Mehedi Hasan

Mehedi Hasan প্রেয়সীকে না বলা কিছু কথা না হয় অব্যক্তই থাকシ

09/11/2024

🥹

09/11/2024
05/10/2024

I want to give a huge shout-out to my top Stars sender..

Chuchie Taylor
Again Thanks apu 🥰

প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে..... যদি কোনো কার...
05/10/2024

প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে.....
যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ঐ বিরাট অংশটাও নিয়ে যাবে....তুমি হয়ে পড়বে শূণ্য জগতের বাসিন্দা.....

- হুমায়ূন আহমেদ

05/10/2024

মাগরিবের নামাজ চলাকালীন সামনের কারো ফোনে "হিন্দি/তেলেগু"টাইপের কোনো গান বেজে উঠলো।খুবই ডিস্টার্বিং এবং ইমাম সাহেবের তিলাওয়াতে সমস্যা হচ্ছিলো কিন্তু উনার রিং টোন বন্ধ করতেছেন না।কিছুক্ষন যাওয়ার পর হুট করে ফোন বন্ধ হওয়ার শব্দ শুনলাম।

নামাজ শেষে যা এক্সপেক্ট করতেছিলাম তাই...পুরো বৃদ্ধ আঙ্কেল সমাজ একযোগে ঝাপিয়ে পড়লো।উকি মেরে দেখলাম ১৮-২০ বছর বয়সী এক ছেলে।গায়ে গেঞ্জি,প্যান্ট খাচানো,হাতে ব্যাজ টাইপ কিছু একটা।একেবারে কাচুমাচু হয়ে আছে,দুয়া করার ভানে কিছুই শুনতেছে না মনে হচ্ছে।চেহারা দেখে অবশ্য বোঝা যাচ্ছে বেচারা বড্ড লজ্জা পাইছে,উপরের দিকে তাকাইতেও পারতেছে না।

ইমাম সাহেব দোয়া শেষ করলেন,মাইকটা নিলেন

"যদিও আমি নামাজের পর কিছু বলি না তবে এখন কিছু বলা জরুরী মনে করছি।কেউ যদি অনিচ্ছা ও অসতর্ক হয়ে কোনো ভুল করে ফেলে এবং এর দরুন লজ্জিত হয় তাকে কোনোভাবেই ভৎসর্না করা উচিত না।কারন সে লজ্জিত হয়েছে মানে সে ভুল সংশোধনের মেন্টালিটি রাখে।

কিন্তু এরপরও যদি কেউ মেজাজ দেখাতে গিয়ে পাব্লিক শেমিং করে,অপমান করে সমূহ সম্ভাবনা আছে এ ছেলেটা কামব্যাক করার শেষ আগ্রহটুকুও হারিয়ে ফেলবে।এই বয়সী একটা ছেলের লজ্জাবোধ আছে মানে তার শ্রেষ্ঠ সম্ভাবনাটাই জীবিত আছে।আমরা গলা টিপে তাকে হত্যা না করি।

যখন তার বয়সী আর দশটা ছেলেরা নামাজের সময়ে বাইরে ঘুরতেছে সে যে এই বৃদ্ধদের কাতারে নামাজের জন্য এসে দাড়িয়েছে এটা কি প্রমান করে না সে আল্লাহর কাছে অনেক প্রিয়!!!!!! "

ইমাম সাহেব ছেলেটাকে ঈশারায় ডাকলেন।দুইজনের মধ্যে কি জানি কথা হলো।দূর থেকে দেখলাম ছেলেটা ফিক করে হেসে দিয়েছে।

After ages I see a great Imam who remind me the prophetic time.How he had given tarbiyah his sahaba!

- Sabbir Hossain Sagor

Hoyto🥹
03/10/2024

Hoyto🥹

নির্জন রাত কেটে,,
কাক ডাকা এক ভোরের সূচনা ঘটে।।
তেমনি,,
মোর হৃদয়ে থাকা ধুলোর আস্তরণ কেটে যাবে,,
কোনো এক সপ্নকুমারীর আগমনে।।❣️❣️

~মেহেদী✍️

03/10/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

আর কোন সংলাপ নয়...
03/08/2024

আর কোন সংলাপ নয়...

03/08/2024

রাতারাতি একটা জেনারেশন কেমনে পাল্টে গেলো, তাইনা..?

প্রায় এক মাস থেকে কেউ মিমস শেয়ার দেয়না, কেউ গান বাজনা পোস্ট করেনা, কেউ খেলাধুলা নিয়ে ভাবেনা, প্রিয়জনের ছবি স্টোরি দেয়না, কেউ ছ্যাঁ'কা খাওয়া পোস্ট দেয়না, বিকেলে খেলতে যায়না, কেউ পড়তে বসে না, ঠিক মত ঘুমায় না!

সবার কেবল একটাই চিন্তা সেটা হলো ‘নিজের দেশের সংস্কার’ ❤️
©

03/07/2024

“ভোরবেলায় যা করা সম্পূর্ণ নিষিদ্ধ তা হচ্ছে অপরিচিত কারো সাথে কথা বলা। এইসময় কথা বলতে হবে শুধুমাত্র প্রিয়জনদের সাথে।”
—হুমায়ূন আহমেদ (আমার আপন আঁধার)

আপনি কইতে পারবেন?বই:বিষাদের আয়ু তিন প্রহর লেখক : সবুজ আহম্মদ মুরসালিন😊
02/07/2024

আপনি কইতে পারবেন?

বই:বিষাদের আয়ু তিন প্রহর

লেখক : সবুজ আহম্মদ মুরসালিন😊

28/06/2024

Mentione korun apnar bondhu k...🤲🤲🤲🤭

25/06/2024

তুমি হাসলে যেন হৃদয় মাঝে উপচে ওঠে ঢেউ,
তুমি স্নিগ্ধ সরল,ভীষণ কোমল ,আমার প্রিয় কেউ।

বই:চেনা সুর অচেনা রং

17/06/2024

Her Voice💫🔥

~~ মৃত্যু...এক মুঠো জীবনে এত চাহিদা কিসের আপনার ??চোখ বুঝলেই তো সব রেখে পদার্পন করতে হবে পরকালে.....যেথায় না থাকবে কোনো...
16/06/2024

~~ মৃত্যু...

এক মুঠো জীবনে এত চাহিদা কিসের আপনার ??

চোখ বুঝলেই তো সব রেখে পদার্পন করতে হবে পরকালে.....

যেথায় না থাকবে কোনো প্রাচুর্যে ভরা শহর বা বিলাস বহুল জীবন....

সেথায় পাবেন আপনার প্রত্যাহিক জীবনে দেয়া পরীক্ষার ফলাফল....

পরকালের কথা চিন্তা করুন .. রাসূল (সাঃ) এর আদর্শে জীবনযাপন করুন🥰
~মেহেদী✍️

তাকে দেখিনা আজ                                  বহুদিন,,,,,,,,,,,,,,,😇
07/06/2024

তাকে দেখিনা আজ

বহুদিন,,,,,,,,,,,,,,,😇

08/05/2024

" তুমি"

কখনো তুমি,,
অপরাহ্নের আকাশে ভেসে ওঠা এক ফালি মেঘ,,,
হয়তোবা একটুতেই বর্ষণের রূপ ধারণ করবে...
নয়তোবা কালো মেঘ হয়ে আছড়ে পড়বে ....

কখনো তুমি ,,
গোধূলী লগ্নে ধরা দেয়া ঐ পশ্চিমাকাশের লালিমা,,,
সময়ের প্রতি ক্ষনে ক্ষনে সৌন্দর্যের স্তবকে খচিত ...

কখনো তুমি,,
নিশীথ রাতের_গগনে উঁকি দেয়া এক খন্ড চাঁদ,,,,,
কখনো মেঘের আড়ালে থাকার ব্যার্থ চেষ্টা...

আবার কখনো ,
হাস্যজ্জ্বল ভাবে উদীপ্ত হওয়া পূর্ণীমার চাঁদ😍

("তুমি" এক কল্পমানবী)

~মেহেদী✍️

Address

Palashbari
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehedi Hasan:

Videos

Share