Harun

Harun আমি আমার মতো

28/01/2025

মাদরাসা শিক্ষাবোর্ডের নিবন্ধনভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত হয়েছে।

এজন্য সংশ্লিষ্টদের সাধুবাদ জানাই।

20/01/2025

পুলিশ র‍্যাব আনসার সহ সকল বাহিনীর
বাহিরের পোশাক শুধু বদলালে হবে না
সকলের ভিতরের পোশাকটি ও বদলাতে হবে

19/01/2025

আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার! ২০০'র অধিক জন মজলুম বিডিআর সদস্যের জামিনে মুক্তি মিলেছে।

দ্বিতীয় ছবির ঘটনা এমনভাবে ছড়ানো হয়েছে রাস্তায় টিজ করা পোলাও লিখসে আমার বোনের গায়ে হাত কেন! প্রথম ছবির, ঘটনা প্রায় একই। ...
16/01/2025

দ্বিতীয় ছবির ঘটনা এমনভাবে ছড়ানো হয়েছে রাস্তায় টিজ করা পোলাও লিখসে আমার বোনের গায়ে হাত কেন!
প্রথম ছবির, ঘটনা প্রায় একই। মেয়ের গায়ে হাত। তাও হাত-পা ভাঙা। মাথায় ৬ ইঞ্চি সেলাই।

সেদিন কয়টা পোস্ট করেছিলেন ফেসবুকে
এটাই সাইন্স, এটাই পলিটিক্স!

এসব ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে প্রকাশ্যে

life is beautiful BuT noT eAsy
11/01/2025

life is beautiful
BuT
noT eAsy

31/12/2024

আমরা মানুষ হবো কবে

ব্যাডমিন্টনplay WiN
31/12/2024

ব্যাডমিন্টন
play

WiN

31/12/2024

৬ বছরে আতশবাজির কারণে ৩৬১ অগ্নিকাণ্ড, ক্ষতি ২ কোটি ৬৩ লাখ

থার্টি ফাস্ট নাইটসহ বিভিন্ন উৎসবে আমরা আতশবাজি ও ফানুস উড়িয়ে থাকি। এই ধরনের উৎসব উদযাপন অনেক সময় বড় দুর্ঘটনার কারণ হয়ে উঠে। তাই আমাদের সকলের সচেতন হওয়া উচিত। ফায়ার সার্ভিস এর তথ্য মতে আতশবাজি ও ফানুসের কারণে ২০১৮-২০২৩ পর্যন্ত এই ৬ বছরে ৩৬১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া ২০২৪ সালের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত এই ১০ মাসে আতশবাজি ও ফানুস উড়ানোর কারণে ৪২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৫ লাখ ৮৯ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

অপরদিকে ২০২৩ সালের আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানোর কারণে ৮৭টি স্থানে আগুনের ঘটনা ঘটে। এতে ২৩ লাখ ৬৪ হাজার টাকা ক্ষতি হয়। ২০২২ সালের আতশবাজির কারণে ৯৪টি স্থানে আগুনের ঘটনা ঘটে। এতে ১৯ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতি হয়। ২০২১ সালে ১৬টি অগ্নিকাণ্ডে ৪ লাখ ৭৫ হাজার টাকার ক্ষতি হয়। ২০২০ সালে ৫০টি অগ্নিকাণ্ডে ১৪ লাখ ৩৫ হাজার টাকা ক্ষতি হয়, ২০১৯ সালে ৭২টি অগ্নিকাণ্ডে ১৪ লাখ ৪৭ হাজার টাকা এবং ২০১৮ সালে ৪২টি অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৬ লাখ ৬ হাজার টাকার ক্ষতি হয়েছে।

সবমিলিয়ে পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, ৬ বছরে আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানোর কারণে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে ২ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার ৬৪২ টাকা। এসব অগ্নিকাণ্ড নির্বাপণ করে ফায়ার সার্ভিস ৪ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার ৮০০ টাকার সম্পদ উদ্ধার করেছে। অথচ আমরা একটু সচেতন হলেই এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা থেকে নিজদের রক্ষা করতে পারি।

আর একটা বিষয় রয়েছে যে, ফায়ার সার্ভিস এর কাছে আগুনের তথ্য রয়েছে সেসব অগ্নিকাণ্ডের যেসব আগুনের সংবাদ ফায়ার সার্ভিস পেয়েছে ও নির্বাপণে অংশগ্রহণ করেছে। কিন্তু আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানোর কারণে সৃষ্ট অগ্নিকাণ্ডের প্রকৃত সংখ্যা আরও বেশি কেননা যেসব আগুন সাধারণ জনগণ নিজেরাই নিভিয়ে ফেলেছে বা ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়া হয় নি তা ফায়ার সার্ভিস এর তথ্যে আসে না। তাই আমাদের উৎসব উদযাপনে সচেতন হতে হবে।

24/12/2024

খন্দকার মুশতাকও মুক্তিযোদ্ধা ছিলো।
ইবলিসও ইবাদতগুজার ছিলো।
চেতনা দিয়ে কুকর্ম ঢাকার ব্যবসা স্বাধীন বাংলাদেশে বন্ধ হোক

যেই দেশে সৃজনশীলদের চেয়ে পা-চাটাদের দাম বেশি সেই দেশে শিক্ষা ব্যবস্থার অধঃপতন সুনিশ্চিত©️
14/12/2024

যেই দেশে সৃজনশীলদের চেয়ে পা-চাটাদের দাম বেশি
সেই দেশে শিক্ষা ব্যবস্থার অধঃপতন সুনিশ্চিত
©️

11/12/2024

ভারত বাংলাদেশ দখলের কথা বললেও নীরব ছিলাম, এখন গর্ত থেকে বের হয়ে জয় বাংলা স্লোগানের পক্ষে সরব হয়েছি।

মিথ্যার দাপট ক্ষণস্থায়ীসত্যের দাপট চিরস্থায়ী
08/12/2024

মিথ্যার দাপট ক্ষণস্থায়ী
সত্যের দাপট চিরস্থায়ী

06/12/2024

ভারতের পত্রিকা গুলো একের পর এক মিথ্যা গুজব নিউজ পরিবেশন করে যাচ্ছে
বাংলাদেশকে নিয়ে
কিন্তু বাংলাদেশের মিডিয়া হাউস গুলো এইসব এর কাউন্টার কেন করছে না কাহিনি কি!?

গন্তব্যে ছুটে চলা দ্রুতযান এক্সপ্রেসে
03/12/2024

গন্তব্যে ছুটে চলা
দ্রুতযান এক্সপ্রেসে

02/12/2024

রাষ্ট্রের বিষয়ে কোন ছাড় নেই
মমতার মন্তব্যের প্রতিবাদ করছি।
👉আগে নিজের চরকায় তেল দেন👈

এটা লাদাখ কিংবা কাশ্মীর নয় এতটুকুই মাথায় রাখবেন।
সরকারের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে মমতার মন্তব্যের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে হবে

শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়...
27/11/2024

শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হ'ত্যা চেষ্টা করা হয়।

26/11/2024

পুরুষ যারা আছেন
ঘরে চুড়ি পড়ে বসে থাকুন

৯৫% মুসলিম দেশ নাকি এটা

26/11/2024

যত বিপদ
তত ঐক্য

Address

Rangpur
5402

Alerts

Be the first to know and let us send you an email when Harun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Harun:

Videos

Share