Khadimul Islam

Khadimul Islam কি প্রফাইল দেখতে এসেছেন? ওরে কেউ বরণডা

🚨 রংপুর ফ্যানরা মন খারাপ কইরেন না, বিপিএল গত ৬ সিজনে টেবিল টপাররা চ্যাম্পিয়ন হইতে পারে নাই। টানা ৮ জয়ের পর এইটাই মাথায় এ...
27/01/2025

🚨 রংপুর ফ্যানরা মন খারাপ কইরেন না, বিপিএল গত ৬ সিজনে টেবিল টপাররা চ্যাম্পিয়ন হইতে পারে নাই। টানা ৮ জয়ের পর এইটাই মাথায় এসেছে রংপুর ক্রিকেটারদের 😴

25/01/2025

আগামী ২৭ জানুয়ারি সোমবার দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ আলহামদুলিল্লাহ।

01/11/2024

সর্বোচ্চ তিন মিনিট
অক্সিজেন না পেলে লা-শ হয়ে যাওয়া এই গ্রহের মানুষগুলোর অহংকারের শেষ নেই !

31/10/2024

জাতীয় পার্টির জন্য অগ্রিম শুভকামনা 😁

31/10/2024

'রিক্সাওয়ালা জানালেন আজ পাঁচ কেজি চাল, দু’কেজি ডালের একটা ত্রাণ প্যাক পেয়েছিলেন, তিনি তা নেন নি।
কেনো নেন নি?
শোনেন ঘরে আমার এখনো দশ কেজি আছে, বাপ-বেটির আরো দশ দিন যাবে। আমি যদি নেই তো যার ঘরে নাই তার কী হবে!

এমন বিবেকবান রিক্সাওয়ালা!
হ্যাঁ!
তার কারণ তিনি স্ব-শিক্ষিত! তার একমাত্র কন্যা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে বিসিএস লিখিত পরীক্ষা দিচ্ছে। মেয়ের বয়স যখন ৬/৭ তখন তার স্ত্রী মারা যায়। মেয়েকে বুকে আগলে রেখে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছেন। মেয়ের অমর্যাদা হবে ভেবে উত্তরা থেকে এসে তেজগাঁও-মগবাজার এলাকায় রিক্সা চালান। এখনো নিজে রান্না করে মেয়েকে খাইয়ে কাজের জন্য চলে আসেন।

এমন বাবার প্রতি শ্রদ্ধা তো রাখাই যায়!
কাজ ছোট হলেই মানুষ ছোট হয় না!!

29/10/2024

আমি সবার প্রিয়
যখন যে ব্যবহার করে তখন তার কাছে সবচেয়ে প্রিয়
আর প্রয়োজন ফুরিয়ে গেলে আমি সবার কাছে আপ্রিয় মানুষ

29/10/2024

সবাই একবার আলহামদুলিল্লাহ বলি

27/10/2024
25/10/2024

যে বন্ধু বানায়ছি
সুবিধা না থাকলে

জানাযায়'ও আসবে না😓

23/10/2024

বড় হওয়ার পর

নিজের বাবা মাকে জাজ কইরেন না।

আধুনিক জমানার, পড়ালেখা/ চাকরি / টাকার সাফল্য অনুযায়ী, তাদের অবদান
মাপার চেষ্টা করাটা অন্যায়!

আপনার জন্য তারা কি করতে পারেনাই,
কিভাবে আপনার দেখভাল করলে আপনি একটা ভালো চাকরি বাকরি করে মানুষজনকে দেখায়া দিতে পারতেন

এই ধরনের আলাপ খুবই দু:খজনক!

ভাইবেন
আপনি বাইচা আছেন
এইটা বাবা মামা হিসেবে তাদের সবচেয়ে বড় সাফল্য!

গভীর রাতে উইঠা আপনাকে বুকের দুধ খাওয়াইতে হইছে, কাহিনী এক রাতের না। সহস্র রাতের।
রাতের পর রাত , দিনের পর দিন!

আপনাকে পরিস্কার করতে হইছে
আপনার শরীরের কোথাও যে পচন ধরেনাই, আপনি যে সুস্থ সবল আছেন

সেইটা তাদের দিন রাতের ঘুম খাওয়া, আরাম, আলাপ ঘোরাঘুরি, সব কিছুর কম্প্রোমাইজের এন্ড রেজাল্ট!

বড় বেলায় আপনি কিছুটা অনাদর পাইছেন
অতটা মুগ্ধ ভালোবাসা পাননাই

এই জন্য বাবা মার প্রতি একটা অভিমান জমা হইতে পারে, সেই অভিমানের আরামটাকে স্থায়ী হইতে দিয়েন না।

আপনার প্রথম হাটার দিনের কথা ভাবেন!
ভাবেন, হামাগুড়ির দিন।

ভাবেন একটা কিছু মুখে দিছেন,
আগুন ধরতে গেছেন

ভাবেন,
একটা চিলের মতন দৌড়ে এসে বাচাইলো একজন মানুষ!

ভাবেন নরম সকালে সে আপনারে কোলে নিয়ে বইসা আছে বারান্দায়!

কপালে গালে, অযথা চুমু দিয়ে, আবার শাড়ির আচল দিয়ে সে দাগ মুইছা দিতেছে কতটা ভালোবাসায়!

22/10/2024

যৌতুককে না বলুন, তবে Royal Enfield হলে ভিন্ন কথা! 🫠

কিডনি লাগবে নাকি 🤭😃
21/10/2024

কিডনি লাগবে নাকি 🤭😃

21/10/2024

পালিয়ে যাওয়া বউয়ের ডিভোর্স লেটার; আর পালিয়ে যাওয়া নেত্রীর রিজাইন লেটার❕ দুইটাই নিষ্প্রয়োজনীয়...

20/10/2024

নিজেদের ক্যারিয়ারের খোঁজ নাই পোলাপান সাকিবের ক্যারিয়ার নিয়ে চিন্তা করে আন্দোলন করে

17/10/2024

বিদ্যুৎ অফিসে সেনাবাহিনীর ঝড়ো ব্যাটিং দেখার অপেক্ষায় রইলাম 😁৯ বলে ফিফটি চাই😁

There was a time🥹💔এখন আর বিপিএল নিয়া মাতামাতি করতে ভালো লাগে না🙂
16/10/2024

There was a time🥹💔

এখন আর বিপিএল নিয়া মাতামাতি করতে ভালো লাগে না🙂

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khadimul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share