Foto twist

Foto twist EVERY MOMENT CONTUS

01919477543

29/12/2024

যতবারই আমি তোমাকে দেখি ততবারই নতুন করে ভালোবেসে ফেলি।😊🌸

এই ছবিতে একটি নদীর উপর সেতু দেখা যাচ্ছে, যেখানে সূর্যাস্ত বা সূর্যোদয়ের নরম আলো আকাশ ও পানির মধ্যে সুন্দর রঙের প্রতিফলন ...
23/12/2024

এই ছবিতে একটি নদীর উপর সেতু দেখা যাচ্ছে, যেখানে সূর্যাস্ত বা সূর্যোদয়ের নরম আলো আকাশ ও পানির মধ্যে সুন্দর রঙের প্রতিফলন তৈরি করেছে। দৃশ্যটি শান্তিপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি চমৎকার উদাহরণ।

এটাই হলো ফটোগ্রাফার 😊
21/12/2024

এটাই হলো ফটোগ্রাফার 😊

উপদেষ্টা  জনাব এ এফ হাসান আরিফ স্যার পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন!🥺🥹
21/12/2024

উপদেষ্টা জনাব এ এফ হাসান আরিফ স্যার পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন!
🥺🥹

21/12/2024

অপেক্ষা সুন্দর তবে অনিশ্চিত অপেক্ষা মূল্যহীন!🤍🌸

19/12/2024

একটা ক্যাপশন লিখে যাও..!!🌸😊

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির ভর্তির লটারির ফলাফলের তালিকায় এক বালকের নাম এসেছে। বিষয়টি ফে...
18/12/2024

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির ভর্তির লটারির ফলাফলের তালিকায় এক বালকের নাম এসেছে। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে নানা আলোচনা-সমালোচনা করছেন শিক্ষক-শিক্ষার্থীসহ সচেতন মহল।

এমন ঘটনা ঘটেছে গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তির লটারির তালিকায়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) লটারির তালিকার একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এদিন রাত সাড়ে ১১টার দিকে নজরে আসে।

গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের ভর্তির লটারির প্রথম ফলাফলের ওই তালিকায় দেখা যায়, প্রভাতি শাখার নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার ৩০তম স্থানে ‘মোস্তাফিজুর রহমান’ নামে এক বালকের নাম এসেছে। একই তালিকায় ওই বালকের বাবার নাম রেজাউল মিয়া ও মায়ের নাম রুবি বেগম উল্লেখ করা।

সাধারণত বালিকা বিদ্যালয়ে কেবলমাত্র মেয়েদের ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু বালিকা বিদ্যালয়ের লটারির ভর্তি তালিকায় একজন ছেলের নাম কিভাবে এলো তা নিয়ে জেলায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অস্বাভাবিক এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে কর্তৃপক্ষের অবহেলা বলছেন, আবার কেউ মনে করছেন ভর্তির তালিকা তৈরির সফটওয়্যার বা প্রক্রিয়ায় গলদ থাকতে পারে।

এ ব্যাপারে এই তালিকায় থাকা শিক্ষার্থীর নামের বিপরীতে দেওয়া অভিভাবকের নাম্বার একাধিকবার কল করেও কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, এটি কোনো কারিগরি ত্রুটি বা ভুলের কারণে হতে পারে এবং বিস্তারিত জানতে প্রধান শিক্ষক কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার কথা রয়েছে।

গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের কোনো দায় নেই। এটা আবেদনকারীর বিষয়। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে অপেক্ষামান তালিকা থেকে একজন বালিকাকে নেওয়া হবে। ২০২০-২১ সালের দিকে এরকম একটি ঘটনা ঘটেছিল। ধারণা করা হচ্ছে আবেদনকারী আবেদন করার সময় বিদ্যালয় নির্বাচনে ভুল করেছিল।

প্রায় পৌনে ৩ ঘন্টা সেসনা ১৭২ ( CESNA 172) বিমান চালিয়ে আমেরিকার আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকেন পাইলট ফাহিম চৌধুরী ❤️🇧🇩 ...
17/12/2024

প্রায় পৌনে ৩ ঘন্টা সেসনা ১৭২ ( CESNA 172) বিমান চালিয়ে আমেরিকার আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকেন পাইলট ফাহিম চৌধুরী ❤️🇧🇩

16/12/2024

😍🥀

Foto Twist  পেইজ থেকে সবাই  মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🥰
15/12/2024

Foto Twist পেইজ থেকে সবাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🥰

15/12/2024

Fiha Islam

15/12/2024

গোলাপঁ ফুলঁ 😍🥀🌹 Borno'S Short

Address

Rangpur
5450

Telephone

+8801919477543

Website

Alerts

Be the first to know and let us send you an email when Foto twist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Foto twist:

Videos

Share