সাবেক রসিক মেয়র মোস্তফার অগ্নিঝরা বক্তব্য।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত ও সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফা।
#খবরবাংলা, #Banglanews, #news, #খবর, #24News, #জাতীয়, #জাপা, #মোস্তোফা, #gongachara
আপনাকে মর্ডান সিটিতে স্বাগতম,
উত্তরবঙ্গের বিভাগীয় শহর রংপুরে জমির শেয়ার মূল্য বৃদ্ধির পূর্বেই বর্তমান মূল্যে আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে শেয়ার বিক্রয় চলছে।
#খবরবাংলা, #Banglanews, #24News, #খবর, #News,
আওয়ামীলীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে, এসেই প্রথমে তারা সংখ্যালঘু হিন্দুদের বাড়ি-ঘর, জায়গাজমি দখল করেছে, দোকান ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে। বললেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে, রংপুর নগরীর হোটেল তিলোত্তমা'র হল রুমে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
#খবরবাংলা, #news, #খবর, #Banglanews, #24News,
বিভাগীয় শহর রংপুরে মাত্র পাঁচ লক্ষ টাকায় অত্যাধুনিক ফ্ল্যাটের মালিক হউন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চার হত্যা মামলার পলাতক আসামী রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে ঢাকা সাভার থেকে গ্রেফতার করেছে র্যাব।
সিনিয়র সহকারী পুলিশ সুপার, র্যাব-১৩'র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় করলেন, রংপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন।
#news, #polishing, #Banglanews, #খবর, #খবরবাংলা
কর্মবিরতি ভেঙে যানবহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ।
প্রতিটি থানায় পুলিশের নিয়মিত কার্যক্রম সহ সড়কপথের শৃঙ্খলা রক্ষায় নব উদ্যোমে রংপুর মহানগর পুলিশ ও ট্রাফিক পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে।
মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ‘কোটা প্রথা কোটা প্রথা-মানি না মানব না’, ‘কোটা প্রথা বাতিল কর-করতে হবে’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’, বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই' সহ কোটা পুনর্বহালের বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে। সারা বাংলায় খবর দে কোটা প্রথা কবর দে সহ নানা স্লোগান দিতে থাকেন।
০৬/০৭/২০২৪