25/12/2024
২৫শে ডিসেম্বর বড়দিন পালন করা শিরক!
২৫শে ডিসেম্বর বড়দিন পালন/শুভেচ্ছা জানানো হারাম!
২৫শে ডিসেম্বর বড়দিন পালন/শুভেচ্ছা জানানো মানে হলো আল্লাহকে গালি দেওয়া [নাউজুবিল্লাহ]!
ইবনু ‘আব্বাস (রাদি.) হতে বর্ণিত, নবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, আল্লাহ তা‘আলা বলেন, “আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে। অথচ তার এ কাজ ঠিক নয়। আমাকে গালি দিয়েছে অথচ তার জন্য এটা ঠিক নয়। তার আমার প্রতি মিথ্যারোপ হল, সে বলে যে, আমি তাকে (মৃত্যুর) পূর্বের মত পুনরায় জীবিত করতে সক্ষম নই। আর আমাকে তার গালি দেয়া হল-তার এ কথা যে, আমার সন্তান আছে অথচ আমি স্ত্রী ও সন্তান গ্রহণ থেকে পবিত্র।”
[সহিহ বুখারী, হাদিস নং ৪৪৮২]
পরিচিতদের জানিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের উপর!
একজন বান্দাও যদি এই কর্মকাণ্ড থেকে তাওবা করে ফিরে আসেন/এসব করা থেকে বিরত থাকেন — সেটাই হবে আমাদের দাওয়াহ’র সফলতা ইনশাআল্লাহ!