BD News

BD News METAPage

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল " সোনালী লাইফ ইন্স্যুরেন্স "বীমা খাতে অসামান্য অবদান রাখায় কমনওয়েলথ বিজনেস এক্...
30/07/2023

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল " সোনালী লাইফ ইন্স্যুরেন্স "

বীমা খাতে অসামান্য অবদান রাখায় কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছে চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর রাশেদ বিন আমান। কোম্পানি হিসেবে সোনালী লাইফ ৪টি এবং সিইও আলাদা ২টি পুরস্কার পেয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ এ পুরস্কার গ্রহণ করেন কোম্পানির সিইও মীর রাশেদ বিন আমান।

পুরস্কারের মধ্যে সোনালী লাইফ ১. ডোমেস্টিক লাইফ ইন্স্যুরেন্স ইন দ্যা ইয়ার, ২. ইন্স্যুরটেক ইনিশিয়েটিভ অফ দ্যা ইয়ার, ৩. ডিজিটাল ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অফ দ্য ইয়ার এবং ৪. বেস্ট কাস্টমার সার্ভিস ইনিশিয়েটিভ অফ দ্যা ইয়ার পুরস্কার পায়।

বীমা খাতে ডিজিটালাইজেশন এবং দক্ষ নেতৃত্ব দেওয়ায় মীর রাশেদ বীন আমানকে ১. দ্যা সিইও অব দ্যা ইয়ার এবং ২. দ্যা ইন্ডাস্ট্রি অ্যাম্বাসেডর অব দ্যা ইয়ার পুরস্কার দেওয়া হয়।

এর আগে সোনালী লাইফ সাউথ এশিয়া বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২-এ চারটি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করে। সেগুলো হলো- ১. বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ইন প্রাইভেট সেক্টর, ২. বেস্ট ইউজ অব আইটি অ্যান্ড টেকনোলজি ইন ইন্স্যুরেন্স সেক্টর, ৩. আউটস্ট্যান্ডিং ইয়ং লিডারশিপ এক্সিলেন্স ইন ইন্স্যুরেন্স সেক্টর এবং ৪. বেস্ট ইউজ অব মোবাইল টেকনোলজি ইন ইন্স্যুরেন্স সেক্টর।

২০১৩ সালের ১ আগস্ট যাত্রা শুরু করা সোনালী লাইফ ইন্স্যুরেন্স আগামী ১ আগস্ট ১০ বছরে পা দিচ্ছে। কোম্পানি সংশ্লিষ্টরা বলছেন, সোনালী লাইফের সিইও মীর রাশেদ বিন আমানের গতিশীল নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। এই অর্জন প্রতিষ্ঠার এক দশককে আরও সাফল্যমন্ডিত করবে।

আজকে রাতের আকাশের চাঁদ অনেক  সুন্দর 💗নিজের মোবাইল থেকে একটি করে চাঁদের ছবি তোলেন সবাই।
04/07/2023

আজকে রাতের আকাশের চাঁদ অনেক সুন্দর 💗
নিজের মোবাইল থেকে একটি করে চাঁদের ছবি তোলেন সবাই।

03/07/2023

Sea Fish, Golden fish,


Natura

03/07/2023
20/05/2023

দ'শের লাঠি একের বোঝা, Follow বাড়ানো একদম সোজা🔥🔥
–follow to follow –

10/05/2023
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭ টি ইউনিট,সাথে যুক্ত হয়েছে সেনাবাহিনী ও বিমানব...
04/04/2023

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭ টি ইউনিট,সাথে যুক্ত হয়েছে সেনাবাহিনী ও বিমানবাহিনী।
আল্লাহ সকলকে হেফাজত করুক আমিন

"যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত শহর "যুক্তরাষ্ট্রের মিসিসিপি ও আলাবামা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়। এতে অন্তত ২৬ জ...
26/03/2023

"যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত শহর "

যুক্তরাষ্ট্রের মিসিসিপি ও আলাবামা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়। এতে অন্তত ২৬ জন মারা গেছেন। এর মধ্যে রোলিং ফর্ক নামের শহরটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। সেখানকার রাস্তায় পড়ে রয়েছে ধ্বংসস্তূপের নানা চিহ্ন। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গত শুক্রবার রাতে আঘাত হানা এ ঘূর্ণিঝড়ের আঘাতে মিসিসিপি ও আলাবামার আরও বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিসিসিপি অঙ্গরাজ্যের সরকার জরুরি অবস্থা ঘোষণা করে বলেছে, জরুরি উদ্ধারকাজ চালু রয়েছে।

মিসিসিপির জরুরি পরিস্থিতি মোকাবিলাবিষয়ক সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সেবা বিভাগের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। কত মানুষ প্রাণ হারিয়েছেন, সেই হিসাব জানিয়ে টুইটারে এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, দুর্ভাগ্যবশত মৃতের সংখ্যাটা আরও বাড়তে পারে।

রোলিং ফর্ক শহরটির মেয়র এলড্রিজ ওয়াকার বলেছেন, ‘আমার শহরের পরিস্থিতি ভয়াবহ। আমরা ধ্বংসযজ্ঞ কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’ এই শহরেই আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

ঘটনার বর্ণনা দিয়ে রোলিং ফর্ক শহরের বাসিন্দা ফ্রান্সিসকো ম্যাকনাইট বলেন, তিনি বাথটাবে আশ্রয় নিয়েছিলে। তিনি ভাগ্যবান বলে বেঁচে গেছেন। শহরটির জনসংখ্যা মাত্র দুই হাজার। এর মধ্যে এক-পঞ্চমাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে। সেখানে এক ডজনের বেশি ভবন ঝড়ে ভেঙে গেছে। যে ঘরগুলো কাঠের কাঠামো দিয়ে তৈরি করা ছিল, সেগুলো টুকরা টুকরা হয়ে গেছে।

ঘূর্ণিঝড় আঘাত হানে মধ্যরাতে। অনেকেই এ সময় ঘুমিয়ে ছিলেন। এই ঘূর্ণিঝড় স্থায়ী হয় মাত্র ৫ থেকে ১০ মিনিট। ঝড়ের পর ওই এলাকায় অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন তিনি।

" বাংলাদেশের কেউ এমন সেঞ্চুরি করেনি "রসিকতা করে কেউ কেউ বলতে পারেন, আয়ারল্যান্ড দল তো মন খারাপ করবে। মাঠে ৫০ ওভার খেটে ম...
21/03/2023

" বাংলাদেশের কেউ এমন সেঞ্চুরি করেনি "

রসিকতা করে কেউ কেউ বলতে পারেন, আয়ারল্যান্ড দল তো মন খারাপ করবে। মাঠে ৫০ ওভার খেটে মরার পর ব্যাটিং না পেলে তো এমনই লাগার কথা!

বেরসিক বৃষ্টি আয়ারল্যান্ডের ইনিংস শুরু হতে দেয়নি। তার আগে ৬ উইকেটে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ স্কোর (৩৪৯) দেখেছেন সবাই। লিটনের ৭০, নাজমুল হোসেনের ৭৩ আর মুশফিকুর রহিমের অপরাজিত ১০০ চোখে মায়াঞ্জন মেখেছে। আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নামার সুযোগ পেলে একটু ভেজা ভেজা কন্ডিশনে ইবাদত–হাসান মাহমুদদের সামর্থ্যটা হয়তো টের পাওয়া যেত। বোলাররা সে সুযোগ না পাওয়ায় লিটন দাসের একটু কি মন খারাপ?

না, সংবাদ সম্মেলনে আসা লিটনকে দেখে তা বোঝা গেল না। বৃষ্টির ওপর তো কারও হাত নেই। লিটন সে কথাই বললেন, ‘ম্যাচ হলে অবশ্যই ভালো লাগত। কিন্তু এটিতে (বৃষ্টি) তো নিয়ন্ত্রণ নেই।’

সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিমের ইনিংসের প্রসঙ্গ আগেভাগেই উঠল। ২ ছক্কা ও ১৪ চারে ৬০ বলে তাঁর অপরাজিত ১০০ রানের ইনিংসটি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। মুশফিকের এমন বিধ্বংসী রূপ আগে কখনো দেখা গেছে?

লিটন আরেকটু গভীরে তাকানোর চেষ্টা করলেন। দলের ইনিংসে শেষ দিকে এমন সেঞ্চুরিকেই বড় করে দেখছেন বাংলাদেশের ওপেনার, ‘সত্যি কথা বলতে, আমি যত দিন খেলছি, বাংলাদেশের কেউই শেষের দিকে এমন ১০০ করেনি। দলের কাউকে করতে দেখলে খুবই ভালো লাগে। সিনিয়ররা করলে আরও ভালো লাগে।’

মুশফিকের প্রশংসা থামাননি লিটন। প্রথম ম্যাচের উদাহরণও টানলেন, ‘শুধু আজকের ইনিংস নয়, শেষ ম্যাচের ইনিংসটি দেখেন। অসাধারণ খেলেছেন। রানটা হয়তো বেশি না, ৪০ বা এর বেশি ছিল একটু। ওটা কিন্তু বড় পার্থক্য গড়ে দেয় ৩০০-এর ওপর করতে। আজকের ইনিংসটা তো একেবারেই আলাদা।’

এই সিলেটেই মুশফিক আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২৬ বলে ৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন। বাংলাদেশের ৮ উইকেটে ৩৩৮ রানের রেকর্ড গড়তে তা বড় অবদান রেখেছিলেন। আজ সেই মুশফিকের ইনিংসেই প্রথম ম্যাচের রেকর্ড ভেঙে সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ।

মুশফিকের বিধ্বংসী সেঞ্চুরি আর রান উৎসবের পর বৃষ্টিতে ভেসে গেল জয়ের আশা ।মুশফিকুর রহিম এতটা বিনোদন উপহার দিলেন, প্রকৃতির ...
20/03/2023

মুশফিকের বিধ্বংসী সেঞ্চুরি আর রান উৎসবের পর বৃষ্টিতে ভেসে গেল জয়ের আশা ।

মুশফিকুর রহিম এতটা বিনোদন উপহার দিলেন, প্রকৃতির বুঝি মনে হলো, একদিনের জন্য যথেষ্ট হয়েছে! আইরিশ বোলিং তুলাধুনা করে রেকর্ড গড়া সেঞ্চুরির উদযান করে মুশফিক ড্রেসিং রুমে ফিরলেন, বাংলাদেশের ইনিংস শেষ হলো। একটু পরই শুরু হলো সিলেটের আকাশের কান্না। শুরুতে টিপটিপ, এরপর প্রবল বর্ষণ। আয়ার‌ল্যান্ড আর ব্যাটিংয়েই নামতে পারল না।

মুশফিকের বিধ্বংসী সেঞ্চুরিতে বাংলাদেশ ছাড়িয়ে গেল আগের ম্যাচেই গড়া সর্বোচ্চ রানের রেকর্ড। লিটন কুমার দাস রানে ফিরলেন, নাজমুল হোসেন শান্তও রান পেলেন। অভিষেকের মুগ্ধতার রেশকে বাড়িয়ে নিলেন তৌহিদ হৃদয়। কিন্তু জয় ধরা দিল না প্রকৃতির বৈরিতায়। দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত, সিরিজ জয় তোলা শেষ ম্যাচের জন্য।

আগের ম্যাচে ৩৩৮ রান তুলে ১৮৩ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। এবার রান পৌঁছে গেল নতুন উচ্চতায়। ৫০ ওভারে ৩৪৯।

18/03/2023

পুলিশের মামলায় মাহিয়া মাহি গ্রেপ্তার ।

পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকারকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই মামলার আসামি তাঁর স্বামী রকিব সরকার পলাতক আছেন।

দুপুর ১২টার দিকে মাহিয়া মাহির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। তিনি বলেন, আজ সকালে চিত্রনায়িকা মাহিয়া মাহি সৌদি আরব থেকে দেশের ফিরলে বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই ফ্লাইটে তাঁর স্বামীর দেশে আসার কথা থাকলেও তিনি পালিয়ে থাকার জন্য সৌদি আরবে রয়ে গেছেন।

Address

Rangpur
5431

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD News:

Videos

Share



You may also like