ধরলার বাণী

ধরলার বাণী সমসাময়িক চিন্তাধারা ও বাস্তবতাকে নিয়ে পাশে আছি কাব্য, ছন্দ আর গল্প-কবিতায়।
facebook.com/dharalarbani/

23/10/2023

তোর মনেতে ছিল বন্ধু এত ছলনা...

23/10/2023

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরকে অসাম্প্রদায়িক বাংলাদেশের রোল মডেল হিসেবে দেখেন মন্দির কমিটির সভাপতি শ্রী বীরেন্দ্রনাথ রায়।

22/10/2023

পশ্চিম কুটিচন্দ্রখানা কদমতলা সার্বজনীন দুর্গা মন্দির থেকে সরাসরি...

17/10/2023

বলো স্বরূপ কোথায় আমার সাধের পেয়ারী...

16/10/2023

বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে সাতকাহন ফ্রেন্ডস্ ক্লাব বনাম স্পোর্টস কমিউনিটি ফুলবাড়ী'র প্রীতি ম্যাচ চলছে...

16/10/2023

আমার জীবন তুমি ফাঁকি দিয়া কই যাইবা রে...

11/10/2023

বাড়ির উঠানে মালটা গাছ, ফলনে মুগ্ধ সকলে...

09/10/2023

হৃদয় ছুঁয়ে যাওয়া একটি বাঁশির সুর...

06/10/2023

ভাব আছে যার গায়, দেখলে তারে চেনা যায়...

23/09/2023
09/09/2023

উপভোগ করুন পুরনো দিনের একটি মিউজিক...
পরিবেশনায়: মামা-ভাগিনা বিষহরি দল
বান্দেরকুড়া, কালীগঞ্জ, লালমনিরহাট।

🎷 কর্নেটে মকছেদ আলী,
🎷 ক্লাইনেটে ইমান আলী,
🎹 হারমোনিয়ামে বকুল অধিকারী এবং
🥁 ঢোলে ভানু লাল রায়।

আসমানী   --জসীম উদ্‌দীনআসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।বাড়ি তো নয় পাখির বাসা ভেন্ন...
09/09/2023

আসমানী
--জসীম উদ্‌দীন
আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে,
তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।
পেটটি ভরে পায় না খেতে, বুকের ক-খান হাড়,
সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার।
মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ-রাশি
থাপড়েতে নিবিয়ে দেছে দারুণ অভাব আসি।
পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস,
সোনালি তার গা বরণের করছে উপহাস।
ভোমর-কালো চোখ দুটিতে নাই কৌতুক-হাসি,
সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি।
বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হল তাই কেঁদে,
হয় নি সুযোগ লয় যে সে-সুর গানের সুরে বেঁধে।
আসমানীদের বাড়ির ধারে পদ্ম-পুকুর ভরে
ব্যাঙের ছানা শ্যাওলা-পানা কিল্-বিল্-বিল করে।
ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে,
সেই জলেতে রান্না-খাওয়া আসমানীদের চলে।
পেটটি তাহার দুলছে পিলেয়, নিতুই যে জ্বর তার,
বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর।

#সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বেওয়ারিশ মানসিক ভারসাম্যহীন (পাগলের) চুল-দাঁড়ি কেটে গোসল করে নতুন শার্ট প্যান্ট পড়িয়ে প্রশংসায় ...
25/08/2023

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বেওয়ারিশ মানসিক ভারসাম্যহীন (পাগলের) চুল-দাঁড়ি কেটে গোসল করে নতুন শার্ট প্যান্ট পড়িয়ে প্রশংসায় ভাসছেন স্থানীয়রা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় ফুলবাড়ী সদরের ব্র্যাক মোড়ে ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বেলালসহ কয়েক স্থানীয় মিলে একজন নরসুন্দরকে ডেকে বেওয়ারিশ মানসিক ভারসাম্যহীন এক পাগলের বড় বড় চুল-দাড়ি কাটান।

কি বুঝলেন 😎
25/08/2023

কি বুঝলেন 😎

16/08/2023

একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ...

মেঘলা আকাশে ভেসে উঠেছে রংধনুর সাত রঙ!
01/08/2023

মেঘলা আকাশে ভেসে উঠেছে রংধনুর সাত রঙ!

01/08/2023

বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার আট বছর পূর্ণ হয়ে নবম বর্ষে পদার্পণ করলো ১১১ টি সাবেক ছিটমহল।

24/07/2023

বালারহাট লালন একাডেমির অনুশীলন চলাকালীন একটি ভিডিও...

19/07/2023

বালারহাট লালন একাডেমি'র আয়োজনে গাইছেন হিরন্ময় রায় হিরন...

কুড়িগ্রামে বন্যার পানিতে ভেসে গেছে সাড়ে ছয়’শ পুকুরের মাছ
18/07/2023

কুড়িগ্রামে বন্যার পানিতে ভেসে গেছে সাড়ে ছয়’শ পুকুরের মাছ

কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর প...
19/06/2023

কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর পানি। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আশংকায় আতঙ্কি হয়ে পড়েছে চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের মানুষজন। নিম্নাঞ্চলের সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় দু:চিন্তায় পড়েছেন তারা।

23/05/2023

গন্তব্যে‌ ছুটে চলা...

রংপুরের বিখ্যাত ব্যক্তিত্বঃ- দেবী চৌধুরাণী যার ইতিহাস পুরো ভারতবর্ষে ক্ষ্যাতি অর্জন করেছে। ব্রিটিশ ভারতের ইতিহাসে ব্রিটি...
05/05/2023

রংপুরের বিখ্যাত ব্যক্তিত্বঃ- দেবী চৌধুরাণী
যার ইতিহাস পুরো ভারতবর্ষে ক্ষ্যাতি অর্জন করেছে।

ব্রিটিশ ভারতের ইতিহাসে ব্রিটিশবিরোধী আন্দোলনের সাথে যে কয়জন নারী জড়িত ছিলেন, দেবী চৌধুরাণী তাদের মধ্যে অন্যতম একজন। তার বাবার নাম ছিলো ব্রজ কিশোর চৌধুরী এবং মাতার নাম কাশীশ্বরী দেবী। দেবী চৌধুরাণী দাম্পত্য সঙ্গী ছিলেন মন্থনার জমিদার নারায়ণ চন্দ্র চৌধুরী। স্বামীর মৃত্যুর পর জমিদারির দায়িত্ব এসে পড়ে তার উপর। তিনি প্রজাদের খুব ভালোবাসতেন।

তার সময় রংপুর অঞ্চলের কালেক্টর হয়ে আসেন জনাথন গুডল্যাড এবং তার দেওয়ান নিযুক্ত হন দেবীসিংহ। দেওয়ান দেবীসিংহ ও তার কর্মচারী হয়ে রামের উপর রাজস্ব আদায়ের দায়িত্ব প্রদান করেন।রাজস্ব আদায়ে সময় তাদের অত্যাচারে কৃষক এমনকি জমিদাররাও অতিষ্ঠ হয়ে ওঠে। এছাড়াও সেই সময় ইংরেজ নীলকরদের অত্যাচার বেড়ে যায়, তারা জোরপূর্বক উর্বর জমিতে কৃষকদের নীলচাষ করতে বাধ্য করা শুরু করে।

তারই পরিপ্রেক্ষিতে দেবী চৌধুরাণী ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আর তার কারণে তিনি ব্রিটিশদের রোষানলে পড়ে। তাকে দমন করার জন্য মীর কাশিমের নেতৃত্বে একদল ইংরেজ সৈন্যবাহিনী পাঠায়। এ যুদ্ধে দেবী চৌধুরানীর সাথে রংপুরের নূর উদ্দিন বাকের মুহাম্মদ জং, ভবানী পাঠক এবং দিনাজপুর, রংপুর ও বগুড়া অঞ্চের শত শত কৃষক অংশ নেয়। ১৭৬০ সালে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে দেবী চৌধুরাণী জয়লাভ করে। যুদ্ধে ইংরেজ ক্যাপ্টেনসহ অনেকে নিহত হন এবং মীর কাশিম পিছু হটতে বাধ্য হন। দেবী চৌধুরাণীর যুদ্ধে জয়লাভের স্থানটি এখনও মানুষের কাছে "জয়পুর" নামে পরিচিত।

তার নামে রংপুরে দেবী চৌধুরাণী ডিগ্রী কলেজ, চৌধুরাণী রেলস্টেশন, চৌধুরাণী উচ্চ বিদ্যালয়, চৌধুরাণী বাজার রয়েছে। তার খননকৃত বিশাল চৌধুরাণী দিঘি, চন্ডিপুর দিঘি এবং মন্থনার রাজবাড়ি আজো টিকে আছে কালের সাক্ষী বহন করে। দেবী চৌধুরানী ক্ষণজন্মা এক জনহিতৈষী নারী ও তেজস্বী বিপ্লবী। তিনি তার জীবনেও যেমন আলোচিত প্রথমে সংসারী ছিলেন পরে সন্নাসী হিসেবে। তাকে নিয়ে করা উপন্যাস, গল্প, সিরিযাল, নাটক ও সিনেমা তৈরি হয়।

রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়ন পার হলে চন্ডীপুর বাজারে নাপাই চন্ডীর বৈশাখি মেলা হয়। এই স্থানটিতে ব্রিটিশবিরোধী আন্দোলনে যুদ্ধ করেন দেবী চৌধুরানী। চৌধুরানী বাজারটিও এলাকায় বেশ বড় বাজার হিসেবে পরিচিত। সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম রূপকার ও খ্যাতিমান নেত্রী দেবী চৌধুরানীর অবাধ বিচরণস্থল ছিল পীরগাছা। নওয়ার দেবীগঞ্জও তার স্মৃতির এলাকা। করতোয়া, তিস্তা, আত্রাই ও কুড়ুম নদীতে ঘেরা এখানকার ঘন বনাঞ্চলে ব্রিটিশদের সাথে তিনি কয়েক দফা যুদ্ধে অবতীর্ণ হয়ে বিজয়ী হন। তার স্মৃতি থেকেই এর নামকরণ হয় দেবীগঞ্জ।

১৭৮৩ সালে এপ্রিল মাসে পহেলা বৃহস্পতিবার (বর্তমান পীরগাছা উপজেলার চন্ডিপুর গ্রাম) লর্ড ওয়ারেন হেস্টিংস এর নেতৃত্বে একদল ইংরেজ বাহিনীর আধুনিক অস্ত্রের সাথে যুদ্ধ করে পরাজিত এবং নিহত হন। এই যুদ্ধে দেবী চৌধুরাণীর সাথে অন্নদানগরের জমিদারও নিহত হন। দেবী চৌধুরাণীর পরাজিত স্থানে বাংলা বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার মেলা বসে। যা "নাপাইচন্ডি" মেলা নামে পরিচিত।

05/05/2023

তপ্ত দুপুরে...

01/05/2023

“দুনিয়ার মজদুর এক হও,
বাঁচার জন্য লড়াই করো”
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত...

“দুনিয়ার মজদুর এক হও, বাঁচার জন্য লড়াই করো” মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে পতা...
01/05/2023

“দুনিয়ার মজদুর এক হও, বাঁচার জন্য লড়াই করো”
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, জাতীয় শ্রমিক লীগ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, বিদ্যুৎ শ্রমিক, ড্রাইভার শ্রমিক, মটর শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক সংগঠন শোভাযাত্রায় অংশ নেয়।

28/04/2023

কুড়িগ্রামের ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ি গ্রামে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা...

26/04/2023

ভাতিজার যখন বিয়ের গ্যারা ওঠে...

24/04/2023

গানে গানে জমে উঠুক রাতের আড্ডা...

20/04/2023

ফুলবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল...

13/04/2023

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউপি'র ০১ নং ওয়ার্ড মেম্বারের উদ্যোগে ইফতার মাহফিল...

27/03/2023

বাংলাদেশের রাজাকার এখনও সময় আছে বাংলাদেশ ছাড়, নইলে জেলখানা বরাবর! বরাবর! বরাবর...!
#বাবুল_পাগলা #ম্যাগনেট_পাগলা

27/03/2023

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাধীন এক মাদ্রাসায়,
HasenAli Welfare Foundation-HWF এর ইফতার বিতরণ।

10/03/2023

এক দুষ্ট লোক টাকা দেয়ার অভিনয় করে নাকে গুল ঢেলে দেয়ার পর হাতির মাথা ঘুরে গেছিল। পরে মাথা ঠান্ডা করার জন্য নিজেই শুড় দিয়ে পানি তুলে মাথায় ঢালছেন হাতিটি!

07/03/2023

গ্রামীণ জনপদের শিশুকাল 🥀🥀🥀

07/03/2023

একা একা গোসল করছে হাতিটি...

25/02/2023

সুধি,
মুক্তিযুদ্ধের চেতনায় গড়ি অসাম্প্রদায়িক বাংলাদেশ এই শ্লোগানকে ধারণ করে কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে

আলোচনা সভা,
সাংস্কৃতিক অনুষ্ঠান
ও নাটক

স্থান: ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, ফুলবাড়ী, কুড়িগ্রাম।
তারিখ: ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার, সময়: সন্ধ্যা ৭টা।

মুখ্য আলোচক: বিশিষ্ট রাজনীতিক ও শুভসংঘের উপদেষ্টা, একুশে পদকে ভূষিত কুড়িগ্রামের কৃতীসন্তান অ্যাডভোকেট এস.এম. আব্রাহাম লিংকন।

বাংলাদেশ বেতার ও টেলিভশনের শিল্পীদের সমন্বয়ে সংগীত পরিবেশন করবে লোকসংগীত একাডেমি, রাজারহাট, কুড়িগ্রাম।

এছাড়া মঞ্চস্থ হবে নাটক “তুই রাজাকার"
রচনা ও নির্দেশনা : আব্দুল খালেক ফারুক
পরিবেশনা: দিশারী সাংস্কৃতিক গোষ্ঠী,
কাঁঠালবাড়ী, কুড়িগ্রাম।

আপনারা সবান্ধবে আমন্ত্রিত।

19/02/2023

বারোমাসিয়া নদীতে জাল ফেলে মাছ ধরছেন জেলেরা

15/02/2023

বেলা শেষে যখন ঘরে ফেরার পালা...
লোকেশনঃ #ধরলা_নদী #ফুলবাড়ী_কুড়িগ্রাম।

10/02/2023

আজকের রাতের আড্ডায়, আমাদের সাথে যুক্ত হয়েছেন হারাধন দাদা...

Address

Kurigram-Lalmonirhat
Rangpur
5680

Alerts

Be the first to know and let us send you an email when ধরলার বাণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ধরলার বাণী:

Videos

Share

Category


Other Media in Rangpur

Show All

You may also like