Ekattorbd

Ekattorbd মিথ্যা খুব সুন্দরভাবে ঘুচিয়ে প্রকাশ করা হয়। আর সত্য থাকে একদম সোজাসাপ্টা। আমরা সত্যকে বেছে নিলাম।
(1)

মুক্তিযুদ্ধের চেতনায় সবাই দেশটা গড়তে চায়। কিন্তু সত্যিকারের অর্থে এই শব্দটা শুধু রাজনৈতিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমাদের অকৃত্রিম ভালবাসা এবং শ্রদ্ধা। যে ভাষা সংগ্রামী এবং শহীদদের জন্য আজ আমরা বাংলায় লিখি, সংবাদ পড়ি, সংবাদ তৈরি করি,
সেসকল ভাষা সংগ্রামিদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ভালবাসা।

14/11/2024

বাট্রান্ড রাসেলকে প্রশ্ন করা হয়েছিলো ফ্যাসিজম কিভাবে শুরু হয়।

উত্তরে তিনি বলেছিলেন, 'প্রথমে তারা বলদ দের মুগ্ধ করে, তারপরে তারা বুদ্ধিমানদের মুখ বন্ধ করে।'

01/11/2024
01/11/2024

এমন লেবাসে এমন ডাহা মিথ্যা কথা বলতে পারে যারা, এদের কাছে দেশ কতটা অনিরাপদ বুঝে নিন

30/10/2024

Congratulations

😪😪কৃতজ্ঞতা কর্তৃপক্ষকে!আমায় নিঃশেষ করার জন্যে কৃতজ্ঞতাই জানাই।আমি মেনে নিয়েছি, মানিয়েও নিচ্ছি! তবে কষ্ট হচ্ছে খুব!কিন্তু...
30/10/2024

😪😪
কৃতজ্ঞতা কর্তৃপক্ষকে!
আমায় নিঃশেষ করার জন্যে কৃতজ্ঞতাই জানাই।
আমি মেনে নিয়েছি, মানিয়েও নিচ্ছি! তবে কষ্ট হচ্ছে খুব!কিন্তু মানতে পারছেননা আশায় পথ চেয়ে থাকা আমার বাবা মা। মানতে পারছেনা আমার ছোট ভাইটাও।😢😢

ট্রেনিং এ পৈশাচিক কষ্টে দমটা বের হয়ে যাবে যাবে অবস্থা হতো। তবুও হাল ছাড়তাম না। ভাবতাম, এইতো আর কয়েকটা দিন। তারপর সুদিন আসবে। প্রথম বেতনের টাকা দিয়ে মাকে একজোড়ো কানের দুল কিনে দিবো বলে ফেসবুকে লিখেছিও। কতো স্বপ্ন। এবার বুঝি বাবাকে ৩ কিলো সাইকেলে চেপে কাজে যেতে হবেনা। ছোট ভাইটারও একটা ব্যবস্থা হবে। একটা থাকার জায়গা হবে। বাবা মার কষ্টটা কমবে। কতো স্বপ্ন! বিশ্বাস করেন, কখনো নিয়ম ভাঙিনি। একবারের জন্যেও না। সেটা আমার ওস্তাদজ্বী আর স্যারেরা জানেন।

সারদায় অগ্নিঝরা মাঠে বিনা বেতনে সাড়ে এগারো মাস এতোটা পরিশ্রম করেছি কেবল বাবা মাকে ভালো রাখার জন্যে। ইসস, আর মাত্র ১৩টা দিন বাকি ছিলো। ০৫ নভেম্বরই আমার পোস্টিংটা হতো। সারাটা বছর আমার বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষীদের থেকে ধার করেই চলেছি। বেতন না পাওয়া স্বত্তেও ধারের টাকা থেকে মাঝেমাঝে বাড়িতে টুকটাক টাকা পাঠিয়েছি। সবারে বলেছি, ভাই বেতন পেলেই টাকাটা ফেরত দিয়ে দিবো। বিনা বেতনে ৩৫৩ টা দিন কঠোর পরিশ্রম। ভোর ৪ টা থেকে রাত ৯ টা অবধি একটার পর একটা কাজ, টাইট সিডিউল মেনে চলেছি। দিন গুণেছি কেবল। বিশ্বাস রাখতাম কষ্টের পরই সুদিন আসবেই। এভাবেই দিনগুলো কেটেছে আমার।

যাইহোক, শেষমেষ আমার ছুটি হয়েছে।
প্রশিক্ষণ থেকে অব্যাহতিপত্র প্রাপ্তিসহ ছুটি! কিছুদিন আগে মৌলিক প্রশিক্ষণ থেকে বাদ পড়া ২৫২ জন এসআই এর মধ্যে আমিও একজন। ট্রেনিং শেষে ১০ দিনের ছুটি পাবার কথা থাকলে, ছুটিটা পেয়েছি অর্নির্দিষ্টকালের জন্যে।
হ্যাঁ, ছুটি হয়েছে আমার, ছুটি হয়েছে আমার স্বপ্নের, ছুটি হয়েছে আমাকে নিয়ে দেখা আমার বাবা মার স্বপ্নেরো।

যাইহোক, সবাই আমার জন্যে শুভকামনা করবেন!
চাকরির খোজেই নেমেছি, আশা রাখি আমার শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় কিছু একটা হবে।
প্রার্থনা করছি, ব্যাচমেটদের কারোর এমন অব্যাহতি না হোক। স্বপ্ন না ভাঙ্গুক আর কারো!

|নিশ্চই ঈশ্বর দেখছেন|

|Signing off 40470|

Noyon

27/10/2024

সত্য প্রকাশ হওয়া শুরু হয়েছে।

কিছু বলার নেই। ভাষা হারিয়ে ফেলছি।
19/10/2024

কিছু বলার নেই। ভাষা হারিয়ে ফেলছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বাধায়..

27/08/2024

শতাব্দী সোম ম্যাডাম কতটা কষ্ট পেয়ে এ লেখাটি লিখেছেনঃ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এই অনুর্বর ভূ-খণ্ডেও 'শিক্ষকতা' যখন আমার মতো অধমের পেশা ও নেশা...

বেশ ক'দিন ধরে ভূপেন হাজারিকার বিখ্যাত গান 'বিস্তীর্ণ দু'পারে' মাথায় ঘুরপাক খাচ্ছে...
"নৈতিকতার স্খলন দেখেও
মানবতার পতন দেখেও
নির্লজ্জ অলসভাবে বইছো কেন?"

শিক্ষকদের বিরুদ্ধে চলমান নির্লজ্জ অপমান এবং 'ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল' টাইপ তথাকথিত সুশীল অভিভাবকদের নির্লিপ্ততা নিয়ে লিখবো না লিখবো না করেও কেমন যেন হাত নিশপিশ করছে, তাই লিখছি, কারণ আমি এই দুর্ভাগা দেশের একজন অভাগা 'শিক্ষক'। আজকের লেখাটা শুধুমাত্র জেন জি'র উদ্দেশ্যেই।

মাতৃকুলের সূত্রে শিক্ষকতা আমার রন্ধ্রে, আমার মায়েরা সাত বোনের মধ্যে পাঁচ বোনই শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিল। আমার বরাবরই ইচ্ছে ছিল পড়াশোনা শেষে শিক্ষকতার সাথে যুক্ত হবো, মনে হতো এটাই আমার কম্ফোর্ট জোন। মাস্টার্স শেষে অল্প কিছুদিনের মধ্যেই চাকরি পেয়েও গেলাম নিজের যোগ্যতায়, কোনোপ্রকার মামা-চাচার মাধ্যম ছাড়া। দেখতে দেখতে ১৭ টা বছর কাটিয়ে দিলাম একই প্রতিষ্ঠানে, অংকুর সোসাইটি স্কুলে। "নুন খাই যার, গুণ গাই তার" সূত্রে আজ পর্যন্ত স্বজ্ঞানে প্রতিষ্ঠান বিরোধী কোনো কাজ করিনি, চেষ্টা করেছি স্টুডেন্টদের নিজের সর্বোচ্চটা দেয়ার।
কিন্তু এই প্রাণের স্কুলে এখন প্রতিদিন যাই রীতিমতো আতংক নিয়ে! দেশের বর্তমান অস্থির অবস্থায় ভয় পেতে যেন একপ্রকার বাধ্যই হচ্ছি!
মাথায় শুধু একটা কথাই ঘুরছে, তথাকথিত জেন জি'র শিক্ষার্থীদের দ্বারা শিক্ষকদের নির্লজ্জভাবে অপমানিত হওয়া... এটাই কি শিক্ষকদের প্রাপ্য ছিল? সারা জীবন শুনে এসেছিলাম শিক্ষকরা হলেন দেশ ও জাতি গড়ার কারিগর, মা-বাবার পরেই শিক্ষকের অবস্থান। কিন্তু এখনকার বাস্তবতা তো তা বলছে না!
৬ আগস্ট স্কুল খোলার পর থেকে প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের যথাসাধ্য বুঝিয়েছি 'জেন জি'র কর্মকান্ড কী হওয়া উচিৎ, জানতে চেয়েছি তাদের মনোভাবও, বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়ে, দেশের বিষয়ে। একটা কথা জোর গলায় পরিষ্কারভাবে শিক্ষার্থীদের বলেছি... তোমরা আমাকে মারো, কাটো, যা ইচ্ছে করো, দালাল বলে ডাকো... হ্যাঁ, আমি অবশ্যই 'দালাল', আমি মুক্তিযুদ্ধের 'দালাল'!

এসব কথা বলার পর এখন কিন্তু আমি সত্যিই আতংকগ্রস্ত, কখন যেন আমার গলায় জুতার মালা ঝুলে! কখন যেন আমি শিক্ষার্থীদের দ্বারা শারীরিক ও মানসিকভাবে নিগৃহীত হই!

'জেন জি' শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেষ কথা এটাই... অপরাধ করলে মা-বাবা যেমন কোনো সন্তানকে মন থেকে অভিশাপ দেয় না, কিন্তু প্রকৃতি সেই কুসন্তানকে কোনো না কোনোভাবে ঠিকই শাস্তি দেয়। তেমনি একইভাবে যেসব শিক্ষার্থী পিতৃ-মাতৃসম শিক্ষকদের অপমান করছে তাদের হয়তো শিক্ষকরা মন থেকে অভিশাপ দিবেন না, কিন্তু প্রকৃতির অভিশাপে তোমরা আর যাই হও না কেন অন্তত 'মানুষ' হবে না!

বি.দ্র: নির্যাতিত শিক্ষকের ছবি যদিও দেয়া উচিত হয়নি আমার, তবুও এই কারণেই দিলাম... যেন 'জেন জি' শিক্ষার্থীদের আত্মা একটু হলেও কেঁপে ওঠে! শুধু একবার ভাবো, এঁরা তোমাদেরই বাবা-মা হতে পারতো!

লেখকঃ শতাব্দী সোম, সহকারি শিক্ষক, অংকুর সোসাইটি বালিকা উ/ বি।

21/08/2024

কোন ১জন মনীষী বলেছিলেন, রাজনীতি ১টা খেলা, চালাক লোকেরা খেলে আর মূর্খরা সেটা নিয়ে দিনভর চর্চা করে। এই খেলায় মিথ্যুকেরাই বিজয় লাভ করে আর সত্যবাদীরা ধোকায় পড়ে...

20/03/2024
19/03/2024
12/03/2024
31/03/2023
08/10/2022
08/10/2022

এরপর হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা না থাকলে ডাউনলোড করে নিন। রেজিস্ট্রেশন করার সময় হোয়াটসঅ্যাপে নিজেদের পছন্দ করা ভা.....

28/09/2022
17/09/2022

Address


Telephone

+8801644335039

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ekattorbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekattorbd:

Videos

Share