GOON GOON Tune

GOON GOON Tune GOON GOON Tune is a Musical page with Lyric, Tune & Poetry. https://m.youtube.com/

সময়টা এমন, মানুষকে বিশ্বাস করাই কঠিন ! এই কঠিন সময়ের কিনারে দাড়িয়ে ভাবছিলাম, 'একটা গান বেঁধেছিলাম' কে গাইবেন ? এমন একজ...
05/06/2024

সময়টা এমন, মানুষকে বিশ্বাস করাই কঠিন ! এই কঠিন সময়ের কিনারে দাড়িয়ে ভাবছিলাম, 'একটা গান বেঁধেছিলাম' কে গাইবেন ? এমন একজনকে পেয়ে গেলাম, যেটা একের ভেতরে দুই। তিনি শিল্পী এবং তিনিই বিশ্বাস। অর্থাৎ সঙ্গীতের বর্তমান সময়ের ভীষণ ভীষণ জনপ্রিয় 'শিল্পী বিশ্বাস'র কথাই বলছি। তিনি যেমন তার গানে নিবেদিত প্রাণ, তেমনি অকপটে মানুষকে সহযোগিতাও করে থাকেন। নামের জন্য না, আমার মতো করে জনগণও নিশ্চয়ই আপনাকে বিশ্বাস করে বলে বিশ্বাস করি।

শিল্পী বিশ্বাস এবং মেধাবী সঙ্গীত পরিচালক রোজেন রহমানের কন্ঠে শীঘ্রই আসছে গানচিত্র 'প্রিয় করে রাখবো তোমায়' । শুনতে ও দেখতে পাবেন 'GOON GOON Tune' ইউটিউব চ্যানেলে ।

গান: প্রিয় করে রাখবো তোমায়
কন্ঠ: শিল্পী বিশ্বাস | রোজেন রহমান
সুর ও কথা: আনিসুল ইসলাম
সঙ্গীত: রোজেন রহমান
ভিডিও এ্যান্ড টিম: সিদ্দিক তালুকদার
লেবেল: GOON GOON Tune

14/05/2024

শীঘ্রই আসছে...

শিল্পী বিশ্বাস ও রোজেন রহমানের কন্ঠে, ব্র্যান্ড নিউ রোমান্টিক গান :

'প্রিয় করে রাখবো তোমায়
মনের সিংহাসনে
চুপি চুপি আসবো কাছে
নিশীথ চরনে '

চোখ রাখুন GOON GOON Tune এ।

ছোটবেলায় সন্তানেরা দুষ্টুমি করলেও মায়েরা সব ভুলে সন্তানকে কোলে তুলে নিতেন। এসব কাহিনী সন্তানেরা তাদের বড়বেলায় অনেক ব্যস...
12/05/2024

ছোটবেলায় সন্তানেরা দুষ্টুমি করলেও মায়েরা সব ভুলে সন্তানকে কোলে তুলে নিতেন। এসব কাহিনী সন্তানেরা তাদের বড়বেলায় অনেক ব্যস্ততায় ভুলেই বসে থাকি। জীবিকার তাগিদে অনেক সময় সন্তানেরা মায়ের থেকে অনেক দুরে অবস্হান করি। অনেকে দেশের গন্ডী পেড়িয়ে দেশের বাইরে থাকি। মায়েরা তাদের সন্তানকে দেখবে বলে গাছের ছায়ায় পথ চেয়ে বসে থাকে।

রাত্রি যখন অনেক গভীর, মায়ের কথা মনে হলে আকাশের দিকে তাকিয়ে থাকি। কঠিন বাস্তবতার যাতাকলে পিষ্ট হয়ে মায়ের কাছেই একটুখানি স্নেহের পরশ খুঁজি। উপলব্ধি করি মায়ের আচলতলে যে সুখ সেটা পৃথিবীর অন্য কোন কিছুতে নাই।

প্রতিটি মায়ের মুখখানি তার সন্তানদের কাছে চন্দ্রমাখা।
অামরা মায়ের থেকে দুরে থাকা সন্তানেরা আকাশের তারার দিকে তাকিয়ে যেন সেই প্রিয় মায়ের মুখখানিই দেখতে পাই অথবা খুঁজে বেড়াই।

Lyric
একটুখানি শাষন ভুলে
নিতে তুমি আমায় তুলে
মাগো তোমার কোলে
সবি যাচ্ছি ভূলে,
আজ দুরের কোন গাঁয়
বসে তমাল শাখার ছায়
থাকো দৃষ্টি মেলে
কবে আসবে ছেলে॥

রাত্রি যখন অনেক নিঝুম
তারারা পায় চাঁদের চুম
একটু তোমার স্নেহের পরশ
আমিই শুধু নির্ঘুম,
চোখ বন্ধ করি
মাকে দেখবো বলে॥

এই পৃথিবীর কোথাও নেই
এমনতর সুখ
মাগো তোমার আঁচল তলে
লুকাই যখন মুখ,
চাঁদ জোছনার মতো তোমার
এমন অবয়ব
এই দুর-পরবাসে ওঠে
তারা হয়ে জ্বলে ॥

https://youtu.be/BrM1uBS9DwE?si=cB3NzAWJZscXuhkp

'আমাকে ছাড়াও তুমিযে সবারতুমি ছাড়া যে আর নেই কেউ আমারআল্লাহ ইয়া আল্লাহ জপি তোমার নামইয়া যাল-জালালি ওয়াল-ইকরম' #ইয়াযালজাল...
10/04/2024

'আমাকে ছাড়াও তুমিযে সবার
তুমি ছাড়া যে আর নেই কেউ আমার
আল্লাহ ইয়া আল্লাহ জপি তোমার নাম
ইয়া যাল-জালালি ওয়াল-ইকরম'

#ইয়াযালজালালিওয়ালইকরম


গানের লিংক
https://youtu.be/f15DssA3UR4?si=7aw1jTa6M2QIp_V6

ধরাধামে এই অধমে কাটাইলাম দিনপাপের বোঝা হইলো ভারী রইলাম উদাসীনআল্লাহ ইয়া আল্লাহ জপি তোমার নাম ইয়া যাল-জালালি ওয়াল-ইকরম॥তু...
08/04/2024

ধরাধামে এই অধমে কাটাইলাম দিন
পাপের বোঝা হইলো ভারী রইলাম উদাসীন
আল্লাহ ইয়া আল্লাহ জপি তোমার নাম
ইয়া যাল-জালালি ওয়াল-ইকরম॥

তুমিতো রহিম তুমিতো রহমান
তোমারি ইশারায় সব নদী বহমান
তুমিতো জলিল তুমিতো জব্বার
তোমারি চাওয়ায় এ দেহে এখনো প্রান।

তুমিতো গফুর তুমিতো গাফফার
ক্ষমা করে দাও আমিযে গোনাহগার
আমাকে ছাড়াও তুমিযে সবার
তুমি ছাড়া যে আর নেই কেউ আমার।

#ইয়াযালজালালিওয়ালইকরম




কিছুক্ষণ আগে GOON GOON Tune ইউটিউব চ্যানেলে অডিও আকারে অবমুক্ত করা হলো, গোনাহ স্বীকার ও ক্ষমা প্রার্থনা-মূলক "ইয়া যাল-জা...
06/04/2024

কিছুক্ষণ আগে GOON GOON Tune ইউটিউব চ্যানেলে অডিও আকারে অবমুক্ত করা হলো, গোনাহ স্বীকার ও ক্ষমা প্রার্থনা-মূলক "ইয়া যাল-জালালি ওয়াল-ইকরম" শিরোনামে একটি ইসলামিক গান। পরবর্তীতে ভিডিও আকারে প্রকাশের চেষ্টা থাকবে।

সময় সীমাবদ্ধতা ছিল।
তারপরও নোলক বাবু'র কন্ঠে গানটি কেমন হলো, একবার শুনে দেখতে পারেন। জানাতে পারেন ভালো-মন্দ মতামত।

আনিসুল ইসলাম'র সুর-কথা ও রোজেন রহমান'র
সঙ্গীতে "ইয়া যাল-জালালি ওয়াল-ইকরম"

গানের লিংক:
https://youtu.be/f15DssA3UR4?si=aiNWuUpoZ1AfA-hv

কমপক্ষে ১০ বছর আগের লেখা-সুর।
28/03/2024

কমপক্ষে ১০ বছর আগের লেখা-সুর।

21/03/2024
চাইম ব্যান্ডের ভোকালিস্ট অত্যন্ত মেলো কন্ঠের অধিকারি খালিদ পৃথিবী থেকে চির-বিদায় নিলেন। তার অমন সুমধুর কন্ঠে সরাসরি আর ক...
19/03/2024

চাইম ব্যান্ডের ভোকালিস্ট অত্যন্ত মেলো কন্ঠের অধিকারি খালিদ পৃথিবী থেকে চির-বিদায় নিলেন। তার অমন সুমধুর কন্ঠে সরাসরি আর কখনো শুনতে পাওয়া যাবেনা নিম্নোক্ত কিংবা নতুন কোন গান !

#কোন_কারনে
#আবার_দেখা_হবে
#সরলতার_প্রতিমা
#যতটা_মেঘ_হলে_বৃষ্টি_নামে
#যদি_হিমালয়_হয়ে
#হয়নি_যাবার_বেলা
#মেঘলা_ভালোবাসা
#কিছু_না_নিয়ে
#টুকরো_রুপোলি_চাঁদ
#মনে_পড়েনা

GOON GOON Tune পরিবার শোকাহত !
তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

আসসালামু আলাইকুম সবাইকে !!!আগামীকাল থেকে পবিত্র মাহে রমাদান শুরু। GOON GOON Tune পরিবারের পক্ষ থেকে সবার প্রতি রইলো শুভ ...
11/03/2024

আসসালামু আলাইকুম সবাইকে !!!

আগামীকাল থেকে পবিত্র মাহে রমাদান শুরু। GOON GOON Tune পরিবারের পক্ষ থেকে সবার প্রতি রইলো শুভ কামনা !





Annual General Meeting.Lyricist Association of Bangladesh(LAB)
06/03/2024

Annual General Meeting.
Lyricist Association of Bangladesh(LAB)

মাঝখানে অনেকটা সময় বিরতি। আবার ফিরে এলাম সুরে ও কথায়। সুন্দর সুন্দর কিছু সুর-কথামালার গান আপনাদেরকে উপহার দিতে খুব শীঘ্র...
29/02/2024

মাঝখানে অনেকটা সময় বিরতি। আবার ফিরে এলাম সুরে ও কথায়। সুন্দর সুন্দর কিছু সুর-কথামালার গান আপনাদেরকে উপহার দিতে খুব শীঘ্রই আসছি।

কান পেতে রাখুন
GOON GOON Tune এ

©আনিসুল ইসলাম #জব্দকৃত_শব্দমন্ডলী
28/02/2024

©আনিসুল ইসলাম
#জব্দকৃত_শব্দমন্ডলী

 #জব্দকৃত_শব্দমন্ডলী
27/02/2024

#জব্দকৃত_শব্দমন্ডলী

©আনিসুল ইসলাম  #দাদা #জব্দকৃত_শব্দমন্ডলী
25/02/2024

©আনিসুল ইসলাম
#দাদা
#জব্দকৃত_শব্দমন্ডলী

আসসালামু আলাইকুম !সবাইকে জুম'আ দিনের মতো একটা পবিত্র দিনে অনেক অনেক শুভ কামনা জানিয়ে আমরা আমাদের এই পেজটির কার্যক্রম শুর...
23/02/2024

আসসালামু আলাইকুম !
সবাইকে জুম'আ দিনের মতো একটা পবিত্র দিনে অনেক অনেক শুভ কামনা জানিয়ে আমরা আমাদের এই পেজটির কার্যক্রম শুরু করলাম।
আশা করি দোয়ায় রাখবেন এবং পাশেই থাকবেন।
ইয়া আল্লাহ
সুর-কথা: আনিসুল ইসলাম
(একটি আপকামিং ইসলামিক গান)

Address

Rangpur City

Telephone

+8801716371176

Website

Alerts

Be the first to know and let us send you an email when GOON GOON Tune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category