেষ মেকাপটা কিন্তু সুরমা আর আতর দিয়েই হবে, তাই রূপচর্চা ছেড়ে আমল চর্চা করুন “

18/10/2023

আমরা চেষ্টা করতে পারি, কিন্তু শেষ ফয়সালা তো আল্লাহরই।

16/10/2023

০১। তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।

-নেপোলিয়ন বোনাপার্ট

০২। টিয়া পাখির মতো মুখস্ত করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না, শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূরে করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়।

– রেদোয়ান মাসুদ

০৩। এমন ভাবে বাঁচো যেন কাল তুমি মরবে। এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে।

-মহাত্মা গান্ধী

০৪। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়।

—ডঃ লুৎফর রহমান।

০৫। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন।

—ডেল কার্নেগি

০৬। একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা।

-শেখ সাদী

০৭। ‘হ্যাঁ’ এবং ‘না’ কথা দুটো সবচে’ পুরনো এবং সবচে’ ছোট। কিন্তু এ কথা দু’টো বলতেই সবচে’ বেশি ভাবতে হয়।

– পীথাগোরাস

০৮। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে।

– রেদোয়ান মাসুদ

০৯। জ্ঞানীর হাত ধরা যায়, কিন্তু বোকার মুখ ধরা যায় না।

-জর্জ হার্বাটর।

১০। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে।

-কার্লাইল

১১। বই ভালো সঙ্গী। এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয় কিন্তু কোন কাজ করতেই বাধ্য করে না। – হেনরী ওয়ার্ড বিশার

১২। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না , যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদেরজন্যই পৃথিবী ধ্বংস হবে

-আইনস্টাইন

১৩। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি।

– হুইটিয়ার

১৪। জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না।

– এরিষ্টটল ।

১৫। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুন্ঠিত হই।

—প্রমথ চৌধুরী।

১৬। বড় হতে হলে সবাগ্রে সময়ের মূল্য দিতে হবে।

– চার্লস ডিকেন্স ।

১৭। বেশী কথা বলা, তা যতই মূল্যবান হউক নির্বুদ্ধিতার নিদর্শন।

– এরিষ্টটল

১৮। অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না॥ ”

—সাইরাস।

১৯। আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়; যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়।

-রবীন্দ্রনাথ ঠাকুর

২০। যদি আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে না জানেন, তাহলে আপনার অবস্থা আক্রমণ হওয়ার উপক্রম একটি অসহায় প্রাচীরহীন শহরের মত।

– বুক অফ প্রোভার্বস

২১। সাফল্যের মূল চাবিকাঠি হল আমরা যা ভয় পাই সেগুলো অপেক্ষা আমরা যা আশা করি সেগুলোর উপর আমাদের সচেতন মনকে প্রতিষ্ঠিত করা।

– ব্রায়ান ট্র্যাসি

২২। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে।

– মাওলানা জালাল উদ্দিন মুহাম্মদ রুমি

২৩। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা।

– রেদোয়ান মাসুদ

২৪। কখনো হাল ছেড়ে দিও না! এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারাজীবনের জন্য।

-মোহাম্মদ আলী

২৫। আপনি জলাশয়ের সেই নুড়ি হতে চাইবেন, যা পরিবর্তনের জন্য তরঙ্গ সৃষ্টি করতে পারে জন্য তরঙ্গ সৃষ্টি করতে পারে

– টিম কুক

২৬। শত্রু মরে গেলে আনন্দিত হবার কারন নেই। শত্রু সৃষ্টির কারনগুলো এখনও মরেনি।

– ওল পিয়ার্ট

২৭। পারিব না’ একথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাব একবার; পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পার কি না পার কর যতন আবার একবার না পারিলে দেখ শতবার।

– কালীপ্রসন্ন ঘোষ

২৮। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন, এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে

– নেপোলিওন হিল

২৯। জীবন চলার পথে বাঁধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোন অবকাশ নেই,যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে।

– রেদোয়ান মাসুদ

৩০। মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন”

-রবীন্দ্রনাথ ঠাকুর

২১। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না।

– এ পি জে আব্দুল কালাম

৩২। একজন গড়পড়তার মানুষ কথা বলে। একজন ভাল মানুষ ব্যাখ্যা করে। একজন উর্ধ্বতন মানুষ কাজ করে দেখায়। একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মত করে দেখতে পারে।

– হার্ভি ম্যাকে

৩৩। .যে যত বেশী ভ্রমণ করবে তার জ্ঞান তত বেশি বৃদ্ধি পাবে।

– টমাস হুড।

৩৪। যে পুরুষ কখনো দুঃখকষ্ট ভোগ করেনি এবং পোড় খাওয়া মানুষ নয় মেয়েদের কাছে সে তেমন বাঞ্ছনীয় না । কারণ দুঃখকষ্ট পুরুষকে দরদি ও সহনশীল করে তোলে।

– ডেনিস রবিনস

৩৫। যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে,আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে,তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে।

– সক্রেটিস

৩৬। মন অনেক কিছুই চাইবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে। তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়।

__ রেদোয়ান মাসুদ

৩৭। আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ।

– বিল গেটস

৩৮। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না।

– স্বামী বিবেকানন্দ

৩৯। কাল আমার পরীক্ষা। কিন্তু এটা আমার কাছে বিশেষ কোন ব্যাপারই না, কারন শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারন করতে পারেনা॥ ”

—টমাস আলভা এডিসন।

৪০। যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম।

– জন লিভগেট

৪১। শিক্ষার উচিত তাকে উদ্যোক্তা বা চাকরি সৃষ্টিকারী হতে প্রস্তুত করা, চাকরি খুঁজতে নয়।…আমরা যদি তরুণদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতাম, তাহলে বেকারত্ব বলে কিছু থাকত না

– ড. মুহাম্মদ ইউনূস

৪২। ভীরুরা মরার আগে বারে বারে মরে। সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে। – শেক্সপীয়ার

৪৫। ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহানগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা।

– এ পি জে আব্দুল কালাম

৪৬। তুমি কাউকে সহজেই বোকা বানিয়ে দিতে পারবে অথবা কারো সরলতার সুযোগ নিয়ে ঠকিয়ে দিতে পারবে। কিন্তু নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখ নৈতিকতার দিক দিয়ে কি তুমি নিজেই হেরে গেলে না?

_ রেদোয়ান মাসুদ

৪৭। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই।

—উলিয়ামস হেডস।

৪৮। বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না।

– কার্লাইল

৪৯। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।

– সংগৃহীত

৫০। কন্ঠকে নয়, শব্দকে ধরে তোলো | মনে রেখো- ঝড় নয়, বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে

– জালাল উদ্দিন মুহাম্মদ রুমি

৫১। যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য এক ঘন্টা বেঁধে দেয়া হয়, আমি ৫৫ মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি ৫ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি।

– অ্যালবার্ট আইনস্টাইন

৫২। একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা॥

—বিল গেটস।

৫৩। রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে। – সেফটিস বারী

তুমি যদি কোনো লোককে জানতে চাও, তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো॥ ”

—লেলিন।

৫৪। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়।

– মুনির চৌধুরী

৫৫। মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া॥ ”

—মারিও কুওমো।

৫৬। ভুল থেকেই মানুষ শিখে, কিন্তু সে ভুলটি যেন না হয় জীবনের শেষ ভুল। কারণ এমনও হতে পারে আপনি যে সুযোগটি হাতছাড়া করে ফেলেছেন,সে সুযোগটিই ছিল আপনার জীবনের শেষ সুযোগ।

-রেদোয়ান মাসুদ

৫৭। যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপদজনক এবং অন্য সবার জন্যেও।

—থেলিস।

৫৮। জীবনে যে অকৃতকার্য হয় নাই, সে কোনদিন সম্পদশালী হতে পারে না।

– সি. এইচ. স্পারজন

৫৯। পৃথিবীতে সবাই জিনিয়াস; কিন্তু আপনি যদি ১ টি মাছকে তার গাছ বেয়ে উঠার সামর্থ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে।

—আইনস্টাইন।

৬০। যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না॥ ”

—জন এন্ডারসন।

৬১। বিধাতার নিকট আমার প্রার্থণা এই যে আমাকে তুমি বন্ধু দিও না, শত্রু দিও, যাতে আমি আমার ভূলগুলো ধরতে পারি।

– জন ম্যাকি

৬২। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া।

—থেলিস।

৬৩। পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ীর মালিক ছেড়ে সিক্স প্যাক ওয়ালা ছেলেদের সাথে যাবে না, তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও

– রবার্ট মুগাবে

৬৪। স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তাই বলে, স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।

—ব্রায়ান ডাইসন।

৬৫। প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক; কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক॥

—আব্রাহাম লিংকন।

৬৬। যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে।

—ফ্রান্সিস বেকন।

৬৭। স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে; তাই হলো শিক্ষা॥ ”

—অ্যালবার্ট আইনস্টাইন।

৬৮। যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালবাসার সময় পাবে না।

– মাদার তেরেসা

৬৯। ভবিষৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত।

– জন ল্যাক হন

৭০। একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না।

– শেখ সাদী

৭১। প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল, আর এ জন্যেই মানুষ ভুল করে, কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে।

– রেদোয়ান মাসুদ

৭২। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভাল।

—সক্রেটিস

৭৩। আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব।

– এ পি জে আব্দুল কালাম

৭৪। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।

—আইনস্টাইন।

৭৫। যে কখনও ভুল করেনা। সে নতুন কিছু করার চেষ্টা করে না।

– অ্যালবার্ট আইনস্টাইন

৭৬। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে।

—বায়রন

৭৮। আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় আমাদের কর্মের উপড় দন্ডায়মান।

– নিথা গোরাম

৭৯। আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি।

-শেলী

৮০। ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান।

– ড্রাইডেন

15/10/2023

০১। তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।

-নেপোলিয়ন বোনাপার্ট

০২। টিয়া পাখির মতো মুখস্ত করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না, শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূরে করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়।

– রেদোয়ান মাসুদ

০৩। এমন ভাবে বাঁচো যেন কাল তুমি মরবে। এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে।

-মহাত্মা গান্ধী

০৪। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়।

—ডঃ লুৎফর রহমান।

০৫। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন।

—ডেল কার্নেগি

০৬। একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা।

-শেখ সাদী

০৭। ‘হ্যাঁ’ এবং ‘না’ কথা দুটো সবচে’ পুরনো এবং সবচে’ ছোট। কিন্তু এ কথা দু’টো বলতেই সবচে’ বেশি ভাবতে হয়।

– পীথাগোরাস

০৮। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে।

– রেদোয়ান মাসুদ

০৯। জ্ঞানীর হাত ধরা যায়, কিন্তু বোকার মুখ ধরা যায় না।

-জর্জ হার্বাটর।

১০। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে।

-কার্লাইল

১১। বই ভালো সঙ্গী। এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয় কিন্তু কোন কাজ করতেই বাধ্য করে না। – হেনরী ওয়ার্ড বিশার

১২। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না , যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদেরজন্যই পৃথিবী ধ্বংস হবে

-আইনস্টাইন

১৩। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি।

– হুইটিয়ার

১৪। জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না।

– এরিষ্টটল ।

১৫। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুন্ঠিত হই।

—প্রমথ চৌধুরী।

১৬। বড় হতে হলে সবাগ্রে সময়ের মূল্য দিতে হবে।

– চার্লস ডিকেন্স ।

১৭। বেশী কথা বলা, তা যতই মূল্যবান হউক নির্বুদ্ধিতার নিদর্শন।

– এরিষ্টটল

১৮। অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না॥ ”

—সাইরাস।

১৯। আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়; যা কে

“মাটির দেহ নিয়ে কখনো করিওনা বড়াই, দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই , যাকে তুমি আপন ভাবো সে ভাবে পর , আপন হবে নামাজ-রো...
15/10/2023

“মাটির দেহ নিয়ে কখনো করিওনা বড়াই, দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই , যাকে তুমি আপন ভাবো সে ভাবে পর , আপন হবে নামাজ-রোজা অন্ধকার কবর ।”

জীবন একটি সাইকেল চালানোর মত। যেতে না চাইলেও অবশ্যই আপনাকে চলতে হবে।
13/10/2023

জীবন একটি সাইকেল চালানোর মত। যেতে না চাইলেও অবশ্যই আপনাকে চলতে হবে।

13/10/2023

যে ব্যক্তি ক্ষতিকারক সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেওয়ার খালেস নিয়ত করে, রমাদান তাঁর জন্য অনেক বড় একটা সুযোগ। — মুহাম্মদ ইবনে উসাইমিন, ১৯/১৮৩

12/10/2023

সে ব্যক্তি মুমিন নয়, যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে । — হযরত মুহাম্মদ (সাঃ)

12/10/2023

অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মত ভাবে । — হযরত আলী (রাঃ)

11/10/2023

সবার দোয়া ও ভালোবাসাই আজকে আমার 6K ডান ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য🥰🥰

11/10/2023

“ গোটা পৃথিবীর জল দিয়ে জাহান্নামের আগুন নেভানো যাবেনা, কিন্তু মোনাজাতে আপনার চোখের দুই ফোটা জল জাহান্নামের আগুন নিভিয়ে দেবে !! “

11/10/2023

” সেই নারী সবচেয়ে উত্তম, যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে, তার স্বামীর জন্য “

10/10/2023

যে সত্যি তোমাকে ভালোবাসবে, সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে।

10/10/2023

কাউকে অনুসরণ করার চেয়ে
একা হাঁটা ভালো !!

10/10/2023

❏ তোমাকে ভালোবাসা যদি পাগলামি হয়ে থাকে, তবে তোমাকে না পাওয়া পর্যন্ত আমি সেই পাগলামি করে যাবে। তাতে যদি আমার প্রতি তোমার অভিমান হয়, তবে ভেবে নিও ভালোবাসা এভাবেই হয়।

07/10/2023

হৃদয়ের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে! ভালবাসি বলতে- গিয়ে ফিরে, ফিরে আসি! কি করে বুঝাবো তারে- আমি কতটা ভালোবাসি!!

Address

Gaibandha
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gaming Liyas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies