10/09/2023
ফ্রিল্যান্সিং সম্পর্কে স্পষ্ট ধারণা প্রয়োজন? বেকারত্বে হার কমাতে কতটা সহযোগী হচ্ছে ফ্রিল্যান্সিং? এ পেশায় ক্যারিয়ার গড়তে কেমন মনোযোগ প্রয়োজন? এর জন্য সঠিক গাইডলাইন কোথায় পাবেন? এ সব প্রশ্নের উত্তর দিতে আপনাদের জন্য ফ্রী সেমিনার।
অনেকের মধ্যেই একটা ধারণা আছে যে ফ্রিল্যান্সিং মানেই রাত জাগতে হবে । বিষয় অনেক অংশে ভুল। রাত জাগা ছাড়াও দিনের যে কোন সুবিধামতো সময়ে ফ্রিল্যান্সিং করা যায় ।
ফ্রিল্যান্সিং এ কাজ করে আয় করা কেমন সহজসাধ্য? প্রকৃত পক্ষে অন্যান্য কাজ থেকে এটা আরো বেশি যত্ন নিয়ে করতে হয় । কেননা ক্লাইন্ট আপনাকে চেহার বা বাহ্যিক রুপ দেখে নয়; আপনার কাজ দেখে টাকা দিবে । অতএব এখানে দক্ষতা, অভিজ্ঞতা, ধৈর্য্য সকল বিষয়ই মাথায় রাখতে হবে।
”সময়” সব সময়ের রাজা। ফ্রিল্যান্সিং এ প্রধান শর্ত হলো সময় দেওয়া । এক্ষেত্রে সফলতা নির্ভর করে পর্যাপ্ত সময় দেওয়ার উপর । এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে ফোকাস দিতে হবে । বহুমখী কাজে মনোযোগ থাকলে এ সেক্টরে ভালো করা যায় না । তবে সঠিক গাইডলাইন অনুযায়ি দিনে ২ থেকে ৩ ঘন্টা সময় দিলে কম সময়ে এ সেক্টরে ভালো করা যায় ।
দিনের ২৪ ঘন্টার মধ্যে যে কোন ২ ঘন্টা সময় ফ্রিল্যান্সিং এ দিন । এ সময় দেওয়ার মধ্যে অবশ্য গাইডলাইনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে । এভাবে কয়েক মাস সময় দিলেই মাসে লাখ টাকারও বেশি আয় করা সম্ভব ।
এই বিষয় আরো জানতে রেজিস্ট্রেশন করুন: https://forms.gle/PF8sgyUxVjMK32Du9
অফিস : ঢাকা মালিবাগ এল আর ভবন ৪র্থ তলা
মোবাইল: 01871995732