Tepurdanga Sangbad

  • Home
  • Tepurdanga Sangbad

Tepurdanga Sangbad হৃদয়ে টোপুরডাঙ্গা �

একটি শোক সংবাদ...টেপুরডাঙ্গা নীবাসি মো: শামসুল মিয়ার বড় ভাই ( মো: ইবাদত মিয়া)  আজ দুপুর ২ ঘটিকার সময় নিজ বাসভবনে ইন্তেকা...
16/10/2024

একটি শোক সংবাদ...

টেপুরডাঙ্গা নীবাসি মো: শামসুল মিয়ার বড় ভাই ( মো: ইবাদত মিয়া) আজ দুপুর ২ ঘটিকার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তীব্র শীতের কষ্ট থেকে টেপুরডাঙ্গা ও আশেপাশের গ্রামের হত দরিদ্র প্রতিবেশীদের রক্ষা করতে বরাবরের মত টেপুরডাঙ্গা মানবিক কল্...
25/11/2023

তীব্র শীতের কষ্ট থেকে টেপুরডাঙ্গা ও আশেপাশের গ্রামের হত দরিদ্র প্রতিবেশীদের রক্ষা করতে বরাবরের মত টেপুরডাঙ্গা মানবিক কল্যাণ ট্রাস্ট এবারো শীতবস্ত্র বিতরণ করতে যাচ্ছে। আসুন সবাই এগিয়ে আসি এবং এই প্রোগ্রাম কে সফল করে তুলি।

"একের রক্ত অন্যের জীবনরক্তই হোক আত্মার বাধন"রক্ত দিন জীবন বাঁচান।আমার, আপনার সকলের প্রয়োজন এবং সুবিধার্থে দয়া করে আপনারা...
15/03/2022

"একের রক্ত অন্যের জীবন
রক্তই হোক আত্মার বাধন"
রক্ত দিন জীবন বাঁচান।
আমার, আপনার সকলের প্রয়োজন এবং সুবিধার্থে দয়া করে আপনারা সকলেই নিজ নিজ রক্তের গ্রুপ এবং মোবাইল নাম্বার কমেন্টে লিখে যাবেন।
আপনার সামান্য ত্যাগের বিনিময়ে বেঁচে যেতে পারে একজন মুমূর্ষু রোগীর প্রাণ।
আশা করি সবাই রক্ত দানের মতো মহৎ কাজে নিজ নিজ রক্তের গ্রুপ ও নাম্বার দিয়ে আমাদের সাথে সম্মিলিতভাবে কাজ করে যাবেন।
"রক্তের বন্ধনে আলোকিত হোক টেপুরডাঙ্গা। "
বি দ্রঃ ( যাদের এখনো রক্তের গ্রুপ জানা নেই তাদের জন্য আমরা অতিশীঘ্রই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন চালু করবো)।

গত কয়েকদিন থেকে কনকনে শীত, শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কারনে সূর্যের দেখা মেলেনি, ফলে টেপুরডাঙ্গা সহ আশেপাশের এলাকার মানু...
29/01/2022

গত কয়েকদিন থেকে কনকনে শীত, শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কারনে সূর্যের দেখা মেলেনি, ফলে টেপুরডাঙ্গা সহ আশেপাশের এলাকার মানুষজনের শীতে হাড় কাপছে।
এই তীব্র শীতের কারনে নিম্ন আয়ের হাজারো কর্মব্যস্ত মানুষের জীবনযাপন বিপাকে পরে আছে।
কাঠ, খড় পুরিয়ে তারা শীত নিবারন করছেন।

18/01/2022

একটি শোক সংবাদ...
টেপুরডাঙ্গা নীবাসি জয়নাল ফকিরের ছোটভাই, আরিফ এবং জনির পিতা, মোঃ কাবিল হোসেন আজ বিকেল ৩ ঘটিকায় ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
মরহুমের জানাজার নামাজ কাল সকাল ১০ ঘটিকায় টেপুরডাঙ্গা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। মরহুমের নামাজের জানাজায়, সকল আত্নীয় স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীগনদের শরিক হওয়ার জন্য বিশেষ ভাবে জানানো যাচ্ছে।

18/01/2022

ঝড়ে ঘড় হারিয়েছে, দুর্ঘটনায় পা ভেঙেগে, জমানো টাকা চিকিৎসায় শেষ করেছে! আজ সে বড়ই অসহায়!
তিন মাস আগে হঠাৎ এক দুর্ঘটনায় পা ভেঙে যায় এই অসহায় নারীর। তার স্বামী নেই, ছেলে আছে উনিও অসুস্থ তবুও কোনরকম কাজ করে সংসার চালাচ্ছে৷ যেটুকু পুজি ছিল সব খরচ করেছে মায়ের চিকিৎসার পেছনে।
উন্নত চিকিৎসা না পাওয়ায় সে এখনো সোজা হয়ে দারাতে পাচ্ছে না। যদি আপনি ও আমি আমাদের সাধ্য মতো আর্থিক সাহায্যের হাত বারিয়ে দেই হয়তো সে তার বাকি জীবন টা শান্তিতে পার করে দিতে পারবে।
আল্লাহ তায়ালা মানবজাতির পরিচয় এভাবে তুলে ধরেছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। (সূরা আলে ইমরান, আয়াত ১১০)
তো আসুন, আমাদের যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই সাহায্য করি৷
যোগাযোগঃ
Istiyak Ahammed (শ্রাবণ)
Md. Liton Hossain (লিটন)
Md Ripunur Islam Ripon (রিপু)
বিকাশ/নগদঃ 01780864355

Address


Telephone

+8801799158371

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tepurdanga Sangbad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share