Arafat Sarker

Arafat Sarker উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী সিদল যেমন পুষ্টি কেমন স্বাদ৷
(1)

৫৫১ পদে  #বাংলাদেশ_রেলওয়ে তে নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন_মাস্টার এবং সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-...
23/01/2024

৫৫১ পদে #বাংলাদেশ_রেলওয়ে তে নিয়োগ বিজ্ঞপ্তি।
বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন_মাস্টার এবং সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের নিয়োগ বিজ্ঞপ্তি।

Deadline: 18 Feb 2024

বাংলাদেশ পুলিশ কনস্টবল নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪আবেদন শুরু : ১৯-০১-২০২৪ খ্রি:আবেদন শেষ : ০৭-০২-২০২৪ খ্রি:আবেদন করার লিংক : 👇h...
22/01/2024

বাংলাদেশ পুলিশ কনস্টবল নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪
আবেদন শুরু : ১৯-০১-২০২৪ খ্রি:
আবেদন শেষ : ০৭-০২-২০২৪ খ্রি:

আবেদন করার লিংক : 👇
http://police.teletalk.com.bd/

21/01/2024

excellent !! she won all five rewards

পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪আবেদন করলে ইনবক্স।[বি:দ্র: সকল অনলাইনের আবেদন করা হয়।]
12/01/2024

পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪

আবেদন করলে ইনবক্স।

[বি:দ্র: সকল অনলাইনের আবেদন করা হয়।]

কুকুর ভোট দিতে গিয়েছে কিন্তু আনসার এর বাধা  😀😀😀
07/01/2024

কুকুর ভোট দিতে গিয়েছে কিন্তু আনসার এর বাধা 😀😀😀

05/01/2024

😜

30/12/2023
খুব সহজে দ্রুত সময়ে মুভি ডাউনলোড করার নতুন সাইট 😊
15/12/2023

খুব সহজে দ্রুত সময়ে মুভি ডাউনলোড করার নতুন সাইট 😊

Easy way to Download Movies Movie Link BD

09/12/2023

she just did it ! five out of five ! listen to the crowd ❤

শিক্ষিকার সঙ্গে প্রে'ম ভে'ঙে যাওয়ায় ছাত্রের আ'ত্ম'হ'ত্যা৷
09/12/2023

শিক্ষিকার সঙ্গে প্রে'ম ভে'ঙে যাওয়ায় ছাত্রের আ'ত্ম'হ'ত্যা৷

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন উনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও ...
09/12/2023

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন উনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তাঁকে বাঙ্গালী নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়।[১]। তার প্রকৃত নাম 'রোকেয়া খাতুন' এবং বৈবাহিকসূত্রে নাম 'রোকেয়া সাখাওয়াত হোসেন'।জন্মরোকেয়া জন্মগ্রহণ করেন ১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। তাঁর পিতা জহীরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের সম্ভ্রান্ত ভূস্বামী ছিলেন। তাঁর মাতা রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। রোকেয়ার দুই বোন করিমুননেসা ও হুমায়রা, আর তিন ভাই যাদের একজন শৈশবে মারা যায়।ব্যক্তিগত ও কর্মজীবনপ্রথম জীবনতৎকালীন মুসলিম সমাজব্যবস্থা অনুসারে রোকেয়া ও তাঁর বোনদের বাইরে পড়াশোনা করতে পাঠানো হয়নি, তাদেরকে ঘরে আরবী ও উর্দু শেখানো হয়। তবে রোকেয়ার বড় ভাই ইব্রাহীমসাবের আধুনিকমনস্ক ছিলেন। তিনি রোকেয়া ও করিমুননেসাকে ঘরেই গোপনে বাংলা ও ইংরেজি শেখান।যোগেন্দ্রনাথ গুপ্ত রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে বঙ্গের মহিলা কবি গ্রন্থে লিখেছেন,“ বঙ্গের মহিলা কবিদের মধ্যে মিসেস আর,এস, হোসায়েনের নাম স্মরণীয়। বাঙ্গালাদেশের মুসলমান-নারী-প্রগতির ইতিহাস-লেখক এই নামটিকে কখনো ভুলিতে পারিবেন না। রোকেয়ার জ্ঞানপিপাসা ছিল অসীম। গভীর রাত্রিতে সকলে ঘুমাইলে চুপি চুপি বিছানা ছাড়িয়া বালিকা মোমবাতির আলোকে জ্যেষ্ঠ ভ্রাতার কাছে ইংরাজী ও বাংলায় পাঠ গ্রহণ করিতেন। পদে পদে গঞ্জনা সহিয়াও এভাবে দিনের পর দিন তাঁহার শিক্ষার দ্রুত উন্নতি হইতে লাগিল। কতখানি আগ্রহ ও একাগ্রতা থাকিলে মানুষ শিক্ষার জন্য এরূপ কঠোর সাধনা করিতে পারে তাহা ভাবিবার বিষয়।সাহিত্যচর্চার সূচনা১৮৯৬ সালে ১৬ বছর বয়সে রোকেয়ার বিয়ে হয় ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে। বিয়ের পর তিনি 'বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন' নামে পরিচিত হন। তাঁর স্বামী মুক্তমনা মানুষ ছিলেন, রোকেয়াকে তিনি লেখালেখি করতে উৎসাহ দেন এবং একটি স্কুল তৈরির জন্য অর্থ আলাদা করে রাখেন। রোকেয়া সাহিত্যচর্চা শুরু করেন। ১৯০২ সালে পিপাসা নামে একটি বাংলা গল্পের মধ্য দিয়ে তিনি সাহিত্যজগতে পদার্পণ করেন।মুসলিম সমাজে নারীশিক্ষা বিস্তার১৯০৯ সালে সাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করেন। এর পাঁচ মাস পর রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে একটি মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করেন ভাগলপুরে। ১৯১০ সালে সম্পত্তি নিয়ে ঝামেলার ফলে স্কুল বন্ধ করে তিনি কলকাতায় চলে যান। এখানে ১৯১১ সালের ১৫ই মার্চ তিনি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল পুণরায় চালু করেন। প্রাথমিক অবস্থায় ছাত্রী ছিল ৮ জন।চার বছরের মধ্যে তা বেড়ে দাঁড়ায় ৮৪-তে। ১৯৩০ সালের মাঝে এটি হাই স্কুলে পরিণত হয়।সাংগঠনিক কর্মকান্ডস্কুল পরিচালনা ও সাহিত্যচর্চার পাশাপাশি জীবনের শেষ দিন পর্যন্ত রোকেয়া নিজেকে সাংগঠনিক ও সামাজিক কর্মকান্ডে ব্যস্ত রাখেন। ১৯১৬ সালে তিনি মুসলিম বাঙালি নারীদের সংগঠন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন। বিভিন্ন সভায় তাঁর বক্তব্য তুলে ধরেন। ১৯২৬ সালে কলকাতায় অনুষ্ঠিত বাংলার নারী শিক্ষা বিষয়ক সম্মেলনে সভাপতিত্ব করেন।রচনাতাঁর সবচেয়ে উল্লেখযোগ্য রচনা Sultana’s Dream। যার অনূদিত রূপের নাম সুলতানার স্বপ্ন। এটিকে বিশ্বের নারীবাদী সাহিত্যে একটি মাইলফলক ধরা হয়। তাঁর অন্যান্য গ্রন্থগুলি হলঃ পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর। তাঁর প্রবন্ধ, গল্প, উপন্যাসের মধ্য দিয়ে তিনি নারীশিক্ষার প্রয়োজনীয়তা আর লিঙ্গসমতার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। হাস্যরস আর ব্যঙ্গ-বিদ্রুপের সাহায্যে পিতৃতান্ত্রিক সমাজে নারীর অসম অবস্থান ফুটিয়ে তুলেছেন। তাঁর রচনা দিয়ে তিনি সামাজিক সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছেন, ধর্মের নামেনারীর প্রতি অবিচার রোধ করতে চেয়েছেন, শিক্ষা আর পছন্দানুযায়ী পেশা নির্বাচনের সুযোগ ছাড়া যে নারী মুক্তি আসবে না - তা বলেছেন।মৃত্যু১৯৩২ সালের ৯ই ডিসেম্বর বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন। সেসময় তিনি ‘নারীর অধিকার’ নামে একটি প্রবন্ধ লিখছিলেন।বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্ররোকেয়া সাখাওয়াত হোসেন স্মরণে বাংলাদেশ সরকার একটি গণউন্নয়নমূলক প্রতিষ্ঠান স্থাপন করেছেন। বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে পৈতৃক ভিটায় ৩ দশমিক ১৫ একর ভূমির ওপর নির্মিত হয়েছে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র। এতে অফিস ভবন, সর্বাধুনিক গেস্ট হাউজ, ৪ তলা ডরমেটরি ভবন, গবেষণা কক্ষ, লাইব্রেরিইত্যাদি রয়েছে। স্মৃতিকেন্দ্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সরকারের শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়।স্বীকৃতিবাংলাদেশের ৭ম বিভাগ হিসেবে রংপুর বিভাগের একমাত্র পুর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে 'রংপুর বিশ্ববিদ্যালয়'৮ অক্টোবর ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। অতঃপর ২০০৯ সালে 'নারী জাগরণের অগ্রদূত' হিসেবে তাঁর নামকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়টির নাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় করা হয়।এছাড়াও, মহিয়সী বাঙালি নারী হিসেবে বেগম রোকেয়ার অবদানকে চিরস্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসনের জন্য "রোকেয়া হল" নামকরণ করা হয়।

বিস্তারিত:-https://bn.wikipedia.org/wiki/রোকেয়া_সাখাওয়াত_হোসেন

স্ত্রীর কথা শুনে চলা পুরুষদের রোগের ঝুঁকি...
09/12/2023

স্ত্রীর কথা শুনে চলা পুরুষদের রোগের ঝুঁকি...

খুশির ঠেলায় ভুলে মিসটেক হয়ে গেছে গাইছ🤦‍♀️
08/12/2023

খুশির ঠেলায় ভুলে মিসটেক হয়ে গেছে গাইছ🤦‍♀️

আলহামদুলিল্লাহ❤️
07/12/2023

আলহামদুলিল্লাহ❤️

সারাদিন শুয়ে বসে খেয়ে খেয়ে🥹ভোটকা হওয়ার অপরাধে আমি গ্রেফতার🙂
05/12/2023

সারাদিন শুয়ে বসে খেয়ে খেয়ে🥹ভোটকা হওয়ার অপরাধে আমি গ্রেফতার🙂

মারা গেছেন সিআইডি'খ্যাত অভিনেতা ফ্রেডরিক্স
05/12/2023

মারা গেছেন সিআইডি'খ্যাত অভিনেতা ফ্রেডরিক্স

Address

Rangpur

Telephone

+8801791808968

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arafat Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arafat Sarker:

Videos

Share