03/12/2024
বাগদাদের বায়তুল হিকমা ও স্পেনের কর্ডোভার স্মৃতিকে বুকে ধারণ করে জ্ঞান-বিজ্ঞান ও সাধারণ শিক্ষার জগতে পা রাখল মানারাত মাদ্রাসা নীলফামারী । এটি নীলফামারীর প্রথম ইংলিশ মিডিয়াম ও এ্যারাবিক মাদ্রাসা , যা আমেরিকান, ব্রিটিশ এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামকে সমন্বিত করতে যাচ্ছে।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত—এই সকল ক্ষেত্রে ভবিষ্যতের নেতা তৈরি করতে এবং জাবির ইবনু হাইয়্যান ও আল-খাওয়ারিজমির মতো গর্বিত মুসলিম হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। বড় বিজ্ঞানী, বড় চিকিৎসক, এবং বড় প্রকৌশলী হতে সেক্যুলার হতে হবে—এই প্রচলিত ধারা ভেঙে আমরা প্রমাণ করতে চাই যে মুসলিমরাই হতে পারে এসব ক্ষেত্রে শীর্ষস্থানীয়।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো মুসলিমদের মধ্যে বড় বিজ্ঞানী, বড় চিকিৎসক এবং বড় প্রকৌশলী তৈরির মাধ্যমে এই ধারণাকে বাস্তবে রূপ দেওয়া।
বিশেষ দ্রষ্টব্য: আমাদের আসন সংখ্যা খুবই সীমিত। সর্বমোট আসন: 200 টি মাত্র!