Mukta's Diary

Mukta's Diary Assalamualikum!

05/12/2023

দীর্ঘ ৫ মাস পর বাড়িতে গিয়ে এত সকালে কোথায় গেলাম।

04/12/2023

ভেবেছিলাম এবার বাড়িতে এসে কঠিন ডায়েট করবো। তিন বেলা ভাত, পিঠা, মিষ্টি জাতীয় খাবার সব ধুমধারাক্কা চলতেছে। ভাবলাম ২-১ দিন যাক তারপর শুরু করবো। মা বলতেছে এতদিন পর বাপের বাড়ি এসে কিসের ডায়েট😫 একটু আগে আব্বু বলতেছে মা! শুকায় কি একটা অবস্থা হইছে তোমার। বাড়িতে এসে বেশি শুকায় গেলা। অথচ এখনো দুইদিন পুরা হয়নি বাড়িতে আসছি।🙄
R.I.P ডায়েট।😞

03/12/2023

আপাতত হবিগঞ্জ চেপ্টার ক্লোজ।

19/11/2023

অনেক দিন পর বসুন্ধরা সিটিতে পুরনো প্রেমের স্মৃতিচারন করতে গিয়েছি with my Ex bf.....

শুভ জন্মদিন মুক্তা। নতুন বছরের পথচলা যেন সুন্দর হয়। একটা কথাই বলার ছিলো যদি মানুষের কাছে ভালো হতে চাও তাহলে নিজেকে পরিবর...
11/11/2023

শুভ জন্মদিন মুক্তা। নতুন বছরের পথচলা যেন সুন্দর হয়।
একটা কথাই বলার ছিলো যদি মানুষের কাছে ভালো হতে চাও তাহলে নিজেকে পরিবর্তন কর। আর যদি নিজের কাছে ভালো হতে চাও জানবে you are the best...

04/11/2023

অনেক দিন পর বার বি কিউ চিকেন খাওয়ার ইচ্ছে পূরন হলো না।










Friday outing..
03/11/2023

Friday outing..

দুই আব্বুর সাথে ঘোরাঘুরি।
25/10/2023

দুই আব্বুর সাথে ঘোরাঘুরি।

Onk gulaaaa dustami😎
20/10/2023

Onk gulaaaa dustami😎

17/10/2023

ভালোবাসতে সবাই পারে না এটা যেমন সত্য, তেমনই ভালোবাসা গ্রহণ করার ক্ষমতাও সবার থাকে না এটাও সত্য।

মজাদার পাটিসাপটা পিঠা।  made by me😋
12/10/2023

মজাদার পাটিসাপটা পিঠা। made by me😋

একটা জীবনে কথা বলার মানুষ খুব দরকার। আমি সারা জীবন খুবই ঘরকুনো মানুষ।সারাক্ষণ নিজের মত করে থাকতে পছন্দ করি। দিনের কলাহল ...
10/10/2023

একটা জীবনে কথা বলার মানুষ খুব দরকার।
আমি সারা জীবন খুবই ঘরকুনো মানুষ।সারাক্ষণ নিজের মত করে থাকতে পছন্দ করি। দিনের কলাহল থেকেও রাতের নিস্তব্ধতা আমাকে বেশি টানে। ছোটবেলায় যখন আশেপাশের লোকজন, পরিবারের সবাই, বন্ধু বান্ধব কথা বলতে বলতে কান ঝালাপালা করে দিতো তখন ভাবতাম উফফ এত কথা কেন বলে। কিন্তু এখন চাইলেও আর শোনা সম্ভব হয় না তাদের কথা। মনপুরা ছবিতে সোনাইকে যখন মিথ্যে খুনের দায়ে একা দ্বীপে রাখা হয় তখন সে খুব নিঃসঙ্গতা অনুভব করে। ঐ সময় আমি ভাবতাম ইসস সোনাই কি বোকা, কত্ত সুখ ওর, কোথায় নিজের মত করে থাকবে তা না সারাক্ষণ শুধু বলে একটা কথা বলার কেউ নাই। তবে সত্যিই যে কথা বলার মানুষ কতটা প্রয়োজন তা হয়তো একটা সময় পর সবাই বুঝতে পারে। হয়তো দুদিন আগে অথবা পরে কিন্তু বুঝতে যে পারবে এটা শতভাগ নিশ্চিত।এমন টা মনে হতে পারে যে! হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আর চিন্তা কি! আর কাউকে প্রয়োজন নাই। কিন্তু না, নিজের সাথে নিজে কথা বলা বা স্মার্টফোনে ডুবে থাকার বাইরেও যে একটা জীবন আছে সেই জীবন টা একটা সময় মাথা চারা দিয়ে ওঠে। তাই বাকি জীবন পস্তানোর থেকে সময় থাকতেই সঠিক মূল্যয়ন করা উচিত।

আমার হাতে করা।
08/10/2023

আমার হাতে করা।

04/10/2023
ক্যাশ আউট করতে যে খরচ লাগবে সেটা মনে হয় দেয়নি 😁
02/10/2023

ক্যাশ আউট করতে যে খরচ লাগবে সেটা মনে হয় দেয়নি 😁

আপনারা কি আলুর বা সব্জির খোসা ফেলে দেন???😮😮আশা করি এই লেখা পড়ার পর আর এমনটা করবেন না।  বরং ১.  ঠান্ডা পানিতে আলুর খোসা গ...
01/10/2023

আপনারা কি আলুর বা সব্জির খোসা ফেলে দেন???😮😮

আশা করি এই লেখা পড়ার পর আর এমনটা করবেন না। বরং

১. ঠান্ডা পানিতে আলুর খোসা গুলোকে প্রথমে ৩০ মিনিট ভিজিয়ে রাখবেন।

২. তারপর পরিমাণ মত লবণ , কিছুটা চিনি এবং কিছুটা লেবুর রস দিয়ে মেখে নিন।

৩. ভালোভাবে মাখানো হয়ে গেলে সেগুলোকে রোদের আলোয় কিছু সময়ের জন্য রেখে দিন যাতে পানিটা বাষ্প হয়ে চলে যায়।পানিটা শুকিয়ে যাওয়ার পর

৪. খোসাগুলোকে কালো একটা পলিথিনে ভরে ১০ মিনিট অপেক্ষা করুন তারপর গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসুন কারণ আমিও জানিনা আপনি কি বানাইতে নিছেন এগুলা দিয়া........
Collectd.

বাপের উপরে বাপ তার উপরে দাদা🤣
01/10/2023

বাপের উপরে বাপ তার উপরে দাদা🤣

সবুজের সমারোহ।
30/09/2023

সবুজের সমারোহ।

28/09/2023

Blue Sky পেইজে সবাইকে স্বাগতম

Address

Rangpur City

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mukta's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like