Ripon Khan

Ripon Khan আসসালামু আলাইকুম।
সুবহানাল্লাহ,আলহামদুলিল্লাহ।
আমার যে দিন মৃত্যুর সংবাদ শুনবে আমাকে ক্ষমা করে দিও🤲

সদা সত্য কথা বলবো,আল্লাহর দ্বীন কায়েম করব এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব।

21/12/2024

ব্যক্তিত্ব বজায় রাখবেন কিভাবে

14/12/2024

আক্ষরিক অর্থে বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল??

14/12/2024

ময়না এবং টাইগারকে নিয়ে লাইভে আসলাম

👉ডিপ্রেশন কি,,,!ডিপ্রেশন সত্যিই অদ্ভুত এক নাম যা বাহির থেকে দেখা যায়না,ধরা যায়না আবার হাজার পরিক্ষা নীরিক্ষা করেও এই ডিপ...
14/12/2024

👉ডিপ্রেশন কি,,,!

ডিপ্রেশন সত্যিই অদ্ভুত এক নাম যা বাহির থেকে দেখা যায়না,ধরা যায়না আবার হাজার পরিক্ষা নীরিক্ষা করেও এই ডিপ্রেশন কে বের করা যায় না। একটা ব্যাপার কি জানো বন্ধুরা এই জগতে প্রত্যেকেরই কোন না কোন সমস্যা আছে তারপরও আমরা মুচকি হাসি দিয়ে বলে থাকি ভালো আছি, কিন্তুু প্রকৃত সত্যিটা হলো পৃথিবীতে কেউ ভালো নেই প্রত্যেকেই কোন না কোন সমস্যায় আছে। জানো আমাদের ভালো থাকাটা হারিয়ে গেলেও আমাদের মিথ্যে অভিনয় করে ভালো থাকতে হয়।
কোন এক জায়গায় পড়েছিলাম কিংবা শুনে ছিলাম যে,
বুদ্ধিমান মানুষেরা কখনোই অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানই সবকিছু। অতীত কে মনে রেখে কষ্ট পায় বোকা মানুষগুলো। সত্যিই তো যেটা হয়ে গেছে সেটা ভুলে যাও,যেটা তোমার জীবনে হচ্ছে সেটা হতে দাও আর আগামীতে যা কিছুই হবে ইনশাআল্লাহ সবকিছুই তোমার ভালোর জন্যই হবে কারণ আল্লাহ কখনোই তার বান্দার অকল্যাণ চান না কল্যাণ ছাড়া....... ভালো থেকো সবাই

04/12/2024

জাতীয় সংগীত কে ব্যঙ্গ করায় আল্লামা তারেক মনোয়ারের বিরুদ্ধে মামলা

02/12/2024

নিচের ছবিটি নগ্ন। এটি বিখ্যাত চিত্রশিল্পী জাঁ লিওঁ জেরোমের একটি অসাধারণ চিত্রকর্ম। ১৮৯৬ সালে আঁকা এই ছবিটি ঊনিশ শতকের একটি লোককথার অনুপ্রেরণায় সৃষ্টি, যার শিরোনাম ছিল - "The Truth Coming Out of the Well"।

গল্পটি এমন—
একদিন সত্য আর মিথ্যার দেখা হলো। তারা কিছু বিষয়ে মীমাংসা করতে হাঁটতে হাঁটতে এসে পৌঁছাল একটি কুয়োর পাশে।
মিথ্যা বলল, "দেখো, কী স্বচ্ছ জল! চলো, এখানে স্নান করি।"

সত্য শুরুতে মিথ্যার কথা বিশ্বাস করেনি। নিজের চোখে পরীক্ষা করে দেখল, জল সত্যিই পরিষ্কার। তখন মিথ্যার প্রস্তাবে রাজি হয়ে সত্যও পোশাক খুলে স্নানে নেমে গেল।

কিন্তু স্নানের মাঝেই মিথ্যা কুয়ো থেকে উঠে এসে সত্যের পোশাক পরে পালিয়ে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পর সত্য মিথ্যাকে না দেখে কুয়ো থেকে উঠল। কিন্তু তখন দেখল মিথ্যা তার পোশাক নিয়ে পালিয়েছে। রাগে-ক্ষোভে নগ্ন অবস্থায় সত্য মিথ্যাকে খুঁজতে বের হলো।

কিন্তু নগ্ন সত্যকে দেখে সভ্য সমাজ তাকে ধিক্কার জানাতে শুরু করল। কেউ তাকে তেড়ে এলো, কেউ আবার অবজ্ঞার হাসি হেসে দূরে সরে গেল। সত্য অনেক চেষ্টা করেও মানুষের কাছে নিজের অবস্থান বোঝাতে পারল না। অপমান, দুঃখ আর রাগে সত্য ফিরে গেল সেই কুয়োয়।

তারপর থেকে সত্য আর কখনও প্রকাশ্যে আসেনি। এখন যে সত্যকে মানুষ দেখে, তা আসলে সত্যের পোশাক পরা মিথ্যা।

মিথ্যার কথা মিষ্টি হলেও, তার উদ্দেশ্য সবসময়ই প্রতারণা। মিথ্যা বিশ্বাসী মানুষদের সঙ্গে খেলা করে, তাদের বোকা বানায়। কিন্তু ভুলে যায়, ওপরে একজন সর্বশক্তিমান আছেন, যিনি সব দেখছেন। শরীরের শক্তি যতদিন থাকে, মিথ্যা তার খেলায় মত্ত থাকে। কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে যখন সত্য বুঝতে পারে, তখন সব শেষ হয়ে যায়।

মিথ্যা হয়তো সাময়িক জয়লাভ করতে পারে, কিন্তু সত্যের জয় অনিবার্য। সত্যের সঙ্গে থাকতে ধৈর্য ধারণ করতে জানতে হয়। কারণ, সত্যের আলোকময় দিন আসবেই।
https://youtu.be/WCk8YN2cneU?si=o74jHADt57mwltl4

29/11/2024
28/11/2024

👉মুফতি আমির হামজা আখেরি মোনাজাত 🤲
゚ #আখেরি #মোনাজাত

27/11/2024

সাধারণ মানুষকে ঋণ প্রদানের নামে ঢাকা শাহবাগে নিয়ে গিয়ে তত্ত্ববোধক সরকারে ভাবমূর্তি নষ্ট করার জন্য চক্রান্তের জাল বলছে কোন এক রাজনৈতিক সংগঠন।

25/11/2024

কোন কোন অবস্থায় রুকু করতে হবে সে সম্পর্কে বিস্তারিত বলেন মুফতি আমির হামজা

24/11/2024

পাঠানপাড়া হাই স্কুল মাঠ।
মুফতি আমির হামজা।
゚viralシ ゚

23/11/2024

ওয়াজ মাহফিলের কানেকশনের জন্য বিশেষ লাইভ

18/11/2024

🐘🦣বড় হাতি দিয়ে রাস্তায় চাঁদাবাজি করতেছেন 🦣🐘


゚viralシ




10/11/2024

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি কলকাতার সোনাগাছি বস্তিতে এক বেশ্যা মহিলার কাছে এসেছেন। ব্যক্তিটি জিঙ্গাসা করলেন নাম কি তোমার ?
মহিলাটি : কেন নাম দিয়ে ধুয়ে খাবেন,, স্বপ্না আমার নাম।
ব্যক্তিটি : বয়স কত ?
স্বপ্না : কেন বাবু, বয়স শুনলে ২০০ আরো বেশি দেবেন ?
ব্যক্তিটি : এমন ভাবে কথা বলছো কেন ?
স্বপ্না : ভালো ভাবে কথা বলার জন্য তো এক্সট্রা পয়সা দেননি বাবু !
ব্যক্তি : তা বলে এইভাবে কথা বলার জন্যও তো কম পয়সা নাওনি ?
স্বপ্না : বাবু, পয়সা তো শুধু শরীরের জন্যই, কেনোই বা সময় নষ্ট করছেন, শুরু করুন !
ব্যক্তি : সিগারেট খেতে পারি একটা ?
স্বপ্না : খান না, আমাকে জিজ্ঞেস করছেন কেন !
ব্যক্তি : না মানে, যদি সমস্যা থাকে .…
স্বপ্না : বাব্বা, পারি না গো পারিনা, ***তে এসে এতো ন্যাকামো আসে কিভাবে আপনার !
ব্যক্তি : এমন কেন বলছো ? সমস্যা তো থাকতেই পারে অনেকের সিগারেটে !
স্বপ্না : বাবু, সমস্যা তো প্রাণীর থাকে, আমরা তো জড়ো পদার্থ।
ব্যক্তি : একটু বেশিই বাজে বকছো, সমস্যা আছে কিনা তাই জিজ্ঞেস করলাম !
স্বপ্না : তবে রে, অনেকক্ষন ধরে বড্ডো ***চ্ছেন, এবার নিজের সমস্যা দূর করে বিদায় হন তো, শুরু করুন !
ব্যক্তি : হ্যাঁ ।
স্বপ্না : খুলবো ? না নিজেই খুলবেন ?
ব্যক্তি : হ্যাঁ ..না…হ্যাঁ আমিই..না…
স্বপ্না : ওহ বুঝেছি, সোনাগাছিতে প্রথমবার ?
ব্যক্তিটি : হ্যাঁ ।
স্বপ্না : কেনো ? গার্লফ্রেন্ড দেয়নি ?
ব্যক্তি : না না, গার্লফ্রেন্ড টালফ্রেন্ড নেই ।
স্বপ্না : এমন গা জ্বালানো পাবলিক হলে গার্লফ্রেন্ড হবেই বা কি করে !
ব্যক্তি : না না, আমি বিবাহিত !!
স্বপ্না : তো ? বউ কি রাতে ডিস্কো গেছে ? আর আপনি এলেন সোনাগাছি ? সত্যিই মাইরি, আপনারা বড়লোকরাই পারেন এমন নাটক ***তে !
ব্যক্তি : না না, আমি ওই জন্য আসিনি, বউ কে খুঁজতে এসেছি !
স্বপ্না : মানে ?
ব্যক্তি : হ্যাঁ, জানেন.... রাতে শপিং করে ফিরছিলাম দুজনেই, আমি আর আমার স্ত্রী উত্তরা , হঠাৎ ৪ জন এলো, আমাদের দুজনের মুখে রুমাল চেপে ধরলো, জ্ঞান ফিরলো যখন, পরদিন সকালে আমি স্থানীয় একটা হসপিটালে বেডে শুয়ে আছি , উত্তরা নেই, অনেক খুঁজেছি জানেন, কোথাও পাইনি
স্বপ্না : তা, হটাৎ আজ রাতে সোনাগাছিতে একরাতের জন্য বউ খুঁজতে এলেন বুঝি ?
ব্যক্তি : নাহঃ, বলছি, প্লিজ পুরোটা শুনুন, ওই রাতের ঘটনার ২৬ দিনের মাথায় মানে গতকাল স্ত্রীর ফোন আসে, শুধু বললো সোনাগাছিতে এসে আমাকে নিয়ে যেও, নাম আমার নিশা…. আমি কিছু বলার আগেই ফোন টা কেটে দিলো উত্তরা। বুঝতে পেরেছিলাম হয়তো ৫ সেকেন্ডের সুযোগটাই পেয়েছিলো আমাকে জানানোর জন্য। তারপর কাল থেকে যতবার ফোন করেছি ওই নম্বরে, ফোন লাগে নি আর.… তাই আমি খুঁজতে এসেছি উত্তরাকে !! জানি এতো বড় সোনাগাছিতে আমার স্ত্রীকে খোঁজা সম্ভব নয়, শুধু চাই তোমার মতো একজন বন্ধু যে আমার স্ত্রীকে খুঁজে বের করে দেবে এই নরক থেকে। প্লিজ তুমি খুঁজে দাও উত্তরাকে, যা লাগবে আমি তোমাকে দেবো !!
স্বপ্না : আমার কি লাগবে সে দাবি না হয় আপনাকে পরেই বলবো, তবে পারবেন নিজের স্ত্রীকে এখান থেকে ফিরিয়ে নিতে সব কিছু জেনেও ?
ব্যক্তি : কেনো পারবো না ? আমি তো বেশ্যা নিশাকে কিনতে আসিনি, স্ত্রী উত্তরা কে ফেরাতে এসেছি! তুমি তো কত দালাল, কত মাসি কে চেনো…. প্লিজ ফিরিয়ে দাও আমার উত্তরা কে !!
স্বপ্না : আচ্ছা, আপনার নম্বর টা দিয়ে যান, আমি আপনাকে জানাবো কথা দিলাম যত তাড়াতাড়ি সম্ভব।
(৩ দিন পর ব্যক্তিটিকে ফোন করে স্বপ্না)
স্বপ্না : শুনছেন ? নিশার খবর পেয়েছি.... আমার বিল্ডিঙের ডান দিকের ৩ নং বিল্ডিয়েই নিশা থাকে, এখানে নতুন তো তাই হাতে ফোন পায়না, আর হ্যাঁ, হয়তো কোনো বাবুর ফোন থেকেই আপনাকে সেদিন ৫ সেকেন্ডের জন্য ফোন করতে পেরেছিলো, নিয়ে যান আপনার নিশা কে !!
(সাথে পুলিশ নিয়ে গিয়েই ব্যক্তিটি উদ্ধার করলো নিশা ওরফে তার স্ত্রী উত্তরা কে এবং ফেরার পথে দেখা করতে যান ওই স্বপ্না নামক বেশ্যার সাথে)

ব্যক্তি : কি বলে ধন্যবাদ দেবো তোমায়, নিজেও জানিনা, এবার বলো তোমার কত টাকা লাগবে ?
স্বপ্না : টাকা লাগবে না, টাকার থেকেও অনেক বেশি কিছু আপনি আমাকে দিয়ে গেলেন বাবু !!
ব্যক্তি : মানে ? কি বলতে চাইছো ? কিছুই বুঝলাম না.…
স্বপ্না : জানেন বাবু ? আজ থেকে ৩ বছর আগে গ্রামেরই একটা ছেলে কে ভালোবেসে বিয়ে করেছিলাম, খুব ভালোবাসতাম !! বাবা মা মানে নি তাই পালিয়ে বিয়ে করেছিলাম…. জানেন বাবু ? বিয়ের ১৯ দিনের মাথায় আমাকে এই নরকে বিক্রি করে দিয়ে যায় ১৩ হাজার টাকায়..!! অনেকবার এখান থেকে পালিয়ে যাবার চান্স পেয়েছিলাম, কিন্তু কোথায় যাবো বলুন, বাবা-মার সামনে কোন মুখে দাঁড়াবো, রাস্তায় নামলেও তো সেই আমাকে ছিঁড়েই খাবে সমাজের বাবুরা রাতের অন্ধকারে , আর দিনের বেলায় খেপি সাজিয়ে রাখবে রেল স্টেশনের চাঁতালে..!! তার থেকে বরং এখানে দিব্যি খেতে বাঁচতে তো পারছি!! বিশ্বাস করুন বাবু, সেদিন থেকে কোনো পুরুষ কে মন থেকে সহ্য করতে পারি না, কোনো পুরুষ কে বিশ্বাস করতেও পারিনা, শুধু এটাই মনে হতো সব পুরুষ সমান…. ৩ দিন আগে আপনি আমার সেই ভুল ভাঙলেন। নতুন করে বিশ্বাস করতে শিখলাম, একটা পুরুষ যেমন তার স্ত্রীকে বিক্রি করতেও পারে সোনাগাছিতে, তেমন কোনো পুরুষ তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতেও পারে সোনাগাছি থেকে..!! গতর খাটিয়ে পয়সা তো ৩ বছরে অনেক রোজগার করেছি বাবু, তবে ৩ বছরে যে ভুল টা রোজ ভেবে এসেছি, সেই ভুল টা আপনি ৫ মিনিটেই ভেঙে দিলেন.. যেটা পয়সার থেকেও অনেক দামি..!! যান বাবু, ভালো থাকবেন আপনার উত্তরা কে নিয়ে..!! আর অনেক ধন্যবাদ এই সত্যিটা আমাকে বুঝিয়ে দিয়ে যাবার জন্য “সব পুরুষ সমান নয়”….. কেউ রেখে যায়, কেউ নিয়ে যায়….!! কেউ রাখতে আসে, কেউ ফেরাতে আসে….!!
সংগৃহীত
সত্য ঘটনা
https://youtu.be/5aqfHrbcO4A?si=_e0yqzuaoDFx9sQG

লেখাটা ভালো লাগলে,নির্দ্বিধায় লাইক,কমেন্ট এবং শেয়ার করুন! একটা লাইক তো আশা করতেই পারি। হাসতে থাকুন ভালোবাসতে থাকুন।আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। নিয়মিত নতুন গল্প পেতে দয়া করে আমার পেজটাকে ফলো করুন।❤️




#দৈনিক_শিক্ষাডটকম

10/11/2024

👉💯 উত্তরবঙ্গের সীমান্তবর্তী উপজেলা ডিমলা ব্রিজের এবং নদীর অপরূপ সৌন্দর্য ধারণের চেষ্টা

゚viralシ







07/11/2024

💯 সবাইকে না বললে কিছু ব্যক্তিকে দিন শেষে মানতে হয়,,,,🤘🤘🤘


゚viral ゚viral ゚viralシ ゚

05/11/2024

💯কি ভাবে ভিডিও ভাইরাল করা যার
তার অভিনব টিপস দিচ্ছি আমার ছোট ভাই
আল আমিন খান।
প্রয়োজনে তার সাথে যোগাযোগ করতে পারেন,,,

゚ ゚


Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Ripon Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ripon Khan:

Videos

Share