![সাকিব নেই তো বিপিএল এর কি দরকার আমারনব্বই-দশক বা তার পরবর্তী জেনারেশনের ছেলেরা শাহরুখ খান কিংবা সালমান শাহ হতে চাইতো।কিন...](https://img4.medioq.com/712/954/589692467129547.jpg)
30/12/2024
সাকিব নেই তো বিপিএল এর কি দরকার আমার
নব্বই-দশক বা তার পরবর্তী জেনারেশনের ছেলেরা শাহরুখ খান কিংবা সালমান শাহ হতে চাইতো।
কিন্তু, যখন ক্রিকেটের ময়দানে একজন সাকিব আল হাসান আসলেন তখন গোটা একটা জেনারেশন সাকিব আল হাসান হওয়ার স্বপ্ন বুনা শুরু করলো!
ভাঙ্গা দেশ থেকে যখন একজন সাকিব আল হাসান বিশ্বসেরা হয়েছে তখন সবার স্বপ্নের দৈর্ঘ্যটা বেড়ে গেছে। সবাই নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হয়েছে।
সময় ফুরিয়ে এসেছে বাংলার ম্যারাডোনার। গোটা একটা জেনারেশনকে ব্যাট-বলে মুগ্ধতা ছড়ানো সাকিবের শেষ ইচ্ছা দেশের মাটিতে খেলতে চান তার শেষ টেস্ট ম্যাচ!
যদি দেশের মাটিতে এসে বিদায়ী ম্যাচ খেলতে নাও পারেন, তবুও আমি বিশ্বাস করি একদিন আপনার দেশে ফেরাটা হবে নবাবীয় ভাবেই।
আমি সবসময় আপনাকে অনেক উঁচুতে রাখি...