Bindu's Diary

Bindu's Diary I'm Proti Bindu Chakma.Welcome to my channel. Here, I create videos on travel, technology, lifestyle, education, and traditional cuisine.

I aim to inspire viewers by sharing experiences and exploring cultures. Let’s learn and celebrate life together!"

10/01/2025

Good Morning

06/01/2025

Good Night

Good night
05/01/2025

Good night

Hello everyone
04/01/2025

Hello everyone

পাহাড়ের সৌন্দর্য
03/01/2025

পাহাড়ের সৌন্দর্য

নতুন বছর মানে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন পথচলা। 💫২০২৫ সাল আপনার জীবনে নিয়ে আসুক অগণিত সাফল্য, সুখ, আর শান্তি। 🕊️সবাইকে ...
31/12/2024

নতুন বছর মানে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন পথচলা। 💫
২০২৫ সাল আপনার জীবনে নিয়ে আসুক অগণিত সাফল্য, সুখ, আর শান্তি। 🕊️
সবাইকে শুভ নববর্ষ। ❤️

“পুরনো বছরের সব দুঃখ ভুলে,
নতুন বছরের আলোয় জীবনে সুখের ফুল ফুটুক।” 🌼

আপনার জীবন হোক নতুন বছরের মতোই রঙিন ও সুন্দর! 🎉

Happy New Year_2025

Good morning
26/12/2024

Good morning

18/12/2024

বৌদ্ধধর্মের পাঁচটি শীলের (নৈতিক বিধান) একটি হলো "প্রাণি হত্যা থেকে বিরত থাকা"।

এটি অহিংসা (অহিংস জীবনযাপন) নীতির অংশ, যেখানে জীবমাত্রের প্রতি দয়া ও সহানুভূতির শিক্ষা দেওয়া হয়।

মহাযান এবং থেরবাদ উভয় শাখাই এই নীতিকে অত্যন্ত গুরুত্ব দেয়।

সহযোগীতা করেনএবং সতর্কতা অবলম্বন করে  আগুন পোহাবেন,,,,এখন তো শীতের সময় গ্রামের লোকেরা অনেকে ঘরের বাইরে আগুন জ্বেলে আগুন ...
15/12/2024

সহযোগীতা করেন

এবং সতর্কতা অবলম্বন করে আগুন পোহাবেন,,,,
এখন তো শীতের সময় গ্রামের লোকেরা অনেকে ঘরের বাইরে আগুন জ্বেলে আগুন পোহান,,,এই বোনটির মতো যেনো কারোর হতে না হয়।
নিজে সতর্ক থাকুন অপরকেও সতর্ক রাখতে সহযোগিতা করুন।

নিয়তির কি লিলা খেলা?এই মহিলাটির নাম:কাজলিকা চাকমা, স্বামী: মিন্টু চাকমা,গ্রাম: বগা পাড়া,লঙগুদু উপজেলা, রাঙ্গামাটি পার্বত্য জেলা। গত ০৯/১২/২০২৪ ইং তারিখে শরীরে অতি ঠান্ডা অনুভূতি হওয়ায় আগুনের তাপ নিতে গিয়ে দুর্ভাগ্য বশত পরিহিত ত্রি পিছে আগুন লেগে যায়। যার ফলে সমস্ত শরীরে অগ্নিদগ্ধ হয়ে পুরো শরীরের অংশ পুড়ে যায়। পরিবারটি অতি শোচনীয় অবস্থা,যার কারনে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা সম্বভ নয়।তাই আমি সকললের নিকট রোগীর জীবন ফিরে পাওয়ার জন্য প্রার্থনা ও দোয়া কামনা করছি। সেই সাথে যে যত কিছু পারেন সামর্থ্য অনুযায়ী রোগীর প্রান বাঁচাতে সাহার্য্যের হাত বাড়ানোর জন্য আমি সকলের নিকট বিনীত প্রার্থনা করছি। রোগীর বাবার মোবাইল নাম্বার - 01586128296.রোগীর স্বামীর মোবাইল- 01872533313। বর্তমানে রোগীর চিকিৎসকের নাম্বার - 01535816091(আর,এম,পি ডাক্তার)।

15/12/2024
বক্তৃতা দিতে কি সাহস লাগে?উত্তরে আমি বলবোহ্যাঁ, বক্তৃতা দিতে সাহস অবশ্যই লাগে। জনসমক্ষে কথা বলা অনেকের জন্যই চাপ বা ভয়ের...
30/11/2024

বক্তৃতা দিতে কি সাহস লাগে?
উত্তরে আমি বলবো
হ্যাঁ, বক্তৃতা দিতে সাহস অবশ্যই লাগে। জনসমক্ষে কথা বলা অনেকের জন্যই চাপ বা ভয়ের বিষয় হতে পারে। তবে কিছু কৌশল ও অনুশীলনের মাধ্যমে এই ভয় কাটানো সম্ভব।

সাহস বাড়ানোর জন্য কিছু টিপস:

1. প্রস্তুতি নিন: বিষয়টি ভালোভাবে জানুন এবং আগে থেকে অনুশীলন করুন। নিজের কথাগুলো আয়নার সামনে বা বন্ধুদের সামনে বলার চেষ্টা করুন।

2. শুরুতে ছোট জায়গা বাছুন: প্রথমবার বড় জনসমক্ষে না গিয়ে ছোট গ্রুপে বক্তৃতা দিন। এতে আত্মবিশ্বাস তৈরি হবে।

3. শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন: নার্ভাস হলে ধীরে ধীরে গভীর শ্বাস নিন। এটি মস্তিষ্ককে শান্ত রাখে।

4. নিজেকে ইতিবাচকভাবে বলুন: মনে করুন আপনি সফলভাবে বক্তব্য শেষ করেছেন। এই আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে।

5. দর্শকদের বন্ধু ভাবুন: মনে রাখবেন, অধিকাংশ মানুষ আপনাকে বিচার করার জন্য নয়, আপনার কথা শোনার জন্য এসেছে।

6. ভুল হলে থেমে যাবেন না: ভুল হলে স্বাভাবিক থাকুন। কেউই নিখুঁত নয়। নিজেকে নিয়ে মজা করলেও সেটি আপনাকে আরামদায়ক করবে।

প্রথমে ভয় লাগলেও অভ্যাসের মাধ্যমে সাহস বাড়বে। প্রতিবার চেষ্টা করুন, এবং সময়ের সাথে আরও ভালো বক্তা হয়ে উঠবেন।

আমি এক উদ্ভিদ, জন্মেছি শক্ত, শুষ্ক, কঠিন পাথরের বুকে। প্রথমে মনে হয়েছিল, এ কি সম্ভব? চারপাশে শুধুই ধূসর পাথর, কোথাও কোনো...
23/11/2024

আমি এক উদ্ভিদ, জন্মেছি শক্ত, শুষ্ক, কঠিন পাথরের বুকে। প্রথমে মনে হয়েছিল, এ কি সম্ভব? চারপাশে শুধুই ধূসর পাথর, কোথাও কোনো উর্বর মাটি নেই, কোনো পুষ্টির আশা নেই। তবুও এক ছোট্ট বীজ থেকে আমি জন্ম নিলাম। একটুখানি ফাটলেই ছিল আমার আশ্রয়, সূর্যের আলো আর বৃষ্টির ফোঁটা আমার জীবনশক্তি।

প্রতিদিন আমি লড়াই করেছি—জল ধরে রাখতে, শেকড়কে আরও গভীরে পাঠাতে, আর নিজেকে বাঁচিয়ে রাখতে। শক্ত পাথর আমাকে থামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমার ছোট্ট শেকড়গুলো তাদের অটল সংকল্পে পাথরের বাধা ভেদ করেছে। প্রতিটি নতুন পাতা, প্রতিটি কুঁড়ি আমার জয়গাথা।

মানুষ ভাবে, পাথর নির্জীব, আর আমি ছোট্ট এক প্রাণী। কিন্তু জানো? আমার কাছে পাথর আমার বন্ধুর মতো, যে আমায় রক্ষা করে, ঝড়-বৃষ্টি থেকে আড়াল দেয়। পাথরের সাহচর্যে আমি শক্তি পেয়েছি। আমাকে দেখে কেউ কেউ হয়তো বলবে, "এখানে কীভাবে জন্মালো?" কিন্তু আমি জানি, জীবন যে কোনো পরিস্থিতিতেই পথ খুঁজে নেয়।

আমার জীবন ছোট হতে পারে, কিন্তু আমি প্রকৃতির শক্তি ও সৌন্দর্যের সাক্ষী। প্রতিটি পাতা, প্রতিটি শ্বাসে আমি প্রমাণ করছি—সংগ্রামই জীবন। আর আমি, পাথরের বুকে জন্ম নেওয়া উদ্ভিদ, তারই এক অদম্য উদাহরণ।

স্মার্ট কাকে বলে কত প্রকার ও কি কি?বুঝিয়ে দেবো যে দিন  আমি বুঝতে পারবো।
22/11/2024

স্মার্ট কাকে বলে কত প্রকার ও কি কি?
বুঝিয়ে দেবো যে দিন আমি বুঝতে পারবো।

20/11/2024

এরা কি করে দেখুন👁️‍🗨️

Address

Duluchari
Rangamati
4570

Alerts

Be the first to know and let us send you an email when Bindu's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bindu's Diary:

Videos

Share