Md Nazmul Sarker

  • Home
  • Md Nazmul Sarker

Md Nazmul Sarker Assalamu Alaikum. Plz! follow me get my Videos/Post everytime.Thank you

23/01/2025

হাসতে থাকুন পার্ট১

"বিয়ে আপনার, খরচ আমাদের" ইনশাআল্লাহ! - এবার আসছে রংপুরে!দেশের অন্য যে কোন জেলা থেকে বর-কনে রংপুর আসার জন্য যথারীতি এসি ব...
23/01/2025

"বিয়ে আপনার, খরচ আমাদের" ইনশাআল্লাহ! - এবার আসছে রংপুরে!

দেশের অন্য যে কোন জেলা থেকে বর-কনে রংপুর আসার জন্য যথারীতি এসি বাসের টিকেট থাকছে ফ্রি!!

সারা দেশে বহুল আলোচিত এবং প্রশংসিত আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ 'প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভ বিবাহ- ২য় পর্যায়" শিরোনামে এবার আসছে রংপুর বিভাগে!

দেনমোহরের বিশাল অঙ্ক ও যৌতুকের প্রথা সমাজে বহু পরিবারের জন্য বোঝা। ফাউন্ডেশন বিশ্বাস করে, সুন্নাহ অনুযায়ী সহজ বিয়ে অনেক বেশি সুখময় এবং সমাজে একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবে।

এখন দায়িত্ব আপনার।

কু-প্রথার বিরুদ্ধে শুধু কথা নয়, বাস্তব জীবনে তা প্রয়োগ করে ইতিহাস গড়ুন। যেভাবে ইতিহাস গড়েছেন চট্টগ্রামের প্রথম পর্যায়ের আয়োজনে।

সম্প্রতি ১৮ই জানুয়ারীর আয়োজনে দেশব্যাপী ৫৯৫ টি আবেদন জমা পড়েছিল। বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, গাইবান্ধা এবং সিলেটসহ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের মানুষ এই উদ্যোগে বিশেষ আগ্রহ দেখিয়েছেন। তবে দূরত্বের কারণে অনেকেই পারিবারিকভাবে অংশগ্রহণ করতে পারেননি।

তাই, আপনাদের ভালোবাসা ও চাহিদার কথা মাথায় রেখে আগামী ৮ই ফেব্রুয়ারি রংপুর বিভাগে আয়োজিত হচ্ছে এই বিশেষ অনুষ্ঠান।

বিয়ে আপনার, খরচ আমাদের, ইনশাআল্লাহ!

"যৌতুককে ঘৃণা করি, সহজলভ্যে মোহরানা আদায় করি" এই স্নোগানকে সামনে রেখে অনুষ্ঠিতব্য প্রোগ্রামে অংশ নিতে ইতোমধ্যে এসেছে বহু অনুরোধ।

এটি এমন একটি উদ্যোগ যেখানে বিয়ের সম্পূর্ণ খরচ বহন করবে ফাউন্ডেশন।

বিয়েতে যথারীতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় থাকছে:
১. বর-কনের জন্য বিয়ের পোশাক।
২. কনের সাজসজ্জার সকল সামগ্রী।
৩. বিবাহ রেজিস্ট্রির খরচ।
৪. প্রতিটা বর-কনের ১০০ জন অতিথির জন্য বিশেষ খাবারের আয়োজন।
৫. কমিউনিটি সেন্টার ভাড়া।
৬. প্রয়োজনে পরবর্তী কাউন্সিলিং সেবা।
৭.কক্সবাজার ফ্রি হানিমুন প্যাকেজ!!

শুভ বিয়ের 📅 তারিখ: ৮ই ফেব্রুয়ারী ২০২৫, শনিবার
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ২৫শে জানুয়ারী ২০২৫
নির্বাচিতদের জানিয়ে দেয়া হবে: ২৮শে জানুয়ারী ২০২৫

যে শর্তগুলো মানতে হবে:
১. যৌতুক নেওয়া যাবে না।
২. ধার্য্য দেনমোহর সম্পূর্ণ আদায় করে দিতে হবে।

রেজিস্ট্রেশনের লিংক : কমেন্টে

আপনার পরিচিত স্বল্প সামর্থ্যের বর-কনেকে এই সুযোগ নিতে উৎসাহিত করুন। উভয় পরিবারের সম্মতি সাপেক্ষে রেজিস্ট্রেশন করুন।

রেজিষ্ট্রেশন লিংক: কমেন্টে দেয়া হয়েছে।

আরো বেশী জানতে চাইলে বা উল্লেখিত ৭টা অফারের সবগুলো কিংবা যে কোন একটাতে স্পন্সর হতে চাইলে,

01841040543
01841040549
01841040544
(কল করার সময় সকাল ৯টা-রাত ৮টা)

বিয়ে হোক আনন্দদায়ক, নয় কোনো বোঝা!

"কন্যা দায়গ্রস্থ পিতা" শব্দটা বাংলার ইতিহাস থেকে মুছে দিতে এবং যৌতুক বিরোধী ও সহজলভ্যে মোহরানা আদায়ের এই আন্দোলনে সহযোদ্ধা হতে পোস্টটি শেয়ার, ম্যানশন, কমেন্টের মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে দিতে আসুন সবাই অংশগ্রহণ করি।

দুইজন মিলে নখ কেটে দিচ্ছে। আরেকজন পায়ের তলা পরিষ্কার করছে। কার? একজন কাস্টমারের। এই হল তথাকথিত নারী স্বাধীনতার বাস্তবতা।...
21/01/2025

দুইজন মিলে নখ কেটে দিচ্ছে। আরেকজন পায়ের তলা পরিষ্কার করছে। কার? একজন কাস্টমারের।

এই হল তথাকথিত নারী স্বাধীনতার বাস্তবতা। নিজের স্বামীর জন্য রান্না-বান্না করা, নিজের ঘর পরিষ্কার- পরিচ্ছন্ন করা ও নিজ সন্তানের লালন- পালন করাকে পরাধীনতা মনে করে। অথচ পর পুরুষের পায়ের তলা পরিষ্কার করা আর ময়লা, দুর্গন্ধময় নখ কেটে দেয়াকে নিজেদের স্বাধীনতা মনে করে।

বাস্তবতা হল- পশ্চিমাদের বানানো নারী স্বাধীনতা নিছক্ ধোঁকা ছাড়া কিছুই না। ঠিক মরীচিকার মতো; দূর থেকে দেখতে পানি জ্বলমল করছে মনে হলেও কাছে গেলে বিভীষিকাময় শুষ্ক মরুভূমির বালি ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না।
অথবা বলতে পারো- ঠিক মরুভূমির চোরা বালির মত। ভরসার মনে করে পা' দিবে তো অতল গহ্বরে হারিয়ে যাবে।
হ্যাঁ, তথাকথিত নারী স্বাধীনতার এটাই বাস্তবতা।
কালেক্টেড!

26/08/2024

পিলিজ😂

09/08/2024

কিছু পাতি নেতার বর্তমানের উত্তেজনা 😄

11/07/2024
14/06/2024

এইবার জায়গা মত মুতে দিছে😂😂.....

Nature ❤️❤️❤️
06/05/2024

Nature ❤️❤️❤️

friends 🥰🥰🥰
04/05/2024

friends 🥰🥰🥰

হিমছরিতে....
21/03/2024

হিমছরিতে....

On the way to Cox’s Bazar to Saint Martin....
11/02/2024

On the way to Cox’s Bazar to Saint Martin....

Fee amanillah
10/02/2024

Fee amanillah

Address


Alerts

Be the first to know and let us send you an email when Md Nazmul Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Nazmul Sarker:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share