03/07/2023
সত্যি নারীদের প্রশংসা করতে হয়🥀
পড়লে বুঝবেন 🥰
-"ফ্যামিলি প্র*ব*লে*ম মেয়েদেরও হয়!
-"মেয়েদের যখন কথায় কথায়! "কিছুদিন পর তোকে বিয়ে দিয়ে দেবো! পড়তে হবেনা আর! এসব "বলে হু*ম*কি দেওয়া হয়, আবার কোনো মেয়ের বিয়ে না হলে ও আত্মীয় + প্রতিবেশীর নানান কথা শুনতে হয়, তখন রাতের পর রাত মেয়েরা ভেতরে ভেতরে কুঁ*ক*ড়ে ম*রে যায়!
-"ছেলেদের মতো মেয়েরা রা*গ দেখিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে পারেনা! কারন, তারা যে "মেয়ে নারী।
মেয়েদের বা*সা থেকে বেরিয়ে কোথাও গিয়ে থাকার জায়গা নেই৷ কারন পরে হাজারটা প্র*শ্নে*র সম্মু*খীন হতে হবে যে! তাই নিজের রুমে গিয়ে দরজা আটকিয়ে ফুঁ*পি*য়ে কাঁদতে হয়। আর নাহয় রাতের পর রাত সবার আ-*ড়া*লে কেঁ*দে বা*লি*শ ভেজাতে হয়!
-"ভালোবাসার মানুষটার দেওয়া ক*ষ্ট, তাকে না বুঝাতে পারা, না পাওয়ার ব্যা*র্থ*তা তো মেয়েদেরও থাকে।
কিন্তু মেয়েদের ক;*ষ্টটা তাদের নিজেদের মধ্যেই সী*মা*ব*দ্ধ থাকে। সৃষ্টিকর্তা তাদের সী*মা*হী*ন ধৈ*র্য*ধারণ করার ক্ষ*ম*তা দিয়েছেন!
- সংসারে প্রতিদিন প্র*চু*র কাজ করার পরেও শুনতে হয় " কোনো কাজ-ই করে না " কোনো অ*ভি*যো*গ করার ক্ষ*ম*তা নেই! শুধু নি*র*বে চোখের পানি ফে*লে!
-"তারা চাইলেই ক*ষ্ট কমানোর ক্ষ*ম*তা নেই! কখনো দেখলাম না মেয়েরা ক*ষ্টে দুঃখে দে*ব*দা*স হয়ে ঘুরে বেড়াচ্ছে কিংবা সারাদিন রুমের দরজা আটকিয়ে বসে থাকতে! ঐ অধিকারটুকু যে নেই, কারন পরিবারের মানুষ কি ভাববে?
এভাবে হাজারো চা*পা ক*ষ্ট বু*কে নিয়ে বেঁ*চে থাকতে হয় মেয়েদের !
😔😔😔😔