01/10/2023
আজ সময় টা খারাপ যাচ্ছে। ইনশাআল্লাহ একদিন আমার ও টাকা হবে। মা বাবা ভাই বোন ও আপন জন কেউ বলো। খারাপ সময়ে কেউ পাশে থাকে না।এটা ভেবে খারাপ লাগে। যে আমার খারাপ সময় টায় বুঝার মত কেউ কে পাইলাম না । হয়তো আমি কারো প্রিয় হতে পারলাম না। আমি তোমাদের আর বেশি দিন বিরক্ত করবো না। আমার মা বাবা ভাই বোন ও আপন জন সবাই ভালো থাকুক।পারলে আমাকে মন থেকে সবাই মাফ করে দিয়েন।