11/05/2024
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন খুব সৎ মানুষ। নিজে না খেয়ে প্রজাদের খাওয়াতেন। নিজের দাড়িগোঁফ কাটার টাকা দিয়ে ওনি প্রজাদের সেবা করতেন। তাছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন মূলত ঐ টাকা দিয়ে জনগণের সেবা করার জন্য। সেবা ছিলেন ওনার পরম ধর্ম। ওনি চাচ্ছিলেন না পূর্ব বাংলার জনগণ শিক্ষা গ্রহণ করে স্বাবলম্বী হোক। কেননা স্বাবলম্বী হলে ওনি আর দান-খয়রাত করার সুযোগ পেতেন না। তাছাড়া রবীন্দ্রনাথ ছিল ইসলাম বিদ্বেষী। কবি কাজী নজরুলের পায়ের যোগ্যতাও হবেনা রবীন্দ্রনাথ।
Nasir islam10