চৌধুরী আসাদ-এর প্রাঙ্গণ Chowdhury Asad's courtyard

চৌধুরী আসাদ-এর প্রাঙ্গণ Chowdhury Asad's courtyard Creative compositions and digital contents creations.

23/10/2022
05/09/2022

সুখ নেবে গো সুখ
চৌধুরী আসাদ

সুখ নেবে গো সুখ
আমি সুখ বেচি গো, সুখ
হরেক রকম সুখ আছে
এই দেখো
কত্তো আমার কাছে!
হরেক রকম খদ্দেরও আসে
সুখ নেয় আর সুখে ভাসে।

কতরকম দুঃখী মানুষ
এ জগতে আছে হায়,
না দেখলে বোঝাই দায়।
গিট্টু বাবু,
বাড়ির বড়ো ছেলে
চাকরির খোঁজ করে চলে
চাকরি? সে তো সোনার হরিণ, ভাই!
বাসায় অশান্তি,
সুখের দেখা নাই।
এসেছিল সুখ নিতে,
আহা! বেচারা বিদ্ধস্ত এমনিতে।

রনি বাবুর একটাই মেয়ে
বহুদিন হলো, হচ্ছে না বিয়ে
এসেছিলো, একটু সুখ নেবে
বিনিময়ে যা চাই,
তাই দেবে।
আমি বাপু অত লোভী না
দামটা হলো
মাত্র চার আনা।

স্বামী যে তার মস্ত ধনী
গরীব ঘরের মেয়ে, বিনী।
স্বামী তাকে বাসেনা ভালো,
পরকীয়া আছে এক
বহুদিন হলো।
মনে ভীষন ঝড় বয়
সেও এসে,
সুখের ক্রেতা হয়।

ননিগোপাল পান দোকানি,
ছোট্ট যে তার দোকানখানি;
অভাব অনটনে যাচ্ছে খরা,
অশান্তি প্রায়ই
দরজায় নাড়ে কড়া,
সেও এসেছিল গত রাতে
শান্তি নিয়ে গেছে
নিজ দুহাতে।

ছোট্ট মিরু ইস্কুলে যায়,
তারও নাকি
আছে দুঃখ বেজায়!
লেখাপড়ায় সে ভীষণ কাঁচা
এই বলে ক্লাসে
মাস্টার মশাই দিয়েছে খোঁচা।
শাস্তি পাওয়া তার নিত্য কথা
ওসব নিয়েই
মনে অনেক অনেক বাথা।
তাকেও দুটো সুখ দিয়ে
অবশেষে,
ঘুমাতে গেলাম ক্লান্তি নিয়ে।
ঠক ঠক ঠক,
দরজায় কেউ নাডছে কড়া,
"সুখ চাই এই ভাণ্ড ভরা।"

আহা! কতো না দুঃখী অসহায়
এ জগতে আছে হায়
না দেখলে বোঝাই দায়।
তাইতো করি
বেসাতি সুখেরই;
বলি, "সুখ নেবে গো সুখ?
আছে হরেক রকম সুখ!"

মাউন্ট ভিসুভিয়াস, একটি জীবন্ত আগ্নেয়গিরি:মাউন্ট ভিসুভিয়াস ইতালির ক্যাম্পানিয়ায় অবস্থিত নেপলস উপসাগর সংলগ্ন একটি সক্...
02/09/2022

মাউন্ট ভিসুভিয়াস, একটি জীবন্ত আগ্নেয়গিরি:

মাউন্ট ভিসুভিয়াস ইতালির ক্যাম্পানিয়ায় অবস্থিত নেপলস উপসাগর সংলগ্ন একটি সক্রিয় স্ট্র্যাটো আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি নেপলস শহর থেকে ৯ কিলোমিটার দূরে সাগর তীরের কাছাকাছি অবস্থিত।

৭৯ খ্রিস্টাব্দে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে রোমের পম্পেই, হারকিউলেনিয়াম, অপ্লনটিস এবং স্টাবিয়াই নগরী সহ অনেক স্থাপনা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। সেই অগ্নুৎপাতের সময় পাথর, ছাই এবং গ্যাসের দ্বারা সৃষ্ট মেঘমন্ডল প্রায় ৩৩ কিলোমিটার উচ্চতায় উঠেছিল। এই অগ্নুৎপাতে প্রায় ১০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছিল বলে ধারণা করা হয়, যদিও আসল সংখ্যাটি এখনও অজানা।

তখন থেকে ইউরোপীয় মূল ভূখণ্ডে অবস্থিত এই আগ্নেয়গিরিতে বহুবার অগ্নুৎপাত হয়েছে। সর্বশেষ অগ্নুৎপাত হয়েছিল বিগত শতাব্দীতে ১৯৪৪ খ্রিস্টাব্দে। তবে একই শতাব্দীতে আরো দুই বার সেখানে অগ্নুৎপাত হয়েছিল (১৯০৬ এবং ১৯২৩ খ্রিস্টাব্দে)।

(তথ্যসূত্রঃ উইকিপিডিয়া)

28/08/2022

আজ ২৯শে আগস্ট,
আমাদের জাতীয় কবি
কাজী নজরুল ইসলাম -এর
প্রয়াণ দিবস।

** তাঁর প্রতি রইলো পরম শ্রদ্ধা!

কবিতা: বিদ্রোহী কবি, জাতীয় কবি
লেখক: চৌধুরী আসাদ

বিদ্রোহী কবি, জাতীয় কবি
যেটাই দাও না নাম,
তিনি হলেন প্রাণের কবি
কাজী নজরুল ইসলাম।
সত্যের পথে লড়াকু কবি
ছিলেন সদা সচল,
ছিলেন তিনি নির্ভীক সেনা
ন্যায়ের পথে অটল।
হিন্দু মুসলিম খ্রিস্টান বলে
করেননি প্রভেদ কভু,
স্বভাবে তিনি সাম্যের কবি
ভালোবাসার প্রতিভূ।
তাহারই মতো মহান কবি
যুগে যুগে প্রয়োজন,
আজকে তার প্রয়াণ দিবসে
শ্রদ্ধার এ' আয়োজন।

********************

27/08/2022

মিনতি
চৌধুরী আসাদ

ওগো মেঘ, ধূসর রঙ্গা মেঘ,
এসছো অতিথি হয়ে,
ভেবেছো সব দুঃখ কষ্ট
ধুয়ে মুছে যাবে লয়ে।
খবর রাখো, তোমার জন্য
কতো জন আছে ভয়ে?
ভাটির নদীতে নামবে ঢল
ধুয়ে যাবে সব লয়ে।
দু'হাত জুড়ে মিনতি করি
তুমি আমার মাথাটি খাও,
বিনিময়ে যা' খুশি নাও
তবুও তুমি চলে যাও।

15/08/2022

তমসা
চৌধুরী আসাদ

আজকাল আর রঙিন ছবি আঁকা হয় না আমার।
কোরা কাগজে সাদাকালো স্কেচগুলো কথা বলে বিবর্ণ কোনো বাস্তবতার!
আকাশ ছেয়ে যায় ধূসর-কালো মেঘমালায়,
গুমোট গরমে হাসফাস করা কোনো প্রাণ যেনো ভোগ করে চলে নরকযন্ত্রণা।
অপ্রাপ্তি, অতৃপ্তি, আর ব্যর্থতার কষাঘাতে
ছিন্নভিন্ন হৃদয়ে ওঠেনা ঢেউ,
কৃষ্ণের বাঁশি বড়ো বেসুরো লাগে আজকাল।
নগরের সুশোভিত আলোকসজ্জা, স্ট্রিট লাইট কিংবা সুদৃশ্য বিলবোর্ড
আলোড়িত করে না মন।
নিস্তব্ধ নিরবতা আর নিকষ অন্ধকারে
দুর থেকে ভেসে আসা কোনো মেলাঙ্কলি
বিহবলতায় নিমজ্জিত করে চলে।
বিশ্বস্ততা কিংবা বিশ্বাসের আকাল বড়ো;
বিলুপ্ত হতে গিয়েও পারেনা হতে
ওই ছোট্ট শিশুটির জন্য,
নিজ বাবা-মায়ের ওপর যার অগাধ বিশ্বাস।
আর ছিনতাই হওয়া বিশ্বাস আমায় নিয়ে চলে ক্রমশ তমসাচ্ছন্ন অতলে।

*******************************

13/08/2022

নগর
চৌধুরী আসাদ

বৈচিত্র্যময় জ্যামিতিক আকৃতিকে
ধারন করে
সুশৃংখল কিংবা বিশৃংখল ভঙ্গিতে
দাঁড়িয়ে থাকা উঁচুনিচু বিল্ডিংগুলো
জানান দেয় নগরের অস্তিত্ব।

সরল আর বক্ররেখায় সড়কগুলো অষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে রাখে স্থাপনাগুলোকে;
ঝলমলে আলোর বিলাস জীবনের পেছনের কষ্টের অন্ধকার ব্যাকগ্রাউন্ড
জানান দেয় নগরের অস্তিত্ব।

আধুনিকতার আউটফিট,
অন্তরের জীর্ণতার গল্পগাঁথা
আর হাসিকান্নাময় উত্থান পতনের সাথে
সুখদুঃখের মিশ্রণে প্রবাহমান জীবনধারা
জানান দেয় নগরের অস্তিত্ব।

অন্তরালের বিপদসংকুলতা
আর কষ্টের অ্যাটমসফিয়ারে
সম্ভাবনাময় সমৃদ্ধি আর জাঁকজমকের হাতছানি দেয়া প্রহেলিকা
জানান দেয় নগরের অস্তিত্ব।

*******************

11/08/2022

রোদ-বৃষ্টির ভালোবাসা
চৌধুরী আসাদ

বৃষ্টিকে ছুঁয়ে যাই আমি
মুখমন্ডল ঝাপটা নেয় শীতল ভেজা বাতাসের;
পদযুগল মেতে ওঠে প্রেমলীলায় শীতল জলের সাথে
দেহে আর জলে মাখামাখি এক অটুট বন্ধনে।

বর্ষণ শেষে উঁকি দেয়া রোদ
দেহের অনাবৃত অঙ্গ ছুঁয়ে দেয়;
মিষ্টি নরম রোদে সতেজ ভাবনাগুলো চঞ্চল
নরম মাটি ছুঁয়ে ছুঁয়ে যায় পদপৃষ্ঠ,
সতেজ সিক্ত তৃণ দেয় তরল ভালোবাসা।

সন্ধ্যার আকাশEvening sky
11/08/2022

সন্ধ্যার আকাশ
Evening sky

Dew drops
08/08/2022

Dew drops

05/08/2022

জীবন হলো মৃত্যু পানে যাত্রা
চৌধুরী আসাদ

জীবন হলো মৃত্যু পানে যাত্রা;
কখনো সে ধীরে চলে
কখনো বা ছোটে,
উত্থান আর পতনে
সংকোচ নেই মোটে!
এমন করে বদলে চলে
চলার গতির মাত্রা।
জীবন হলো মৃত্যু পানে যাত্রা।

কখনো বা খুশির জোয়ার,
কখনো বা কষ্ট;
কষ্টখানা সইতে নারি
হয়ে যাই পথভ্রষ্ট।
দিনে দিনে বেড়ে চলে
ভ্রষ্টতার মাত্রা,
জীবন হলো মৃত্যু পানে যাত্রা।

অন্যায়কে ভিত্তি ধরি,
গাড়ি-বাড়ি, টাকা-কড়ি
মত্ত হয়ে মজুত করি।
ধীরে ধীরে বেড়ে চলে
মত্ততার মাত্রা,
জীবন হলো মৃত্যু পানে যাত্রা।

হঠাৎ যখন দেহখানা
হয় রোগের আস্তানা,
মনের মাঝে ঝড় ওঠে
হয় অনুশোচনা।
মনটা চায় সবটা ছেড়ে
স্রষ্টার কাছে হাঁটু গেড়ে,
নুইয়ে মাথা চাই যে ক্ষমা,
নাওগো সবই কেড়ে।
ক্রমান্বয়ে বেড়ে চলে
অশ্রুপাতের মাত্রা,
জীবন হলো মৃত্যু পানে যাত্রা।

হিসাব নিকাশ করবো যত,
জটিলতা বাড়বে তত;
বিধান মেনে করবো আমি
সরল পথে যাত্রা,
জীবন হলো মৃত্যু পানে যাত্রা।

বর্তমান প্রজন্মের অনেকেই এইটা চেনার কথা না।Many of the new generation are  not supposed to know this thing.
26/07/2022

বর্তমান প্রজন্মের অনেকেই এইটা চেনার কথা না।
Many of the new generation are not supposed to know this thing.

প্রা‌ণের জননী‌চে‌ধৈুরী আসাদহৃদয় মাঝা‌রে পু‌ঞ্জিত মেঘব‌র্ষি‌ছে অ‌বিরত,স্ম‌রি‌ছে অতীত সুখ-‌বেদনাসুপ্ত আ‌ছে সে' যত।কত‌ যে ছ...
25/07/2022

প্রা‌ণের জননী
‌চে‌ধৈুরী আসাদ

হৃদয় মাঝা‌রে পু‌ঞ্জিত মেঘ
ব‌র্ষি‌ছে অ‌বিরত,
স্ম‌রি‌ছে অতীত সুখ-‌বেদনা
সুপ্ত আ‌ছে সে' যত।
কত‌ যে ছি‌লো বাদ-অনুবাদ
‌তোমার আমার মা‌ঝে,
‌নিত্য শাসন, মমতা, আদর
র‌চি‌তে সকাল সাঁ‌ঝে।
সেই তু‌মি মা, প্রা‌ণের জন‌নী
‌কিম‌তে কেন‌ যে হায়,
প্র‌স্থিলে তব অকস্মা‌তে
স্ত‌ম্ভিত ক‌রি আমায়!
ভা‌বি, য‌দি ফি‌রি‌তে 'ক্ষ‌ণে,
‌মে‌লি‌তে তব সহায়,
আমার অ‌ধিক সু‌খী জন কেহ
না‌হি হ‌তো দু‌নিয়ায়!!

**********************

ক‌বি‌চৌধুরী আসাদআ‌মি তোমার,আ‌মি আমার,আ‌মি সবার।আ‌মি সর্বকা‌লের,আ‌মি সর্বস্থা‌নের,আ‌মি সর্বজ‌নের।আ‌মি সীমাহীন,আ‌মি বাঁধ...
23/07/2022

ক‌বি
‌চৌধুরী আসাদ

আ‌মি তোমার,
আ‌মি আমার,
আ‌মি সবার।
আ‌মি সর্বকা‌লের,
আ‌মি সর্বস্থা‌নের,
আ‌মি সর্বজ‌নের।
আ‌মি সীমাহীন,
আ‌মি বাঁধাহীন,
আ‌মি অসীম মানবতার।
আ‌মি কবি,
আ‌মি মালা গাঁ‌থি কথার।

*****************

Creative compositions and digital contents creations.

23/07/2022

প্রলয় দর্শন
‌চৌধুরী আসাদ

বা‌হি‌রে অ‌ঝোর ব‌রিষন
স‌ঙ্গে উত্তাল পবন
আ‌সি‌ছে ক্ষ্যাপা যুবরাজ
কী ভীষণ রণসাজ!

‌দিগ‌বিদিক ছু‌টি‌ছে মানব
কী জা‌নি কী তান্ডব,
কী আ‌ছে ললা‌টে লিখন?
শ‌ঙ্কিত দেহ মন
প্রভুনাম জ‌পি‌ছে বা‌রবার
মাঙি‌ছে ত্রাণ উদ্ধার।

*******************

23/07/2022

দূর কো‌নো ভা‌টির দে‌শে
‌চৌধুরী আসাদ

উতলা আমার এ মন ছু‌টে যে‌তে চায়,
দূর কো‌নো ভা‌টির দে‌শে দু'‌চোখ হারায়
‌যেখা‌নে হ‌রিৎ আর নী‌লিমার মিলন,
হারায় কো‌নো কেশবতীর উদাসী মন,
বর্ষার ডা‌কে অশান্ত অন্তরীন ময়ুর;
‌যেখানে ক‌পোত-ক‌পো‌তির ভা‌লোবাসার
কা‌হিনী আর যুগল প্রে‌মের কাব্য গ‌ড়ে
ধূসর আকা‌শে তমা‌লেরা চুম্বন ক‌রে।
সাগ‌রের প্রে‌মে আ‌বিষ্ট তা'র দেহ-মন;
মল পা‌য়ে ক্ষু‌দে পরীর স্ফূর্ত বিচরণ
আর ধান‌ক্ষে‌তে বাতা‌সে প্রেমলীলা চ‌লে,
‌যেখা‌নে শুক-সারী প্রণ‌য়ের কথা ব‌লে।

*******************†********

19/07/2022

What things can you see in the video? The creator of the video was going along a country road.

ভিডিওটিতে কী কী জিনিস দেখতে পাচ্ছেন? ভিডিওটির নির্মাতা পল্লী এলাকার একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন।

*********

19/07/2022

পদ্মা সেতু
চৌধুরী আসাদ

প্রমত্তা পদ্মা নদী
আমার দেশে বয়,
বর্ষাকাল এলে সে
বড়ো উত্তাল হয়।
যোগাযোগে ছিল বাঁধা
পাহাড়ের সমান,
পদ্মা সেতু করলো সে
বাঁধার অবসান।
বড়ো বড়ো মোটর
আর ছুটবে রেলগাড়ি,
বাঁধাহীনভাবে দিবে
নিমেষেই পাড়ি।
বিশ্ব-দরবারে অনেক
বাড়িয়েছে সম্মান,
দেশের উন্নয়নে
রাখবে সে অবদান।
নিজ অর্থে তৈরি হলো
বাঁধা পেরিয়ে শত,
মাথা উঁচু রাখবে সে
বিশ্বালয়ে সতত।

*******************

Address

Rangpur City
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when চৌধুরী আসাদ-এর প্রাঙ্গণ Chowdhury Asad's courtyard posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share