Fouzia Amin's Life

Fouzia Amin's Life Not in doing what you like, but in liking what you do is the secret of happiness.

09/07/2024

কবুতরের মাংস 🥰


#

05/07/2024

ফুসকা🥰

বাবা-মা তাদের  সর্বোচ্চ দিয়ে সন্তানের ভালো রাখার চেষ্টা করে। নিজেদের কোন কিছু কম হলেও সন্তানের যেন কোন কিছু কম না হয় সেট...
03/07/2024

বাবা-মা তাদের সর্বোচ্চ দিয়ে সন্তানের ভালো রাখার চেষ্টা করে। নিজেদের কোন কিছু কম হলেও সন্তানের যেন কোন কিছু কম না হয় সেটাই চেষ্টা করে। তাদের আর্থিক অবস্থা যেমনি হোক না কেন। সন্তানের চাহিদা পূরণে তারা সব সময়ই অটল থাকে।
পৃথিবীর সকল বাবা-মা ভালো থাকুক আর ভালো রাখুক তাদের সন্তানদের।

বাবা- মায়ের ভালোবাসা❤️

28/06/2024

ভূঁড়ি/ বট রেসিপি 🥰

26/06/2024

সুস্থতা আল্লাহ তাআলা'র যে কত বড় নেয়ামত! অসুস্থ হলে সেটা বোঝা যায়
তাই অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে প্রাধান্য দেওয়া উচিত ।
আর সব সময়ই আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করা উচিত।

25/06/2024

টেংরা মাছের ঝোল🥰



যখন ছোট ছিলাম তখন বিকেল হওয়া মানেই খেলাধুলা করতাম। কত আনন্দের ছিল সেই দিন গুলি!  কোন চিন্তা ছিলনা , কোন বাধাধরা নিয়ম ছিল...
23/06/2024

যখন ছোট ছিলাম তখন বিকেল হওয়া মানেই খেলাধুলা করতাম। কত আনন্দের ছিল সেই দিন গুলি! কোন চিন্তা ছিলনা , কোন বাধাধরা নিয়ম ছিল না। যেটা ইচ্ছে করতে পারতাম যেখানে খুশি যেতে পারতাম। কিন্তু যখন বড় হতে লাগলাম তখন থেকে শুরু হলো এটা করা যাবে না, ওটা করা যাবে না, কোথাও হুটহাট যাওয়া যাবেনা, বুঝে শুনে চলতে হবে। মেয়েদের ক্ষেত্রে তো কোন কথাই হবে না।
জীবনে চলার পথে কত যে নিয়ম। তবে আসলেই মেয়েদেরকে বুঝে শুনে চলতে হয়। প্রত্যেকটা পদক্ষেপ তাদেরকে হিসাব-নিকাশ করে নিতে হয় তারপরও কিছু সময় মেয়েদের দোষটাই বেশি হয়।

Amin's Life

22/06/2024

ভূনা খিচুড়ি 🥰



21/06/2024

এখনকার মেয়েরা যত বেশি শিক্ষিত হোক না কেন তারপর ও তারা শশুর বাড়িতে নির্যাতিত হয়। তবে সবার কথা আমি বলছি না। কিছু স্বামী আছেন যারা শুধু মাএ নিজের বাবা মা, ভাই-বোন
মানে তার পরিবারের বাইরে আর কাউকে না কোন সম্মান বা তাদের প্রতি কোন দায়িত্ব পালন করতে একদমই আগ্রহী না। তারা শুধু অন্যের কাছ থেকেই দুনিয়া আশা করবে কিন্তু নিজের বেলায় কিছুই না। আসলে পারিবারিক শিক্ষা টা খুব বেশি জরুরী। যে মা তার সন্তান কে ছোট থেকে মানুষ কে -কি ভাবে ভালোবাসতে হয়, সম্মান করতে হয় বা কার প্রতি কি দায়িত্ব আছে এসব না শেখায় তাহলে সে কিছুই শিখবে না।
আর ছোট থেকে যা দেখে বড় হবে সে সেই জিনিস টাই শিখবে। তাই সন্তান কে সঠিক শিক্ষা টা দিয়েন যাতে মানুষ বলে যে তার মায়ের শিক্ষা টা অনেক ভালো ছিল। সেই মা ও কিন্তু দোয়া পাবে। আর অন্যথায় মানুষ সামনে কিছু না বললেও পিছনে ঠিকই খারাপ বলবে।

ঈদের সময় মাংস ও রুটি হলে আর কিছু লাগে না  🥰সেমাই দিয়ে রুটি খাওয়ার থেকে মাংস দিয়ে রুটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
19/06/2024

ঈদের সময় মাংস ও রুটি হলে আর কিছু লাগে না 🥰
সেমাই দিয়ে রুটি খাওয়ার থেকে মাংস দিয়ে রুটি আমার কাছে
অনেক বেশি ভালো লাগে।

18/06/2024

গরুর মাংস 🥰


15/06/2024
14/06/2024

নারিকেল পিঠা 🥰

11/06/2024

এই ভর্তা বানালে নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে
এবং কিছু খেতে ইচ্ছা না করলে ও এই ভর্তা বানাতে পারেন


07/06/2024

মুরগীর মাংস 🥰


04/06/2024

কাঁচা আম ভর্তা / মাখা 🥭🥰

03/06/2024

ছোট এই জীবনে কত কিছুই তো চাইলাম সব কি আর পাওয়া হয়? যা চাই সেটা তো পাওয়া হয় না আর যেটা পাই সেটা কখনো কল্পনা ও করি না। আমরা যেটা পাই না সেটার জন্যই সব সময় ভাবি যে,কেন ঐ জিনিসটা পেলাম না, ঐ জিনিস টা পেলে হয়তো জীবন টা আরো সুন্দর হতে পারতো এরকম নানান চিন্তা মাথায় ঘুরপাক খায়। কিন্তু যেটা পেয়েছি সেটাকে গুরুত্ব দিতে ভুলে যাই। এই গুরুত্ব না দেওয়ার কারণে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। তাই আমরা যেটা পাই সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত কারণ আমাদের ভাগ্যে যা কিছু আছে আমরা তার একটু কমও পাব না আবার একটু বেশি ও পাব না।
তাই না পাওয়া জিনিস নিয়ে না ভেবে সামনে এগিয়ে যাওয়াই
বুদ্ধিমানের কাজ।

Amin's Life

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Fouzia Amin's Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share