Sanji's World

  • Home
  • Sanji's World

Sanji's World Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sanji's World, Digital creator, .

ভ*য়া*ন*ক কিছু শিরক... ⚠️ঈমান নষ্টের শিরক... 🚫ছোট থেকে দেখছি গর্ভবতী নারী কোথাও গেলে, মুরব্বি, মাঝ বয়স্ক নারীরা প্রথমেই য...
05/01/2025

ভ*য়া*ন*ক কিছু শিরক... ⚠️
ঈমান নষ্টের শিরক... 🚫

ছোট থেকে দেখছি গর্ভবতী নারী কোথাও গেলে, মুরব্বি, মাঝ বয়স্ক নারীরা প্রথমেই যে প্রশ্ন করেন।

সাথে ম্যাচ, রসুন, লোহা (আর কি সব জিনিস জানি বলতেও ভুলে গিয়েছি) এগুলো সাথে এনেছো,,?

শুনো সব সময় এগুলা সাথে রাখবা, নইলে বাচ্চার ক্ষতি হবে, জ্বীন, ভুত এর আছর পড়বে..(নাউজুবিল্লাহ)

কত বড় শিরক!! ⚠️ এটা শিরকে আকবরের বৈশিষ্ট্য এর মধ্যে পড়ে, আল্লাহ তায়ালা ছাড়া অন্য কিছুর উপর এই ভেবে ভরসা করা যে উক্ত জিনিস আমাকে বিপদ বালা মুছিবত থেকে রক্ষা করবে তা বড় শিরকের অন্তভুর্ক্ত হয়ে যায়।। আর বড় শিরক হচ্ছে শিরকে আকবর।।

📌 এই ধরনের কতো শিরকের মধ্যে আমরা জড়িত আল্লাহু তা ভালো জানেন।

জমজ কলা খেলে জমজ বাচ্চা হবে, বাচ্চার কপালে টিপ দিলে নজর লাগবেনা, হায়েজগ্রস্থ নারী অপারেশন করা রোগি বা খতনা করা বাচ্চার কাছে গেলে তাদের ক্ষতি হবে, গর্ভবতী নারী চন্দ্র, সুর্য গ্রহনের সময় কিছু খেলে বা কাটাকাটি করলে বাচ্চার ক্ষতি হবে, গর্ভবতী নারী হাস খেলে বাচ্চার গলা হাসের মত হবে ইত্যাদি (নাউজুবিল্লাহ)

আল্লাহ অবশ্যই তার সঙ্গে শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এ ছাড়া অন্যান্য যত গুনাহই হোক না কেন, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেছে সে তো এক বিরাট মিথ্যা রচনা করেছে এবং কঠিন গুনাহের কাজ করেছে।

(সূরা নিসা : আয়াত ৪৮) 🍂

যদি তাঁরা (নবী রাসূলগণ) শিরক করতেন তবে অবশ্যই তাদের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যেত। (সূরা আনআ’ম : আয়াত ৮৮)

(হে নবি) আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহি করা হয়েছে যে, যদি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করেন, তাহলে আপনার সব আমল বিনষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন।

(সূরা যুমার : আয়াত ৬৫) 🍂

যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করল, আল্লাহ তার ওপর জান্নাত হারাম করে দিয়েছেন। তার পরিণতি হবে জাহান্নাম। এ সব যালিমদের কেউই সাহায্যকারী নেই। (সূরা মায়িদা : আয়াত ৭২)

আর সকল আলেমগনের ঐক্যমতে শিরকে আকবর এর কারনে উক্ত ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যায়৷

🟩 প্রশ্নঃ অনেক গর্ভবতী মহিলা রাত্রে ঘর হতে বের হওয়ার সময় জিন-ভূতের আছর হতে রক্ষা পাওয়ার জন্য হাতে আগুন, ম্যাচ কিংবা লোহা জাতীয় কোন জিনিষ নিয়ে বের হয়। এটা কি জায়েয?

🔸উত্তর: এগুলো সামাজিক কুসংস্কার মাত্র। এ ধরনের আকীদা রাখা শিরক। এ থেকে বেঁচে থাকা আবশ্যক। আগুন, ম্যাচ বা লোহা কারো উপকার বা ক্ষতি করা করার ক্ষমতা রাখে না। জিন ভূতের আছর হতে রক্ষা পাওয়ার উত্তম পন্থা হলো-

দৈনন্দিন সূরা ইখলাস, ফালাক্ব, নাস, সূরা বাক্বারাহর শেষ দুই আয়াত পাঠ করা ও বিভিন্ন আযকার নিয়মিত আমল করা। যাদু থেকে বাঁচতে নিয়মিত সূরা বাকারাহ তিলাওয়াত করুন। ইনশাআল্লাহ কোন জিন-ভুতের আছর হবে না।

(মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২১২৫ ও ২১৩২)।

😍
04/01/2025

😍

হুম 🙂
19/11/2024

হুম 🙂

😅😅
06/11/2024

😅😅

প্রাক্তন প্রেমিকের এর ঋণ কিভাবে শোধ করা যায়?আমি কিছু দিন ধরে প্রচন্ড আত্নগ্লানিতে ভুগছি।অনেক কষ্টে আছি।নিজেকে দুনিয়ার সব...
06/11/2024

প্রাক্তন প্রেমিকের এর ঋণ কিভাবে শোধ করা যায়?
আমি কিছু দিন ধরে প্রচন্ড আত্নগ্লানিতে ভুগছি।অনেক কষ্টে আছি।
নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় বেঈমান নারী
বলে মনে হচ্ছে।

আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম। সে তখন রুয়েটে পড়াশোনা করত। সেই সময় রুয়েট রাজশাহী বিআইটি নামে পরিচিত ছিল। ২০০১ সালে আমাদের প্রথম সম্পর্ক শুরু হয়।

সম্পর্কে যাবার পরে সে আর আমাকে টিউশনি করতে দেয় নাই রেজাল্ট খারাপ হবে বলে। সে নিজে টিউশনি করে একটা ভাল আয় করত। আমাকে সে মাসে ১৫০০-২০০০ টাকা করে দিত । সেই সময়ে ১৫০০ টাকা অনেক মূল্য ছিল। গরুর মাংশের কেজি ছিল ৭০ টাকা সেই সময়ে। তার অর্থতেই আমি অনার্স পড়া শেষ করি।
এরপর আমি বাড়ি চলে যাই। আর সে আমেরিকা যাবে বলে ঢাকায় চলে যায়। গ্রামের একটা হাইস্কুলে আমি শিক্ষিকা হিসাবে নিয়োগ পাবার চেষ্টা করি কিন্ত কমিটি ৫০ হাজার চায়। আমার বাবা ৩৫ হাজার টাকা ম্যানেজ করে দেয়। বাকি ১৫০০০ টাকা সে দিয়েছিল, তার সখের ক্যামেরাটি বিক্রি করে।

আমাদের সম্পর্কটা ছিল স্বামী স্ত্রীর মত অতি ঘনিষ্ঠ অন্তরঙ্গ। কখনো কল্পনা করে নাই যে আমি তাকে ভিন্ন অন্য কাওকে বিয়ে করব। কিন্ত ভাগ্য ছিল অন্যরকম। আমার পরিবার খুবই রাগী এবং এক কথার মানুষ । আমাকে না জানিয়েই আমার বিয়ে ঠিক করে ফেলেন। এরপর হঠাৎ করে একদিন সন্ধ্যায় এসে পাত্রপক্ষ আমাকে আংটি পড়িয়ে যায়। গ্রামের সমাজে বিয়ের দিন তারিখ ঠিক হবার পরে মেয়ে পালিয়ে গেলে পরিবারের সন্মান নষ্ট হয়। আমি যদি সেদিন তার কাছে পালিয়ে যেতাম তবে আমার ছোট বোনদের কেও আর বিয়ে করত না। পরিবারের সন্মান রক্ষায় আমি ভালবাসাকে কবর দিয়ে বাবা মায়ের ইচ্ছায় বিয়ে করে নেই।
সে এই ঘটনা জানতে পেরে সুইসাইড এটেম্পট নিয়েছিল। তবে আল্লাহর ইচ্ছায় সে বেচে যায়। এরপর সে আমেরিকা চলে যায় জিআরই এক্সামে দিয়ে। এরপর লম্বা ১৫ বছর আমি আর তার কোন খোজ রাখে নাই। খোজ রাখার মত মুখ আমার ছিল না।
গত বছর আমার ছোট মেয়ের হার্টে ছিদ্র ধরা পড়ে এবং ভারত নিয়ে যাবার দরকার হয় হার্টে অপরেশন করার জন্য। সেই সময়ে আমি ও আমার স্বামী অর্থনৈতিক ভাবে অনেক টানাপোড়নের মধ্যে পড়ি। এরমধ্যে একদিন দেখি যে কে যেন আমার ডাচ বাংলা ব্যাংকের একাউন্টে আড়াই লক্ষ টাকা পাঠিয়েছে। খোজ নিয়ে জানতে পারি যে তিনি হলেন আমার এক্সের রুমমেট। তার রুয়েটের রুমমেট বাসা আমাদের এলাকায় হওয়ায়, তার মাধ্যমে আমার মেয়ের কথা জানতে পেরে টাকা পাঠিয়েছে ব্যাংক একাউন্ট নাম্বার যোগাড় করে ।
বহু বছর পরে যখন তার সাথে কথা হল তখন সে শুধু বলল , " এরকম একটা মেয়ের স্বপ্ন তো আমরা দেখতাম। ভাগ্যে নাই , তাই হই নাই। তোমার মেয়ে আমার কাছেও মেয়ের মতই।"
আমি শুধু কেদেছি। একজন মানুষ কিভাবে এত ভাল হয়? কিভাবে এতটা ভালবাসে? কিভাবে এত বড় বেঈমানীর পরেও ক্ষমা করে দেয়? আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তার স্ত্রীর সম্পর্কে। সে শুধু বলল, " আমার স্ত্রী অনেক ভাল মেয়ে কিন্ত আমি তাকে ভালবাসতে পারি নাই। তার সাথে সংসার রুটিন ওয়ার্কের মত। এক মনে দুজনকে ভালবাসা যায় না"
সত্য বলতে আমিও আমার স্বামীকে একটুও ভালবাসতে পারি নাই যদিও আমার স্বামী খুবই ভাল মানুষ। আসলে প্রথম ভালবাসার পরে জীবনে বিয়ের মাধ্যমে অন্য যারা আসে তাদের সাথে সম্পর্কটা রুটিন ওয়ার্কের মতই হয়। আজকে ৪ টা জীবন একটা ভুল সিদ্ধান্তে বলি হচ্ছে।
সে আমার কাছে অর্থ বিচারে হয়ত ৬-৭ লক্ষ টাকা পাবে সব মিলিয়ে। এই টাকা সে কখনো নিবে না। আর এই টাকা ফেরত দিলেও তার ঋণ শোধ হবে না। আমার বিবেক আমাকে প্রতি ক্ষণে হ/ত্যা করছে। মুক্তির উপায় কি কেউ বলবেন প্লিজ ?

Collected

আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলে ছিলাম। সেদিন সে শুধু ফ্যালফ্যাল করে আমার দিকে চেয়ে ছিল। থাপ্পরের বেগ এমন ছিল যে...
05/11/2024

আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলে ছিলাম। সেদিন সে শুধু ফ্যালফ্যাল করে আমার দিকে চেয়ে ছিল। থাপ্পরের বেগ এমন ছিল যে তার ঠোঁটের কোণে রক্ত বিন্দু জমে গেছিল। নিঃশব্দে চোখ থেকে পানি ঝরছিল তার, কোন প্রতিবাদ সে করেনি। আমি কিন্তু তার চোখের পানি দেখে গলে যায়নি। বরং আরো কঠোর হয়েছিলাম।তার পর থেকে দেখলাম আমার সমস্ত কাজ কর্ম বেশ গুছিয়ে করতো। কোন কাজের আর ঝামেলা ছিল না।তখন বুঝে ছিলাম নারী জাতিকে মাথাতে নয় পায়ের তলায় রাখতে হয়। বেশি আলগা দরদ দেখালে বিগড়ে যায় এরা। তাই তাকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুন খসলেই মারতাম। এক সময় দেখলাম, আমার স্ত্রী আগের মতো আর চঞ্চল নেই, প্রয়োজন ছাড়া কথা বলে না, কোন আবেগ আর দেখায় না। যা বলি বিনা বাক্যে করে দেয়। মাঝে মধ্যে মনে হতো যেন এখন রোবট নিয়ে বাস করছি। ওর হাসি মাখা মুখটা ভুলে গেছিলাম। এক রাতে দেখি স্ত্রী পাশে নেই, আমি মনে করেছিলাম হয়তো ওয়াশরুমে গেছে। কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পর ও আসছে না দেখে নিজেই উঠে গিয়ে দেখি সে ওয়াশরুমে নেই। বাইরে বারান্দায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে,বাজে তখন ৩:২৫মিনিট। হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ছে। খানিক ক্ষন আড়াল থেকে দেখলাম। মোনাজাতের সময় সেজদাহ হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম। তার কান্না কখনোই আমার অন্তর অব্দি পৌঁছায়নি। আগে অল্প কিছু হলেই ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলতো বড্ড বিরক্ত লাগতো। কিন্তু এই নামাজে কান্না দেখে কেমন যেন অন্তরে ভয় ঢুকে গেল। এই কান্না আমাকে হিম করে দিলো। পাঁজরে যেন কেউ আঘাত করছে তেমন কষ্ট হচ্ছিল।
আমি আর দাঁড়াতে পারলাম না। চলে আসলাম ঘরে । শুধু মাথার ভিতর কাজ করছিল আল্লাহর কাছে সে কি এমন চাচ্ছিলো যে এমন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে। পরদিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম। আমাকে বসা দেখে সে উঠে চলে যেতে নিলে আমি তাকে বলি , কোথায় যাচ্ছো? সে ভীতু চোখে বলে,এই সময় তো চা খাও,আমি এখনি চা করে আনছি। আরে চা লাগবে না এখন , তুমি আমার পাশে বসো একটু। আমার কথায় সে কিছু ক্ষন বোকার মত চেয়ে রইল তার পর বাধ্য মেয়ের মত আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে বসে পড়লো। আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম। তোমার কি কোন অভিযোগ আছে আমার প্রতি?? এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষন, হয়তো বুঝতে চেষ্টা করছে কেন এমন প্রশ্ন হঠাৎ করছি। অন্য দিকে তাকিয়ে সে শান্ত স্বরে বলল অভিযোগ আমার আর কোন মানুষের কাছে বলিনা। যা অভিযোগ তা সব আল্লাহর কাছে পেশ করি। কারন কিছু ঠিক করে দেওয়ার হলে তিনিই দিবেন আর না ঠিক করার হলে বদলে দিবেন। সব কিছু তার হাতেই। তাই কারো প্রতি আমার অভিযোগ,রাগ ক্ষোভ কিছুই নেই। তাহলে কাল রাতে নামাজে এমন কি প্রার্থনা করছিলে যে কাঁদছিলে তুমি? সে আমার দিকে তাকিয়ে বলল, একটা সময় ছিল যখন আল্লাহর কাছে তোমাকে পাওয়ার জন্য ঠিক ঐ ভাবে কাঁদতাম,প্রতিটি মোনাজাতে। এখন ও ঠিক সেই ভাবেই আল্লাহর কাছে চাই তোমার কাছ থেকে মুক্তি পেতে।
আমার স্ত্রীর এই কথা টা সেদিন আমার কলিজা ছেদ করেছিল। একটা সুক্ষ্ম ব্যাথা অনুভব করছিলাম। আমার কাছে মনে হচ্ছিল এর থেকে বেদনাদায়ক কথা এই পৃথিবীতে আমার জন্য একটাও নেই। আমার স্ত্রীর চোখের কোণে তখন পানি ছিল। আমি বুঝে ছিলাম নারী কে কঠোর হয়ে কখনো আয়ত্তে রাখা যায় না।
মেয়ে মানুষ আল্লাহর কাছে অন্তত প্রিয় এবং দামী। তাই পুরুষের কাছে সে দাসী নয়। ভালোবাসা, সম্মান , ধৈর্য,যত্ন দিয়ে নারীকে যে ভাবে ইচ্ছে চালনা করা যায়। অবহেলা,অসম্মান,অযত্ন দিয়ে যেমন কিছু হাসিল করা যায় না। তেমন এক জন রক্তে মাংসে গড়া মানুষ কে আয়ত্তে রাখা যায় না।
অনুগল্প
সমাপ্ত
সংগৃহীত

আপনার স্ত্রী যদি প্রচুর রাগি হয় তাহলে আপনি একজন ভাগ্যবান পুরুষ!!!!!ভাবছেন কিভাবে??????রাগি স্ত্রী কখনো ভালোবাসার অভিনয় ক...
05/11/2024

আপনার স্ত্রী যদি প্রচুর রাগি হয় তাহলে আপনি একজন ভাগ্যবান পুরুষ!!!!!

ভাবছেন কিভাবে??????

রাগি স্ত্রী কখনো ভালোবাসার অভিনয় করতে জানেনা।
কারণ তার ভালোবাসার মধ্যেও শুধুই ভালোবাসায় থাকে।
তার রাগ, অভিমান, নিস্তব্ধতা, উৎফুল্লতা সব কিছুর মধ্যে শুধুই মায়া আর ভালোবাসা লুকিয়ে থাকে।

রাগি স্ত্রী নিয়ে অভিযোগ কারা করে জানেন??????
যারা নিজের স্ত্রীর অভিমানের ভাষা বুঝতে অক্ষম।

কিন্তু মজার ব্যাপার হচ্ছে একজন রাগি স্ত্রীর অন্তর কঠিন হয়। কেমন কঠিন জানেন!!!!!!

তার অন্তরের ভেতরে শুধুমাত্র তার স্বামীর মায়া আর ভালোবাসা থাকে। সেইখানে অন্যকেও জায়গা পাইনা।

এইজন্য আপনি আপনার স্ত্রীর কাছে যান পাশে বসুন, আর তাকে নরম সুরে বলুন।

ওই শুনোনা ময়না 🥰
আমি জানি তুমি আমাকে অনেক মায়া করো।তুমি আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসো।
আমার সুখ তোমাকে আনন্দিত করে আর আমার দুঃখ তোমাকে ব্যাথিত করে।

আমি তোমার কার্বনডাইঅক্সাইড আর তুমি আমার অক্সিজেন।
তোমার ভালোবাসা, শাসন, বকা, হাসি, চোঁখ রাঙানো,জিভ ভ্যাঙ্গানো সব কিছুতেই আমি সমান ফিল পাই। কারণ আমি জানি এই সবগুলো তোমার ভালোবাসার ভাষা।

তোমার মুখে I love u না
I hate u এর মধ্যেই আমি ভালোবাসার ফিল পাই।

আমি জানি তুমি আমার সামান্য কষ্ট সইতে পারোনা।
আমার তোমাকে নিয়ে কোনো কষ্ট নেই। প্যারা নেই তবে ভয় আছে।
হারিয়ে ফেলার।
কিন্তু আমি জানি তুমি আমাকে কখনোই ছেড়ে যাবেনা।
সো রিলাক্স।
I love u মেলা
I love u অনেক

I love u বিশি বিশি

আমি তোমাকে অনেক ভালোবাসি 🥰🥰🥰🥰।

এটা আপনার অন্তর থেকে যদি বলতে পারেন নিজের স্ত্রী কে।
আপনার জীবন আপনাকে ছেড়ে যাবে কিন্তু আপনার স্ত্রীর প্রতিটি হাসি আর আনন্দ আপনাকে ঘিরেই বেঁচে থাকবে মৃত্যু পর্যন্ত।

05/11/2024
স্বামী-স্ত্রী দুজনে একটু এ্যাডজাস্ট করলেই কিন্তু সংসার সুখের হয়!🤎এই যেমন ধরুন স্বামীর পছন্দ মোটর সাইকেল। আবার স্ত্রীর পছ...
30/01/2024

স্বামী-স্ত্রী দুজনে একটু এ্যাডজাস্ট করলেই কিন্তু সংসার সুখের হয়!🤎

এই যেমন ধরুন স্বামীর পছন্দ মোটর সাইকেল।
আবার স্ত্রীর পছন্দ স্কুটি। দুজনেই নাহয় এ্যাডজাস্ট করলেন। একটা স্কুটি নাহয় কিনলেন দুজনে মিলে!

স্বামীর পছন্দ পাহাড়। স্ত্রীর সমুদ্র। দুজনেই নাহয় একটু এ্যাডজাস্ট করলেন। সমুদ্রই নাহয় দেখতে গেলেন দুজনে মিলে!

স্বামীর ইচ্ছা সাজেকে যাওয়ার। স্ত্রীর ইচ্ছা সেন্ট মার্টিনে। দুজনেই নাহয় এ্যাডজাস্ট করলেন। সেন্ট মার্টিনেই নাহয় গেলেন দুজন!

স্বামীর পছন্দ ফুচকা। স্ত্রীর পছন্দ চটপটি। দুজনেই নাহয় এ্যাডজাস্ট করলেন। চটপটিই নাহয় খেলেন দুজন মিলে!

এরকম একটু একটু এডজাস্ট করলেই কিন্তু
অনেক সুখে থাকা যায়!😌

22/01/2024

৮০ বছরের দাদা আর দাদী তাদের যৌবন কালের স্মৃতিতে ফিরে যাওয়ার কথা চিন্তা করলো!🤔

পরের দিন দাদা ফুল হাতে সেখানে" চলে গেল যেখানে তারা প্রথম দেখা করছে!😮

দাড়িয়ে থাকতে থাকতে দাদার পা ব্যা'থা হয়ে গেল তবুও দাদী আসলো না!😒

দাদা রেগে' গিয়ে বাড়িতে গিয়ে " বললো তুমি আসলে না কেন!😡

দাদী ল'জ্জা পেয়ে বললো আম্মু আসতে দেয়নি!🤭

22/01/2024

হুम नामটা চিना রাईখো লাইक कमॉন্ট দুটাई कরে बाশে ञाছি ञाশা कরি তুमिও बाশে थाकবে। এकটিव लाईकाव़ হলে এডদিत ञाর এकটিव लाইकाव़ ताহলে আमाव़ আईডি হईতে১০০ शত দূরে थाकूন।

১.যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে।.. রবী...
16/01/2024

১.যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে।.. রবীন্দ্রনাথ ঠাকুর।

২.বউয়েরা ঘরের লক্ষী। এদেরকে যত বেশি ভালোবাসা দেয়া হয়, তত বেশি সংসার এ শান্তি আসে।..হুমায়ুন আহমেদ।

৩.স্ত্রীকে যথেষ্ঠ পরিমাণ সময় দিন, না হয় যথেষ্ঠ পরিমাণ বিশ্বাস করুন। সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না।..সুনীল গঙ্গোপাধ্যায়।

৪.সেই পুরুষই কাপুরুষ, যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি।..কাজী নজরুল ইসলাম।

৫.প্রতিদিন একবার স্ত্রীকে " আমি তোমাকে ভালোবাসি" বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয় যায়।..সত্যজিৎ রায়।

৬.মন ভালো রাখতে বউকে ফেসবুক, ফোনবুক, নোটবুক সহ সব ধরনের এ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন।..মার্ক জুকারবার্গ।

৭. মেয়েদের মন এ ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি। তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবেনা। তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো।.. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৮.একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট সহ্য করে তা বাবা সারা জীবন ভালোবেসেও শোধ করতে পারেনা। তাই প্রত্যেকটা স্বামীর উচিৎ তার সন্তানের মাকে কোন রকম কষ্ট না দেয়।......জীবনানন্দ দাশ।

কবিদের দৃষ্টিভঙ্গিতে প্রেম কত সুন্দর! তাই না?আবার দেখুন,কবিদের নিজেরি প্রেয়সী থাকে না🌸

জীবন নামের আন্তঃনগর ট্রেন ছেড়ে গেছে ষ্টেশন ফিরবে না আর ফের কোনোদিন শেষ হয়েছে সেশন।
15/01/2024

জীবন নামের আন্তঃনগর ট্রেন ছেড়ে গেছে ষ্টেশন
ফিরবে না আর ফের কোনোদিন শেষ হয়েছে সেশন।

15/01/2024

হঠাৎ কই গেলি তোরা?🙄
হুডির সাথে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতি যারা.!🙂

নতুন বিয়ে করলে মাথা ঠিক থাকে না🙂
15/01/2024

নতুন বিয়ে করলে মাথা ঠিক থাকে না🙂

Black lover🖤.............
14/01/2024

Black lover🖤.............

এটা একটু বেশি সুন্দর🫶.............
14/01/2024

এটা একটু বেশি সুন্দর🫶.............

পুরুষ মানুষের যত্ন অসম্ভব সুন্দর 🫰🌷
14/01/2024

পুরুষ মানুষের যত্ন অসম্ভব সুন্দর 🫰🌷

Address

Rangpur City

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanji's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share