Binnakuri news

26/05/2022

সদ্য সংবাদ.....

চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

ভিন্ন জগৎ এর মালিক আর বাঁচে নেই 😭ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিয়ূনরংপুরের তথা উত্তরবঙ্গের অন্যতম বিনোদন কেন্দ্র  #ভি...
22/05/2022

ভিন্ন জগৎ এর মালিক আর বাঁচে নেই 😭
ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিয়ূন

রংপুরের তথা উত্তরবঙ্গের অন্যতম বিনোদন কেন্দ্র #ভিন্ন_জগৎ এর মালিক এস এম কামাল রাজধানীর ইউনাইটেড হসপিটালে মৃত্যু বরণ করেন ।

আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসের উচু মকাম দান করুক আমিন।

কিছুক্ষণ আগে জনপ্রিয় কৌতুক অভিনেতা টাঙ্গাইলের আসান আলী ভাদাইমা, ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যু বরণ করেন। স্থানীয় চেয়...
22/05/2022

কিছুক্ষণ আগে জনপ্রিয় কৌতুক অভিনেতা টাঙ্গাইলের আসান আলী ভাদাইমা, ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যু বরণ করেন। স্থানীয় চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই বছর পর আগামী ২৫শে মে শুভ উদ্বোধন হতে যাচ্ছে মাসব্যাপী দিনাজপুর শিল্প ও বানিজ্য মেলা ❤️
21/05/2022

দুই বছর পর আগামী ২৫শে মে শুভ উদ্বোধন হতে যাচ্ছে মাসব্যাপী দিনাজপুর শিল্প ও বানিজ্য মেলা ❤️

20/05/2022
বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার!!!😳ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া মহল্লার শিশু পার্কের পাশেই একটি নতুন পাকা বাড়ির কাজ করার জ...
17/05/2022

বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার!!!😳
ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া মহল্লার শিশু পার্কের পাশেই একটি নতুন পাকা বাড়ির কাজ করার জন্য মাটির খোঁড়ার সময় বাক্স ভর্তি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ এর মেজো ছেলে আব্দুর রহমান ভাই গ্রে-ফ-তা-র হয়েছে।দোয়ার দরখাস্ত রইলো,,,,
17/05/2022

শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ এর মেজো ছেলে আব্দুর রহমান ভাই গ্রে-ফ-তা-র হয়েছে।
দোয়ার দরখাস্ত রইলো,,,,

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিপিকেট পরিক্ষার রুটিন,,,,,
17/05/2022

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিপিকেট পরিক্ষার
রুটিন,,,,,

বীরগঞ্জে ঝাড়বাড়ীতে ভুট্টা চোর সন্দেহে নজরুল (৩০) নামের একজন কে পিটিয়ে গুরুতর আহত করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কল...
16/05/2022

বীরগঞ্জে ঝাড়বাড়ীতে ভুট্টা চোর সন্দেহে নজরুল (৩০) নামের একজন কে পিটিয়ে গুরুতর আহত করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির কয়েক দিন পর আজ মারা যায়।

নিহতের স্বজনসহ একালাবাসী লাশ নিয়ে বিচারের দাবীতে ১ ঘন্টার বেশী সময় ধরে ঝাড়বাড়ি চৌরাস্তা অবরোধ করে।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রাঙালী পাড়ার হানিফের ছেলে মঞ্জুরুল কে গ্রেফতার করে।

মুলহোতা মঞ্জুরুলের বড় ভাই ইয়াছিন আলী পালিয়ে গেছে।

নিহতের ভাই একই এলাকার মৃত রফিকুলের ছেলে নুর ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মামলা নম্বর ১৪. তারিখ ১৬ মে'২০২২ বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সুব্রত কুমার সরকার ও মামলার তদন্তকারী অফিসার এস আই তাজুল ইসলাম। এলাকাবাসী দুষ্কৃতি এবং হত্যাকারীদের বিচার দাবী ও কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

চট্টগ্রামের লোহাগাড়ায় আসামীর দায়ের কোপে হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে এক পুলিশ সদস্যের।  আজ রোববার (১৫ মে) সকাল সাড়ে...
15/05/2022

চট্টগ্রামের লোহাগাড়ায় আসামীর দায়ের কোপে হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে এক পুলিশ সদস্যের।

আজ রোববার (১৫ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লালাখিল এলাকায় আসামী ধরতে গিয়ে এ হামলার ঘটনা ঘটে।

সন্ত্রাসী হামলায় দু'জন পুলিশ সদস্যসহ ৩জন গুরুতর আহত হয়। তন্মধ্যে দু'জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।হাত বিচ্ছিন্ন হওয়া পুলিশ সদস্যের নাম মোঃ জনি খান

২৫ জুন খুলে দেওয়া হবে বহুল-আলোচিত স্বপ্নের পদ্মা সেতু!জয় বাংলা জয় বঙ্গবন্ধু!!
15/05/2022

২৫ জুন খুলে দেওয়া হবে
বহুল-আলোচিত স্বপ্নের পদ্মা সেতু!
জয় বাংলা জয় বঙ্গবন্ধু!!

🙏🙏🙏বিয়ের তিন মাস পরে মেয়েকে অপহরন।  মেয়ে- রিপা অধিকারিপিতা- দিনেশ অধিকারি মেয়ের বয়স ২০ বছর। বাড়ি কালিকাপুর অধিকারিপাড়া, ...
15/05/2022

🙏🙏🙏
বিয়ের তিন মাস পরে মেয়েকে অপহরন।
মেয়ে- রিপা অধিকারি
পিতা- দিনেশ অধিকারি
মেয়ের বয়স ২০ বছর। বাড়ি কালিকাপুর অধিকারিপাড়া, রামডুবি, দিনাজপুর সদর, দিনাজপুর।বর্তমান চ্যায়ারমেনের ড্রাইভার আসামি শুকুর আলী মন্ডল (০১৭০৬৩৮০৮৫৪) মেয়েটিকে ১২/০৫/২০২২ ইং তারিখে অপহরণ করে, মেয়ের পরিবারের সবাই খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ জিডি ও মামলা করেন। এখনো পুলিশ মেয়েটিকে উদ্ধার করতে পারে নাই, তাই আপনারা সবাই মেয়েটাকে উদ্ধার কার্যে সহায়তা করুন।বাংলাদেশের সকল হিন্দু সংগঠনের প্রতি অনুরোধ করছি,
মেয়েটিকে উদ্ধার করার জন্য চেষ্টা করুন।
মেয়েটির কোনো সন্ধান পেলে ০১৭৫৭-৯৭৬০০৯ এই ফোন নম্বরে যোগাযোগ করুন।
বিস্তারিত জানতে কল করুন-
চিত্তরঞ্জন রায়।
+8801718603309

চিরিরবন্দরে হেলমেট না পরায় তিন ঘন্টায় ১৮ মটরসাইকেল আরোহীকে ৫৭ হাজার টাকা জরিমানা ১ হাজার টাকার হেলমেট অথবা৩ হাজার টাকা জ...
15/05/2022

চিরিরবন্দরে হেলমেট না পরায় তিন ঘন্টায় ১৮ মটরসাইকেল আরোহীকে ৫৭ হাজার টাকা জরিমানা

১ হাজার টাকার হেলমেট অথবা
৩ হাজার টাকা জরিমানা,,,

চিরিরবন্দরের প্রধান প্রধান পয়েন্টে প্রতিনিয়ই অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। আজকেও ঘুঘুরাতলী মোড়ে অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ এর নেতৃত্বে এ অভিযান শুরু হয় এবং হেলমেট বিহীন চালকদেরকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আসন্ন এএফসি এসিয়ান কাপ ২০২৩ বাছাইপর্ব ও ফিফা টায়ার-১ এ খেলার জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন নীলফামারীর আব...
15/05/2022

আসন্ন এএফসি এসিয়ান কাপ ২০২৩ বাছাইপর্ব ও ফিফা টায়ার-১ এ খেলার জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন নীলফামারীর আবু সাইদ।
Binnakuri news এর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইলো।

চিরিরবন্দরে পশু হাসপাতালের গেটের কাছে বাসা থেকে ভ্যান্টিব্যাগ সহ নগত টাকা চুরি করে পালিয়ে যাওয়ার সময় মহিলা চোর আটক।
11/05/2022

চিরিরবন্দরে পশু হাসপাতালের গেটের কাছে বাসা থেকে ভ্যান্টিব্যাগ সহ নগত টাকা চুরি করে পালিয়ে যাওয়ার সময় মহিলা চোর আটক।

বিন্নাকুড়ি  উচ্চ বিদ্যালয়,   চিরিরবন্দর, দিনাজপুর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর , সুরক্ষা  সেবা বিভাগ,স্বরাষ্ট্র মন্...
10/05/2022

বিন্নাকুড়ি উচ্চ বিদ্যালয়, চিরিরবন্দর, দিনাজপুর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর , সুরক্ষা সেবা বিভাগ,স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন এবং চলো যাই যুদ্ধে -মাদকের বিরুদ্ধে। মাদকের কুফল সম্পর্কে আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে আগত অতিথি বৃন্দ ও প্রধান শিক্ষক জনাব বাবু ক্ষিতিশ চন্দ্র রায়। সহকারী প্রধান শিক্ষক, আরো উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।

10/05/2022

ঘূর্ণিঝড় অশণি আঘাত হানছে না বাংলাদেশে।

একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। নাম মোছাঃ আরিফা বেগম,পিতা মোঃ হারুনর রশীদ। বাড়ি খানপুর,দিনাজপুর সদর।আইডি কার্ড টি বিন্য...
07/05/2022

একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।
নাম মোছাঃ আরিফা বেগম,
পিতা মোঃ হারুনর রশীদ।
বাড়ি খানপুর,দিনাজপুর সদর।
আইডি কার্ড টি বিন্যাকুড়ির আশপাশেই পাওয়া গেছে হয়তো
এইদিকের কারো আত্মিও।
কারো পরিচিত হলে
01756266761 (সাখাওয়াত হোসেন)

এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।

রংপুরের বলদিপুকুর বাসষ্টান্ড সংলগ্ন দুই বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ।
06/05/2022

রংপুরের বলদিপুকুর বাসষ্টান্ড সংলগ্ন দুই বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ।

06/05/2022

বিন্যাকুড়ি আশেপাশে বৃষ্টি হচ্ছে।

আপনার এলাকার কি খবর?

03/05/2022

পুরান বিন্যাকুড়ি ঈদগাহ মাঠ থেকে সরাসরি

দেশের আকাশে চাঁদ দেখা গেছে
02/05/2022

দেশের আকাশে চাঁদ দেখা গেছে

02/05/2022

আগামি কাল পুরান বিন্যাকুড়ি ঈদগাহ মাঠে নামাজ ৮.৩০ মিনিট

বিন্নাকুরী ফতুরডাঙ্গা মসজিদে  মাগরিবের নামাজের সময় এই লোকটি ভ্যান গাড়ি চুরি করে পালিয়ে যাওয়ার সময়  বিন্নাকুরীর বালিকা স্...
01/05/2022

বিন্নাকুরী ফতুরডাঙ্গা মসজিদে মাগরিবের নামাজের সময় এই লোকটি ভ্যান গাড়ি চুরি করে পালিয়ে যাওয়ার সময় বিন্নাকুরীর বালিকা স্কুলের এইখানে আটক করা হয়।

রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে । খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে । সাজবে সবায় নতুন পোশাক, ঈদ যেন স...
30/04/2022

রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে । খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে । সাজবে সবায় নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক । ঈদ মোবারক.........বিন্যাকুড়ি নিউজ এর প‍খ্য থেকে ঈদ শুভেচ্ছা.. ঈদ মোবারক

দিনাজপুর জেলার সাথে রংপুর সহ আশেপাশের জেলাগুলোর বাস যোগাযোগ বন্ধদিনাজপুরে অটোরিকশা চালক কর্তৃক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক...
21/04/2022

দিনাজপুর জেলার সাথে রংপুর সহ আশেপাশের জেলাগুলোর বাস যোগাযোগ বন্ধ

দিনাজপুরে অটোরিকশা চালক কর্তৃক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতাকে মারধরের প্রতিবাদে দিনাজপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। বুধবার রাত ১২টা থেকে মির্জাপুর বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় সড়কে আড়াআড়িভাবে বাস ও ট্রাক রেখে অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা।

দিনাজপুরে চিরির বন্দর টু পার্বতীপুর রাস্তা বেলতলিতে ট্রাকে ট্রাকে সংঘর্ষ
21/04/2022

দিনাজপুরে চিরির বন্দর টু পার্বতীপুর রাস্তা বেলতলিতে ট্রাকে ট্রাকে সংঘর্ষ

19/04/2022

বিন্যাকুরির আসে পাশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে

12/04/2022

বন্ধু তোর বারাত নিয়ে আমি যাব ।
কন্ঠশিল্পী :- আবু হায়দার লিটন চেয়ারম্যান, ৪নং ইসব পুর ইউনিয়ন পরিসদ,চিরির বন্দর,দিনাজপুর ।

10/04/2022

আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, নীলফামারী, সৈয়দপুরসহ রংপুর বিভাগের বেশকিছু স্থানে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাসসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি/শিলাবৃষ্টি হতে পারে।

কিছুক্ষণ আগে দিনাজপুর গাবুরা বাজারে ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে যাত্রী বাহী বাস উল্টে রাস্তার পার্শ্বে দোকানে ঢুকে নিহত...
10/04/2022

কিছুক্ষণ আগে দিনাজপুর গাবুরা বাজারে ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে যাত্রী বাহী বাস উল্টে রাস্তার পার্শ্বে দোকানে ঢুকে নিহত -১, আহত-১৫।

10/04/2022

বিন্যাকুরি আসে পাশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে

৪৫ দিনে চালক বিহীন বিমান তৈরিডানা মেলে আকাশে উড়ছে সবুজের স্বপ্নদিনাজপুরের ফুলবাড়ী উপজেলার প্রত্তন্ত্য গ্রামঞ্চলের দরিদ্র...
09/04/2022

৪৫ দিনে চালক বিহীন বিমান তৈরি
ডানা মেলে আকাশে উড়ছে সবুজের স্বপ্ন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার প্রত্তন্ত্য গ্রামঞ্চলের দরিদ্র ভ্যান চালকের ছেলে সদ্য এসএসসি পাশ করা ছাত্র সবুজ সরদার(১৮)। ছোট বেলা থেকেই তার স্বপ্ন প্লেন বানিয়ে আকাশে ওড়াবে। আজ তার স্বপ্ন পুরণ হয়েছে,সবুজ তার নিজেস্ব মেধা শক্তি কাজে লাগিয়ে তৈরি কেরেছে চালক বিহীন বিমান,সেই বিমান (ড্রোন) এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে,এবং সকলের নজর কেড়েছে। সেটি এখন দাপিয়ে বেড়াচ্ছে গ্রামের শুণ্য আকাশে। তার এই উদ্ভাবিত বিমান দেখতে প্রতিদিন ভীড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা শিশু কিশোর সহ নানা বয়সের উৎসুক জনতা।

বেলতলি হয়ে বিন্যাকুরি থেকে দেবিগন্জ রাস্তায় পুনরায় সংস্কার চলছে বিশ্ব রোড
09/04/2022

বেলতলি হয়ে বিন্যাকুরি থেকে দেবিগন্জ রাস্তায় পুনরায় সংস্কার চলছে বিশ্ব রোড

09/04/2022

এবার জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৩১০, সর্বনিম্ন ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

07/04/2022

আসন ঈদুল ফিতরে স্কুল-কলেজে ১৭ দিন ছুটি ঘোষণা করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগামী ২১ এপ্রিল থেকে ছুটি শুরু হতে পারে। যা শেষ হবে ৭ মে। আর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকবে ১৪ দিন। প্রাথমিকের এই ছুটি হবে ১৪ দিন।

জানতে চাইলে মাউশি মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ছুটি বাড়ানো হয়েছে। ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পর্যন্ত ক্লাস হবে। ফলে ১৭ দিন ছুটি কার্যকর হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ছে না জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম বলেছে, করোনা সংক্রমনের কারণে গত দুই বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল। এসময় আমাদের অনেক শিশু পিছিয়ে পড়েছে। যে যািই বলুক আগামী ২৩ এপ্রিল পর্যন্ত প্রাথমিকের ক্লাস হবে। সে হিসেবে এবার প্রাথমিকের ছুটি ১৪ দিন।এর আগে গত ৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন সশরীরে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৬ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হয়। এ আদেশ সংশোধন করে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম আগামী ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পুনর্নির্ধারণ করা হয়েছে।

Address

Binnakuri
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Binnakuri news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Binnakuri news:

Videos

Share