Mahmud Antor

Mahmud Antor Alhamdulillah For Everything ❤️

12/10/2024

হে মুসলিম সতর্ক হও
রাসূল (সঃ) বলেছেন
শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মূর্তি পুজা করবে এবং কিছু লোক মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে।"
-সুনানে ইবনে মাজাহ (৩৯৫২)

খলিফাতুল মুসলিমিন উমর (রঃ) বলেন,
তোমরা মুশরিকদের (মূর্তি পুজাকারীদের) উৎসবের সময় সেখানে যেও না।

কেননা, তাদের উপর আল্লাহর গযব বর্ষিত হয়।"
-সুনানুল কুবরা, (বায়হাকীঃ ১৮২৮৮)

07/10/2024

তোমার বিপদের দিনে যে নিরপক্ষ অথবা চুপ থাকে তাকে কোনদিন বন্ধু ভেবোনা।
-হযরত আলী (রা:)

01/09/2024

আসল মাস্টারমাইন্ড ছিলেন মহান আল্লাহ তাআলা।

“তারা ষড়যন্ত্র করলো। আর আল্লাহ নিগূঢ় কৌশল অবলম্বন করলেন। নিশ্চই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কুশলী”।
[আলে-ইমরান: ৫৪]

Mizanur Rahman Azhari

22/05/2024

কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে
এবং কোন স্থানে তার মৃত্যু ঘটবে!

[সূরা: লোকমান-৩৪]

11/04/2024

মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো।🤍

(সূরাহ আল হিজর, ৯৯)

10/04/2024

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

29/03/2024

আবূ মিজলায (রহঃ) সূত্রে বর্ণিত।

তিনি বলেন, মু’আবিয়াহ (রাঃ) ইবনু যুবায়র ও ইবনু আমিরের নিকট আসলেন। ইবনু আমির দাঁড়িয়ে গেলেন, কিন্তু ইবনুয যুবায়র বসে রইলেন। মু’আবিয়াহ (রাঃ) ইবনু আমিরকে বললেন, বসো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে লোক নিজের জন্য অন্য লোকের দাঁড়িয়ে থাকাকে পছন্দ করে, সে যেন জাহান্নামে তার আসন নির্ধারণ করে নেয়।[1]

28/03/2024

জীবন মৃত্যু আল্লাহর হাতে।
কিন্তু আমরা কি প্রস্তুত সেই কঠিন সময়ের জন্য?

সারা জীবন নামাজ পড়লাম কিন্তু সঠিক হলোনা - আফসোস হবে শুধু।

তাই আসুন, সময় থাকতে - আল্লাহ তা’আলা যেমন নামাজ পছন্দ করেন, নিজেদের নামাজকে সেইভাবে শুদ্ধ করে নেই।❣️

26/03/2024

পুরাতন কাপড় দিয়ে ঈদ করা লজ্জার বিষয় না, লজ্জার বিষয় হচ্ছে রোজা না রেখে ঈদ করা!!🖤

24/03/2024

রাসুলুল্লাহ ﷺ বলেছেন!
যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তা'আলা তার উপর দশবার রহমত বষর্ন করবেন
(মুসলিম-৮৯৮)

23/03/2024

"তুমি কি কখনো এমন রাতের কথা চিন্তা করো নি,যার পরদিন সকালে মৃত্যু? নাকি মনে করো-তরুণরা অমর আর বৃদ্ধরা মরণশীল?

23/03/2024

বাবা কি বলেছেন, দাদা কি করেছেন,
সমাজ কি করছে সেটা ইসলাম না।

আল্লাহ তায়ালা কি বলেছেন,
রাসূল (ﷺ) কি করেছেন, সেটাই ইসলাম।

22/03/2024

আমি ইচ্ছে করলেই সবাইকে হেদায়েত দান করতে পারতাম কিন্তু আমার এ কথা অবশ্যই সত্য যে আমি নিশ্চই জ্বিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব!

[সূরা আস সাজদাহ্, আায়াত - ১৩]

09/02/2024

"যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে অবশ্যই আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব
(সূরা ইবরাহীম --০৭)

আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়।সহীহ বুখারী | ৩২১৫
04/02/2024

আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়।

সহীহ বুখারী | ৩২১৫

23/01/2024

মৃত ব্যক্তির নামে খাওয়ার অনুষ্ঠান করা যাবে কি ?

27/12/2023

Alhamdulillah For Everything ❤️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmud Antor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share