উত্তরের খবর

উত্তরের খবর উত্তর জনপদের যেকোন আপডেট খবর পেতে আমা?

19/12/2024

আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণে কোন বাধা নেই বলে জানালেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি ১৯ ডিসেম্বর দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত নির্বাচন সংস্কার বিষয়ে মত বিনিময় সভা শেষে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

, , #সংবাদ, #সংগঠন, #নিউজ, #ধরলারবানী, #গঙ্গাচড়ানিউজ, #বাংলাদেশ, #খবর,

09/11/2024

রসিকের অস্থায়ী কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধণ করেছে।

রংপুর সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাঠামো অনুমোদনসহ সকল অস্থায়ী মাষ্টাররোল, চুক্তিভিত্তিক ও দৈনিক মজুরীতে নিয়োগকৃত কর্মচারীদের চাকুরী আত্তীককরণ করে স্থায়ীভাবে নিয়োগের দাবি বাস্তবায়নের লক্ষ্যে রংপুর সিটি কর্পোরেশন চত্তরে সংবাদ সম্মেলন ও মানববন্ধণ করেছে 'রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ঐক্য পরিষদ। শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন 'রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক বেলাল হোসেন। সংবাদ সম্মেলন শেষে রসিক এর প্রধান ফটকের সামনে মানববন্ধন করে। প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে রংপুর সিটি কর্পোরেশনের সকল অস্থায়ী কর্মচারীরা অংশ নেন।

#খবরবাংলা, , , , #জাতীয়, , #মোস্তোফা, #খবর, #জাপা, #মোস্তফা, #ধরলা,

14/10/2024

সাবেক রসিক মেয়র মোস্তফার অগ্নিঝরা বক্তব্য।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত ও সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফা।

#খবরবাংলা, , , #খবর, , #জাতীয়, #জাপা, #মোস্তোফা,

09/10/2024
03/10/2024

আপনাকে মর্ডান সিটিতে স্বাগতম,
উত্তরবঙ্গের বিভাগীয় শহর রংপুরে জমির শেয়ার মূল্য বৃদ্ধির পূর্বেই বর্তমান মূল্যে আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে শেয়ার বিক্রয় চলছে।

#খবরবাংলা, , , #খবর, ,

21/09/2024

আওয়ামীলীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে, এসেই প্রথমে তারা সংখ্যালঘু হিন্দুদের বাড়ি-ঘর, জায়গাজমি দখল করেছে, দোকান ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে। বললেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে, রংপুর নগরীর হোটেল তিলোত্তমা'র হল রুমে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

#খবরবাংলা, , #খবর, , ,

20/09/2024

বিভাগীয় শহর রংপুরে মাত্র পাঁচ লক্ষ টাকায় অত্যাধুনিক ফ্ল্যাটের মালিক হউন।

17/09/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চার হত্যা মামলার পলাতক আসামী রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে ঢাকা সাভার থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

সিনিয়র সহকারী পুলিশ সুপার, র‍্যাব-১৩'র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when উত্তরের খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উত্তরের খবর:

Videos

Share