29/08/2024
--------- *** বন্যা VS বৈষম্যবিরোধী ছাত্র ও সেনাবাহিনী ঃ--- বন্যায় ভাসছে ফেনী,নোয়াখালী, কুমিল্লা, সুনামগঞ্জ, সিলেট,পারবাত্যান্চল।প্রায় ৬৭ লক্ষ মানুষ আজ এক সপ্তাহ ধরে অথৈ জলের সাথে জীবন যুদ্ধ করছে।
আল্লাহর দান বৈষম্য বিরোধী ছাত্রও বাংলার ধৌর্যশীল গৌরবময় সেনাবাহিনীসহ বাংলার আ প ম জনগোষ্ঠী যে যেভাবে সম্ভব তাই নিয়ে বন্যার্তদের সহযোগিতায় ঝাপিয়ে পরেছেন।
বৈষম্যবিরোধী ছাত্রদের এমন করে ভরষা করছে এ পর্যন্ত ৭ কোটি ৬৮ লক্ষ ১৮৬ টাকা সাধারন মানুষ জমা দিয়েছে। যাহাদিয়ে পূর্নবাসন কাজ করবে,এ সমায়ের বাংলার বাঘ খ্যাত ছাত্ররা এবং ত্রানের কোন অভাব ছিল না,ভার্সিটি টিএসসি ভরে খেলার মাঠও জায়গা দেওয়া ভার। কতটা আত্মবিশ্বাস এ সময়ের ছাত্রদের উপর।
ঢাকা সহ অনেক সহরে অংকনের বাহার ও ট্রাফিক নিয়ন্ত্রন থেকে কি না করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা।স্যালুট এ সময়ের ছাত্র ছাত্রী দের।
সেনাবাহিনী তাদেরও অবদান অনশ্মীকার,সরকারের সহযোগিতা, বন্যার্তমানুষের সার্বক্ষণিক উদ্ধার ততপরতা তাদেরও জানাই স্যালুট ও ভালবাসা।
আশাকরি এই সম্মিলিত প্রচেষ্টা সারা জীবন অক্ষুন্ন থাকবে। বাংলার মানুষ যেকোন দুর্যোগে বৈষম্যবিরোধী ছাত্র ছাত্রী ও বাংলাদেশ সেনাবাহিনীকে পাশে পাবে।
যাহার দৃষ্টান্ত পার্শবর্তী দেশগুলোতে অম্লান হয়ে থাকবে, আমিন। ধন্যবাদ।
---------- রাজু তালুকদার।