Adiha's Mammah

Adiha's Mammah .

❤️🥀
Assalamu Alaikum.
(2)

Welcome to my page.In this page I will share
COOKING
VLOGGING
&
TRAVELLING
🏵️🍂 .

22/11/2024

With Guddu sona – I just got recognized as one of their top fans!

22/11/2024

Big shout out to my newest top fans! Dūrńibãr Rãhûl 🥰🥰

12/11/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

09/11/2024

শীতের শপিং 😃

27/10/2024

বলুন তো এখানে কত টাকার শপিং হতে পারে...

21/10/2024

সবাই চেয়েছিল যেন একটা ছেলে হয়, কিন্তু আমি আমি আল্লাহর দরবারে তোমাকেই চেয়েছিলাম মা আমার... আর আল্লাহ তায়ালা আমার মনের আশা পূরণ করেছে,আলহামদুলিল্লাহ। তুমি আমার অনেক শখের কন্যা। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন আমার। ❤️🥰

19/10/2024

RasheDa RiYa

একটা স্টার কি পাওয়া সম্ভব?? 🥹🏵️🥀
18/10/2024

একটা স্টার কি পাওয়া সম্ভব?? 🥹🏵️🥀

18/10/2024

আমার মানিক,, যাকে হাজার কষ্টের মাঝে আল্লাহর মেহেরবানীতে আমার কাছে টিকিয়ে রেখেছি। আমার লাইফে সবচেয়ে সঠিক আর সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছি ওর ভবিষ্যতের কথা চিন্তা করে। আমি বুঝেছি আমার সন্তান আর যা-ই হোক, কখনো ছোটলোকদের পরিবেশে থেকে কখনো একজন ভালো মানুষ হতে পারবে না,, ওদের হাত থেকে আমি নিজেকে বাঁচিয়েছি,, আমার মেয়েকে বাঁচিয়েছি।

কারণ কোনো গাঁজাখোর, জোয়াটে লোক আর যাইহোক,, কখনো মনুষ্যত্ব কি জিনিস সেটা বুঝবে না।

আমি তিন মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন শুয়োরের বাচ্চার বাপ আমাকে দা* নিয়ে আসে মেরে ফেলার জন্য,, র শুয়োর আমাকে চুল ধরে টেনে খাট থেকে নিচে ফেলে দেয়। এরপর আমি বুঝতে পারি জীবনে আর যাইহোক কখনো এদের সাথে থাকা যাবে না।নিজেকে বাঁচানোর জন্য অনেক ফন্দি করে চলে আসি নিজের বাড়িতে।

কিন্তু আসার পর আমার শরীর এতটাই খারাপ ছিল যে, ভেবেছিলাম আমার সন্তানের কোনো ক্ষতি হয়েছে কিনা। তাড়াতাড়ি ডাক্তারের কাছে ছুটে যাই,। ডাক্তার জানায় আরও যদি ব্লাড যায় তাহলে বাচ্চার অনেক ক্ষতি হয়ে যাবে,, আমি ঠিক সময়েই গিয়েছিলাম ডাক্তারের কাছে। আর যা-ই হোক আমার মানিককে কিছু হতে দিব না। আমার জীবন দিয়ে হলেও ওকে আমি আমার কোলে চাই। পরে দীর্ঘ এক মাসের চিকিৎসা আর ঔষধ সেবনের ফলে আমি একটু স্বাভাবিক হই। তবে আমার বাড়িতে আসার পর আমার আত্মীয় স্বজন, আর আমার বন্ধু বান্ধব সবাই শুধু পরামর্শ দিতো যাতে বাচ্চাটা নষ্ট করে ফেলি। এমনকি চারমাসের সময়েও এমন পরিস্থিতি যে নষ্ট করতেই হবে। তাদের মতে তারা আমার ভালো চায়। আমার পুরো জীবন বাকি। এখন যদি একটা বাচ্চা আসে তাহলে আমার জীবন থেমে যাবে। কিন্তু আমি কারো কথা তোয়াক্কা করিনি। আমার একটাই কথা ছিল, যে আমি যদি বেঁচে থাকি, আমার সন্তানও বেঁচে থাকবে। আমার যদি ভাতের অভাব হয় আমি আমার রক্ত বেঁচে হলেও আমার সন্তানের কখনো কোনো কিছুর অভাব হতে দিব না।

এভাবে হাজার জীবন পরীক্ষা মাঝে আসে আরেক সময়। তখন আমার কেবল সাত মাস। আমার এক আত্মীয় বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। বাসায় শুধু বুড়ো মা,, আর পাত্র। এই সম্বন্ধ বিয়ের আগেও এসেছিল আমার জন্য। কিন্তু একটু দূরে হওয়ায় এক্সেপ্ট করা হয়নি। তো তারা বললো বাচ্চা সহই তারা গ্রহণ করে নিবে।

কিন্তু এই দুনিয়ায় কে কতটা আপন তা আমি ভালো করেই জানি। আমার দেখা অনেক আছে যারা সন্তান সহ বিয়ে করে, কিন্তু পরে এই সন্তানের জন্যই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাছাড়া বিয়ে নামক এই বিষ থেকে আমি অনেক কষ্টে বেরিয়ে এসেছি, আমার জীবনে একটা দাগ পড়ে গেছে, আমি চাইনি আর কোনো প্যারা নিতে। আমার সন্তান আমারই। আল্লাহ তায়ালা আমাকে একজন সন্তান দান করেছে এতেই আমি অনেক সূখী আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। আমি আমার সেই আত্মীয়ের মতের বিরুদ্ধে গিয়ে তৎক্ষনাৎ না করে দিই।

এরপর সিদ্ধান্ত নিই এভাবে ঝুলিয়ে রেখে নয়,, এই বলদকে লাত্থি দিয়ে বিদায় করে দেয়ার জন্য লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। সেদিন মার্চের ১১ তারিখ। সকাল থেকে দুপুর অনেক কাগজ পত্র নিয়ে দৌড়াদৌড়ি করে নোটিশ পাঠিয়ে দিই।

আল্লাহর কি রহমত। আমার আল্লাহ আমার সিদ্ধান্তে খুশি হয়ে সেদিন বিকালেই আমাকে একটি জবের সন্ধান দেয়। যেহেতু ২০২২ সালে আমি লিডিং লাইট আইটি থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করেছি। সেই অনুপাতেই আমি বাসায় বসে করতে পারবো এমন জব খুঁজছিলাম। আর কাঁকতালীয় ভাবে সেদিনই জব পেয়ে গেলাম। ইন্টারভিউ দেয়ার পর কাজে জয়েন হয়ে গেলাম।এভাবেই চলতে থাকে সময়।। এরপর ঈদ আসে। আমি আমার প্রথম মাসের স্যালারি দিয়ে ফ্যামিলি মেম্বার্সদের জন্য শপিং করি। আর আমার ডেলিভারির জন্য রেখে দিই কিছু। এরপর আসে আমার ডেলিভারির সময়। কিন্তু তখন আল্লাহ আমার কোন পরীক্ষা নিচ্ছিলেন আমি জানতাম না। হয়তো দেখতে চেয়েছেন আমার সন্তানের জন্য আমার কতটুকু মায়া।

ডেলিভারির ডেট অভার হয়ে যায় প্রায়ই ৮/৯ দিন। কিন্তু আমার কোনো পেইন আসে না। তারপর একদিন বাচ্চার কোনো নাড়াচাড়াও অনুভব করতে পারিনা। তাই তাড়াতাড়ি ছুটে যাই হাসপাতালে। গিয়ে বিস্তারিত জানাই। তিনজন ডাক্তার আমার পেটে বিভিন্ন যন্ত্র দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানায় এই মুহুর্তেই সিজার করতে হবে। তা না হলে মা বাচ্চা দুজনের জন্যই অনেক রিস্ক হয়ে যাবে। তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ আমি কখনো সিজার হোক তা চাইনি। তখন আমি আমার বিপদের জন্য কিছু টাকা রেখে দিয়েছিলাম, তা আর আমার এক মাসের স্যালারি অগ্রিম নিয়ে আমি আমার নিজের খরচে সিজার এবং সিজার পরবর্তী চিকিৎসা সম্পন্ন করি।

আমার পাশের বেডে সেদিনই আরেক রোগী আসে।যার ডেলিভারি ডেট দুইদিন অভার হয়ে যায়। আর তার বাচ্চা পেটে টয়লেট করে দেয়।সেই বাচ্চাকে আইসিউতে রাখা হয় এবং পরবর্তীতে চট্টগ্রামে রেফার করে দেয়া হয়। কিন্তু আমার আল্লাহ আমার উপর এত রহমত দান করেছেন যে আমার বাচ্চা সম্পূর্ণ সুস্থ ছিল। আর আল্লাহর রহমতে আমারও তেমন একটা সমস্যা হয়নি...

আমার মেয়েকে আল্লাহ তায়ালা আমার কোলে দান করে আমাকে দুনিয়ার সবচেয়ে সুখী বানিয়েছে। আমার মেয়ে আলহামদুলিল্লাহ অনেক লক্ষী অনেক ভাগ্যবতী। আমার মেয়ে আমার ঘরে আসার পর কখনো অভাব কি জিনিস দেখতে হয়নি।আল্লাহর রহমতে আমাদের যত ঋণ ছিল সব শোধ করা হয়েছে। আমার মানিক আমার সব। আমার জান। আমার মানিককে কতজন যে এসেছিল দত্তক নেয়ার জন্য হিসাব নাই। নিজের সুখের কথা চিন্তা করিনি,,লাখ লাখ টাকার কথা চিন্তা করিনি। আমার মেয়েকে আমার বুকে আগলে রেখেছি।

বর্তমানে আরেকটি সমস্যার সম্মুখীন হলাম, আবারও একটি বিয়ের সম্বন্ধ এসেছে। এবার এলাকার একজন এই সম্বন্ধ নিয়ে এসেছে। পাত্র শিক্ষক। তো পাত্রের সাথে কথা বললাম,, তাকে বুঝিয়ে বলে দিয়েছি, আমার লাইফে আমি একবার এক অভিশাপের সম্মুখীন হয়েছি। এখন কোনো সিদ্ধান্ত নেয়ার আগে অনেক ভাবনা চিন্তা করতে হবে। আর এখন আমার লাইফে একটাই লক্ষ্য বিএড আর এনটিআরসিএ কমপ্লিট করে কোনো এক মাধ্যমিক বিদ্যালয়ে পার্মানেন্ট একটা পেশা বেছে নিব। আমার মেয়েকে একমাত্র আমার উপরেই নির্ভরশীল হতে দিব। অন্য কারো উপরে নয়।আমার জন্য না হোক, আমার মেয়ের জন্য হলেও আমার এই লক্ষ্য অর্জন করতে হবে।তো তাকে বলেছি আপাতত আমি কোনো বিয়ের চিন্তা ভাবনা করছি না। নিজের আর মেয়ের ভবিষ্যৎ গঠনের কথা চিন্তা করছি। সবাই দোয়া করবেন।

আর হ্যাঁ যা না বললে হয় না, ভেবেছিলাম আমি অনলাইন থেকে বিদায় নিব। আর আমার মেয়েকে অনলাইনে কখনো আনবো না। কিন্তু এখন দেখছি তা না করলে হবে না। আমি যে ভালো আছি এটা শকুনদের জানানোর জন্য হলেও আমার মেয়েকে অনলাইনে আনতে হবে। আমার দিনগুলো যে এত ভালো কাটছে তা তারা দেখবে আর লুচির মতো ফুলবে। কারণ আমি জানি ওরা আমাকে ফলো করে। তাছাড়া ভাবছি এদের আইডি গুলো আনব্লক করে দিব। এই যে আমার যে এত ভালো অবস্থান হলো এটা তাদের দেখানোর দরকার। ব্লকলিস্টে থাকলে তো আর দেখবে না।

যাইহোক সবাই আমার জন্য দোয়া করবেন। আজ পর্যন্ত আমি আল্লাহর কাছে যা চেয়েছি তা-ই পেয়েছি। শুধু দুদিন আগে বা পরে। কিন্তু আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে হলেও তা আমাকে ঠিকই দিয়েছেন। এখন আমি আল্লাহর কাছে একটা জিনিসই চাই। জানি কারো মৃত্যু কামনা করে আল্লাহর কাছে চাওয়া ঠিক না। কিন্তু তাও আমি ওর মৃত্যুর খবর শুনতে চাই। আর যেদিন শুনবো ও মরে গেছে, দুনিয়াবাসী ওর মতো আপদ থেকে মুক্তি পাইছে সেদিন আমি আল্লাহর ওয়াস্তে ফকির, মিসকিন সহ সবার মাঝে, এবং আমাদের মসজিদে জিলাপি দান করবো। আমিন।

14/04/2024

আজকে সাধ্যের মধ্যে সাধ পূরণ করবো🥰, ইলিশ মাছ কেনার টাকা নাই😒 পহেলা বৈশাখ বলে কথা বাসায় যা আছে তা দিয়েই বৈশাখের ফিল নিবো😌

09/04/2024

প্রথম মাসের স্যালারি থেকে কি কি করলাম?😊🥰 আল্লাহুম্মা বারিক লাহা। আল্লাহ তুমি আমার রিজিক আরও বৃদ্ধি করে দাও । আল্লাহ সকল প্রকার বদনজর থেকে রক্ষা করো আমিন।❤️

14/09/2023

🐸🐸

Address

Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when Adiha's Mammah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Gaming Video Creators in Rangamati

Show All