পীরগঞ্জ প্রতিদিন Pirganj Protidin

পীরগঞ্জ প্রতিদিন Pirganj Protidin কারো তাবেদারি করে না * আংশিক নয় পুরো সত্য * সত্য প্রকাশে আপোসহীন।
(1)

11/04/2024

পীরগঞ্জে ইমাম বদল করাকে কেন্দ্র করে ঈদগাঁহে মা/ রা/ মা/ রি :

ঈদের জামায়াতের ইমাম বদল করাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শাটিয়া ঈদগাঁহ মাঠে দুই পক্ষের মধ্যে মা/ রা/ মা/ রি হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আ/ হ/ ত হয়েছে। আ/ হ/ ত/ দের পীরগঞ্জ হাসপাতাল সহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, মাওলানা রফিকুল ইসলামকে বাদ দিয়ে হঠাৎ করেই ঐ ঈদগাঁহে অন্য ইমাম নিয়োগ করা হয়। এতে মাঠে উপস্থিত লোকজন এর প্রতিবাদ করে। এক পর্যায়ে এ নিয়ে মা/ রা/ মা/ রি লেগে যায়। ঈদগাঁহের সভাপতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, কিছু লোক মাঠে বি/ শৃং/ খ/ লা সৃষ্টি করে। বিষয়টি স্থানীয় ভাবে সমাধান করার চেষ্টা চলছে।

#ভাইরাল #বাংলাদেশ

ঈদ স্পেশাল আবহাওয়ার পূর্বাভাসঃ শুধু রংপুর বিভাগের জন্য আপডেটঃ ১০ই এপ্রিল ২০২৪ইং ভোর ৫:০০ টা।টীম কাকতাড়ুয়ার পক্ষ থেকে সব...
09/04/2024

ঈদ স্পেশাল আবহাওয়ার পূর্বাভাসঃ শুধু রংপুর বিভাগের জন্য
আপডেটঃ ১০ই এপ্রিল ২০২৪ইং ভোর ৫:০০ টা।

টীম কাকতাড়ুয়ার পক্ষ থেকে সবাইকে জানাই
পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক। কেমন যেতে পারে এবছরের ঈদুল
ফিতরের আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাকঃ

🔴১০/০৪/২৪ বুধবার [ঈদের আগের দিন]
সমগ্র উত্তরঙ্গের আকাশ হালকা মেঘাচ্ছন্ন ও পরিস্কার।
তাপমাত্র সহনীয়। সর্বোচ্চ ৩৫° ডিগ্র সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

🟠১১/০৪/২৪ বৃহস্পতিবার [ঈদের দিন]
সমগ্র উত্তরঙ্গের আকাশ হালকা মেঘাচ্ছন্ন ও পরিস্কার।
তাপমাত্র সহনীয়। সর্বোচ্চ ৩৬° ডিগ্র সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রংপুর বিভাগের খুব সামান্য কিছু অংশে। তবে বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা নেই।

🟢১২/০৪/২৪ শুক্রবার [ঈদের দ্বীতিয় দিন]
রংপুর বিভাগের আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলাসহ মুলত রৌদ্রজ্বল থাকতে পারে। তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই।

🔵১৩/০৪/২৪ শনিবার [ঈদের তৃতীয় দিন]
আকাশ প্রধানত রৌদ্রজ্বল ও হালকা বাতাস
প্রবাহিত হবার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই সামান্য কিছু আকস্মিকভাবে সম্ভাবনা রয়েছে।

🟣১৪/০৪/২৪ রবিবার [ঈদের চতুর্থ দিন]
আকাশ প্রধানত রৌদ্রজ্বল এবং বৈশাখ মাসের প্রথম তাপমাত্রা কিছুটা বেড়ে মৃদু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই সামান্য কিছু আকস্মিকভাবে সম্ভাবনা রয়েছে। তবে বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিহীন থেকে যাবার সম্ভাবনা রয়েছে।

অর্থাৎ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সমগ্র রংপুর
বিভাগের বৃষ্টিপাতের তেমন কোন সম্ভাবনা পাওয়া যায়নি৷ যার কারনে কৃষক ভাইয়েরা ঈদের এই দিন গুলোর মধ্যেই আপনাদের ফসলে স্প্রে ও সেচের কাজ নির্বিঘ্নে চালিয়ে যান।

বিঃদ্রঃ আবহাওয়ার আচরন পরিবর্তনশীল। এখানে শুধুমাত্র বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে পূর্বাভাসটি তৈরি করা হয়েছে। আগামী ১৪ই এপ্রিলের আবহাওয়ার পূর্বাভাসে পরিবর্তন দেখা দিলে দ্রুত পূর্বাভাস জানানোর চেষ্টা করবে টীম কাকতাড়ুয়া।

ধন্যবাদ সবাইকে।

©️Kaktarua WeatherBird-কাকতাড়ুয়া ওয়েদারবার্ড

06/04/2024

পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার সরল স্বীকারোক্তি.......

26/03/2024

এই চার কোটি মানুষের মধ্যে কি আপনি আছেন?

#ভাইরাল #বাংলাদেশ

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের কারণে এক্স-রে সেবা পাচ্ছে না রোগীরা
26/03/2024

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের কারণে এক্স-রে সেবা পাচ্ছে না রোগীরা

সিগারেটে কর বাড়ানোর আহ্বান এমপিদের
26/03/2024

সিগারেটে কর বাড়ানোর আহ্বান এমপিদের

20/03/2024

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিকদের সাথে আদিবাসীদের মতবিনিময়

12/03/2024

এটা সরকারি অফিস, সরকারি টাকায় চলে, তোরা এখানে আসস কেন? নকলা ইউএনও

#ভাইরাল #সাংবাদিক #ইউএনও #বাংলাদেশ

07/03/2024

পীরগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারি : এসএসসি পরীক্ষার্থী সহ ৪ খেলোয়াড় আহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে মারপিটের ঘটনায় তুহিন নামে এক এসএসসি পরীক্ষার্থী সহ ৪ খেলোয়াড় আহত হয়েছে। বুধবার সন্ধ্যার আগ মুহুর্তে পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে (শান্তিবাগ) ভাষা শহীদের স্মরণে টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুনার্মেন্টের সেমিফাইনাল খেলা শেষে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা হলেন কাউসার, নিলয় ও মুন্না। তাদের সকলের বাড়ি পৌর শহরের রঘুনাথপুর মহল্লায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তা ক্রীড়া একাদশ এর আয়োজনে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে (শান্তিবাগ) ভাষা শহীদের স্মরণে পৌর ওয়ার্ড ও ইউনিয়ন ভিত্তিক টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুনার্মেন্টের সেমিফাইনাল খেলা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। খেলায় পৌরসভার ২নং ওয়ার্ডকে দলকে হারিয়ে পৌরসভার ৩নং ওয়ার্ড দল জয়লাভ করে। খেলা শেষে ৩নং ওয়ার্ডের কয়েকজন সমর্থক ও খেলোয়াড় মাঠেই উল্লাস করলে অপর পক্ষ ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ৩নং ওয়ার্ড দলের খেলোয়াড় ও এসএসসি পরীক্ষার্থী তুহিনের মাথা ফেটে যায় এবং অধিনায়ক সহ ৪ খেলোয়াড় আহত হয়। এ সময় ভাংচুর করা হয় কয়েকটি প্লাষ্টিকের চেয়ারও। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। দলীয় অধিনায়ক কাউসারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও অন্য তিনজনকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পৌরসভার ৩নং ওয়ার্ড ক্রিকেট দলের অধিনায়ক কাউসারের অভিযোগ, ক্রিকেট টুনার্মেন্টের আয়োজক কমিটির সভাপতি ও পৌরসভার ২নং ওয়ার্ড দলের খেলোয়াড় তানভির রহমান মিঠু’র দল হেরে যাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে অন্যদের দিয়ে মারপিটের সুত্রপাত করেন এবং তিনি নিজেও আমার দলের খেলোয়াড়দের মারার জন্য তেড়ে আসেন। আয়োজকদের কাছ থেকে এ ধরণের ঘটনা ও আচরণ আমরা আশা করিনি।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহমান সোহান জানান, একজনের মাথায় দুই জায়গায় সেলাই করা হয়েছে। বাকি দুইজনের তেমন কাটা ছেড়া পাওয়া যায়নি। তবে তারা আশংকা মুক্ত।
অভিযোগ অস্বীকার করে আয়োজক কমিটির সভাপতি ও পৌরসভার ২নং ওয়ার্ড দলের খেলোয়াড় তানভির রহমান মিঠু বলেন, ৩নং ওয়ার্ডের খেলোয়াড়র সহ তাদের কিছু সমর্থক উৎশৃঙ্খল আচরণ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা আমার বড় ভাইকে ধাক্কাধাক্কি করা সহ আয়োজক কমিটি ও আমার দলের কয়েকজন খেলোয়াড় কে মারপিট করে সেই সাথে বেশ কয়েকটি প্লাষ্টিকের চেয়ার ভাংচুর করে। এ গুলোর ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে উল্টো তারাই নাকি হাসপাতালে ভর্তি হয়েছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম বলেন, ক্রিকেট খেলা শেষে মারামারির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে থানায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

#ভাইরাল

06/03/2024

কৃষকের খরচ কমাবে নতুন সেচ পদ্ধতি।

#ভাইরাল #কৃষক

03/03/2024

মন কেড়ে নিলো ছোট বাচ্চাদের পুতুল নাচ।
সত্যিই অবাক করার মতো।

#ভাইরাল

15/02/2024

প্রিয় পীরগঞ্জবাসী এই বোনকে কেউ চিনতে পারেন কিনা, আমরা তার পরিবারের সন্ধান করছি।। সে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দুই মাস ধরে পঞ্চগড়ে অবস্থান করছে। দয়া করে তার পরিবার খুঁজে পেতে সাহায্য করুন।

জয়নাল আবেদীন রাজীব
01716-911647 রংপুর
বাদল হোসেন
01738464842
পীরগঞ্জ ঠাকুরগাঁও ।

#ভাইরাল #পীরগঞ্জ_ঠাকুরগাঁও #মানসিক_ভারসম্যহীন

13/02/2024

পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের উদ্দেশে যা বললেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব
#উপজেলা_নির্বাচন #পীরগঞ্জ_ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাল দলিল তৈরী করে জমি দখলের অপচেষ্টার মামলায় সাগর চন্দ্র রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থান...
09/02/2024

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাল দলিল তৈরী করে জমি দখলের অপচেষ্টার মামলায় সাগর চন্দ্র রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পৌর শহরের মিত্রবাটি থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অটো রিক্সা ভ্যানের ব্যাটারী চোরকে ধরতে গিয়ে দুই নারী রক্তাক্ত জখম হয়েছে। আহত দুই নারীকে পীরগঞ্জ উপ...
09/02/2024

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অটো রিক্সা ভ্যানের ব্যাটারী চোরকে ধরতে গিয়ে দুই নারী রক্তাক্ত জখম হয়েছে। আহত দুই নারীকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার গোদাগাড়ী সিন্দুর্ণা গ্রামে এ ঘটনা ঘটে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চু* রি* র সময় ধরে ফেলায় দুই নারীকে কামড়ে হাসপাতালে পাঠালো চো* র।বিস্তারিত পড়তে ছবিতে টার্চ কর...
08/02/2024

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চু* রি* র সময় ধরে ফেলায় দুই নারীকে কামড়ে হাসপাতালে পাঠালো চো* র।

বিস্তারিত পড়তে ছবিতে টার্চ করুন----

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চুরির সময় ধরে ফেলায় দুই নারীকে কামড়ে হাসপাতালে পাঠালো চোর। বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘট....

30/01/2024

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কা* *টা পড়ে যুবকের মৃ* *ত্যু

20/01/2024

মেয়েটি হিন্দি গানের তালে নেচে পুরো দর্শকদের মাতিয়ে





#ভাইরাল

18/01/2024

পীরগঞ্জের পলাশ ভুয়া ডিবি পরিচয়ে জনতার হাতে আটক।
বিস্তারিত......




17/01/2024
17/01/2024

পীরগঞ্জের মেয়ের অসাধারণ মনোমুগ্ধকর নাচ।

#ভাইরাল #নাচ #ভিডিও

06/01/2024

(পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের লাঙল মার্কার প্রার্থী হাফিজ উদ্দিন আহাম্মেদ জনতার উদ্দেশ্যে যা বললেন

28/12/2023

এই রিক্সা চালক ভাই এসব কি বলে? আপনি কি মনে করেন উনি ঠিক বলছেন?

03/12/2023

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমি রেজিস্ট্রি না দেয়ায় চাচা চাচীকে পি*টি*য়ে আ*হ*ত করার অভিযোগ মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বি*রু*দ্ধে।

ঠাকুরগাঁও-৩ আসন থেকে নৌকার মাঝি হতে চান ১০ জন।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে...
23/11/2023

ঠাকুরগাঁও-৩ আসন থেকে নৌকার মাঝি হতে চান ১০ জন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রানীশংকৈল) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ জন।

গত শনিবার সকাল ১০ টা থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

তারা হলেন- পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেওয়ানুল হক বিপ্লব, রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক, বর্তমান রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহরিয়ার আজম মুন্না, রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ এলবাট, রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রবিউল ইসলাম রবি।

মনোনয়ন প্রত্যাশীরা জানান, অনেকেরই স্বপ্ন থাকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বড় পরিসরে কাজ করে জনগণের সেবা করার। তারাও এমপি হয়ে এলাকার উন্নয়নে অবদান রাখতে চান।

ঠাকুরগাঁও-৩ আসন পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ২ টি পৌরসভা ও ১৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত ।

Address

Pirganj, Thakurgaon
Rangpur Division
5110

Alerts

Be the first to know and let us send you an email when পীরগঞ্জ প্রতিদিন Pirganj Protidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পীরগঞ্জ প্রতিদিন Pirganj Protidin:

Videos

Share


Other News & Media Websites in Rangpur Division

Show All