Manarat Madrasah Nilphamari মানারাত মাদ্রাসা নীলফামারী

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • Manarat Madrasah Nilphamari মানারাত মাদ্রাসা নীলফামারী

Manarat Madrasah Nilphamari   মানারাত মাদ্রাসা নীলফামারী প্লে থেকে ৯ম শ্রেণি,বালক বালিক, হিফযুল কুরআন, নাযেরা, নূরানী
01310117300, 01300552396 I Love Islam

বাগদাদের বায়তুল হিকমা ও স্পেনের কর্ডোভার স্মৃতিকে বুকে ধারণ করে জ্ঞান-বিজ্ঞান ও সাধারণ শিক্ষার জগতে পা রাখল মানারাত মাদ্...
03/12/2024

বাগদাদের বায়তুল হিকমা ও স্পেনের কর্ডোভার স্মৃতিকে বুকে ধারণ করে জ্ঞান-বিজ্ঞান ও সাধারণ শিক্ষার জগতে পা রাখল মানারাত মাদ্রাসা নীলফামারী । এটি নীলফামারীর প্রথম ইংলিশ মিডিয়াম ও এ্যারাবিক মাদ্রাসা , যা আমেরিকান, ব্রিটিশ এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামকে সমন্বিত করতে যাচ্ছে।

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত—এই সকল ক্ষেত্রে ভবিষ্যতের নেতা তৈরি করতে এবং জাবির ইবনু হাইয়্যান ও আল-খাওয়ারিজমির মতো গর্বিত মুসলিম হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। বড় বিজ্ঞানী, বড় চিকিৎসক, এবং বড় প্রকৌশলী হতে সেক্যুলার হতে হবে—এই প্রচলিত ধারা ভেঙে আমরা প্রমাণ করতে চাই যে মুসলিমরাই হতে পারে এসব ক্ষেত্রে শীর্ষস্থানীয়।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো মুসলিমদের মধ্যে বড় বিজ্ঞানী, বড় চিকিৎসক এবং বড় প্রকৌশলী তৈরির মাধ্যমে এই ধারণাকে বাস্তবে রূপ দেওয়া।

বিশেষ দ্রষ্টব্য: আমাদের আসন সংখ্যা খুবই সীমিত। সর্বমোট আসন: 200 টি মাত্র!

সিরাতুন্নবী (সা). কুইজ প্রতিযোগিতা, বই পাঠ ও প্রিয় শিক্ষককে নিয়ে চিঠি লেখা প্রতিযোগিতা -২০২৪ উপলক্ষে পুরস্কার বিতরণী ও স...
23/11/2024

সিরাতুন্নবী (সা). কুইজ প্রতিযোগিতা, বই পাঠ ও প্রিয় শিক্ষককে নিয়ে চিঠি লেখা প্রতিযোগিতা -২০২৪ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সিরাত সেমিনার

.ছাত্র ও ছাত্রীদের জন্য ভবিষ্যতে পৃথক ক্যাম্পাস চালুর  প্রতিশ্রুতি ছিল আমাদের। বলেছিলাম, ১/২ বছরের মধ্যেই এটা বাস্তবায়ন ...
25/10/2024

.
ছাত্র ও ছাত্রীদের জন্য ভবিষ্যতে পৃথক ক্যাম্পাস চালুর প্রতিশ্রুতি ছিল আমাদের। বলেছিলাম, ১/২ বছরের মধ্যেই এটা বাস্তবায়ন করবো। কিন্তু পরিকল্পনার চেয়েও দ্রুততম সময়ে পৃথক ক্যাম্পাস চালুর সুযোগ মহান আল্লাহ রাব্বুল আ'লামীন আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।

অভিভাবকদের অনুরোধ ও সময়ের চাহিদা অনুযায়ী, ছাত্রীদের জন্য মহিলা শিক্ষকদের দ্বারা পাঠদান নিশ্চিত করা হয়েছে, ইনশাআল্লাহ

গার্লস ক্যাম্পাস বিধায় এর নিরাপত্তা নিয়েও আমরা অধিকতর সতর্ক ও সচেতন। সার্বিক ব্যবস্থাপনাও ঢেলে সাজানো হয়েছে। খেলাধূলা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর জন্যও রয়েছে যুগোপযোগী আয়োজন।

সুন্দর ও নিরাপদ পরিবেশে, সর্বাধুনিক সকল আয়োজন নিয়ে মানারাত মাদ্রাসা নীলফামারী আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে, ইন শা আল্লাহ।

Address

Sobujpara, Nilphamari
Rangpur
5300

Alerts

Be the first to know and let us send you an email when Manarat Madrasah Nilphamari মানারাত মাদ্রাসা নীলফামারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manarat Madrasah Nilphamari মানারাত মাদ্রাসা নীলফামারী:

Videos

Share

Category