Vinno Dristi-ভিন্ন দৃষ্টি

Vinno Dristi-ভিন্ন দৃষ্টি বুদ্ধিমানরা ভিন্ন কিছু করে না তারা শুধু একই কাজ ভিন্নভাবে করে।

21/03/2023
01/03/2023

🌹🌹সময় এখন আপনার পক্ষে না, একদিন সময় আপনারো হবে।

01/03/2023

কোন এক সময় একটি ছেলে একটি ব্যাংক থেকে কিছু লোন চেয়েছিলেন। কিন্তু ব্যাংক তাঁকে লোন দেয়নি। বড় হয়ে সেই ছেলেটি একদিন সেই ব্যাংকটিই কিনে নিয়েছিলেন। ছেলেটির নাম ছিল বিল গেটস।
ছেঁড়া শার্টের কারণে এন্ড্রু কার্নেগিকে পার্কে ঢুকতে দেওয়া হয়নি। সেই বস্তির ছেলে একদিন অন্যতম ধনী ব্যক্তি হওয়ার পর পুরো পার্কটি ক্রয় করেন এবং সেখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলেন, 'আজ থেকে পার্ক সবার জন্য উন্মুক্ত'।
আজ গলা ধাক্কা খেয়েছেন? কোন ব্যাপার না। একদিন সেই গলায় ফুল দেওয়ার জন্য সেই লোকগুলোই লাইন ধরে দাঁড়িয়ে থাকবে।
আজ কেউ আপনাকে ঠকিয়েছে? কোন ব্যাপার না। একদিন সে-ই আপসোস করে বলবে, আপনাকে ঠকিয়ে সে উল্টো নিজেরই সর্বনাশ করেছে।
আজ আপনাকে দেখে "ক্ষ্যাত" বলে কেউ দূরে সরে যাচ্ছে? ব্যাপার না। একদিন আপনাকে একটু ছুঁয়ে দেখার জন্য সে-ই আপনার কাছে আসবে।
আজ গরিব বলে কেউ আপনাকে অবজ্ঞা করছে? ব্যাপার না। এসব পিছুগল্পের দিকে তাকিয়ে থাকলে আপনি চিরকাল অপমান, লাথি, গুঁতা, বাঁশ, ক্রাশ ইত্যাদি খেয়েই যাবেন।
কে কী করছে, কী ভাবছে, সেসব বাদ দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে গেলেই কেবল একদিন আপনি উদাহরণ কিংবা দৃষ্টান্ত হতে পারবেন।
জীবনে ছোট খাট বিষয় নিয়ে পড়ে থাকার কোন মানে হয়না। জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু করতে হয়, মেনে নিতে হয়।
সময় যখন পক্ষে থাকে না তখন অনেক কিছু সহ্য করেও মুখ বুজে কাজ করে যেতে হয়।
একটু বেঁচে থাকার জন্য জগতের অনেক বিখ্যাত ব্যক্তিরা যুগে যুগে নজরুলের মতো চায়ের দোকানে কাজ করে জীবন বাঁচিয়েছেন।
আপনি সফল হতে চাইলে ভুলেও পেছনে ফিরে থাকাবেন না। অতীতের সব কিছু ভুলে অদম্য গতিতে সামনের দিকে এগিয়ে যান। ব্রেইনের মধ্যে শুধু একটি কথা গেঁথে রাখুন-

"সময় এখন আপনার পক্ষে না। একদিন সময় আপনার হবে।"

যেদিন কেউ চাকরি হারিয়ে চোখের পানি মুছছে,সেদিনও কেউ না কেউ চাকরিতে প্রমোশন পেয়ে দামি রেষ্টুরেন্টে ট্রিট দিচ্ছে।লাইফে কিছু...
26/02/2023

যেদিন কেউ চাকরি হারিয়ে চোখের পানি মুছছে,সেদিনও কেউ না কেউ চাকরিতে প্রমোশন পেয়ে দামি রেষ্টুরেন্টে ট্রিট দিচ্ছে।

লাইফে কিছু একটা করতে না পারার কারণে যেদিন আপনাকে ছেড়ে কেউ একজন চলে গেছে, সেদিনও কোনো এক প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা মেয়ের বিয়ের বায়োডাটা এসেছে।

হাত পা গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি এবার লাইফটাকে নিয়ে ভাবুন। আজীবন সময় দিয়েছেন নিম গাছের নিচে আর এখন বলেন জীবন এত তিতা কেন?
দোষটা কার ছিল? যার কিছু নেই, তার কেউ নেই। ভাঙা সিন্দুকে কেউ টাকা রাখে না, নষ্ট ঘড়ির কেউ যত্ন নেয় না। এই সিম্পল হিসেবটা কেন বুঝেন না?
আপনি যখন রাত জেগে দুনিয়ার হতাশা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্টে সিমপ্যাথি আদায় করছেন, তখন হয়তো অপরপ্রান্তে কেউ রাত জেগে ফ্রিল্যান্সিং করছে।

আপনি কমেন্টে প্রচুর সিমপ্যাথি পাবেন, আর সে পাবে একাউন্টে টাকা। হিসেবটা খুব সিম্পল- যে যেটার জন্য কাজ করেছে সে সেটাই পেয়েছে।

আপনি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকায় বন্ধুদের সাথে মাস্তি করে দামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে চেক ইন দিতেন, তখন আপনার কোনো এক বন্ধু ক্লাস এসাইনমেন্ট আর নোট নিয়ে ব্যস্ত ছিল।

কয়েকটা বছর শেষে ফলাফল - সে এখন বড় কোম্পানির সিনিয়র অফিসার হয়ে যখন দামি রেস্টুরেন্টে অফিশিয়াল মিটিং করে, আর আপনি দুর্বল সিজিপিএ'র সার্টিফিকেট নিয়ে টঙের দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞপ্তি খুঁজেন। এতটুকু পার্থক্য তো হওয়ারই কথা!

যে বয়সে লাইফটাকে আপনার জয় করার কথা আপনি সে বয়সে করেছেন এনজয়, তাই যখন এনজয় করার সময় তখন বেকারত্ব জয় করতেই হিমশিম খাচ্ছেন; এনজয় তো অনেক দূরের বিষয়।

আপনার বন্ধু যখন বিসিএস ক্যাডার কিংবা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছে, আপনি তখন টিকে থাকার জন্য সামান্য একটা চাকরিই খুঁজছেন। কারণ আপনি যখন ক্লাস ফাঁকি দিয়ে ডেটিং করতেন, আপনার এই বন্ধুটিই তখন ক্লাসে বসে নোট করত। আজ আপনার ডেটিং পার্টনার গুলো একটাও নেই। তারা আজ প্রতিষ্ঠিত কারো লাইফ পার্টনার।

দিন শেষে হতাশ হয়ে বলেন -'শালার, ভাগ্যটাই খারাপ'! No dear, You are totally wrong. আপনার ভাগ্য আজ আপনাকে এখানে আনেনি, আপনিই আপনার ভাগ্যকে এত নিচে নিয়ে এসেছেন। বাড়ির পাশে ময়লা ফেলে তা থেকে কিভাবে ফুলের সুবাস আশা করেন? কাজ যা করেছেন রেজাল্ট ও তাই।

সুতরাং, সময় থাকতেই যেন আমরা সময়ের মূল্য বুঝি। কারণ প্রত্যেকটি মুহূর্তই জীবনে অনেক গুরুত্বপূর্ণ।

Collected

Address

Uttra EPZ
Rangpur
5300

Alerts

Be the first to know and let us send you an email when Vinno Dristi-ভিন্ন দৃষ্টি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vinno Dristi-ভিন্ন দৃষ্টি:

Videos

Share


Other Digital creator in Rangpur

Show All