
11/10/2022
"আমারে দেইখা আমার রিক্সায় কেউ উঠতে চায় না। মাইনষে আমার রিক্সায় না উঠলে ভাত খামু কেমনে?
গরমে হাপায় যাই, শ্বাসকষ্ট হয়, কিন্তু রিক্সা তো টানা লাগবো। নাইলে কপালে ভাত জোটে না আমাগো"
আম জনতার হোটেলে দুপুরের ভাত খাওয়া শেষে মনের কষ্টের কথাগুলো বলে গেলেন চাচা। জানালেন সন্তানরা নিজেদের নিয়ে ব্যস্ত, তাদের পক্ষে পিতার দেখভাল করা এখন সম্ভব নয়। তাই শত কষ্ট হলেও এই বয়সে রিক্সা চালিয়ে নিজের আর স্ত্রীর জন্য দুটো ভাত জোগাড় করেন।