Md Yunus Matubbar

Md Yunus Matubbar আমি ভাগ্যবান,
কারণ আমি শ্রেষ্ঠ নবী
হযরত মোহাম্মদ সল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম এর উম্মত।
(2)

আপনাকে স্বাগতম প্রিয়।
ক্ষমতা নিয়ে বরাই করো না,
ক্ষমতা দিয়ে মানুষের উপকার করো!
মানুষ তোমাকে ভালোবাসবে ও মনে রাখবে।

আর এটাও মনে রেখো,
সময় কারো জন্য অপেক্ষা করেনা,
তাই সময় থাকতে নিজেকে নিজের মতো তৈরি করো!
এবং প্রতিযোগিতার এই পৃথিবীতে সবার এগিয়ে যেতে হবে,
সুতরাং কারো কিছু টেনে নয়।

ধন্যবাদ প্রিয় ভালো থাকো সব সময়।

মোঃ ইউনুছ মাতুব্বর।

26/12/2024

কখনো কাউকে..
অযোগ্য বলে অবহেলা করো না,
ভেবে দেখো তুমিও
কারো না কারো কাছে অযোগ্য।

25/12/2024

যে মানুষ বিপদে মাথা ঠান্ডা রাখতে পারে সে জীবনের সব বাধা কেই জয় করতে পারবে।

প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়,আর প্রতিটা শিক্ষা একজন ব্যাক্তিকে পরিবর্তন করে দেয়।
23/12/2024

প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়,
আর প্রতিটা শিক্ষা একজন ব্যাক্তিকে পরিবর্তন করে দেয়।

20/12/2024

দিন বদলায় বদলে যায় মানুষের মন
কেউ নিজের স্বার্থে দূরে সরে যায়
কেউ ব্যস্ততার অজুহাতে ভুলে যায়
কেউ ভালোবাসার টানে পিছু ফিরে চায়
কেউ অতীতকে মনে করে দিন রাত অঝরে চোখের জল ঝরায়
কেউ অতীতকে ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন দেখে
কেউ কাউকে মন থেকে ভালোবাসে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে
কেউ ছুটে টাকার টানে কেউ করে আল্লাহর ইবাদত
কেউ সত্যি বলে কেউ বলে মিথ্যা
কেউ বা করে অভিনয়
মানুষের জীবন বড়ই অদ্ভূত
এভাবেই প্রতিদিন হাজার হাজার মানুষ জীবন যাপন করে চলেছে
হয়তো এরই নাম জীবন।

18/12/2024

বিশ্বাস এক ভয়ংকর জিনিস,
যা দেখা যায় না, ছোঁয়া যায় না,
তবে এটা হারালে, সব কিছুই হারিয়ে যায়।

পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকায়,কারণ সংসার ভালবাসা স্বপ্ন! সবকিছুই পাহারা দিয়ে রাখে টাকা।
18/12/2024

পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকায়,
কারণ সংসার ভালবাসা স্বপ্ন!
সবকিছুই পাহারা দিয়ে রাখে টাকা।

টাকা পয়সা ছাড়া জীবনের কোন দাম নেই, টাকা পয়সা ছাড়া কেউ ভালোবাসা দিবে না! সে যতই আপন মানুষ হোক না কেন।
17/12/2024

টাকা পয়সা ছাড়া জীবনের কোন দাম নেই,
টাকা পয়সা ছাড়া কেউ ভালোবাসা দিবে না!
সে যতই আপন মানুষ হোক না কেন।

আসলে সুন্দর বলে কিছু হয়না,আপনি যাকে যতটা ভালোবাসবেন,তাকে ততটা বেশি সুন্দর মনে হবে।
16/12/2024

আসলে সুন্দর বলে কিছু হয়না,
আপনি যাকে যতটা ভালোবাসবেন,
তাকে ততটা বেশি সুন্দর মনে হবে।

মহান বিজয় দিবসের  শুভেচ্ছা। 🇧🇩
16/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 🇧🇩

Good Morning Everyone শুভ সকাল বন্ধুরা।
15/12/2024

Good Morning Everyone
শুভ সকাল বন্ধুরা।

পাশে থাকা মানুষটি,সুন্দর হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া খুবই জরুরী।কারণ, সুন্দর মানুষ দ্বারা জীবন সুন্দর নাও চলতে পারে। কিন্...
13/12/2024

পাশে থাকা মানুষটি,সুন্দর হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া খুবই জরুরী।
কারণ, সুন্দর মানুষ দ্বারা জীবন সুন্দর নাও চলতে পারে। কিন্তু ভালো মানুষ দ্বারা সবসময়ই আপনার জীবন সুন্দর হয়ে উঠতে পারে।

সঠিক মানুষের চোখে,আপনি সব সময় সুন্দর।
13/12/2024

সঠিক মানুষের চোখে,
আপনি সব সময় সুন্দর।

শীত হলো প্রকৃতির রূপ,শুভ সকাল বন্ধুরা।
12/12/2024

শীত হলো প্রকৃতির রূপ,
শুভ সকাল বন্ধুরা।

ঘর থেকে বের হও, নিজেকে বিলিয়ে দাও শীতের প্রকৃতির মাঝে, কাটিয়ে দাও একটি দারুণ মুহুর্ত।সবাইকে জানিয়ে দাও  সকালের শুভেচ্ছা...
11/12/2024

ঘর থেকে বের হও, নিজেকে বিলিয়ে দাও শীতের প্রকৃতির মাঝে, কাটিয়ে দাও একটি দারুণ মুহুর্ত।
সবাইকে জানিয়ে দাও সকালের শুভেচ্ছা,
শুভ সকাল।

08/12/2024

যে মানুষটি অপেক্ষার গুরুত্ব বুঝে না,
তার জন্য অপেক্ষা করো না!
কারন সে কোনদিনই তোমার অপেক্ষার গুরুত্ব বুঝবে না।

07/12/2024

আসুন বন্ধুরা সবাই মিলে লাইভে আড্ডা দেই।

07/12/2024

ভালোবাসার মানে যদি সবাই বুঝতো,
তাহলে হয়তো পৃথিবীতে থাকা জীবিত লাশ গুলো মুক্তি পেতো।

Address

Rangabali
8640

Alerts

Be the first to know and let us send you an email when Md Yunus Matubbar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Yunus Matubbar:

Videos

Share