Best Choice Academy

Best Choice Academy HSC ICT এর সঠিক দিকনির্দেশক

26/08/2023
আপনি রেডি তো?
26/08/2023

আপনি রেডি তো?

24/08/2023

ICT Booster class
X-OR Gate

দেখা হবে তো?
24/08/2023

দেখা হবে তো?

19/06/2023

08/06/2023

#জেগে ওঠো
তারুন্যের দল

24/03/2023

সংখ্যা পদ্ধতি-------_---_--_
ভেবে দেখো তো সংখ্যা ছাড়া এক পৃথিবীর কথা। ধরো তোমার কাছে দশটা কলম আছে, কিন্তু সংখ্যা ছাড়া সেটা কীভাবে প্রকাশ করবে? হয়তো বলবে তোমার কাছে কিছু কলম আছে বা অনেক কলম আছে, কিন্তু কয়টি কলম আছে সেটা বলতে পারবে না। আবার যদি বলতে চাও তোমার বাসা থেকে স্কুল কত দূরে, তখনও নির্দিষ্ট দূরত্ব না বুঝিয়ে বলতে হবে অনেক দূরে বা বেশি দূরে না। অর্থাৎ সংখ্যা ছাড়া বিশ্বে অনেক কিছুই নির্দিষ্ট ভাবে প্রকাশ করা সম্ভব না। কিন্তু কখনও কি ভেবে দেখেছো এই সংখ্যা আসলো কীভাবে? কারাই বা আজকের শূন্য থেকে নয় দশটি অংক নিয়ে আসলো? চলো জেনে নেই সেই ইতিহাস।

ইতিহাস

অনেক বছর আগের কথা, যখন পুরো পৃথিবীতে শিকার করে খাবার সংগ্রহ করা এবং বেঁচে থাকাটাই ছিল মূল বিষয়। তখন মানুষ শুধু শিকার করে নিয়ে আসতো, কয়টি শিকার করতো বা কত দূরে যেয়ে শিকার করতো, সেটা জানার কোনোই দরকার ছিল না। কিন্তু তারা একটা সমস্যার সম্মুখীন হলো। সমস্যা বাধলো যখন অন্য কাউকে সে শিকারের যোগ্য প্রাণির সংখ্যা বলতে গেলো। তারা তো সংখ্যা জানে না, কীভাবে বলবে! এই সমস্যার সমাধান হিসেবেই সংখ্যার সূত্রপাত। অনেকে মনে করেন হাতের আঙ্গুল দিয়েই প্রথমে তারা গণনা শুরু করেন। এভাবে তো আর দশের বেশি সংখ্যা চিন্তা করা সম্ভব না। এজন্য শুরু হলো ট্যালি করে বা দাগ দিয়ে গণনা করা। এক থেকে চারের জন্য চারটি দাগ দেওয়া হতো, আর পাঁচের জন্য কোনাকুনিভাবে একটি দাগ দিয়ে কেটে বোঝানো হতো। এভাবেই অনেক বড় সংখ্যা প্রকাশ করা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিলো। এরপর তারা চিন্তা করলো অনেকগুলো পাথর দিয়ে সংখ্যা বুঝাই। যদি পাথর বেশি হয় তখন বড় কোনো সংখ্যা বুঝাবে, আর পাথর কম হলে কোনো ছোট সংখ্যাকে নির্দেশ করবে। এভাবেও বড় সংখ্যা প্রকাশ করা সমস্যার হয়ে যাচ্ছিলো। এরপর আসে হায়ারোগ্লিফিক সংখ্যা যেখানে, বড় সংখ্যাগুলোকে বিভিন্ন চিহ্ন দিয়ে প্রকাশ করা শুরু হয়। এভাবে বড় সংখ্যা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা যেতো। কিন্তু সমস্যা বাধলো এতোগুলো চিহ্ন মনে রেখে তো আর সহজে সংখ্যার দুনিয়ায় ডুব দেওয়া যাবে না।

এবার আবির্ভাব হয় রোমান সংখ্যার যেখানে বড় বড় সংখ্যার জন্য একই অক্ষর বার বার ব্যবহার করা হতো। এভাবেও অনেক বড় সংখ্যাগুলো প্রকাশ করে অনেক কষ্টসাধ্য হয়ে পড়তো। যার সমাধান নিয়ে আসে ভারতীয় গণিতবিদরা। ভারতীয় গণিতবীদ আর্যভট্ট এসে শূন্য আবিষ্কার করে

24/03/2023

📜ইন্টারনেট কী ?
✅উঃ একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারের
যোগাযোগ কে নেটওয়ার্ক বলে। আর একটি নেটওয়ার্কের
সাথে এক বা একাধিক নেটওয়ার্কের যোগাযোগকে ইন্টারনেট
বলে।
📗 ওয়েব কী ?
✅উঃ ওয়েব হলো ইন্টারনেট ব্যবহার করার একটি পথ বা ইন্টারনেটের একটি অ্যাপ্লিকেশন।
📗 ওয়েব ডিজাইন কী?
✅উঃ একটি ওয়েবসাটের বাহ্যিক সৌন্দর্য নির্মান কৌশলই হচ্ছে ওয়েব ডিজাইন।
📗 ওয়েব কোন কোন প্রযুক্তির মাধ্যমে গঠিত ?
✅উঃ তিনটি নতুন প্রযুক্তির সমন্বয়ে ওয়েব গড়ে উঠেছে-
প্রথমঃ HTML (Hyper Text Markup Language) যা
দ্বারা ওয়েবপেজ লেখা হয়।
দ্বিতীয়ঃ HTTP (Hyper Text Transfer Protocol) যার
দ্বারা Web Server Computer Web Transfer বা
প্রেরনের কাজ সম্পন্ন করে।
তৃতীয়ঃ Web Browser যে প্রোগ্রাম ডেটা রিসিভ ও অনুবাদ করে।

24/03/2023

প্রশ্ন: NOR গেইট একটি সার্বজনীন গেইট – ব্যাখ্যা কর?

উত্তর: যে গেইট দিয়ে মৌলিক গেইটসহ (AND,OR,NOT) অন্যান্য সকল গেইট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে। NOR গেইট দ্বারা তিনটি মৌলিক গেইট বাস্তবায়ন করা যায়। আবার আমরা জানি তিনটি মৌলিক গেইট দ্বারা যেকোনো গেইট বাস্তবায়ন করা যায়। যেহেতু NOR গেইট দ্বারা তিনটি মৌলিক গেইটসহ (AND, OR, NOT ) অন্যান্য সকল গেইট বাস্তবায়ন করা যায় তাই NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।

24/03/2023

প্রশ্ন: NAND গেইট একটি সার্বজনীন গেইট – ব্যাখ্যা কর।

উত্তর: যে গেইট দিয়ে মৌলিক গেইটসহ (AND,OR,NOT) অন্যান্য সকল গেইট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে। NAND গেইট দ্বারা তিনটি মৌলিক গেইট বাস্তবায়ন করা যায়। আবার আমরা জানি তিনটি মৌলিক গেইট দ্বারা যেকোনো গেইট বাস্তবায়ন করা যায়। যেহেতু NAND গেইট দ্বারা তিনটি মৌলিক গেইটসহ (AND, OR, NOT ) অন্যান্য সকল গেইট বাস্তবায়ন করা যায় তাই NAND গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।

11/08/2022

আজকের আলোচ্য বিষয়ঃ
অগমেন্টেড রিয়েলিটি অগমেন্টেড রিয়েলিটি (এআর)

অগমেন্টেড রিয়েলিটি (অগমেন্টেড রিয়েলিটি) মূলত কোন বাস্তবতা নয়, বরং বাস্তব কিছুর সাথে আমাদের মস্তিষ্কের নিউরাল অনুভূতি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে দুটি ভিন্ন ঘটনাকে একত্রিত করার একটি উপায়। এই প্রযুক্তিটি কেবল বৈজ্ঞানিক কল্পকাহিনীকে সত্য করে তোলে না, তবে আমাদের অদেখা বিশ্ব দেখতেও সহায়তা করে। উদাহরণস্বরূপ, কেউ একটি চেয়ারে বসে তাদের চোখের উপর একটি মাথা মাউন্ট ডিসপ্লে একটি সিমুলেটেড সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন কিছু।

অন্যদিকে, ভার্চুয়াল রিয়েলিটির কী হবে? কেউ ঘরে বসে থাকে কিন্তু মনে হয় সে বাড়িতে নেই এবং অন্য জগতে চলে গেছে। কিন্তু অগমেন্টেড রিয়েলিটিতে কেউ ঘরে বসে থাকলে তার মনে হবে সে ঘরে বসে আছে, সে কোথাও যায়নি। কিন্তু আপনি এখানে যে ফুটেজটি দেখতে পাবেন তা দেখে মনে হচ্ছে এটি কারও বাড়ির ভিতরে ঘটছে। কল্পনা করুন আপনি AR এর মাধ্যমে একটি ডাইনোসরের ভিডিও দেখছেন, এখন আপনার মনে হবে ডাইনোসর ঠিক আপনার ঘরের ভিতরে বসে আছে। হয়তো ডাইনোসর আপনার বাড়ির দেয়াল ভেঙ্গে গেছে। অগমেন্টেড রিয়েলিটিতে আপনার মনে হবে না যে আপনি ভার্চুয়াল রিয়েলিটির মতো ডাইনোসরের পৃথিবী ছেড়ে চলে গেছেন, বরং আপনি অনুভব করবেন যে এই পৃথিবী আপনার বাড়িতে এসেছে।

07/06/2022

Number System:
----------------------------

Number System বা সংখ্যা পদ্ধতি কে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা যায়। তবে Basically কোন সংখ্যা লেখা, উপস্থাপন বা একই Number কে ভিন্ন উপায়ে / ভিন্ন ভাবে উপস্থাপ্ন করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। যেমনঃ

Number System এর প্রকারভেদঃ

Number System কে দুই ভাবে ভাগ করা যায়।

1. Positional Number System

2. Non-Positional Number System

আমরা এইখানে Positional Number System নিয়ে আলোচনা করব।

1. Positional Number System:

এই প্রকার Number System এর ক্ষত্রে কতগুলি চিহ্ন ও সংখ্যা ব্যবহৃত হয়। অনেকগুলি সংখ্যা পরপর একত্রিত হয়ে একটি সঠিক মানের সংখ্যা গঠন করে এবং প্রত্যেকটি সংখ্যার মান তার অবস্থানের ওপর নির্ভর করে। যেমন- 234 এই সংখ্যাটি 2,3 ও 4 দ্বারা গঠিত। এই সংখ্যাটিকে 324,432,342 ইত্যদি ভাবে লিখতে পারি। এতে সংখ্যাটির মানের পরিবর্তন হয়।
নাম্বার সিস্টেমে অঙ্কের অবস্থান পরিবর্তন করলেই সংখ্যাটির মানের পরিবর্তন হয় তাকে Positional Number System (পজিশনাল নাম্বার সিস্টেম) বলে।
বর্তমানে প্রায় সমস্ত গনার কাজে Positional Number System ব্যবহার করা হয়।
Positional Number System এ 4 ধরনের Number System রয়েছে।
1. Decimal Number System
2. Binary Number System
3. Hexadecimal Number System
4. Octal Number System

1. Decimal Number:
"Decimal" Word টি এসেছে Latin Word "decem" থেকে। এই Number System এর Base (ভিত্তি) b = 10। কারন এই Number System এ 10 টি Symbol (Number) রয়েছে। যদি আমরা 0 থেকে গননা শুরু করি তাহলে 0 - 9 পর্যন্ত 10 টি Number / Symbol রয়েছে।
Decimal Number System = {0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9}
যেমনঃ 598, 568, 12, 10, 110 E.T.C.

2. Binary Number System:
"Binary" Word টি এসেছে Latin Word "Bini" থেকে। এই Number System এর Base (ভিত্তি) b = 2। কারন এই Number System এ 2 টি Symbol (Number) রয়েছে। যদি আমরা 0 থেকে গননা শুরু করি তাহলে 0 And 1 কেবল 2 টি Number / Symbol রয়েছে।
Binary Number System = {0, 1}
যেমনঃ 101, 10, 1001, 110011 E.T.C.

3. Hexadecimal Number System:
"Hexadecimal" Word টি এসেছে Greek Word"hex" এবং Latin Word "decem" থেকে। এই Number System এর Base (ভিত্তি) b = 16। কারন এই Number System এ 16 টি Symbol (Number + Latter) রয়েছে। যদি আমরা 0 থেকে গননা শুরু করি তাহলে 0 and 9 পর্যন্ত 10 টি এবং Latter A থেকে F পর্যন্ত 6 টি মোট (10 + 6) = 16 টি Number / Symbol রয়েছে।
Binary Number System = {0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F}
যেমনঃ 12E, 2EC5, 59C, 559 E.T.C.

4. Octal Number System:
"Octal" Word টি এসেছে Latin Word "Octo" থেকে। এই Number System এর Base (ভিত্তি) b = 8। কারন এই Number System এ 8 টি Symbol (Number) রয়েছে। যদি আমরা 0 থেকে গননা শুরু করি তাহলে 0 - 7 পর্যন্ত 8 টি Number / Symbol রয়েছে।
Decimal Number System = {0, 1, 2, 3, 4, 5, 6, 7}
যেমনঃ 57, 66, 12, 10, 110 E.T.C.
এখন আপনাদের মনে একটা Question জাগতে পারে যে 4 টা Number System এর Example গুলা ত দেখতে একই রকম দেখা যায় আবার কোন কোন Example ত হুবুহু এক। যেমনঃ 101, 10, 110, এই গুলা 4 টি Number System এ ই আছে। এখন আমি বুঝব কিভাবে কোনটা কোন Number System এর Example।
Answer: আসলে এই জন্য ই Number এর সাথে এর Base লিখা Example লিখা হয়। যেমনঃ (101)2, (1001)10, (56)10, (567)8, (5966)10, (5966)16
Overview Of 4 Number System:
বিঃদ্রঃ পরবর্তী পোস্ট এর জন্য অপেক্ষা করুন
ধন্যবাদ

17/12/2021

# ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা প্রদর্শনের জন্য "সি" প্রোগ্রাম।


int main()
{
for(int i=1;i

22/11/2021

#২টি সংখ্যার বিয়োগফল নির্ণয়ের 'সি' প্রোগ্রাম নিম্নে দেয়া হলো।

int main()
{
int a,b,sub;
printf("Enter first number\n");
scanf("%d",&a);
printf("Enter second number\n");
scanf("%d",&b);
sub=a-b;
printf("The result is=%d",sub);

}
বিঃদ্রঃ printf() এবং scanf() দুইবার না দিয়ে একবার করেও দেয়া যাবে।
ex: scanf ("%d%d" &a, &b)

22/11/2021

#২টি সংখ্যার যোগফল নির্ণয়ের 'সি' প্রোগ্রাম দেয়া হলো।

int main()
{
int a,b,sum;
printf("Enter first number\n");
scanf("%d",&a);
printf("Enter second number\n");
scanf("%d",&b);
sum=a+b;
printf("The summation is=%d",sum);

}

Address

Rangpur

Telephone

+8801799050701

Website

Alerts

Be the first to know and let us send you an email when Best Choice Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Best Choice Academy:

Share

Category



You may also like