Freelancer Farid Ahmed

Freelancer Farid Ahmed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Freelancer Farid Ahmed, Digital creator, Sundarganj.

28/08/2024
16/07/2024

*কি সুন্দর উত্তর!*
দুই "জেনারেশন" এর মধ্যে তুলনা.......

একজন যুবক তার বাবাকে জিজ্ঞাসা করেছিল: "আপনারা আগে কীভাবে থাকতেন-
শীতাতপ নিয়ন্ত্রিত যানবাহন নেই
ওয়াইফাই নেই
কোন ইন্টারনেট নেই
কম্পিউটার নেই
অনলাইন শপিং নেই
টিভি নেই
মোবাইল ফোন নেই?
শপিং মল নেই
মাল্টিপ্লেক্স নেই"

তার বাবা উত্তর দিলেন:
"ঠিক যেমন তোমাদের প্রজন্ম আজকের
সাথে জীবনযাপন করে -

প্রার্থনা নেই
সমবেদনা নেই
সম্মান নেই
কোনো শ্রদ্ধাবোধ নেই
কোন চরিত্র নেই
লজ্জা নেই
বিনয় নেই
সময় পরিকল্পনা নেই
খেলাধুলা নেই
পড়া নেই"
আমরা যারা 1940-1980 সালের মধ্যে জন্মগ্রহণ করেছি তারাই ধন্য। আমাদের জীবন একটি জীবন্ত প্রমাণ:

👉 স্কুলের পর সন্ধ্যা পর্যন্ত খেলতাম। আমরা কখনো টিভি দেখিনি।
👉 আমরা প্রকৃত বন্ধুদের সাথে খেলতাম, ইন্টারনেট বন্ধুদের সাথে নয়।
👉 আমরা যদি কখনও তৃষ্ণার্ত অনুভব করি, আমরা বোতলের জল নয় কলের জল পান করি।
👉 আমরা কখনই অসুস্থ হইনি যদিও আমরা চার বন্ধুর সাথে একই গ্লাস জুস শেয়ার করতাম।
👉 আমাদের কখনই ওজন বাড়েনি যদিও আমরা প্রতিদিন প্রচুর ভাত খেতাম।
👉 খালি পায়ে ঘোরাঘুরি করেও আমাদের পায়ের কিছুই হয়নি।
👉 আমাদের মা ও বাবা কখনোই আমাদের সুস্থ রাখার জন্য কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করেননি।
👉 আমরা নিজেদের খেলনা তৈরি করতাম এবং সেগুলো দিয়ে খেলতাম।
👉 আমাদের বাবা-মা ধনী ছিলেন না। তারা আমাদের ভালবাসা দিয়েছেন, পার্থিব উপকরণ নয়।
👉 আমাদের কখনই সেলফোন, ডিভিডি, প্লে স্টেশন, এক্সবক্স, ভিডিও গেম, ব্যক্তিগত কম্পিউটার, ইন্টারনেট চ্যাট ছিল না - তবে আমাদের প্রকৃত বন্ধু ছিল।
👉 আমরা আমাদের বন্ধুদের বাড়িতে বিনা আমন্ত্রণে যেতাম এবং তাদের সাথে খাবার উপভোগ করেছি।
👉 আমরা হয়ত কালো এবং সাদা ফটোতে ছিলাম কিন্তু সেই ফটোগুলিতে রঙিন স্মৃতি খুঁজে পেতাম।
👉 আমরা একটি অনন্য এবং, সবচেয়ে বোধগম্য প্রজন্ম, কারণ *আমরা শেষ প্রজন্ম যারা তাদের পিতামাতার কথা শুনেছি*। আর *প্রথম প্রজন্ম যারা তাদের সন্তানদের কথা শুনতে হচ্ছে।*
আমরা একটি
♥️

ッ 𝓢𝓾𝓵𝓽𝓪𝓷 𝓐𝓱𝓪𝓶𝓮𝓭 𝓢𝓱𝓪𝔀𝓸𝓷 ッ

03/07/2024

সব সময় কাজে লাগে, তথ্যগুলো শেয়ার করে রাখুন।

১। Internet আবিষ্কৃত হয় 1969 সালে।
২। Email আবিষ্কৃত হয় 1971 সালে।
৩। Hotmail আবিষ্কৃত হয় 1996 সালে।
৪। Google আবিষ্কৃত হয় 1998 সালে।
৫। Facebook আবিষ্কৃত হয় 2004 সালে।
৬। Youtube আবিষ্কৃত হয় 2005 সালে।
৭। Twitter আবিষ্কৃত হয় 2006 সালে।
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৭০সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়
১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার
জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
১১। বাংলাদেশে 3g চালু হয় 14
OCTOBER,2012।
১২। বাংলাদেশে স্থাপিত প্রথম
কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয়
বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪
সালে।
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারের
ঝিলংজা-তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের
মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে
যুক্ত হয়।
১৪। বাংলাদেশর বিজ্ঞানীরা
প্রথমবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন
করেছেন মহিষের।
১৫। ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য
উন্মোচনে নেতৃত্ব দেন ড মাকসুদুল আলম।
১৬। ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম
ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার
নামঅসবর্ন-১।
১৭। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি
অবস্থিতযুক্তরাষ্ট্রের আটলান্টায়।
১৮। বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশতো‘‘ চালু
হয় ২৮ ফ্রেব্রু ২০১৩।
১৯। বাংলাদেশের ‘টেলিফোন শিল্প
সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী
প্রথম ল্যাপটপ --এর নামদোয়েল।
২০। জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু
করে ২১ ফ্রেব্রু:২০১৩।
২১। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন
‘‘পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩এপ্রিল,
২০১৩।
২২। বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট
‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June,2009, Banglalion।
২৩। বাংলাদেশে কবে , কোথায় সাইবার
ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।
২৪। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন
কোম্পানীর সিটিসেল ডিজিটাল, ১৯৯৩
সাল।
২৫। বাংলাদেশে প্রথম ডিজিটাল
টেলিফোন ব্যবস্থা চালূ হয় ৪ জানুয়ারী,
১৯৯০।
২৬। বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন
চালূ হয় ১৯৯২ সালে।
২৭। প্রথম ডিজিটার জেলা যশোর।
২৮। প্রথম ওয়াই ফাই নগর সিলেট।
২৯। সাইবার সিটি সিলেট।
৩০। প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ
মিঠাপুকুর ,রংপুর।
=> GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable
Format
=> BMP এর পূর্ণরূপ — Bitmap
=> JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert
Group
=> PNG এর পূর্ণরূপ — Portable Network
=> Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity
=> HT

19/06/2024

সন্তানের জন্য বাবার লেখা অসাধারন এক চিঠি।ভালো লাগলে আপনার সন্তানদেরও পড়তে দিন❤

প্রিয় সন্তান,,
আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি...

১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।

২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না।

৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।

জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো:

১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখোনা। কারন, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়েনা। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে - তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবোনা। ♦

২। জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবেনা। ♦

3. জীবন সংক্ষিপ্ত।
আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে। ♦

৪. ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবেনা, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।♦

৫. অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিলনা- এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করোনা কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।♦

৬. আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমার

🛑🛑বর্তমান দিনে কম্পিউটার ছাড়া আমাদের এক পা এগোনো খুব কঠিন হয়ে উঠেছে।আপনি কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে কম্পিউটার শিখতে ...
07/06/2024

🛑🛑বর্তমান দিনে কম্পিউটার ছাড়া আমাদের এক পা এগোনো খুব কঠিন হয়ে উঠেছে।আপনি কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে কম্পিউটার শিখতে ও চালাতে পারবেন সেই জন্য এই পোস্ট 🙏🙏

👉🏾Ctrl + A ফাইলের সব কিছু সিলেক্ট করা (All Select)

👉🏾Ctrl + B সিলেক্ট করা টেক্সটকে বোল্ড করা (Bold)

👉🏾Ctrl + C সিলেক্ট করা যে কোনো কিছু কপি করা (Copy)

👉🏾Ctrl + D ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা (Open Font preferences panel)

Ctrl + E সিলেক্ট করা টেক্সকে পৃষ্ঠার মাঝে নেওয়া (Center alignment)

👉🏾Ctrl + F কোনো শব্দ খোঁজা (Find Word)

👉🏾Ctrl + G নির্দিষ্ট পৃষ্ঠায় যাবার জন্য ব্যবহৃত হয় (Go to Command)

👉🏾Ctrl + H রিপ্লেস ডায়লগবক্স বের করা (Replace)

👉🏾Ctrl + I সিলেক্ট করা টেক্সকে ইটালিক/বাঁকা করা (Italic)

👉🏾Ctrl + J টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা (Justify)

👉🏾Ctrl + K হাইপারলিংক তৈরী করা (Hyperlink)

👉🏾Ctrl + L টেক্সট লেফট এলাইনমেন্ট করা (Left align)

👉🏾Ctrl + M টেক্সট ডান দিকে নেওয়া (Indent the paragraph to right)

👉🏾Ctrl + N নতুন ডকুমেন্ট ফাইল খোলা (New File)

👉🏾Ctrl + O পুরাতন বা সেভ করা ফাইল খোলা (File Open)

👉🏾Ctrl + P ডকুমেন্ট প্রিন্ট করা (Print)

👉🏾Ctrl + Q প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য (Remove paragraph formatting)

👉🏾Ctrl + R টেক্স পৃষ্ঠার/টেক্স বক্সের ডান দিকে নিতে (Right align)

👉🏾Ctrl + S নতুন/পুরাতন ফাইল সেভ করা (Save)

👉🏾Ctrl + T ইনডেন্ট পরিবর্তন করার জন্য/বাম দিকের দ্বিতীয় লাইন থেকে নির্দিষ্ট স্থান দূরে সরানো (Create a hanging indent)

👉🏾Ctrl + U টেক্সের নিচে আন্ডারলইন করা (Underline)

👉🏾Ctrl + V কপি করা যে কোনো কিছু পেষ্ট করা (Paste)

👉🏾Ctrl + W ফাইল বন্ধ করার জন্য (Close File)

👉🏾Ctrl + X ডকুমেন্ট থেকে কিছু কাট করার জন্য (Cut)

👉🏾Ctrl + Y রিপিট করার জন্য (Redo)

👉🏾Ctrl + Z পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা (Undo

🛑🛑🛑🛑🛑🛑🛑🛑

👉🏾F1 Key সাহায্যকারী কি হিসেবে ব্যবহৃত হয়। যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে (Help)

👉🏾Ctrl + F1 Key মাইক্রোসফট ওয়ার্ডের Ribbon (রিবন) অংশটি hide ও unhide করে

👉🏾Shift + F1 Key টেক্সট ফরম্যাট প্রদর্শন করে
(Review text formatting)

👉🏾F2 Key নির্বাচিত F

08/05/2024

১। কথা হজম করতে শিখুন, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে।

২। কখনো তর্কে জিততে যাবেননা, এটা সময়ের অপচয়।

৩। আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন। আপনার প্রতিপক্ষ যদি খুশি হয় , তাহলে আপনি একটু হাসুন।

৪। কখনো কখনো জিততে হলে হারতে হবে, আর আপনার আজকের এই হারই আপনার জন্য বড় জয় এনে দিবে।

৫। হারতে শিখুন, সব জায়গায় জিততে নেই। এটা বোকামি।

৬। কথায় কাজ হয় না। তাই কাজ শুরু করুন নিরবে, আপনার কাজই কথা বলবে।

৭। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন। নিজের প্রতি বিশ্বাস করুন। এটিই আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।

৮। আপনি অনেক কিছু পারেন। কি দরকার তা সবাইকে বলে বেড়ানোর। যার দরকার সে আপনাকে এমনিতেই খুঁজে বের করবে।

৯। চিতা বাঘ কখনো কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না। কুকুরকে জিততে দিন। আপনি চিতা বাঘ তা বুঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে আছেন।

১০। নিজের প্রয়োজনেই বোকাদের সঙ্গে তর্ক জরানো এড়িয়ে চলুন।

১১। বিনয়ী হতে শিখুন, বিনয়ী হতে পারলে আপনি বিশ্ব জয় করতে পারবেন।

স্ত্রীকে ভালোবেসে ৩৬৫ পুকুর খনন করলেন রাজা।ইতিহাসের পাতায় পাতায় বিভিন্ন ভালোবাসার কাহিনি গাঁথা রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ...
02/05/2024

স্ত্রীকে ভালোবেসে ৩৬৫ পুকুর খনন করলেন রাজা।

ইতিহাসের পাতায় পাতায় বিভিন্ন ভালোবাসার কাহিনি গাঁথা রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসা প্রকাশের পদ্ধতির ব্যাপক পরিবর্তন হয়েছে। শাহজাহান-মমতাজের ভালোবাসার কথা পৃথিবীর বুকে তাদের স্মৃতিচিহ্ন তাজমহল আজও তাদের ভালোবাসাকে অমর করে রেখেছে।
কথাগুলো রূপকথার গল্প মনে হলেও এমন ভালোবাসার নিদর্শন রেখেছেন কথিত পাল বংশের রাজা চান্দিলাল পাল। নিজ রানির সুস্থতার জন্য নওগাঁয় ৩৬৫টি পুকুর খনন করে রূপকথার জন্ম দিয়েছেন।
নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের চকচান্দিরা গ্রামের লোকমুখে প্রচলিত, অষ্টাদশ শতাব্দীতে রাজা চান্দিলাল পাল প্রথম রানিকে প্রাসাদে নিয়ে আসেন। কয়েক বছর পর প্রেমে পড়ে দ্বিতীয় রানিকেও নিয়ে আসেন। দ্বিতীয় রানিকে রাজা প্রচণ্ড ভালোবাসতেন। কিছুদিন পর রানি দুরারোগ্য রোগে আক্রান্ত হন।

রাজা চান্দিলাল রাজ্যের সব কবিরাজ-হাকিমকে ডেকেও কোনো সুফল পান না। পরে পাশের রাজ্যের এক দক্ষ হাকিমের খবর পান। তিনি দূত মারফত হাকিমকে নিজ রাজ্যে আসার জন্য আমন্ত্রণ জানান। হাকিম আসার পর রানির রোগ সম্পর্কে সব খুলে বলেন রাজা। শুনে হাকিম রাজাকে পরামর্শ দেন, ৩৬৫টি পুকুর খনন করে রানিকে প্রতিদিন একটি করে পুকুরে যদি গোসল করানো হয়, তাহলে রানি দুরারোগ্য থেকে মুক্তি পাবেন।

হাকিমের কথায় রাজা চিন্তায় পড়ে যান। এত অল্প সময়ে কীভাবে এত পুকুর খনন করবেন? স্ত্রী বলে কথা দ্রুত রাজ্যের সব প্রজাকে দিয়ে পুকুর খননের কাজ শুরু করেন। দিনে একটি পুকুর খনন করা শেষ হয় আর রানি সেখানে গোসল করেন। এক বছর পর রানি কঠিন দুরারোগ্য থেকে মুক্তি পান।

সরেজমিনে চকচান্দিরা গ্রামে গেলে দেখা যায়, ৩৬৫টির প্রতিটি পুকুরের পাড়ে বন বিভাগের সুবিশাল সবুজ বনায়ন। বনের গাছের ডালে বিভিন্ন পাখির কলরব শুনতে পাওয়া যায়। এ ছাড়া এর পাশে ১ হাজার ৫০০ হেক্টর জমিতে রয়েছে বন বিভাগের নিজস্ব সবুজ বনায়ন, যেটি ভ্রমণপিপাসুদের জন্য অনেক আকর্ষণীয়। তবে যাতায়াতব্যবস্থা ভালো হলে অনেক দর্শনার্থীর ভিড় জমবে বলে জানান এলাকাবাসী।

স্থানীয় ব্যক্তিরা জানান, তারা তাদের বাপ-দাদাদের কাছ থেকে শুনেছেন রাজা চান্দিপাল তার ছোট রানির সুস্থতার জন্য এখানে প্রায় দেড় কিলোমিটারজুড়ে ৩৬৫টি পুকুর খনন করেন। রানি সুস্থ হওয়ার পর দুই রানি পাশাপাশি প্রাসাদে বসবাস করতেন। দুই রানির গোসলের জন্য আলাদা দুটি পুকুর খনন করা ছিল, যে দুটি এখন ‘দুই সতিনের পুকুর’ নামে পরি

26/04/2024

Song Title : আসমানে যাইওনারে বন্ধু | Asmane Jaiona Re BondhuMovie : Omanush Holo ManushSinger : Pagol Hasan, Champa BanikMusic : Amit ChatterjeeLyricist : Pa...

১টি 3D লোগো ই পারে আপনার প্রতিষ্ঠানের ব্রান্ডিং কে ১০০% বাড়িয়ে দিতে। প্রফেশনাল লোগো  ডিজাইন এখন একদম এ অল্প মূল্যে।একটি ...
16/04/2024

১টি 3D লোগো ই পারে আপনার প্রতিষ্ঠানের ব্রান্ডিং কে ১০০% বাড়িয়ে দিতে।
প্রফেশনাল লোগো ডিজাইন এখন একদম এ অল্প মূল্যে।
একটি ভালোমানের লোগো কোম্পানির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমারা সকলেই জানি।
লোগোই সাধারনত একটি কোম্পানির পরিচয় বহন করে।
আপনার কোম্পানির লোগো, ব্যানার, পোস্টার ইত্যাদি গ্রাফিক্সের কাজ যত সুন্দর হবে আপনার কোম্পানির সেল (Sales) তত বেশি হবে
আমাদের রয়েছে দক্ষ ডিজাইনার।
যারা আপনার কোম্পানির প্রোডাক্ট অনুযায়ী আপনার সকল গ্রাফিক্সের কাজ করে দিবে ইনশাআল্লাহ।
লোগো হল কোন একটি নির্দিষ্ট কোম্পানির বা প্রতিষ্ঠানের সিম্বল বা প্রতীক যেটির মাধ্যমে সেই নির্দিষ্ট কোম্পানির পরিচয় বহন করে। একটি লোগোর মাধ্যমে আপনার কোম্পানী বা প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু আরো বৃদ্ধি করতে পারবেন।
আমাদের সার্ভিস সমূহঃ

★ লোগো ডিজাইন (3D প্রিমিয়াম কোয়ালিটি)
★ওয়েব ব্যানার, কভার ফটো, প্রোফাইল ফটো।
★ 2D মোশন ভিডিও কন্টেন্ট

যে ফাইলগুলিতে পাবেন JPG,PNG,PSD,PDF,AI,WORD


#লোগো




'ফ্রিল্যান্সিং'→ বর্তমান জেনারেশনের সবচেয়ে স্মার্ট ক্যারিয়ার।। যেটা কেউ পড়াশোনার পাশাপাশি করতেছে,কেউ চাকরির পাশাপাশি গড়ত...
15/04/2024

'ফ্রিল্যান্সিং'→ বর্তমান জেনারেশনের সবচেয়ে স্মার্ট ক্যারিয়ার।।
যেটা কেউ পড়াশোনার পাশাপাশি করতেছে,
কেউ চাকরির পাশাপাশি গড়তেছে।।

আগামী বিশ্বে নতুন জোয়ার আনবে এই ফ্রিল্যান্সিং-ই।।
তাই যারা পড়াশোনার পাশাপাশি বা চাকরির পাশাপাশি কোন কিছু করতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন

✅সফলতার মূল সূত্রসফলতা অর্জনের পথে নির্দিষ্ট ধাপগুলি গুরুত্বপূর্ণ। এই ধাপগুলির মধ্যে নির্দিষ্ট লক্ষ্য, সময়ের সঠিক ব্যবহ...
15/04/2024

✅সফলতার মূল সূত্র

সফলতা অর্জনের পথে নির্দিষ্ট ধাপগুলি গুরুত্বপূর্ণ। এই ধাপগুলির মধ্যে নির্দিষ্ট লক্ষ্য, সময়ের সঠিক ব্যবহার, এবং কঠোর পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি প্রধান উপায়ের মাধ্যমে আমরা প্রত্যেকেই আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি।

➡️**নির্দিষ্ট লক্ষ্য:** সফলতার প্রাপ্তির প্রথম ধাপ হলো নির্দিষ্ট লক্ষ্যের সেট করা। এটি আমাদের প্রাপ্তিশীল উদ্দীপনা এবং পরিশ্রমের নির্দেশিকা হিসেবে কাজ করে।

➡️**সময়ের সঠিক ব্যবহার:** সময় মূল্যবান সম্পদ। সফলতা অর্জনের জন্য আমাদের ব্যবহারের সময়টি ব্যাবহার করা জরুরি। এটি ব্যাপক পরিশ্রম এবং কাজের সুযোগ তৈরি করে।

➡️**কঠোর পরিশ্রম:** সফলতা কেন্দ্রিক হতে হলে কঠোর পরিশ্রম প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রম ও উদ্বুদ্ধতা ছাড়া সফলতা অর্জন অসম্ভব।

এই মূল সূত্রগুলির মাধ্যমে সফলতা অর্জনে সাহায্য পেতে সম্ভব। সঠিক লক্ষ্যের অগ্রগতির জন্য সঠিক ব্যবহার করা সময় এবং এটি প্রতিক্রিয়া পেতে কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুতি করতে সম্ভব।

Address

Sundarganj
5721

Telephone

+8801715972421

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Farid Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Farid Ahmed:

Videos

Share