noleyanews24

noleyanews24 I am Reporter at Amar Songbad...

04/11/2023

গাইবান্ধার সাদুল্লাপুরে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃ #ত্যু । ঘটনাটি ঘটেছে ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর গ্রামের ধারাই চতরা বিলের কানিপাড়ায়।দুই শিশুর মৃ #ত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।
#পানিতেডুবেমৃত্যু #শিশুরমৃত্যু #সাদুল্লাপুর #গাইবান্ধা #ইদিলপুরইউনিয়ন

01/11/2023
গাইবান্ধায় বাঁধন প্রেসে চুরি, মেশিনম্যানসহ  গ্রেফতার ২ ।।  গাইবান্ধা জেলা পুলিশ সুপার  মহোদয় কামাল হোসেন  এর সার্বিক দিক...
12/10/2023

গাইবান্ধায় বাঁধন প্রেসে চুরি, মেশিনম্যানসহ গ্রেফতার ২ ।।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার মহোদয় কামাল হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় ও সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানার নেতৃত্বে, ওসি তদন্ত সেরাজুক হক সেরাজ ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মিজানু রহমান,পরামর্শক্রমে তথ্য প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে,
গাইবান্ধা শহরে বাঁধন প্রেস নামে একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায়, মেশিনম্যানসহ দুইজনকে গ্রেপ্তার এবং একইসঙ্গে চুরি হওয়া ৭০০ কেজি প্রেসের প্লেটও উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে গাইবান্ধা সদর থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন।

গ্রেফতারকৃতদের একজন বাঁধন প্রেসের মেশিনম্যান কাফিউজ্জামান রেজভী (২৮)। তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার জগন্নাথপুর বকুলতলা গ্রামের বাদশা মিয়ার ছেলে। অপরজন,একই উপজেলার কাজীপাড়া গ্রামের বাবলু হোসেনের ছেলে মো. রাশেদ (২৩)।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রেজভী ও রাশেদ রাতে চুরি করে ইজিবাইকে করে প্রেসের প্লেটগুলো রাশেদের বাড়িতে নিয়ে যায়। এ ঘটনার মামলা তদন্তে রেজভীকে সন্দেহ হলে বুধবার (১২ সেপ্টেম্বর) রাতে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাশেদকেও গ্রেপ্তার করা হয়। পরে রাশেদের বাড়ি থেকে পুরাতন ছাপানো ৭০০ কেজি প্রেসের প্লেট উদ্ধার করা হয়।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর রাতে বাঁধন প্রেসে চুরির ঘটনা ঘটে। সেদিন রাতে সবশেষ কাজের দায়িত্বে ছিলেন ম্যাশিনম্যান রেজভী। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন বাঁধন প্রেসের মালিক এম.এম মাহবুবে সোবাহানী।

প্রেস বিফ্রিংয়ে অন্যদের মধ্যে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক সেরাজ সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

10/10/2023

গাইবান্ধার সাদুল্লাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত সভা।

গাইবান্ধায় ১৯ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার গাইবান্ধা সদরে ১৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ...
10/10/2023

গাইবান্ধায় ১৯ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

গাইবান্ধা সদরে ১৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

১০ অক্টোবর মঙ্গলবার গাইবান্ধা সদর থানা পুলিশের আয়োজনে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন মোঃ ইবনে মিজান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতিময় গোপ বিপিএম,সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, পুলিশ পরিদর্শক সেরাজুল হক সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইবনে মিজান জানান, গোপন সংবাদে ভিক্তিতে সোমবার গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের নশরতপুরস্থ (ইন্দ্রারপাড়) জনৈক সালাম মুন্সির বাড়ির পূর্ব পাশে গাইবান্ধা- বোনারপাড়া সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে পুলিশ।এ সময় একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে সাদা পলিথিনে মোড়ানো ১৯ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার নুরুজ্জামানের ছেলে নয়ন (৪৫), আব্দুল কাদেরের ছেলে হাফিজুর রহমান (৩৮) ও মৃত মকবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৬)।

গাইবান্ধায় ১২০ টাকায় পুলিশের  কনস্টেবল পদে  চাকুরী পেলো ৯১ জন।গাইবান্ধায় পুলিশ সদস্য হিসাবে কনস্টেবল পদে ১২০ টাকায়  নিয়ো...
16/03/2023

গাইবান্ধায় ১২০ টাকায় পুলিশের কনস্টেবল পদে চাকুরী পেলো ৯১ জন।

গাইবান্ধায় পুলিশ সদস্য হিসাবে কনস্টেবল পদে ১২০ টাকায় নিয়োগ পেয়েছে ৯১ জন।তার মধ্যে ৭৭ জন পুরুষ ও ১৪ নারী রয়েছে।

জেলা পুলিশ সুপার কামাল হোসনের সততা স্বচ্ছতা ও জবাবদিহীতা কারণেই কোন প্রকার ঘুষ বানিজ্য ছাড়াই নিয়োগ পেয়েছে তারা।

১৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ লাইন্স চত্বরে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণার পর আবেগ আপ্লূত হয়ে পড়ে চুড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থী ও তাদের অভিভাবকগন।

চুড়ান্ত ভাবে নির্বাচিত নিয়োগ পাওয়া এসকল প্রাথীদের মধ্যে বেশীর ভাগেই দরিদ্র পরিবারের সন্তান।

তারা জানায়, আমরা সত্যিই আনন্দ অশ্রু আর ধরে রাখতে পারছি না কিভাবে সম্ভব হলো।এখনো নির্লোভ ব্যক্তি আছে। তার জলন্ত উদাহরণ গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন স্যার।তার কারণেই

মাত্র ১'শ ২০ টাকা খরচ করে চাকরি পাওয়া সৌভাগ্য হলো। আল্লাহ তার হায়াৎ দান করুণ। আমরাও ভাগ্যবান এমন একজন পুলিশ সুপার পেয়েছি।

এ নিয়োগ পরীক্ষায় ৮ হাজার প্রার্থী আবেদন করে। তার মধ্যে ৭'শ ৩৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয় ও উত্তীর্ণ ২'শ ২৭ জন প্রার্থী । মৌখিক পরীক্ষা শেষে ৯১ জন প্রার্থীকে চুড়ান্ত ভাবে নির্বাচিত করা হয়। তার মধ্যে ১৪ জন নারী ও ৭৭ জন পুরুষ প্রার্থী রয়েছে।

সাদুল্লাপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু।গাইবান্ধার সাদুল্লাপুরে ভুট্টার জমিতে গবাদিপশুর ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে দু  স...
16/03/2023

সাদুল্লাপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু।

গাইবান্ধার সাদুল্লাপুরে ভুট্টার জমিতে গবাদিপশুর ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে দু সন্তানের জননীর মৃত্যু হয়েছে।

সাপের কামড়ের পর ৪ দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

মৃত্যু গৃহবধূ ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আজাদুল ইসলামের স্ত্রী সাথী বেগম (৩০)।

পরিবারের সূত্র জানান,গত ১২ মার্চ সকাল সাড়ে দশটার দিকে বাড়ির পাশে গরুর ঘাস কাটার জন্য ভুট্টার জমিতে যায়।সেখানে আলগা মাটির ঢেলের নিজে থাকা সাপ তার হাতে কামড়ে (ছোবল) দেয়। তার আত্ম চিৎকারের এলাকাবাসীরা থাকে উদ্ধার করে ও স্হানীয় ওঝা'র নিকট নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুর ১২ টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ও তিনটার দিকে ডাক্তার জরুরি বিভাগে চিকিৎসা শুরু করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থার অবনতি হলে ১২ মার্চ বিকালে তাকে হাসপাতালের আই সি ইউ তে নেওয়া হয়। গত ৩ দিন আই সি ইউ তে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত (১৬ মার্চ)বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্হানীয় ইউপি সদস্য আবু তালেব মিয়া ও ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল কবির মিন্টু বলেন,লাশ রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে রয়েছে।

আইনী প্রক্রিয়া সম্পূর্ণ করে নিয়ে আশার চেষ্টা চলছে। মহিলার স্বামী গরীব মানুষ ও তাদের ৫ বছর ৭ বছরের দুটি ছেলে ও মেয়ে সন্তান রয়েছে।

22/12/2022

উদীয়মান বংশীবাদক (Antor mohnto)

#বাংলার সুর # banglar sur # gramin sur # vatiyali # antor mohonto #বালার ভাটিয়ালি গান # গ্রামীণ সুর # মনমাতানো সুর # রংপুরে ভাটিয়ালী সুর # উত্তরবঙ্গের চেনা সুর # রংপুরের গীত # বাংলার লোকসংগীত #

৩ যুগ পর স্বপ্ন পূরণ।
19/12/2022

৩ যুগ পর স্বপ্ন পূরণ।

23/11/2022

সাদুল্লাপুরের তিনটি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়।সাদুল্লাপুরের তিন ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮৬ জন প্রার্থী।

07/11/2022

মাদক সম্পর্কে যা বললেন, বিশিষ্ট আলোচকঃ
আবু ত্ব-হা মুহাম্মদ আদনান।

05/11/2022

মাননীয় প্রধানমন্ত্রীর পরিবাব সম্পর্কে যা বললেন

04/11/2022

কবর থেকে লাশ চুরি।

02/11/2022

যাত্রা পালা।

সত্যের সন্ধানে অবিচল। নিত্য নতুন সংবাদ বিনোদন পেতে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। # vairal videos@

Address

Rangpur

Telephone

+8801937891729

Website

Alerts

Be the first to know and let us send you an email when noleyanews24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to noleyanews24:

Videos

Share