keshob KUMAR

keshob KUMAR I am Keshob KUMAR.

12/01/2025

25/11/2022

This is my life.
My life is Very helpful my family...

25/11/2022

তাইতো বলি দেশে এতো ব্রাজিলের সাপোর্টার কিভাবে হলো!
বিয়ে করা ছেলেরা সাবধান।

02/11/2022

সকল #বন্ধু সবসময় পাশে থাকে না....

আজকের দিনে আমার ২০০৪-২০১০ সালের স্মৃতিগুলো মনে পড়েছে। আজকের এই স্মৃতিগুলো থেকে আমি অনেক কিছু মনে করতে পেরেছি।
01/11/2022

আজকের দিনে আমার ২০০৪-২০১০ সালের স্মৃতিগুলো মনে পড়েছে। আজকের এই স্মৃতিগুলো থেকে আমি অনেক কিছু মনে করতে পেরেছি।

23/10/2022

☞ কারো কাছে নিজের র্দূবলতা প্রকাশ করতে নেই।

☞☞☞আমি নিজেকে কখনো ছোট ভাবি না। কুৎসিত ভাবি না , কখনোই ভাবি না যে আমার দ্বারা কোন কাজ হবেনা। কোন কিছুই আমার উন্নতির পিছন...
22/10/2022

☞☞☞আমি নিজেকে কখনো ছোট ভাবি না। কুৎসিত ভাবি না , কখনোই ভাবি না যে আমার দ্বারা কোন কাজ হবেনা। কোন কিছুই আমার উন্নতির পিছনে বাঁধা হতে পারবে না। সাফল্যের পথে কাটা হয়ে দাড়াতে পারবেনা যদি আমি মনোবল না হারাই। যদি কোন কিছু বাঁধা হয়ে দাঁড়ায় তবে তা আমার ভিতরের ভয়। আর এই ভয়কে দূরে রেখে জয় করা শিক্ষবো তাহলে, সাফল্য ধরা দিবেই।
এক কথায় বলতে চাই আমি #জীবন_যুদ্ধে কখনোই হার মানবো না।
keshob KUMAR

21/10/2022

আমি অর্ন্তব্যক্তিত্বের অধীকারি একজন ব্যাক্তি । আমার চরিত্র ব্রায়লার মুরগির মত । খেতে এবং ঘুমাইতে পারলেই হয় । তাই আমি ঘরের ভিতরে থাকতে বেশী ভালোবাসি । আমার চোখে প্রকৃতির সৌন্দর্যের অপরুপ দৃশ্য ভাসে না । আমি আমার বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যেতে পারি না । আমার জীবনটাই অন্ধোকার । আমি সূর্য্যের দিকে তাকালেও সূর্য্যে আমার দিকে তাকায় না ! আমি ভীরু,কাপুরুষ,লম্পট,বর্জ্জাত,মিথ্যাবাদি এবং কখনো বা ঈশ্বরকে গালিদান পূর্বক নাস্তিক । আমি সুযোগ পেলে মাথায় উঠি । কেউ বিপদে পরলে চেপে ধরি । আমি একজন অস্বাধারন বালক ! আমার মতে পৃথীবির সকল মানুষের মাথায় একটু না একটু ডির্স্টাব আছে তাহলে তা থেকে আমি বাদ পরবো কেন ? আর যাদের কোন ডির্স্টাব নেই তারা ঈশ্বর না হয় দেবতা ! ইচ্ছে করে ভোর
বেলায় মুঠোফোনে ক্ষুদেবার্তায়
কেউ লিখুকঃ এত দেরি করে ঘুম
ভাঙলো আপনার?
কিংবা গভীর রাতেঃ রাত
জেগে থাকতে থাকতে কি ক্লান্ত
লাগে না?
কিংবা ,
বাঁধভাঙা জোছনায়
আবদার করবেঃ আঁধারে ভয়ে দম বন্ধ
হয়ে আসছে, একটু হাতটা ধরবে?
ইচ্ছে করে কারো নরম
কন্ঠে সকাল হোক। কিংবা,আধখাওয়া চায়ের
কাপে কেউ প্রচন্ড
আগ্রহে চুমুক দিক।
keshob KUMAR

Address

Rangpur Division
Rangpur
5330

Alerts

Be the first to know and let us send you an email when keshob KUMAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to keshob KUMAR:

Videos

Share