Luna Afroz Nipa

Luna Afroz Nipa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Luna Afroz Nipa, Digital creator, Rangpur City.

31/03/2023
31/03/2023
30/03/2023

আমার ভিষণ ভালো লাগার একটি কাজ❤️❤️

25/03/2023

রংপুরের নিউ জুম্মাপাড়া এলাকায় বড় বাজার নামে এক সুপার শপে পাওয়া যাচ্ছে ১০০ টাকায় গরুর মাংস,৫ টাকায় মরিচ, প্রয়োজন অনুযায়ী যেকোন মূল্যের সবজি,এমনকি প্রয়োজন অনুযায়ী ইলিশ মাছের এক থেকে দুই পিস।
মানুষ যখন দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে হাশপাশ করছে,তখন রংপুরে স্বস্তির নিশ্বাস নিয়ে এসেছে এই সুপারশপ।

সম্প্রতি অনেকেই এ উক্তিটি শেয়ার দিচ্ছেন....একটা কথা এমনি এমনি বললেই হলো না।আপনারা যারা নারী বিদ্বেষি তাদের দ্বারাই এসব ব...
24/03/2023

সম্প্রতি অনেকেই এ উক্তিটি শেয়ার দিচ্ছেন....

একটা কথা এমনি এমনি বললেই হলো না।
আপনারা যারা নারী বিদ্বেষি তাদের দ্বারাই এসব বলা সম্ভব হয়,আজকে কিন্তু তারা নারী বলে ডিসি হয়নি,নারী বলে এই পদে যায়নি,নিজের মেধা খাটিয়ে ডিসি হয়েছেন।

তিনি স্যার বলতে বলায় তার অহংবোধের পরিচয় দিয়েছেন, আর এইসব ভালো মন্দ বৈশিষ্ট্য প্রত্যেকটা ব্যক্তিরই থাকে,সে নারী হোক বা পুরুষ।

আর আপনি যদি নারী পুরুষ ভেদাভেদ করেই এইটা বলতে চান তাহলে বলতে হয়,বাংলাদেশের প্রজাতন্ত্রে সিংহভাগ রয়েছে পুরুষ, শুধু সেখানে কেন,প্রত্যেকটা সেক্টরে বেশিরভাগ পুরুষই রয়েছে,
সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বিশ্বের দুর্নীতিগ্রস্থ দেশ গুলোর মধ্যে একটি,এবং এরকম আরো কত কত র্যাংকিংয়ে বাংলাদেশ আছে বলা মুশকিল।

আপনি যদি স্পেসিফিক ভাবে ডিসি পদটায় আসতে চান তাহলে কয়েকদিন আগেই জামালপুরের ডিসি আহমেদ কবীরের যে নারী কেলেংকারী হলো,সেক্ষেত্রে কি বলবেন???
একটা সত্যি কথা হলো,এখন ধীরে ধীরে সকল ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে, যে পোস্ট গুলোয় পুরুষদের আধিপত্য বিস্তার করার কথা,সেগুলো নারীরা দখল করে নিচ্ছে, যতই এরা বাহবা দিক না কেন,ভিতরে ভিতরে পুরুষদের জ্বলে(সমগ্র পুরুষজাতি না)
এইজন্য নারীদের কোথাও একটু পিছলে পা মচকে গেলেই তারা পা টা ভেঙে দিতে চায়....

নারীকে নারী নয়,বরং মানুষ ভাবুন।পুরুষ এবং নারী সবাইকে মানুষ হিসেবে বিবেচনা করুন।

রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, পুলিশ ফাঁড়িতে আগুনবাসের সিটে বসা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ...
11/03/2023

রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, পুলিশ ফাঁড়িতে আগুন

বাসের সিটে বসা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাস কন্ডাক্টর ও স্থানীয়দের মারামারি হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এ ঘটনা ঘটে।

রাত ৮টা ২০ মিনিটে সব শেষ খবর পাওয়া পর্যন্ত এই সংঘর্ষ চলছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুরে থাকা পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়েছে। আহত অর্ধশতাধিক বলে জানা গেছে।

01/02/2023

প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আইন শৃঙ্খলা ভঙ্গ করে তখন সাধারন মানুষ শিখবে কার কাছ থেকে ?
ঘটনা টা সকাল ১১ঃ৩০ এর।যথারীতি আমি আমার কাজে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে সরদারপাড়া মোড়ের মেইন রোডে অটো তে বসে ছিলাম,অটো চালক অন্য যাত্রীর জন্য অপেক্ষা করছে,আমি বসে বসে চারপাশ টা অবলোকন করছিলাম।
হঠাৎ আমার ডানে তাকিয়ে দেখি একটা ফুল স্পীডের বাইক সা করে আসলো আর একটা মেয়েকে ধাক্কা দিলো, মেয়েটা রাস্তায় পড়ে গেল।
আমি অটো থেকে নেমে দৌড় দিয়ে মেয়েটার কাছে যাওয়ার আগেই দেখি কিছু ভাইয়া তাকে তুলছে,পরে আমি গিয়ে তাকে ধরলাম ,জানার চেষ্টা করলাম কিছু হয়েছে কি না,আলহামদুলিল্লাহ তেমন কিছু হয়নি।মেয়েটা EEE ডিপার্টমেন্টের ১২ তম ব্যাচ।
এখন বাইকারের কাছে আসা যাক।
তিনি ফুল স্পীডে ভুল সাইড দিয়ে বাইক চালাচ্ছেন,যেখানে তিনি দুটো ভুল করেছেন ভুল সাইড সাথে বিশ্ববিদ্যালয় এলাকায় ফুল স্পীড।
যারা কিছু সময় বাচানের জন্য ভুল সাইড বেছে নেয় তারা সাধারনত চেষ্টা করে একটু ধীরে চালানোর ।কিন্তু তিনি সেটা করেনি ।
এবং এখানে টুইস্ট হচ্ছে তিনি বিরামপুর থানার এসআই।
বিশ্ববিদ্যালয়ের যে কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন তারা কোন ধরনের অসদাচরণ তার সাথে করেনি,শুধু প্রশ্ন করা হয়েছিল আপনি একজন আইনের মানুষ হয়ে এটা কেন করলেন ??আজ যদি মেয়েটার বড় কোন কিছু হয়ে যেত?
বাংলাদেশের সড়কে দুর্ঘটনা এড়াতে ও শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে সরকার কর্তৃক গৃহীত বিআরটিএ অনুমোদিত বিভিন্ন ট্রাফিক আইন রয়েছে । যেগুলো আমরা সাধারন মানুষ তাদের তত্বাবধানে পালন করি।কিন্তু সেখানে তারা যদি সেটা ভঙ্গ করে সেখানে কি বলা যায় বলুন তো??
পুলিশের বিরুদ্ধে মানুষের অভিযোগের শেষ নেই। অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার—নানা অভিযোগ। কিছু অভিযোগের যৌক্তিকতা নেই, তা-ও নয়।
তবে কিছু চোখে পড়া অভিযোগ করার বিষয়গুলো সত্যিই পুলিশের উপর আস্থা টা একটু খানি টালমাটাল করে দেয় ।
মজার ব্যাপার হলো তিনি যাওয়ার সময় নিজের কার্ড দিয়ে বলে গেল কোন বিপদে কল করবেন।
ভাই আপনি নিজেই যখন কোন ব্যক্তির বিপদের কারন তখন আপনাকে কল করে কি হবে ???

Address

Rangpur City

Website

Alerts

Be the first to know and let us send you an email when Luna Afroz Nipa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Luna Afroz Nipa:

Share



You may also like