আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণে কোন বাধা নেই বলে জানালেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি ১৯ ডিসেম্বর দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত নির্বাচন সংস্কার বিষয়ে মত বিনিময় সভা শেষে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
#news, #NewsUpdate, #সংবাদ, #সংগঠন, #নিউজ, #ধরলারবানী, #গঙ্গাচড়ানিউজ, #বাংলাদেশ, #খবর,
রসিকের অস্থায়ী কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধণ করেছে।
রংপুর সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাঠামো অনুমোদনসহ সকল অস্থায়ী মাষ্টাররোল, চুক্তিভিত্তিক ও দৈনিক মজুরীতে নিয়োগকৃত কর্মচারীদের চাকুরী আত্তীককরণ করে স্থায়ীভাবে নিয়োগের দাবি বাস্তবায়নের লক্ষ্যে রংপুর সিটি কর্পোরেশন চত্তরে সংবাদ সম্মেলন ও মানববন্ধণ করেছে 'রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ঐক্য পরিষদ। শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন 'রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক বেলাল হোসেন। সংবাদ সম্মেলন শেষে রসিক এর প্রধান ফটকের সামনে মানববন্ধন করে। প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে রংপুর সিটি কর্পোরেশনের সকল অস্থায়ী কর্মচারীরা অংশ নেন।
#খবরবাংলা, #Banglanews, #24News, #News, #জাতীয়, #gongachara, #মোস্তোফা, #খবর, #জাপা, #মোস্তফা, #ধরলা,
সাবেক রসিক মেয়র মোস্তফার অগ্নিঝরা বক্তব্য।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত ও সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফা।
#খবরবাংলা, #Banglanews, #news, #খবর, #24News, #জাতীয়, #জাপা, #মোস্তোফা, #gongachara
আপনাকে মর্ডান সিটিতে স্বাগতম,
উত্তরবঙ্গের বিভাগীয় শহর রংপুরে জমির শেয়ার মূল্য বৃদ্ধির পূর্বেই বর্তমান মূল্যে আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে শেয়ার বিক্রয় চলছে।
#খবরবাংলা, #Banglanews, #24News, #খবর, #News,